নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবনটাকে যতোটা সম্ভব উপভোগ করুন

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৩



মানুষের স্বপ্নের শুরুটা কোথায়?
বুকের গভীরে ইচ্ছা শক্তি কোথা থেকে আসে? শুনুন, স্বপ্ন আর ইচ্ছাশক্তির জন্ম আমাদের জন্মের সময়'ই আমরা নিয়ে আসি। সব মানুষ জীবনে সফল হতে চায়। আমাদের দেশের বেশির ভাগ লোকই গরীব। বেশির ভাগই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। অর্থনৈতিক সচ্ছলতা আমাদের কাছে বিরাট একটা অর্জন। আসলেও তাই। আপনি যে কাজ'ই করেন কাজকে ভালোবাসতে হবে। নিজের কাজের প্রতি দায়িত্বশীল ও যত্নবান হতে হবে। কাজের মধ্যেই জীবনকে উপভোগ করতে শিখুন। জীবন একটা কঠিন ও লম্বা দৌড়। রাস্তা মোটেও সুন্দর বা মসৃন নয়। এই দৌড় আমরা নার্সারি ক্লাশ থেকেই শুরু করি। জীবনে সিরিয়াস না হয়ে সিনসিয়ার হওয়া বেশি দরকার। জীবনটাকে খুব কঠিনভাবে নেওয়ার কিছু নেই। আমরা তো মানুষ। মেশিন নই। তবে একজন সফল মানুষ আরেকজন সফল মানুষকে হিংসা করবে না।

কবি বলেছেন- দেরী হোক, যায়নি সময়।
পরিশ্রমের তুলনায় ফল না পেলে বিচলিত হওয়ার কিছু নেই। মানব জীবনটা আসলে প্রতিযোগিতায় ভরা। কাজেই টিকে থাকতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। এবং ভুলেও হতাশ হওয়া যাবে না। নো নেভার। তবে এটা সত্য আমাদের দেশটা বৈষম্যে ছেয়ে গেছে। বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। জীবনেও স্বপ্নপূরণ করতে চাইলে নানান বাধাবিপত্তি আসবেই। সেগুলো মোকাবেলা করার মানসিক ক্ষমতা নিজের মধ্যে ধারন করতে হবে। নিজের ভেতরে আত্মবিশ্বাস জাগাতে না পারলে ব্যর্থতা অতিক্রম করা কঠিন হয়ে যায়। যুক্তরাষ্ট্রে পিএইচডি করার ইচ্ছা ছিল আমার। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। সত্য কথা বলতে কি, আমেরিকায় পড়তে যাওয়ার যোগ্যতা হিসেবে আমার কিছুই ছিল না। আমি ভেবেছিলাম- একটু উদ্যোগ আর সাহস নিয়ে চেষ্টা করলে আমেরিকাতে পড়তে আসা কোনো ব্যাপারই হবার কথা না।

তুমি কী হতে চাও?
সরকারি চাকরিজীবী? ব্যবসায়ী? প্রকৌশলী? চিকিৎসক? নাকি সেনা কর্মকর্তা হতে? লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামা যাবে না। সীমাহীন পরিশ্রম করতে হবে। নিজের জীবন নিজেকেই অর্থবহ করে গড়ে তুলতে হয়। জীবনে সঠিকভাবে বেঁচে থাকতে হলে তিনটি বিষয় গুরুত্বের সঙ্গে নিতে হবে- সময়, স্বাস্থ্য ও অর্থ। শক্তিশালী তারাই, যারা নিজে ভালো কাজ করে। আর যার কাজ সুন্দর তার সব সুন্দর। মানুষ মানুষের কাছে গ্রহন যোগ্যতায় পায় তাদের কাজের মাধ্যমে। তুমি নিজেকে যতোটা অযোগ্য ভাবো আসলে তুমি ততোটা অযোগ্য না। শুধু মাত্র নির্বোধেরাই অন্যের সফলতায় ঈর্ষান্বিত হয়ে নিজের সময় নষ্ট করে। প্রশংসা গুলোর কথা মনে রাখো আর সমস্ত অপমান অবহেলার কথা ভুলে যাও। ভালোভাবে বেঁচে থাকার জন্য দরকার অদম্য প্রাণশক্তি, জীবনের প্রতি দরকার সীমাহীন ভালোবাসা। অসফল মানুষ স্বভাবতই কিছুটা হীনমন্যতাবোধে ভোগে, এবং সুযোগ পেলেই তার দুঃখ-কষ্টের কারণ অন্যের উপর চাপিয়ে দিতে চায়।

অন্যরা তোমাকে নিয়ে কী ভাববে বা বলবে এটা নিয়ে ভাবা বাদ দিতে হবে।
সৌন্দর্য্য ম্যাগাজিন পড়ার দরকার নাই। ওগুলো পড়লে নিজের চেহারাকে কুৎসিত মনে হবে, যেটা কখনোই সত্যি নয়। জীবনে অনেক বন্ধু হবে এবং হারিয়েও যাবে, কিন্তু কয়েকজন খুব কাছের বন্ধুর সাথে আপমার সবসময় একটা ভালো সম্পর্ক রাখা উচিৎ। কিছু সত্যকে চিরন্তন বলে মেনে নিতে হবে। দ্রব্যমূল্য সবসময় বাড়বে। রাজনীতিবিদরা সবসময় মিথ্যা বলবেই। বেশির ভাগ মানুষই কথা দিয়ে কথা রাখবে না। হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া কাউকেই বিশ্বাস করা যাবে না। আপনিও একদিন বুড়ো হবেন। এবং যখন আপনি বুড়ো হবেন তখন আপনি অতীতের কথা ভেবে নস্টালজিক হবেন। কার উপদেশ গ্রহণ করছেন সেটা নিয়ে সজাগ থাকবেন। কিন্তু যারা উপদেশ দিতে আসেন তাদের ব্যাপারে ধৈর্যশীল থাকতে হবে। আমাদের স্বপ্ন দেখতে হবে এটা ভেবে যে এই স্বপ্নের বেশিরভাগই পূরণ হবে। এবং সে অনুযায়ী প্রচুর প্রাণশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে সে স্বপ্ন পূরণের জন্য।

জীবনটাকে উপভোগ করা শিখতে হবে।
আমাদের কাছে জীবনকে উপভোগ করা একটা ভালো চাকুরী এবং সন্তান লালন করার জন্য যথেষ্ট টাকা উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ। আমাদের সব দুঃখ কষ্ট শুরু হয়েছে যেদিন বৃটিশরা আমাদের দেশ দখল করেছিলো। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশের মতো আর কোথাও নেই। আমাদের দেশের লোকদের দেশপ্রেম খুব কম। এদের সীমাহীন দুর্নীতি আর অসততা আমাদেরকে দিন দিন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ৭১ এ পাকিস্তানী সেনাবাহিনী আমাদের গুঁড়িয়ে দিতে চেয়েছিলো, আমরা আমাদের সবটুকু উজাড় করে দিয়ে সে হায়েনাকে পরাজিত করেছি। প্রাকৃতিক দুর্যোগ আমাদের লন্ডভন্ড করে দিয়ে যায় প্রায় প্রতি বছর, সেই ধ্বংস্তুপ থেকে আমরা আবার উঠে দাঁড়াই।

মন্তব্য ৪৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কী ব্যাপার রাজিব নুর! এত কম সময়ে পোস্টটা ১০৬৩ বার পঠিত হল কীভাবে???


০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: আমি জানি না।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি প্রথমে এম. বোরহান উদ্দিন রতন কে তার পোষ্ট ৬০০ অধিক পঠিত - কমেন্ট করার পর, মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল পোষ্ট - সবর (ধৈর্য্য) আর মুসলমান ১৮১৯ বার পঠিত, এখন রাজীব নুরের পোষ্ট - জীবনটাকে যতোটা সম্ভব উপভোগ করুন ১৭৪৮ বার পঠিত !!! লক্ষ্য করছি

কাজটি কি এম. বোরহান উদ্দিন রতন তার আইটি ঢেলে দিয়েছেন ব্লগে !!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না।
মনে হয় সাময়িক সমস্যা। ঠিক হয়ে যাবে।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন: কোনো এক বেকুবের কাজ, আজ কয়েকটি পোষ্টে এটি করেছে। ফরগেট ইট।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: ওকে।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

রাকু হাসান বলেছেন:

জীবন উপভোগ করার মধ্যেই সার্থকতা । মানুষের নিজের খেয়ে হুদাই কাজ করতে এত সময় পায় কোথায় !

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৭

রাজীব নুর বলেছেন: কাজ করতে হবে। এবং কাজের মধ্যেই আনন্দ খুঁজে পেতে হবে।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন। আমার ছোটো মামা ডেল কার্নেগি বলতেন, হতাশ হবার কারণ নেই। আমি তার কথা স্মরণে রাখতে চেষ্টা করি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৭

রাজীব নুর বলেছেন: ঠিকই তো।
যতক্ষন শ্বাস, ততক্ষন আশ।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।
শুভকামনা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪২

আরোগ্য বলেছেন: পোস্ট চার ঘন্টায় ৩৬০৯+ বার পঠিত। রহস্য কি ভাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৮

রাজীব নুর বলেছেন: সব আল্লাহর ইচ্ছা।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫২

বলেছেন: রহস্য ময় পোস্টে ভালোলাগা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের প্রাপ্য সুখশান্তি থেকে বন্চিত করছে, সরকার, ব্যুরোক্রেট ও কিছু তথাকথিত ব্যবসায়ী

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৯

রাজীব নুর বলেছেন: এদের বিচার করবে আল্লাহ।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৪

হাবিব বলেছেন: কি করে সম্ভব? দুনিয়া আখিরাতের শস্যক্ষেত, দুনিয়ায় কাজের জন্য আপনাকে আমাকে অবশ্যই জবাবদিহি করা হবে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: জবাবদিহি করতে মন চায় না।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৬

রাকু হাসান বলেছেন:
আবার আসলাম ভাইয়া । মনে হচ্ছে গত মন্তব্য নিয়ে বলা উচিত।
মানুষের নিজের খেয়ে হুদাই কাজ করতে এত সময় পায় কোথায় !--আমি তাদের বলেছিলাম । যারা এই পোস্টটা রিলোড করে এত বার পঠিত করলো ।
শুভসকাল ভাইয়া ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: এখন পরিস্কার হলো।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর লিখেছেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচা।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮

শিবলী আখঞ্জী বলেছেন: কায়মনোবাক্যে শিকার করছি এটি একটি শিক্ষণীয় পোস্ট কপি পেস্ট করে নিজের আইডি তে পোস্ট করে দেওয়া মত লোভনীয় একটি পোস্ট। গুনির আইডিতে (সম্পদহীনদের জ্ঞানই একমাত্র সম্পদ)এরকম একটি কথা লেখা আছে দেখে কপিটপি করলাম না।পোস্টটা একাধিক বার পাঠ করে বুদ্ধির নখে শান দেওয়ার চেষ্টা করেছি।

আপনার ভাষায় ‘অসফল মানুষ স্বভাবতই কিছুটা হীনমন্যতায় ভুগে’ কথাটা চিরন্তন সত্য।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৪

শিবলী আখঞ্জী বলেছেন: আমার মন্তব্যের প্রথম লাইনে বানান ভুল করে ফেলেছি শিকার নয় স্বীকার করছি হবে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: বুঝতে পেরছি।

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৬

টারজান০০০০৭ বলেছেন: ঠিকোই ! যতক্ষন শ্বাস, ততক্ষন বাঁশ !

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: হুম।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৩

সৌরভ সাফওয়ান বলেছেন: ভালো লিখেছেন ভাই

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০

নজসু বলেছেন:




সুন্দর কথন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৭

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: আমি কি হতে চাই!!যা হতে চাই তার ধারে-কাছেও যেতে পারিনি।
তাই বলে আমি কি ব্যর্থ?
নিজেকে ব্যর্থ মানিনা আমি।চেষ্টা তো অন্তত করেছি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১

রাজীব নুর বলেছেন: অবশ্যই আপনি ব্যর্থ নন।

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯

তারেক ফাহিম বলেছেন: ভালোলাগার মত কথন

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: পাঠক হিসেবে আমার সিরিয়াল 3830 !!!!!!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২

রাজীব নুর বলেছেন: ্বড়ই আচানক ঘটনা ঘটে গেছে দাদা।

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
সুন্দর লিখেছেন।

কিন্তু, আমাদের দেশপ্রেম কম এই কথাটা ঠিক মানতে পারছি না। এ কথা কেন লিখেছেন তা ব্যাখ্যা করলে ভালো হতো।

শুভেচ্ছা নিরন্তর।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: ঢাকা শরের মানুষ গুলো যখন ঘর থেকে বের হয়- তখন সবাই কঠোর হয়ে যায়। মায়া দয়া হীন হয়ে যায়।

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধরুন, বাজার থেকে বড় একটা কেক এনে আপনি একাই সবটুকু খেয়ে ফেললেন, এটাকে বলে ভোগ। আর ওই কেকটা যদি কয়েকজন মিলে খান, তাহলে সেটা হবে আপনার জন্য উপভোগ। ভোগ আর উপভোগের মধ্যে উপভোগ কিন্তু সুশীল, শোভন, ভদ্র, শিষ্টময়। সুতরাং আমাদের সবারই উপভোগ কাম্য, ভোগ নয়।

ভোগে সুখ আর উপভোগে আনন্দ। ভোগ টা লালসার সাথে জড়িত,অনেকটা নেতিবাচক অর্থ বহন করে। সুবিধা কেউ উপভোগ করেনা ভোগ করে। আবার সুন্দর কেউ ভোগ করেনা উপভোগ করে। নারীরর ক্ষেত্রেও ভোগবাদী দৃষ্টিভঙ্গি বা ভোগবাদী সমাজের কথা বলা হয় সেখেত্রে নারীকে কেউ উপভোগ করছে না তাকে ভোগ করছে তার সৌন্দর্য উপভোগ করছে। আমি যতটুকু বুঝি বস্তুগত সব কিছুই ভোগ্য আর অবস্তুগত বাকি সব উপভোগ্য। ভোগ ট মানুষ একাই করে আর উপভোগ টা সবাই মিলে করে। যেমন।স্টেডিয়াম এ খেলা উপভোগ করা,মনোরম দৃশ্য উপভোগ করা, আবার খাবার ভোগ করা,সম্পদ এর উপযোগীতা ভোগ করা।

আমাদের জীবন দর্শনে ভৌগই টাই প্রাধ্যান্য পেয়ে আসছে! তাই সমাজে এত অশান্তি। উপভোগের দর্শন বিকশিত হলে আমরাও হতে পারতাম সূখি সমৃদ্ধ জাতি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ খুব সুন্দর করে ভোগ আর উপভোগের ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য।

২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



তবে মাঝে মাঝে অনেক ক্লান্ত মনে হয় । তবে থেমে যাই না ।

এখন ও ছুটে চলেছি ।

ধন্যবাদ ভাই ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: গুড।

২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৮

সুদীপ কুমার বলেছেন: ভালো লিখেছেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.