নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। তুমি কখনো ভূত দেখেছো? অনেকেই এই প্রশ্নটা করে। তখন আমি এই গল্পটা শুনিয়ে দেই-
খুব দেখেছি, তাহলে ঘটনাটা শুনুন-
সে কথা মনে হলে আজও গায়ে কাটা দেয়। পাশের গ্রামে সেবার দূর্গা পূজোর সময় যাত্রাপালা হয়েছিল। খুব নামকরা দলের যাত্রাপালা। পালা শেষ হতে-হতে রাত দুটো বেজে গেল। আমরা তিনজন মিলে ফিরছিলাম। পথ একেবারে সুনসান। আমার সাথের দুজন বটতলার কাছে এসে অন্য দিকে চলে গেল। আমি একা। তালুকদার বাড়ির পুকুরের ধার বরাবর রাস্তা দিয়ে হাটছি। চারপাশে নানান রকম গাছপালা বাতাসে দুলছিল। কেমন শন শন একটা শব্দ। সুন্দর জোছনা রাত। তবে এ জায়গাতে দিনের বেলাও খুব বেশি লোক চলাচল করে না। বহু বছর আগে এখানে একটা খুন হয়েছিল। খুন হয়ে যাওয়া লোকটাকে নাকি এখানে প্রায়ই দেখা গেছে। আমি আপন মনে গুনগুন করে গান গাইতে গাইতে হাটছিলাম। হঠাৎ সামনে দেখি একটা লোক নিচু হয়ে কি যেন খুঁজছে!
আমি সামনে গিয়ে বললাম- কে ওখানে? কেউ জবাব দিল না।
তখন আমি বললাম, কিছু হারিয়ে থাকলে তো আর এই রাতে খুঁজে পাবেন না। আপনাকে দিনের বেলা আসতে হবে। এখন বাড়ি চলে যান, সকালে এসে খুঁজবেন। আপনি কোন বাড়ির?
তখন লোকটা সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকালো। বিড়বিড় করে যেন কি বলছে। খুব ভয় পেলাম। প্রচন্ড ভয় পেলাম। ইচ্ছা করলো ঝেড়ে দৌড় দেই। কিন্তু হাত পা শক্ত হয়ে গেল। আমি একটুও নড়াচড়া করতে পারছিলাম না। মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাবো। ঠিক তখন দেখতে অদ্ভুত লোকটা মুহুর্তের মধ্যে বাতাসে মিলিয়ে গেল।
আমি আল্লাহ আল্লাহ করতে করতে আর ঠকঠক করে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে প্রচন্ড জ্বরে পড়ি। টানা সাত দিন বিছানায় শুয়ে থাকতে হয়েছিল।
২। মনে হচ্ছে আমি এক নিষ্কর্মা মানুষ। সারাদিন অকাজ করে যাচ্ছি। দুনিয়াতে যারা বড় মানুষ তারা মনে হয় বিশ্বকর্মা। তারা কত কী ভাবছে আর করে ফেলছে। সেই জন্যই তো দুনিয়াতে কত অশৈলী কান্ড ঘটছে। আকাশে এরোপ্লেন উড়ছে, চাঁদে মানুষ যাচ্ছে, মঙ্গলে যাছে। নতুন নতুন ডিভাইস মানুষের জীবনযাত্রা সহজ করে দিয়েছে। ওসব তো আমার মতো বোকা মানুষের কর্ম নয়। মনে হচ্ছে ঝিমিয়ে ঝিমিয়ে বেঁচে আছি। নাড়ী চলছে, বুক ধুক ধুক করছে, খাচ্ছি, ঘুমাচ্ছি। আমি থাকলেই কি, গেলেই কি। দুনিয়ার লাভও নেই, লোকসানও নেই।
৩। আমার যখন খুব রাগ হয়- তখন আমি এলোমেলো হাঁটি।
খুব হাঁটি। প্রচন্ড জোরে জোরে হাঁটি। রাগ কমা না পর্যন্ত হাটতেই থাকতাম। এই হেঁটে হেঁটে দুইটা রেকর্ড করেছি। একবার হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম এয়ারপোর্ট। আরেকবার মিরপুর। ভেবে দেখুন- খিলগা থেকে এয়ারপোর্ট, মিরপুর। এখন রাগ হলে হাঁটি না। আসলে হাঁটতে পারি না। খুব ক্লান্ত লাগে। চুপ করে বসে থাকি ঘন্টার পর ঘন্টা। খুব ছোটবেলা রাগ হলে- ছাদে চলে যেতাম। পানির টাংকির উপর চুপ করে বসে থাকতাম। সারাদিন ছাদে পার করে দিতাম। বাবা মা খুজেও পেত না। ছাদে ডিব্বার মধ্যে মুড়ি আগে থেকেই রেখে দিতাম। মুড়ি খেতাম। টাংকির কল থেকে ডক ডক করে পানি খেতাম।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭
রাজীব নুর বলেছেন: না যাই না।
তবে বুয়া না এলে যাই। অথবা সুরভি বাসায় না থাকলে যাই।
ছাদে আমার বেশ কয়েকটা গাছ আছে। পানি দিতে হয়।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
মৌরি হক দোলা বলেছেন: ভূতের গল্পটায় মারাত্মক ভয় পেয়েছি
ভাই, মাঝে মাঝে মনে হয় আপনি ই আমাদের হিমু!!!!!!!!
শুধু ভাবি না থাকলেই ঠিকঠাক হিমু ছিলেন
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০০
রাজীব নুর বলেছেন: যদি বলেন তো তাহলে ভাবিকে বিদায় করে দেই?
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০০
রাজীব নুর বলেছেন: যদি বলেন তো তাহলে ভাবিকে বিদায় করে দেই?
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
সময়ের ধারা বয়ে চলেছে ।
পরী আর ভাবী কেমন আছে ?
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৯
রাজীব নুর বলেছেন:
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি দাবা খেলতে পারেন রাজীব ভাই?
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০
রাজীব নুর বলেছেন: পারি। তয় খুব ভালো পারি না।
বারবার হেরে যাই।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১
চাঁদগাজী বলেছেন:
আপনি আপনার পরিচিতদের নিয়ে কোথায় ২/১ সপ্টাহ পর পর বসে আড্ডা দেন; এতে সবাই মিলে কিছু করার একটা ধারণা জন্ম নেবে
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৭
রাজীব নুর বলেছেন: আমি সব মানূষের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছি।
দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২
নীলপরি বলেছেন: বরাবরের মতোই দারুণ লাগলো ।
শুভকামনা
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫
ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ৩ নং বেশী ভাল লেগেছে।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জেবা।
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩
দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: মনের ভূতাটাই বড় ভূত। অন্ধকারে ভয় লাগে। আবার সেই ভয়ই অর্ধেক হয়ে যায় যদি হাতে একটা পাওয়ারফুল টর্চ থাকে। আর দিনের আলোয় তো সেই অর্ধেক ভয়টাও উধাও হয়ে যায়!
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৬
রাজীব নুর বলেছেন: তার মানে আমরা আসলে অন্ধকারকে ভয় পাই?
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: এক- ভুতের গল্পে কনস্ট্রাকশনে একটু গন্ডগোল হয়ে গেছে । রাত দুটোর সময় যাত্রা দেখে বাড়ি ফিরছেন তিনজন সেখানে একা একা আমার ভাইয়ের কথা বলাটা অসংলগ্ন লাগলো। বাকি দুজনের সে ক্ষেত্রে কোন ভূমিকায় থাকলো না । অথচ যে লোকটি অন্ধকারে কোন কিছু খুঁজছেন ; সেখানে তিনজনের যৌথভাবে প্রচেষ্টা নেওয়া দরকার ছিল। একটা ভৌতিক আবহ তৈরি করতে গেলে সার্বিকভাবে এগুলো ভবাটা জরুরী ছিল।
দুই- নিস্কর্মা আর বিশ্বকর্মা ভাই ভাই। এক ভাই কাজ করলে অপর ভাই বসে খেলে সমস্যা নেই , হা হা হা।
তিন - আমারও রাগ রাগ হয়।। তবে জলের ট্যাংকের উপর বসে থাকাটা ইউনিক।
শুভকামনা ও ভালবাসা প্রিয় ছোটভাইকে।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৫
রাজীব নুর বলেছেন: এক, উফ দাদা।
দুই, হে হে হে
তিন, মনে হয় আমার মধ্যে কিছু সমস্যা আছে।
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৯
সাইন বোর্ড বলেছেন: ভাল স্বীকারুক্তি ।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৩
রাজীব নুর বলেছেন: আমি সব সময় সহজ সরল স্বীকারোক্তি করি।
১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
মাহমুদুর রহমান বলেছেন: গল্পটা ভালো ছিল।
একসময় যখন গাড়ি ছিল না তখন মানুষ হেটে হেটে পাড়ি দিত দূর থেকে দূরান্তর।এখন যানবাহনের যুগে অলসতার রাজত্ব চলে।
মনের ক্ষোভ কবিতায় ঢেলে দিন।এক ধরনের প্রশান্তি পাওয়া যায়।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই।
ভালো থাকুন। সুখী হোন।
১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: রাগের সময় মাটির দিকে তাকিয়ে থাকলে রাগ নিয়ন্ত্রণে আসে। ট্রাই করে দেইখেন।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৮
রাজীব নুর বলেছেন: মাটি পাবো কোথায়?
থাকি পাকা ঘরে?
বোতলে করে মাটি এনে রাখব।
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আজীবন অনেক সাধ ছিল ভুত দেখবো।
আজও দেখতে পেলাম না। আফসোস!
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭
রাজীব নুর বলেছেন: সময় এখনও আছে।
অবশ্যই দেখবেন।
১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাই আপনার আদৌ কোন কাজকর্ম নেই, তাই না? সামুতে এতো সময় দেন কি ভাবে? প্রতিদিন একটি করে লেখা পোস্ট করেন!
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: বেকার আছি। চাকরি নাই।
১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬
নজসু বলেছেন:
শুভ সন্ধ্যা প্রিয় ভাই।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০২
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৭
গরল বলেছেন: আমি সবসময় কিছু কমদামি কাঁচের গ্লাস, মগ কিনে রাখি, একটা কমদামি মোবাইলও রাখি ৪-৫ হাজার টাকার মধ্যে। কম রাগ হলে গ্লাস মর এসব ভাঙ্গি আর বেশি রাগ হলে কমদামি মোবাইলটা ভাঙ্গি। এটা ট্রাই করে দেখতে পারেন, ওহ কমদামি কিছু ফুলের টাব ও কেনা আছে।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: না, ভাঙ্গাভাঙ্গি ভালো না।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
যোখার সারনায়েভ বলেছেন: এখন ছাদে যান না?