নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মানুষ জানে সে পাপী।
ভয়াবহ পাপী। জেনে শুনে বুঝে অথবা না বুঝে সীমাহীণ পাপ করেছে। তাই তার মৃত্যুর পর আল্লাহ তাকে ভীষণ শাস্তি দিবেন। এই শাস্তির ভয়ে মানুষ মরতে চায় না। ছোটবেলা থেকেই মানুষ একটু একটু করে জানতে পারে- মৃত্যুর পর তাকে কি কি শাস্তি দেওয়া হবে। কিভাবে শাস্তি দেওয়া হবে। এদিকে জীবনের সব স্বপ্ন পূরন করতে গেলে লম্বা সময় বেঁচে থাকা দরকার। আর বেঁচে থাকতে হলে পাপ করতেই হয়।
'কবি' উপন্যাসের লেখক তারা শংকর বলেছেন- 'জীবন এত ছোট কেনে?' মৃত্যু ভয়ে হাসন রাজা পর্যন্ত নিজের ঘর বাড়িটা সুন্দর করে তৈরি করতে চাননি। গৌতম বুদ্ধ বলেছেন- 'বর্ষাকালে এখানে, শীত-গ্রীষ্মে ওখানে বাস করবো – মূর্খরা এভাবেই চিন্তা করে। শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে।'
অল্প কিছুদিন আমাদের আয়ু।
কিন্তু আমাদের কত আয়োজন! লেখা-পড়া, ডিগ্রী, চাকরি- প্রমোশন, গাড়ি-বাড়ি, বিয়ে ঘর সংসার- সন্তানাদি। রবীন্দ্রনাথ পর্যন্ত মরতে চাননি। তিনি বলেছেন 'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।' মানুষ না চাইলেও মানুষকে মরতে হয়। অনেকে রোগে শোকে ভূগে মরে। নানান অসুখে বিসুখে ভূগে কেউই মরতে চায় না। তাই মানুষ আল্লাহকে বলে- হে আল্লাহ আমাকে সুস্থ অবস্থায় দুনিয়া থেকে নিয়ে যেও। রোগ দিও না। হুট করে ঘুমের মধ্যে মৃত্যু দিয়ে দিও। আজকাল কেউই পাপ করতে দ্বিধাবোধ করছে না। কবি সাহিত্যিকেরা বলেন- পৃথিবীর আসল মজাই পাপে। পাপ করো পাপ। তাজমহলের গায়ে মদ ঢালো। মৃত্যুর পরেরটা পরে দেখা যাবে।
এই বিশাল পৃথিবীটা বড় অদ্ভুতভাবে ধ্বংস হবে।
কেয়ামতের শুরুটা হবে এভাবে- হঠাৎ সূর্য গায়েব হয়ে যাবে। পৃথিবীর সব জায়গায় অন্ধকার তথা রাত হয়ে যাবে। তিন দিনের সমান সময় পর্যন্ত রাত থাকবে অর্থাৎ সূর্য দেখা যাবেনা। সব মানুষ অস্থির-পেরেশান হয়ে যাবে। এরপরে হঠাৎ দেখবে যে চিকন ও তীব্র আলো নিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠছে। তা দেখে সমস্ত মানুষ হৈ চৈ শুরু করে দিবে। আল কুরআনে বলা হয়েছে - মানুষকে তার পাপ অনুযায়ী শাস্তি দেয়া হবে এবং কারো প্রতি বিন্দুমাত্র জুলুমও করা হবে না। মানুষ আল্লাহর শাস্তির কথা পুরোপুরি ভুলে গেছে।
মৃত্যুর পর ভয়াবহ শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে।
মাথার এক হাত উপরে থাকবে সূর্য। মুহুর্তের মধ্যে পুরো শরীর গলে যাবে। হড্ডি সহ। মুখের সমস্ত দাঁত উপড়ে ফেলা হবে। একজন আজাবের ফেরেশতা পাথর দিয়ে আঘাত করে মাথা চূর্ণ-বিচূর্ণ করে দেবে। আগুনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা, বিষাক্ত সাপের দংশন, বিচ্ছুর কামড়। এক গ্লাস পাই চাইলে- দেওয়া হবে গলিত সীসা, দুষিত রক্ত আর পুঁজ। বস্তুত জাহান্নামের শাস্তির ভয়াবহতা মানুষের ধারনার বাইরে। অবশ্য ভালো লোকেরা এসব শাস্তি পাবে না। তারা পাবে হুর আর মজাদার খাদ্য।
ভাইয়েরা আমার! আমরা সকলে সকল প্রকার পাপ থেকে ফিরে আসি। আল্লাহর দরবারে তাওবা করি। আল্লাহ আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিক।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: আসলে চারিদিকে প্রভু নানান লোভ ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন।
এই লোভ বারবার হাতছানি দিয়ে ডাকে।
চারিদিকে পাপের সরঞ্জাম। তাই মানুষ পাপ না করে পারে না।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
৭২ টি হুর আমার ভালো লাগে না। দুনিয়ায় যে হুরটিকে পেয়েছি তাকে পেলেই আমি খুশী।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: গ্রেট।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এই গানটি শুনছিলাম অনেকক্ষণ ধরে। হঠাৎ দেখি আপনার পোস্ট!!!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০
রাজীব নুর বলেছেন: চমৎকার।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১০
আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: আসলে চারিদিকে প্রভু নানান লোভ ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন।
এই লোভ বারবার হাতছানি দিয়ে ডাকে। -- । লোভে পাপ, পাপে মৃত্যু।
ভালো লাগল লেখা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫১
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০০
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: তাই আমরা প্রার্থনা করি পাপ মুক্তির জন্য।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৯
আলমগীর কাইজার বলেছেন: শৃঙ্খলে কেউই বন্দী হতে চায় না। তাই শৃঙ্খল ভেঙে সবাই বের হতে চায় এবং কমবেশি সবাই অপরাধ করে।
মানুষ বড়ই আজব, অন্যকে নিয়ন্ত্রণ করার জন্য শৃঙ্খল তৈরি করে অথচ নিজে ঐ শৃঙ্খলে বন্দী হতে চায় না বা হয় না।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২
রাজীব নুর বলেছেন: ঠিক।
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৫
কানিজ রিনা বলেছেন: মানুষের জীবন অংকের সুত্র মতই
সুত্র মতে চললে অংকের মত নিজের
নিজের হিসাব করতে পারবে। সুত্র না
মিলিয়ে অংক যেমন এলমেল হয়
ঠিক তেমনি জীবনটাও এলমেল হয়।
কোরআনকে যদি জীবনের সুত্র ধরি
তাহলে কোরআনে অসংখ্য সাবধান বানী
দেওয়া আছে সবই শিক্ষনীয় আল্লাহর
দলিল।
মানুষ যখন গুরুপাক খেয়ে পেটের পিরা
বা ডাইরিয়ায় ভোগে, ঠিক মানুষ য়খন
তার অন্যায় অনাচার দ্বারা নিজের মনকে
দুষিত করে ফেলে তখন মনটাও ডাইরিয়ায়
ভুগতে থাকে। দেখবেন রাস্তায় পড়ে থাকা
গড়িবের কিংবা ঝুপড়িতে বাস করা গড়িবরা
কখনও মৃত্যুকে ভয় পায়না।
অথচ বড় লোকের মৃত্যু ভয় বেশী কারন
তারা অন্যায় করতে করতে মনটা ডায়রিয়ায়
আক্রান্ত করে ফেলে। ইহোকাল পরোকাল
তখন দুইটাই তাদের নরক। ইহোকাল যদি
নরক মনে হয় তাহলে তারা স্বর্গ লাভ করে
কি করে।
অবৈধ সম্পদ হরনকারী দুর্নীতিবাজ মানুষ
বেশীরভাগ চরিত্রহীন হয়। আর চরিত্রহীন
মানুষ জীবনের শেষে এসে মনে মনে
অপরাধ বোধে মৃত্যুকে ভয় পায়।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:০৩
শিবলী আখঞ্জী বলেছেন: আল্লাহ পাক যে সুন্দর সুন্দর হুর বানায়া রাখছেন মনে হচ্ছে বেহেস্তি পুরুষগণ নিজেদের চরিত্র সামাল দিতে চরম ভাবে ব্যর্থ হবেন!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৭
সাত সাগরের মাঝি ২ বলেছেন: সত্যিই কি তাই?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০২
কানিজ ফাতেমা বলেছেন: মাঝে মাঝে এই ধরনের পোষ্ট পড়া জরুরী ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৮
নাহিদ০৯ বলেছেন: শাস্তি যে ঠিক কতটা ভয়াবহ হবে তার কোন ধারনা আমাদের কাছে নাই। সেই শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের আছে এটা মনে করাও ইমান ভঙগের কারন বলে মনে হয়। তাই আমাদের উচিৎ হবে পাপ কে পাপ মনে করা এবং সাধ্যমতো তওবা করা। আল্লাহ যে ক্ষমাশীল এটা মনে রাখতে হবে। ধন্যবাদ। পোস্ট টা ভালো লেগেছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
রাজীব নুর বলেছেন: কিন্তু পৃথিবীর আসল মজাই তো পাপে।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন।
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩
গরল বলেছেন: কিছু কিছু পাপ আছে যা আমার করতে খুবই ভালো লাগে এবং আমি সেগুলো করেই যাব, কেউ আমাকে ঠেকাতে পারবে না।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
রাজীব নুর বলেছেন: পাপ করুন। প্রচুর পাপ করুন। সমস্যা নাই।
কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে ভুলবেন না।
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩২
তারেক ফাহিম বলেছেন: শত ব্যস্ততার মাঝেও মানুষ তার অভ্যাসকে প্রাধান্য দেয়। হোক সেটা পাপ কিংবা নেক আমল।
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: জ্বী।
১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩
সোনালী ঈগল২৭৪ বলেছেন: প্রতিদিন একবার করে হলেও আমাদের মধ্যে মৃত্যু চিন্তা আসা উচিত
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: মৃত্যু চিন্তা আসলেও সমস্যা। তখন সকল আনন্দ মাটি হয়ে যাবে।
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অন্যায় কাজ মানুষ ইচ্ছেকৃত ভাবে করে। আজকের কাগজে দেখলাম তিতাস গ্যাসের এক কেরানী । তিনি ধার্মিক মানুষ। অথচ লুটপাট করে শেষ করেছেন।
মৃত্যু নিয়ে কেউ ভাবে না। ভাবলে কেউ অন্যায় কাজ করতে পারত না।