নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আজ সারাদিন যে বইটি পড়ে শেষ করলাম- ''ঈশ্বরপুত্র''। লেখক- প্রফুল্ল রায়। বইটির ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে মাইকেল সমরেশ দত্ত নামের এক বিপত্নীক মানুষকে ঘিরে। মাইকেল সমরেশ দত্ত আদর্শহীন মানুষদের মধ্যে বিরলতম চরিত্র। নারী পাচার চক্রের কবল থেকে একটি সরল গ্রাম্য যুবতীকে বাচাতে গিয়ে কোন মূল্য দিতে হয় তাকে তাই নিয়ে এই আশ্চর্য আখ্যান ঈশ্বরপুত্র। যারা বইটি পড়েন নি তারা পড়ে ফেলুন।
২। একবার এক পীর তার এক মুরিদকে একটা গাধা উপহার দিলেন। মুরিদতো মহা খুশি। মুরিদ খুব যত্ন সহকারে গাধাটিকে পালতে লাগলে। কিন্তু একদিন বাজার থেকে আসার পথে গাধাটি মারা গেলো। মুরিদতো চিন্তায় পড়ে গেলেন, এটা তার ওস্তাদের গাধা, এভাবে রাখলে গন্ধে মানুষের কষ্ট হবে।
তাই তিনি গাধাটিকে কবর দিয়ে এর পাশে বসে কাঁদতে লাগলেন। তো ওখান দিয়ে যেই যায় লোকটিকে কাঁদতে দেখে টাকা দেয়। তখনি মুরিদের মাথায় এক বুদ্ধি এলো সে কবরটিকে লাল কাপড় দিয়ে ঢেকে দিলো আর একটা সাইনবোর্ড ঝুলালো এবং তাতে লেখলো ''গাধা শাহ এর মাজার''।
অল্প কিছু দিনে মধ্যেই মাজার বেশ জমজমাট হয়ে গেলো। হাজার হাজার মুরিদের আর্বিভাব ঘটলো।
নতুন মাজারের কথা একদিন তার পীর জানতে পারলো এবং তাকে ডেকে পাঠাল। হাজার হোক, পীরের কাছে তো আর মিথ্যা বলা যায় না। তাই তিনি সব খুলে বললেন। এই ঘটনা শুনে তার পীর বললো চিন্তা করিস না, তোর ওখানে যার মাজার, আমার এখানে তার মায়ের মাজার।
৩। বৃষ্টির রাত। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। বিশাল বড় বাড়িতে একটা মেয়ে একা বসে আছে। সে খুব ভীত। ভয় দূর করার জন্য টিভি দেখছে মেয়েটা। টিভিতে একটা নিউজ দেখাচ্ছে। নিউজটা হলো, শহরে একজন ভয়ংকর খুনি ঘুরে বেড়াচ্ছে। কোন কারণ ছাড়াই মানুষকে খুন করছে। আর নিউজে সাবধান করে দেয়া হলো, অপরিচিত কাউকে যেন বাড়িতে ঢুকতে না দেয়া হয়।
একটু পরেই কলিংবেল বেজে উঠলো। মেয়েটা ভয়ে চমকে উঠলো। আর তারপর.....
অসাধারণ একটা থ্রিলার মুভি। মুভিতে মাত্র তিনজন অভিনেতা। এই হিন্দি মুভির নাম- Kaun
৪। বাংলা একাডেমি'র সকল ক্ষমতা থাকা উচিত লেখক প্রকাশকদের হাতে। তারাই এর ভাগিদার। বাংলা একাডেমি'র লোকজনের চেয়ে আমাদের দেশের লেখক আর প্রকাশক'রা বাংলা সাহিত্যকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে। আসেন আমরা সবাই মিলে বাংলা একাডেমি'কে নিষিদ্ধ করে দেই।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮
রাজীব নুর বলেছেন: তা ঠিক।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: চার নাম্বারটা এবং শেষের লাইনটা সত্য । বিক্ষিপ্ত চিন্তা ভাবনা কিন্তু ধারবাহিক গুছানো প্রকাশ ।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবা বোন।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
২ নম্বরটা জোস !!
ভাবছি এমন একটা মাজার করবো কিনা !!
সহজে স্বল্প পুঁজিতে লাভজনক ব্যবসায়।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১২
রাজীব নুর বলেছেন: না দরকার নাই।
ওসব দুষ্টলোকদের কাজ।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: 1 নম্বর পড়েনি ,
2 নম্বর আহা বেশ বেশ,
3- নম্বর থ্রিলার ট্রিলার আমার ভালো লাগে না ,
4- হা হা হা শামিল হয়ে যায় বাংলা একাডেমি বন্ধ করতে।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
হাবিব বলেছেন: রাজিব ভাই কেমন আছেন?
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫
রাজীব নুর বলেছেন: আল্লাহর রহমতে খুব ভালো আছি।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
মাহের ইসলাম বলেছেন: সাদা মিথ্যা না বলে সাদা-কালো মিথ্যা বলা যায় না ?
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬
রাজীব নুর বলেছেন: বলা যায় কিন্তু বলব না।
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: Kaun মুভিটা আজকেই দেখতে হবে।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭
রাজীব নুর বলেছেন: দেখুন। ভালো লাগবে। মাত্র এক ঘন্টা ৩৪ মিনিট।
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
ল বলেছেন: খুব গুছানো লেখা
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২২
রাজীব নুর বলেছেন: চেষ্টা করি আর কি।
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩১
প্রামানিক বলেছেন: বাংলা একাডেমি বন্ধ করলে বই মেলার আয়োজন কে করবে?
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: লেখক প্রকাশকরা।
১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
বইটি পড়তে হবে
এইটা নিয়ে লিখে মানুষের গালি হজম করেছি ।
মুভি টা খুজচ্ছি
বাংলা একাডেমির কাছে লেখক আর প্রকাশন দের আইন করে ধরা বাধা তুলে দেয়া উচিত ।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭
বিজন রয় বলেছেন: সবকিছু তো আপনার ইচ্ছামতো হবে না।
যেমন ধরুন ওই বইটি আপনি পড়েছেন মাত্র আজকে।