নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প- ৯

২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৬



চালাক আর বুদ্ধিমান শব্দটা একরকম না।
চালাক মানে চালাকি যা মোটেও ভালো নয়। আর বুদ্ধিমান শব্দটা ভালো। বুদ্ধি মানুষের দরকার আছে। কামাল অনেক চালাক। কিন্তু বুদ্ধিমান নয়। এই কামাল লোক দেখানো নামাজ পড়ে। লোক দেখানো কাজ কারবার আমার খুব অপছন্দ। আমি নিজের চোখে দেখেছি, কামাল চাকরি পাওয়ার পর অফিসে নিয়মিত নামাজ পড়তো। প্রথম একমাস সে নামাজ পড়েছে। এরপর চাকরীটা যখন পাকাপোক্ত হয়ে গেল সে নামাজ পড়া ছেড়ে দিল। আমি নিজে বলেছি কামাল ভাই নামাজ পড়বেন না। যান নামাজে যান। সে নামাজ পড়েনি। আজিব ব্যাপার। যদিও কামালদের মতো মুসলমানদের সংখ্যা অনেক বেড়েছে।

এক বছর পরের ঘটনা।
কামাল প্রচন্ড ফাঁকিবাজ। এবং বিরাট বদ। কাজ না করেই মাস শেষে বেতন নেয়। কিন্তু এমন ভাব দেখায় যে, সে কাজ করে সব উলটে দিয়েছে। কিন্তু এক বছর পর অফিস বুঝতে পারে কামাল তো বিরাট ভন্ড। তখন তার চাকরী যায় যায় অবস্থা। ঠিক এরকম সময় কামাল আবার নামজ পড়া শুরু করলো। আযান দিতে দেরী তার নামাজে যেতে দেরী না। আমি বলি ভাই আবার নামাজ পড়া শুরু করলেন? কোনো বিপদ আপদ এসেছে নাকি? শাহেদ চুপ। আমি বললাম, নামাজ পড়লে সব সময় পড়বেন। লোক দেখানো নামাজ পড়ার দরকার কি? আসলে অফিসের সিইও স্যার নামাজ পড়েন। কামাল তাকে দেখানোর জন্যই নামাক পড়তো। সিইও যেন ভাবে আরে কামাল ছেলেটা তো বড্ড ভালো। খুব নামাজী।

কামাল দুই হাতে টাকা উড়ায়।
আমি খুব অবাক। এটা কিভাবে সম্ভব? অথচ তার বাবা জমিদার নয়। অফিসে আসার তিন দিন পর সে কমপক্ষে সাত জনের কাছ থেকে টাকা লোন নিয়েছে। কিন্তু এখন সে এত টাকার মালিক কিভাবে হলো? অফিস থেকে সে নানান দুই নম্বরী করে খুব অল্প সময়ে অনেক টাকা হাতিয়ে নেয়। কামালের ধারনা ছিল অফিস জানবে না কোনো দিন। কিন্তু ঘটনা চক্রে অফিস জেনে যায়। প্রতিমাসে কামাল পার্টিকে দিবে বলে অফিস থেকে অনেক টাকা নিয়েছে। আসলে কামাল সেই টাকা পার্টিকে দিত না। জাল কাগজ বানিয়ে অফিসে দিয়ে দিত। এক বছর পর পার্টি একদিন অফিসে ফোন দিয়ে ঘটনা ফাঁস করে দেয়। এরপর কামাল অফিস থেকে পলাতক।

কামালের সাথে আমার দেখা মহাখালীতে।
আমি বললাম, ভাই চাকরীটা হারালেন। আবার মান সম্মানও গেল। কামাল বলল, এটা কোনো ব্যাপার না। বিরাট অফিস, ওদের কাছ থেকে কিছু টাকা না হয় নিয়েছি তাতে ওদের কিচ্ছু হবে না। ওদের টাকার অভাব নাই। আমি তো দরিদ্র মানূষের টাকা মেরে খাই নাই। ধনী লোকের টাকা মেরেছি। রবিন হুড কি করতো ভুলে গেছেন? এর আগেও আমি একটা বড় কোম্পানীতে কাজ করেছি। মোটা অংকের টাকা নিয়ে ভেগেছি। আর কোনো প্রতিষ্ঠানেই আমি এক বছরের বেশী দিন কাজ করি না। আর অফিসও আমার ঠিকানা কোনোদিন খুজে পাবে না। কারন অফিসে জমা দেওয়া কাগজপত্র সব ভুয়া।

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫৬

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
খারাপ মানুষ আমার ভালো লাগে না।

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: চারিদিকে খারাপ মানুষ।

২| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সবারই উচিত বিনয়ী আর সৎ হওয়া।
এর কোন বিকল্প নেই।

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: এই সমাজে বিনয়ী আর সৎ লোক আছে নাকি?

৩| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ১০:৩৯

বলেছেন: মন ছুয়ে গেলো

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: !

৪| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪১

এম ডি মুসা বলেছেন: ভালো লাগছে মনের কথা গুলো বলেছেন

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ১:১৯

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: সে কি বিবাহিত? তা না হলে টাকা গুলো খরচ কোথায় করে এটা উল্লেখ থাকলে জমতো বেশ।

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: বন্ধুবান্ধব নিয়ে ফুর্তি করে।

৬| ২৭ শে মার্চ, ২০১৯ ভোর ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


সে রাজনীতিতে ঢুকবে, কিংবা রাজনীতিতে আছে

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: সম্ভবনা আছে।

৭| ২৭ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এরকম লোকের সংখ্যাই দিন দিন বাড়ছে।

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: এরকম লোক দিয়ে দেশ ভরে গেছে।

৮| ২৭ শে মার্চ, ২০১৯ সকাল ১১:০০

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৯| ২৭ শে মার্চ, ২০১৯ সকাল ১১:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজনীতি না করেই কীভাবে একজন সাধারণ মানুষ এত অপকর্ম করেও মুক্ত/স্বাভাবিক থাকতে পারে?

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: এদের জীবন এইভাবেই কাটে। দুষ্টলোকেরাই ভালো থাকে।

১০| ২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: কামাল খুব বড় রাজনীতিবিদ হতে পারবে। এমন লোক রাজনীতিতে এলে দেশ ও জাতির উন্নতির ষোল কলা পূর্ণ হবে। হা হা হা....

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: হে হে হে

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: হে হে হে

১১| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৭

পবন সরকার বলেছেন: এরকম লোকের অভাব নাই।

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: দেশ ভরাই এরকম লোকে।

১২| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ১১:৩৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: মনে হয় পৃথিবীর সব খারাপের ক্যারেকটার একই। একই ধাঁচ আর একই ছাঁচ এ তৈরি এরা। অথচ সমাজে এরাই সমৃদ্ধির পথে রয়েছে! ভালো লিখেছেন রাজিব ভাই। অভিনন্দন রইলো! আমি বহুদিন পর এলাম ব্লগের পাতায় কিন্তু এ কী অবস্থা? সামুকে এত বড় অপবাদ দিল!

২৮ শে মার্চ, ২০১৯ সকাল ৭:০৮

রাজীব নুর বলেছেন: সামু সাময়িক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে।
ইনশাল্লাহ সমস্যা কেটে যাবে।

১৩| ২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:০৬

জাহিদ অনিক বলেছেন: শাহেদের চোখ দিয়ে ধুরন্ধুর কামালকে দেখলাম, নাকি কামালের চোখে বোকাসোকা শাহেদকে দেখলাম !

২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: দু'টোই সঠিক।

১৪| ২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩২

আখেনাটেন বলেছেন: কামাল, আমি, শাহেদ গুবলেট হয়ে গেছে মনে হচ্ছে। এটা ঠিক কথাগুলো মন্দ বলেন নাই।

তবে আমার কেন জানি শাহেদকে 'চালাক ও বুদ্ধিমান'র মাঝামাঝি কিছু মনে হয়। আচ্ছা এই ধরণের ক্যারেক্টারের কী নাম দেওয়া যেতে পারে? :D

২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: থাক কোনো নাম দিতে হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.