নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসাময়

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৩



নিজের হাতে ফুলের বাগান করবো, জানুক লোকে
বাগানের সমস্ত ফুল শুধু তোমার জন্যে, দেখুক লোকে
অলস মধ্যদুপুরে অথাবা কোনো বৃষ্টির দিনের সন্ধ্যায়
তুমি গাঢ় নীল শাড়িতে, আমি সাদা পাঞ্জাবীতে সেজে
স্বচ্ছ পবিত্র ভালোবাসা দুঃখ থেকে দূরে রাখবে আমাদের।

প্রেম ভালোবাসার মতো সুন্দর আর কিছুই নাই এই ধরনীতে
তোমার আমার ভালোবাসার গল্প লোকে জানবে- অল্প অল্প
তোমার থেকে দূরে গেলেই বুকের ভেতরটা বড্ড আনচান করে
তুমি পাশে আছো বলেই নতুন নতুন স্বপ্ন দেখতে ভয় পাই না
তুমি কাছে থাকলেই সমস্ত ব্যাথারা কাছে আসে না, জানো তা?

শোনো, গতরাত ছিল শীতের শেষ রাত, আজ ফালগুনের শুরু
শহরের সমস্ত প্রেমিক প্রেমিকারা যাওয়ার আগে-আগে একদিন
তুমি আমি মিলে হাতে হাত রেখে, যাবো বেনী মাধবের বাড়ি
সেদিন এমনই দক্ষিনা হাওয়ার দিনে গাছের পাতার ফাঁকে সূর্য
কবিতা পড়া ছেড়ে দিয়েছি, যেদিন লিখতে শুরু করেছি কবিতা।





(কবিতা লেখা আমার কাজ না। কবিতা লেখার নূন্যতম যোগ্যতা আমার নেই- তা আমি ভালো করেই জানি। তবু শখ হয়, স্বাদ জাগে মনে। আসলে কবিতা তো আবেগের খেলা। আবেগটাকে বুকে ধারন করতে পারলেই সুন্দর কবিতা লেখা সম্ভব। খুব শ্রীঘই হয়তো আমি পেরে যাবো। না পারলেও সমস্যা নেই। কার সবাই বুঝে গেছে অগোছালো এবং বিছছিরি লেখা মানেই আমার লেখা। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।)

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৬

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: স্বপ্ন মিশ্রিত আবেগের ফুলঝুরি। দারুন

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অবশেষে কবিদেরও ভাত মারছেন দেখছি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: দূর কি যে বলেন!!!

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো লিখেছেন তো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: সত্যি বলেছেন?

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটভাই,

কবিতা তো একরকম হয়েছে ; তবে শেষের ছবিটিতে মুগ্ধ হলাম ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া বিচ্ছিরি লেখা মানেই তোমার লেখা!!!!!!!

মনটা এত উদাস কেনো আজকের দিনে!!!!!!!!!!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৩

রাজীব নুর বলেছেন: মন মেজাজ ঠিক নাই।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

সাইন বোর্ড বলেছেন: একটা সময় হয়ত আবেগের গুরুগম্ভির প্রকাশ'ই ছিল কবিতা, কিন্তু বর্তমানে মোটেই সেটা নয় । কবিতা তার রূপ বদলিয়েছে এবং প্রতিনিয়তই বদলাচ্ছে......

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৩

রাজীব নুর বলেছেন: এটাই হয়তো নিয়ম সব কিছু বদলে যায়।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৭

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ভালো লাগল ভাই রাজীব নুর।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: শেষে পড়ে কষ্ট পেয়েছি। আপনি অনেক পরিশ্রম করেন প্রতিটি লেখায়। নিয়মিত এবং সবসময় সত্যের ও ন্যায়ের প্রকাশ করেন। কোন পরিশ্রম বৃথা যায় না, নিশ্চয় তা একদিন আপনাকে সম্মানিত এবং স্বয়ংসম্পূর্ণ করে তুলবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৫

রাজীব নুর বলেছেন: আপনার মূখে ফুল চন্দন পড়ুক।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর লিখেছেন ভাই, অসাধারণ আপনার ইচ্ছের প্রকাশ, অনেক ভালোবাসা স্পষ্ট কথামালায়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪২

মেঘলামানুষ বলেছেন: সুন্দর

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: প্রিয়কবিকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কবিতা পাঠে মুগ্ধ হলাম।
সহজ, সরল ও সুন্দর ভাষায় বর্ণনা মূলক কবিতা।
কবিতার সৃজনশৈলী চমত্কার।
বিষয়বস্তু ভালো। এরকম প্রেরণামূলক একটি কবিতা
লেখায় কবির প্রয়াস অভিনন্দন যোগ্য।

সাথে থাকুন, পাশে রাখুন। ঝন্যবাদান্তে
আপনার চির পরিচিত
আপনার একান্ত প্রিয় এক কবিবন্ধু।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

রাজীব নুর বলেছেন: অনেক শুকরিয়া।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৩

মাহমুদুর রহমান বলেছেন: কবিতা লেখা আমার কাজ না। কবিতা লেখার নূন্যতম যোগ্যতা আমার নেই- তা আমি ভালো করেই জানি
এসব বলে বলেই তো ভালো এটেনশন পাচ্ছেন।আই লাইক দিস স্টাইল।
কবিতাটি কিন্তু আমার বড্ড ভালো লেগেছে ভাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: হা হা হা----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.