নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আগামীকাল নির্বাচন।
লেখা শুরু করার আগে একটা কৌতুক ''প্রেমিকা: তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। আমাকে কোনো কিছুর জন্য জোর করতে পারবে না। বারবার ‘আই লাভ ইউ’ শুনতে আমার ভালো লাগে না।
প্রেমিক: আপা, আপনে বাড়িতে যান। আপনার বাবা-মা চিন্তা করছেন!''
ঢাকা শহর খুব সুনসান, নিরব। রাস্তা ঘাটে বাস, গাড়ি সিএনজি। বাইক একেবারেই নেই। তবে রিকশা আছে। চারিদিকে কেমন একটা ঈদের আমেজ। অফিস আদালত মনে হয় সব বন্ধ। যেহেতু রাস্তায় লোকজন নেই- অর্থ্যাত সবাই বাসায় আছে। কিছু লোক মনে হয় গ্রামে চলে গেছে। অবশ্য পুরো ডিসেম্বর মাসটাই যানজট তুলনামূলক খুব কম ছল। সমস্ত দেশের মানুষ চায় নির্বাচনটা সুন্দরভাবে হয়ে যাক। ফেসবুকে নানান রকম ভিডিও দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে নানান রকম স্ট্যাটাস।
রাস্তার পাশের বেশির ভাগ চায়ের দোকান বন্ধ। আমি তথ্য পাই চায়ের দোকান গুলো থেকে। সকালে হাঁটতে বের হয়েছি। নানান রকম কথা ভাবছি। সব আসন থেকে যদি সতন্ত্রপ্রার্থী জিতে তাহলে কি হবে ? জনগন তো সব দলের উপরেই ক্ষ্যাপা। বিএনপির সব বড় নেতাই বুঝে গেছেন যে, তাদের ভরাডুবি আসন্য। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনদের সাথে, শুধু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে। এক ঘণ্টা হেঁটে একটা চায়ের দোকান খোলা পেলাম। সেখানে দুইজন চা খাচ্ছে আর গল্প করছে। একজন বললেন, Life is very important than one vote. Don't worry your vote will be casted safely.
আমার ভোট অন্য কেউ দিয়ে দিলে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে নির্বাচন কমিশন। ক্ষমতায় থেকে নির্বাচন দেয়ার জন্য পরোক্ষভাবে দায়ী থাকবে সরকার। আমি না ভোট দিতে চাই। নৌকা এবং ধান দুটোর শাসনবিধি দেখেছি! এখন সময় এসেছে ক্ষমতার পালাবদলের। না ভোটে জনপ্রতিনিধি হওয়া আটকাবে না। তাই কাউকে না কাউকে ভোট দিতে হবে। শিল্লী, মডেলসহ সবাই যদি প্রকাশ্যে তাদের অবস্থান জানাতে পারে আমি জানাতে অসুবিধা কী? ভোট এখন শুধু অধিকারই নয়, খুনি-ডাকাতদের বিরুদ্ধে প্রতিবাদ ও ঘৃণার প্রকাশও!
অধ্যাপক আব্দুর রাজ্জাক ও শিল্পাচার্য জয়নুল আবেদীন এই যুগে থাকলে এই নির্বাচনে তার ভূমিকা কি হৈতো খুব জানতে ইচ্ছা করে! ইয়াবাব্যবসায়ী, ব্যাঙ্ক ডাকাত, লুটেরা, খুনী, ধর্ষক, সন্ত্রাসীদের জন্যেও আপনি ভোট চাইতে পারেন, কিন্তু দয়া করে তার সঙ্গে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনাকে জড়াবেন না। এতে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনাকে অপমানিত ও ছোট করা হয়। ভোট কেন্দ্রে যান। নিজের ভোট নিজে দেন। আওয়াজ তোলো: ভোট আমার অধিকার। আমার ভোট আমি দিব।আমার অধিকার কাউকে হরণ করতে দিব না। আমি ভোট দেবো, মুক্তিযুদ্ধের আদর্শ থেকে সরে যাননি এমন প্রার্থীকে।
"আঘাতে আঘাতে জীবন মোদের গর্জিয়া উঠেছে নতুন করি।"
----কাজী নজরুল ইসলাম।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: ...ইলেকশনের খবরের চাইতে তামিল সিমেমা ভালো লাগছে...
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মুক্তিযুদ্ধের পক্ষে ভোট দেওয়ার পথ মুক্ত থাকবেতো? নাকি লাঠি-সোটা এসে আবার পথ আটকে রাখে?
২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: নৌকা কিংবা ধানের শীষ, যেটাই হোক; আমি সকল পক্ষের ভোটাধিকার প্রয়োগের পক্ষে।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
ডার্ক ম্যান বলেছেন: আপনি কোন আসনের ভোটার
২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: আসন নং ৮
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮
হাবিব বলেছেন: ভোট কি দেয়া যাবে?
২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: ভোট অবশ্যই দেওয়া যাবে।
আশা করি কোনো ঝামেলা হবে না।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৬
ঢাবিয়ান বলেছেন: পরিবারতন্ত্র নির্মূলের জন্য ভোট দিন
২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩
আবু তালেব শেখ বলেছেন: মুক্তিযুদ্ধুের পক্ষের শক্তি কোনটা?? আমি জানিনা
২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: চিন্তা করুন। ভাবুন।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬
যোখার সারনায়েভ বলেছেন: আফা বাড়িত যান বললে বেশি ভালো হতো ! কৌতুক ভালো লেগেছে!
২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩
হাবিব বলেছেন: কিন্তু ৩০ দিসেম্বর কেন?
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: হা হা হা ----
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
ভোট কেমন হচ্ছে, পোষ্ট দেবেন।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
আসলে আমি নিজের জীবন নিয়ে শংকিত । কাল কি হবে বলা যায় না । তবে সুস্থ ভাবে যদি সবাই ভোট দিতে পারে তবে সেটাই ভালো । কারন আমি শান্তি চাই । সংঘর্ষ না ।
আশা রাখি কাল সবাই সুস্থ ভাবে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবে ।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১
রাজীব নুর বলেছেন: সবাই ভোট দিতে পারবে। সমস্যা হবে না। কিসের সমস্যা?
১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১
আর্কিওপটেরিক্স বলেছেন: কৌতুকখানা সেই
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১
রাজীব নুর বলেছেন: হে হে হে--
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নির্বাচনের আগের দিন প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন। এবার সেটা হয়নি।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: উনি দুপুরে সংবাদ সম্মলেন করেছেন। যা বলার বলে দিয়েছেন।
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নির্বাচনের আগের দিন প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন। এবার সেটা হয়নি।
এবার দলের সভাপতিরাও জাতির উদ্দেশ্যে বেতার, টিভিতে ভাষণ দেননি। আফসোস!
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: ভাষণের দরকার কি?
যার যা বলার বলে দিয়েছে।
১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: ভাষণের দরকার কি?
যার যা বলার বলে দিয়েছে।
১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: তাহলে তো ভোট বিএনপির পক্ষেই যাবার কথা। জিয়াই তো মনে হয় প্রথম মুক্তিযোদ্ধা কল্যান মন্ত্রনালয় খুলেছিলেন।
৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: দেখি কি হয়!
১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ২০০৮ সালের নির্বাচনে না ভোটের সুযোগ ছিল। অনলাইনে ভোট দেবার সিস্টেম আসলে আমি ভোট দিতে পারবো। আজ সারা দিন ঘুরে ঘুরে ভোটের পোস্ট দিতে থাকুন।
৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২১
মাহমুদুর রহমান বলেছেন: "আঘাতে আঘাতে জীবন মোদের গর্জিয়া উঠেছে নতুন করি।"
----কাজী নজরুল ইসলাম।
এই কথা বর্তমান প্রেক্ষাপটে মূল্যহীন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
রাজীব নুর বলেছেন: !
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৭
নাহিদ০৯ বলেছেন: আমিও এবার প্রথম ভোট দিবো। একটু বেশি ই ভোট নিয়ে পড়ছি। কিভাবে দিবো, কি কি বিবেচনায় নিবো ইত্যাদি।
গতকালকে আগের নির্বাচনের ইতিহাস পড়ছিলাম। সরকারের অধীনে নির্বাচন এর আগেও হয়েছে এবং যতবার হয়েছে তাদের ফল খুব ভালো ছিলো না।
আমি ঠিক ভোটার হিসেবে এই নির্বাচনে আদৌ ম্যাটার করি কি না সে বিষয়ে বেশ ভালো রকমের সন্দিহান।