নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আজ পরীকে নিয়ে শিশু একাডেমী গিয়েছিলাম।
শিশু একাডেমী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য দেশের শিশুদের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক এবং সুপ্ত প্রতিভার বিকাশে সহায়তা করা। বর্তমানে সারা দেশে শিশু একাডেমীর ৭০টি শাখা রয়েছে। বঙ্গবন্ধু শিশুদের খুব গুরুত্ব দিতেন। তিনিই প্রথম শিশু আইন করেছিলেন। ১৯৭৬ সালে বাংলাদেশ শিশু একাডেমী প্রতিষ্ঠা লাভ করে। রোজার দু'টি ক্লাশ হয়, এক ঘন্টা করে দুই ঘন্টা। সুরভি আর আমি এই দুই ঘন্টা সারা শিশু একাডেমি হেঁটে বেড়াই। পাশেই বইমেলা হচ্ছে। ভেবেছিলাম যাবো। কিন্তু আর যাওয়া হয়নি। অবশ্য আগামীকাল যাওয়ার সুযোগ আছে। এই প্রথম বইমেলা দুই দিন সময় বাড়িয়েছে। এটা ভালো হয়েছে। খুব বৃষ্টি হয়েছে। অনেক মানুষ যেতে পারেনি। যাই হোক, এখন কিছু ছবি দেখুন। ছবি গুলো সব আজ তুলেছি শিশু একাডেমি থেকে।
১।
শিশু একাডেমির রাস্তার দুই পাশে প্রচুর ফুল গাছের দোকান আছে। তাদের বেচা বিক্রি খুব ভালো।
২।
ছেলে মেয়েরা ক্লাশে। বাবা-মা অপেক্ষারত।
৩।
হাওয়াই মিঠাই। মুখে মিষ্টি স্বাদের আঁচড় দিয়ে মুহূর্তেই নিঃশেষ। খাওয়ার চেয়ে এর দেখার আকর্ষণই বেশি।
৪।
মাটির জিনিসপত্র। এক সময়ে মাটির তৈরি জিনিসপত্র ছাড়া সংসার জীবনে চলাই মুশকিল হয়ে দাঁড়াত।
৫।
নোটিশ বোর্ডে কিছু লেখা আছে।
৬।
বাচ্চারা ঘুরে ঘুরে হাতে আঁকা ছবি দেখছে।
৭।
অনেকে এসব দিয়ে ঘর সাজাতে পছন্দ করে।
৮।
ফুল মনকে শান্ত রাখে। আনন্দ দেয়।
৯।
বেল পিপার। মানে কেপসিকাম। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে।
১০।
হাওয়াই মিঠাই আমি খাই না। কিন্তু দেখতে ভালো লাগে।
১১।
জানি না এগুলো কি।
১২।
পাথরের ফাঁকে প্রান প্রতিষ্ঠা পাচ্ছে।
১৩।
এক পিচ্চি তার চাচার সাথে হেঁটে বেড়াচ্ছে।
১৪।
ফুলের নাম ডালিয়া।
১৫।
১৬।
সুরভি।
১৭।
বাচ্চারা লাইন ধরে ক্লাশে প্রবেশ করে। বের হয়। দেখতে ভালো লাগে।
১৮।
শেষমেষ আমাদের একটা ছবি।
০১ লা মার্চ, ২০১৯ রাত ৮:২১
রাজীব নুর বলেছেন: আপনি যাহা মনে করেন।
২| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৮:২০
মলাসইলমুইনা বলেছেন: রাজীব নূর,
ভালো লাগলো অনেক আপনার লেখা ।আমি যখন স্কুলে পড়ি তখন শিশু একাডেমির লাইব্রেরিতে যেতাম নিয়মিত। শিশু একাডেমির অডিটোরিয়ামে স্বাধীনতা দিবসে বাংলাদেশের ওপর জেনারেল নলেজের একটা প্রোগ্রামে আমি স্কুলের টিমের সাথে পার্টিসিপেটও করেছিলাম । আমাদের কম্পিটিটর ছিল হলিক্রস স্কুল । সে বহু এবং বহু বছর আগের কথা । আপনার লেখা পরে সেগুলো মনে হলো। অনেক দিন পরে শিশু একাডেমির ফটো দেখলাম । এক সময় খুব জমজমাট থাকতো শিশু একাডেমি বছরভর নানান প্রোগ্রামে । এখন কেমন চলছে সেটা অবশ্য জানিনা ।আশা করি ভালো ভাবেই এর কাজ চলছে ।পরী সোনামনির জন্য আদর অনেক অনেক ।
০১ লা মার্চ, ২০১৯ রাত ৮:২৪
রাজীব নুর বলেছেন: সেম টু সেম।
৩| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৮:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর শিশু একাডেমী চত্বর ।
০১ লা মার্চ, ২০১৯ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
৪| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৯:২৬
মাহমুদুর রহমান বলেছেন: তাহলে আজ দিনটি আপনার ভালোই কেটেছে।এভাবে প্রতিটি দিন হোক শুভময়, এটাই কামনা।
০১ লা মার্চ, ২০১৯ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৫| ০২ রা মার্চ, ২০১৯ রাত ১২:৩৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: শিশু একাডেমিতে ছোটবেলায় গিয়ে মুগ্ধ হয়েছিলাম। এর পরিসর আরো বাড়ানো প্রয়োজন যাতে সব শিশুদের জন্য শিশু একাডেমি কাজ করতে পারে।
আপনাদের ছবিও অনেক দিন পরে দেখলাম। সুরভিকে বেশ খুশী মনে হচ্ছে! বিষয় কি? দেখুন, আপনার মত করে আমিও উনাকে নাম ধরে ডাকছি। কিছু মনে করবেন না।
০২ রা মার্চ, ২০১৯ সকাল ৭:২১
রাজীব নুর বলেছেন: শিশু একাডেমির চারপাশ নোংরা।
৬| ০২ রা মার্চ, ২০১৯ রাত ১:৩৮
আরোগ্য বলেছেন: আপনাদের মুখে সবসময়ই হাসি ফুটে থাকুক এই কামনা করি।
০২ রা মার্চ, ২০১৯ সকাল ৭:২২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৭| ০২ রা মার্চ, ২০১৯ রাত ২:৩৯
সোহানী বলেছেন: আপনার মেয়ে কি আর্ট শিখে? একসময় ছেলের জন্য সকাল বিকাল দৈাড়াতে হতোসেখানে। আমার বাসা খুব কাছে থাকাতে প্রায় সময় আমরা হাটতাম সেখানে। অার বই মেলা মানে আমার আর আমার ছেলের আনন্দ। আমরা মা ছেলে খুব ঘুরতাম তারপর বই কিনে পথে পথে যা পেতাম তা কিনতে কিনতে বাসায় ফিরতাম। আহ্ সে সব সময়.....
০২ রা মার্চ, ২০১৯ সকাল ৭:২৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৮| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:১৪
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ছবি গুলো দারুণ ছিল! রঙিন চকচকের মাঝে সাদাকালো ভালবাসা।
০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
রাজীব নুর বলেছেন: হে হে হে---
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৮:০৯
হাবিব বলেছেন: শেষ ছবিটা কি নতুন না পুরাতন?