নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন নিয়ে দেশের সাধারন মানুষরা যা ভাবছেন

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০



১। নিরাপদ হোক। কোন ক্ষয়ক্ষতি যেন না হয়।

২। না ভোটের কোনো অপশন নাই। একটা প্রার্থীও পছন্দ হইতাছেনা...
ভোট যে দিবো, কারে দিবো!!

৩। ওহে আল্লাহ তুমি বাংলাদেশ কে হেফাজত কর আমিন।

৪। ধানের শীর্ষ প্রতীকের মালিকরা খুবই মিতব্যয়ী ও কৃপন। বিনা খরচে সাংসদ হইতে চায়। এখনও নির্বাচনীয় সহিংসতা চলছে কথাটি মিথ্যা কথা।

৫। দল এমনিই জিতবে এটা ভেবে ঘরে বইসা থাইকেন না। সেন্টারে যাবেন, ভোট দিবেন। জয় বাংলা, অনেক শুভ কামনা...

৬। এবার প্রথম ভোট, এখনও ভাবতেছি দিব কিনা! পরিস্থিতি বুঝে আগামীকাল সিদ্ধান্ত নিব ভাবতেছি।

৭। আমি দেশের মালিক। ভোট আমার মালিকানায়। আমার ভোট আমি দিব। আপনি দেশের মালিক।আপনার ভোট আপনি দিন। রাজাকার বাদে যাকে খুশি তাকে দিন। নিপীড়িত সাধারণ মানুষের পক্ষে বাংলাদেশকে ভোট দিন।

৮। আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী বিরোধী দল পেলে এ দেশ এর উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না ইনশা আল্লাহ।

৯। নৌকা জিতলেই বাংলাদেশ, নৌকা হারলে বাংলা শেষ।

১০। বিশ্বের কোন কোন দেশে নির্বাচনের সময় ইন্টারনেট শ্লো অথবা বন্ধ রাখা হয়?

১১। মুখে নৌকা, মনে ধান... তাদের হতে সাবধান!

১২। এই শীতের রাতে যারা মশার কামড় খেয়ে ব্যালট বক্স বুকে আগলে সেন্টারে বসে আছেন, সেই সব সহকর্মী ও বন্ধুদের জন্য অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা।

১৩। জননেত্রী শেখ হাসিনা’র উপর বিশ্বাস রেখে এবার অন্তত ,আপনার ভোট নৌকা প্রতীকে দিন,,, বাংলাদেশ এগিয়ে যাবে বহুদুর !!!

১৪। বাংলাদেশ সেনাবাহিনীর উপর সম্পূর্ণ আস্থা রাখুন এবং নির্ভয়ে আপনার ভোট প্রদান করুন।

১৫। যমুনা টি‌ভির সম্প্রচার বন্ধ ক‌রে দেয়া হ‌য়ে‌ছে.?. কেউ কী নি‌শ্চিত কর‌তে পার‌বেন.?

১৬। ‘চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা ‘
- টাইম ম্যাগাজিন

১৭। দেশে যাই ঘটুক, নড়াইল ২ আসন থেকে মাশরাফিকে সাংসদ হিসাবে দেখতে চাই। মাশরাফি দেশপ্রেমিক, নৈতিক এবং ঘাউড়া।

১৮। জনমত জরিপ বলছে নৌকা জয়ী হবে।

১৯। রাজধানী এখন ফাঁকা। ঈদের আমেজে সব ঘরমুখো। রথ দেখা কলা বেচা একসাথে। ভোট দেওয়াও হবে, বাড়িটাও দেখা হলো।

২০। ৬০% তরুণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় চায়।

মন্তব্য ৩৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬

মেগাট্রনের পঞ্চম প্রেতাত্মা বলেছেন: ২১. সালাদের কাটিং স্টাইল গুলো সুন্দর হয়েছে।
পড়লাম ভাই।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: হা হা হা---

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনি কি টেকনাফে ভোট দিতে পারবেন?

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: টেকনাফে আমার ভোট দেওয়ার সুযোগ থাকলেও আমি এই অন্যায় করবো না।
খারাপ কাজ থেকে আজীবন দূরে থাকতে চেয়েছি আমি।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: আওয়ামী লীগের একমাত্র মাশরাফি ব্যতিরেকে কাউকেই সহ্য হয় নি। শুধু মাশরাফিরই পুলিশ দিয়ে কেন্দ্র দখলের প্রয়োজন হবে না। বিনয় ধৈর্য একাগ্রতা দিয়ে মানুষের মন জয় করার সব ক্ষমতাই তার রয়েছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: দেখি কি হয়।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জয় বাংলা জয় বঙ্গ বন্ধু । জিতবেই তারা।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৬

রাকু হাসান বলেছেন:
আপনার কয়েকটি পয়েন্টে আমি একমত না ভাইয়া ,তবে তর্কে যাব না ।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: এগুলো আমার পয়েন্ট না।
দেশের সাধারন মানূষদের চিন্তা ভাবনা।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৫

উম্মু আবদুল্লাহ বলেছেন: টাইম ম্যাগাজিন আদতে কি বলেছে সেটার মনে হয় কোন খবর নেই। পুরো রিপোর্ট হাসিনা সরকারের বিরূদ্ধে।

Bangladesh's Iron Lady Faces a Hobbled Opposition as She Seeks Her Fourth Term

এর মানে কি হাসিনার প্রধানমন্ত্রীত্ব কামনা করা?

Earlier this year, Hasina spearheaded a draconian new digital law that journalists and some academics charged could be wielded to silence government critics.
Hasina defended it in Parliament as a tool to combat dangerous propaganda.
“Journalism is surely not for increasing conflict, or for tarnishing the image of the country,” she said.
With Hasina’s hold on the state machinery increasingly clear, doubts have arisen about the fairness of the vote.

এটা ঠিক যে রিপোর্টে হাসিনা সরকারের রোহিংগা নীতি সহ বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করা হয়েছে। কিন্তু বিরোধী দল দমনের কড়া সমালোচনা এবং নির্বাচনী পরিবেশের সমস্যার কথাই বেশী হাইলাইট হয়েছে। সামগ্রিক ভাবে রিপোর্টে পরিবেশের নেতিবাচক অবস্থানই প্রাধান্য পেয়েছে।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: চিলে কান নিয়ে গেছে আমরা চিলের পেছনে ছুটি!!

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: চিলে কান নিয়ে গেছে আমরা চিলের পেছনে ছুটি!!

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯

ডার্ক ম্যান বলেছেন: রাজাকারদের উত্তসুরিদের ঠেকাতে নিরাপত্তা বাহিনী সর্বদা প্রস্তুত

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উব্বর মস্তিস্কের বিক্ষিপ্ত ভাবনা।
এত ধারা উপধারা মাথায় লোড নেন কি ভাবে?
পাবনা যাবার পূর্ব লক্ষণ, সাবধানে থাকবেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: পাবনা যাই না অনেকদিন।
আগে প্রায়ই যেতাম বড় ভাই যখন পাবনা ক্যাডেট কলেজে পড়তেন।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: @ডার্ক ম্যান, আমরাও চাই পুলিশ তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালন করুক। কেন্দ্র দখল থেকে শুরু করে আওয়ামী লীগকে জেতাতে যা যা প্রয়োজন তার সবই পুলিশ বাহিনী করুক। এই কারনেই বিএনপির উচিত হবে নির্বাচনে শেষ পর্যন্ত থাকা।

আওয়ামী লীগ জনগনের ভোটে জয়ী হবার ক্ষমতা অনেক আগেই হারিয়েছে। শুধু পুলিশ আর ক্যাডারই তাদের ভরসা।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমাকে ভাবিত করছে।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪২

যোখার সারনায়েভ বলেছেন: সব ঠিক মত হোক।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: এটাই সবাই চায়।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

বলেছেন: বন্ধ হোক এই রক্তপাত - প্রবাসীদের ভাবনা

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



ভাই

আমিও চাই ভোট শুভ ভাবে শেষ হোক ।

কাল কি হবে সেটা নিয়ে চিন্তায় আছি । বাসা থেকে কারফিউ আছে যেন আমি ঘর থেকে না বের হই ।

সালাদ দেখে ক্ষুধা লাগছে ।

শুভ রাত্রি

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: এখন পর্যন্ত সব ঠিক আছে।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার দেখা ভোট : জনগনের ভাবনা
................................................................................................
কিছুক্ষন আগেই সংবাদ এলো ২/১ জনের প্রান গেল , ব্যালট বক্স ছিনতাই হলো,
পুলিশের ঘুম হারাম হলো । কেন এই সহিংসতা ???
..................................................................................................
আমার ব্লগে আসুন "ভোট দিন "

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: এরকম বিচ্ছিন্ন ঘটনা দরিদ্র দেশ গুলোতে ঘটেই।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ২০০৮ সা‌লের নির্বাচ‌নে না ভো‌টের সু‌যোগ ছিল। অনলাই‌নে ভোট দেবার সি‌স্টেম আস‌লে আ‌মি ভোট দি‌তে পার‌বো। আজ সারা দিন ঘু‌রে ঘু‌রে ভো‌টের পোস্ট দি‌তে থাকুন।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: দিন। আমিও একটগা দিব।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

হাবিব বলেছেন: গাজরগুলো খুব মজারু ছিল.....

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: হুম।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: গণতন্ত্র মুক্তি পাক
পরিবারত্ন্ত্র নিপাত যাক

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: বলুন।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৮

মাহমুদুর রহমান বলেছেন: ছবিটার বিষয়বস্তুগুলো দেখতে বেশ লোভনীয়।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.