নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বনানীর আগুন নিয়ে সাধারন মানুষ যা ভাবছেন

২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:১৬



১। গুলশান থেকে বনানী - শুধু মানুষ আর মানুষ... এদের সামলাতেই জান শেষ হয়ে যাচ্ছে পুলিশ আর দমকল বাহিনীর... আগুন নেভাবে কি করে...? কেউ কথা শুনছেনা... কেউ সরছেনা। উৎসুক জনতার উৎসাহ কি ভয়ংকর!!!!

২। এক হাজার মানুষ আটকা পরলে পঞ্চাশ হাজার দর্শক হাজির হবে, সেটাই স্বাভাবিক! আত্মীয়দের উপস্থিতি খুব স্বাভাবিক, যখন কেউ জানছে না ভেতরে তার স্বজনের অবস্থা কি!

৩। কোথাও আগুন লাগলে যেসব লোক তামাসা দেখতে, ছবি তুলতে ভীড় করে রাস্তা ব্লক করে ফেলে তাদের গ্রেফতারে আইন পাশ করা জরুরী হয়ে পড়েছে।

৪। পুরান ঢাকা,নতুন ঢাকা,বস্তি,টাওয়ার কোন কিছুই বাদ যাচ্ছে না।এ শহর আগুন-লাগা শহর হয়ে গেছে! এ শহর বালের শহর হয়ে গেছে!

৫। নিজের আসন্ন মৃত্যুকে সহজভাবে নিতে শিখতেই যে কোন দুর্ঘটনা-স্থলে ভিড় করে তারা। সাধারণ মানুষ এ-ও জানে,এইসব অব্যবস্থা সৃষ্ট দুর্ঘটনার দায় অসভ্য-অব্যবস্থাপক ও তাদের স্তাবকেরা কেউ নেবেনা; বরং সাধারণ মানুষকে অসভ্য বলে গালি দেবে অন্ধ-অক্ষম ক্ষমতার নেকড়েরা।

৬। ভবন ধ্বসে, আগুন লেগে, বাসচাপায় আমরা প্রতিদিন বেঁচে যাচ্ছি। এই নগর বড় বিষাক্ত।

৭। আজকের পর চুড়িহাট্টা ভুলে বনানী জপবো। অপেক্ষা থাকবে আরেকটি নামের...। অসহায় নগর জীবন।

৮। আগুনের চরিত্র ফ্যাসিবাদী। থামাও আগুন, থামো আগুন।

৯। বনানীর এফ আর টাওয়ারে আমার পরিচিত কেউ নাই। তবু আমার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে আমিও আটকে পড়েছি ওদের সাথে, দম বন্ধ হয়ে আসছে আমার। নিউজগুলো আর নিতে পারছি না। হে আল্লাহ্ কিছু একটা করো

মন্তব্য ৩৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:


বিল্ডিং ডিজাইনে, আগুন থেকে মানুষ বাঁচার পথ রাখা হয়; মানুষকে প্রতিমাসে ১ বার করে ড্রিল করাতে হয়, প্রতি ফ্লোরে কয়েকজনকে আগুন লাগলে মানুষ রক্ষার ট্রেনিং দিতে হয়।

২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: ঢাকা শহর পচে গলে নষ্ট হয়ে গেছে।
এই শহরে প্রতিটা মানুষ ঘর থেকে বের হওয়া মানেই মৃত্যু। এই চিন্তা মাথায় নিয়েই বের হয়।

২| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বনানীর এফ টাওয়ারের আগুনে আহত, নিহত পরিবারের
সদস্যদের জন্য সহমর্মিতা ও অপুরণীয় ক্ষতির শোক কাটিয়ে
ওঠার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি।

২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: হুম।

৩| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: গতকাল দুপুরের পর থেকে সামুতে আসতে পারছিলাম না।
এমনিতে আমি কম্পিউটার খুব কম বুঝি। মাথা গেলো খারাপ হয়ে।
আমার ছোট ভাই আইটি এক্সপার্ট সামুতে ঢুকার ব্যবস্থা করে দিয়েছে।

৪| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৮

হাবিব বলেছেন:
তাজরীন, রানা প্লাজা, নীমতলি, বেগুনবাড়ি, চুরিহাট্টা, বনানী.......... এর পর????
আর দেখতে চাইনা এমন লাশের মিছিল। আর কত দূর্ঘটনার পর আমরা সতর্ক হবো?

২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: এরকম ঘটতেই থাকবে।

৫| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৩

হাবিব বলেছেন: "ঘরে থাকলে আগুন লাগার ভয়, রাস্তায় বেরুলে বাসের চাকায় পিস্ট হবার ভয়" যাবো কোথায়????

২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে আল্লাহ আমাকে কেন যে পাঠালেন???

৬| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: আগুন যেন ওখানে একটা সিরিয়াল কিলার হয়ে গেছে । প্রায়ই এমন ঘটনা শুনছি । এ কি কোন পার্মানেন্ট সলিউশন নাই ?
গতকাল ভাইকে ব্লগে ঢুকতে না পাওয়ার খবর শুনে খুব কষ্ট পেয়েছিলাম । অস্বীকার করবো না যে আজকের পোস্টটি দেখে মনে শান্তি পেলাম ।

২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: ছোট ভাই ব্যবস্থা করে দিয়েছে। তাই সামুতে আসতে পারলাম।

৭| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমি বেঁচে আছি। আমি বেঁচে আছি।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: বেঁচে থাকুন।

৮| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রতিটি মানুষকেই সচেতন হবে।
মানবতা জাগ্রত করতে হবে।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: ঠিক ব্লেছেন। এছাড়া আর অন্য কোনো উপায় নাই।

৯| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৮

করুণাধারা বলেছেন: ভালো লিখেছেন, আমিও আর নিতে পারছি না। টিভি দেখছি না। বলেন দেখি, এই অনিরাপদ ভবন যে বানিয়েছে, সেই মালিক আর ডেভেলপার এখনো কেন আরামে ঘুমাচ্ছে, ভাত খাচ্ছে, হাসছে?

২৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: যোজন যোজন অন্যায় করেও মানুষ হাসে, খায়, ঘুমায়।

১০| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৯

ভুয়া মফিজ বলেছেন: ঢাকার যা অবস্থা, সেই তুলনায় দুর্ঘটনা (?) তো কমই ঘটে। আরও অনেক বেশী ঘটার কথা। আল্লাহর রহমত আছে বলতেই হবে!

২৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: দামী কথা বলেছেন।

১১| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: সাধারন মানুষের এই ভাবনাগুলো মূল্যহীন।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: সাধারন মানুষের ভাবনা গুলোই দামী।

১২| ২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৭

আরোগ্য বলেছেন: কিছু মানুষ বিপদকেও লাইভ শো মনে করে।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: যুগে যুগে এরকম লোক থাকেই।

১৩| ২৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

আকতার আর হোসাইন বলেছেন: নিউজগুলো আমিও আর নিতে
পারছি না। হে আল্লাহ্ কিছু একটা করো।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: ঢাকার যা অবস্থা, সেই তুলনায় দুর্ঘটনা (?) তো কমই ঘটে। আরও অনেক বেশী ঘটার কথা। আল্লাহর রহমত আছে বলতেই হবে!

সহমত।

১৪| ২৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৭

ওমেরা বলেছেন: মৃত্যু সব জায়গায় আছে তবু এই সব নানা দূর্ঘটনার কথা শুনে শুনে দেশেই যেতে ইচ্ছা করে না।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: অল্প কিছু দিনের জন্য এসে থেকে যান।

১৫| ২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
আফটার অল আমি এতটা নেতিবাচক ভাবছিনা।
আমার দৃষ্টিতে সরকার তথা সরকারি সংস্থা 'ফায়ার ব্রিগেড' যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে।
আগুন যে পর্যায়ে ছিল, নেভানোর পড়েও বার বার জ্বলে উঠছিল। পানির অভাবে। একপর্যায়ে মনে হয়েছিল পুরো বিল্ডিঙ্গই পুড়ে আসেপাশের ভবনগুলোও পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
কিন্তু পানির সংকট ছিল, দেড় কিলোমিটার দূরে হাতির ঝিল থেকে পানি এনে, পানিতে চাপ ছিলনা, পাইপ ছিদ্র হয়ে যাচ্ছিল। এরপর ভিড় ঠেলে দফায় দফায় পানিবাহি গাড়ির সাহায্যে মাত্র ৪-৫ ঘন্টার ভেতর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। দমকল বাহিনীর কর্মিরা আহত হলেও একমিনিটও কাজ বন্ধ করে নি।
১৪-১৫ তলায় থেকে পানি ছেটানোর ল্যাডার মারফত চরম ঝুকি নিয়ে অনেক মানুষ উদ্ধার করেছে। ৩টি ফ্লোর পুড়ে গেলেও (২ টি আংশিক) মোট ৫ টি ফ্লোরে স্বল্পসময়ে আগুন নিয়ন্ত্রনে এনে বাকি ১৯ টি ফ্লোর রক্ষা করতে সক্ষম হয়েছে।
২৫ জন মারা গেলেও ভবনে অবস্থানরত হাজার মানুষ বাঁচানো সম্ভব হয়।

অতচ কিছুদিন আগে একই মাত্রার আগুন লন্ডনে ২৪ তলা ভবন গ্রিনফিল টাওয়ারের আগুন।
লন্ডনের ওয়েল ইকুইপড অভিজ্ঞ ফায়ার সার্ভিস সর্বশক্তি দিয়েও সেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি, ২ দিন জাবত জলছিল গ্রিনফিল টাওয়ার। নিজস্য নির্বাপন ব্যাবস্থা, পর্যাপ্ত ফায়ার একজিট, বিকল্প শিড়ি থাকার পরও একশতর মত মানুষ মারা গেছিল সেইদিন।
কোরিয়ান নাইট ক্লাব, চীনে হোটেল, ব্রাজিলের বহুতল, পর্যাপ্ত ব্যাবস্থা থাকার পরও বহু মানুষ মারা যায়। দুবাইয়ের রিসেন্ট নির্মিত সর্বচ্চ ব্রুজখলিফায় দুবার লেগেছিল আগুন।
আধুনিক পর্যাপ্ত ব্যাবস্থা থাকার পরও ২৪ ঘন্টায়ও নেভানো সম্ভব হয়নি সেসব আগুন।
অতচ অপর্যাপ্ত ব্যাবস্থা, জানজট, লোকের ভিড়ে বাধা, এরপরও আমাদের দমকল বাহিনী মাত্র ৪-৫ ঘন্টার ভেতর আগুন নিয়ন্ত্রনে এনে ৬ ঘন্টার ভেতর নেভাতে সক্ষম হয়েছে।

৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: আমি খুব আশাবাদী মানুষ।
আমার বিশ্বাস করতে ভালো লাগে একদিন এই শহর একটা উন্নত শহর হবে।

১৬| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১২:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:

সামু ছবি দেয়ার ব্যাবস্থা বন্ধ রেখেছে। আপনি ছবি কেমনে দিলেন?

৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: ম্যাজিক।

১৭| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১২:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গতকালের ঘটনার কথা মনে হলে স্তব্ধ হয়ে যাই, কতগুলো মানুষের প্রাণ গেল আবারও!!



অবাকই করে এমন অযৌক্তিক জনতার ভিড় শুধু তামাশা দেখার জন্য, অথচ কারোরই মাঝে কোনরকম সহযোগিতার লক্ষ্মণ নেই, কেবল অপেক্ষা কি হয় আর সরকার কি করে তা দেখবার!!

ভালো বলেছেন ভাই, এইসব ঘটনায় সরকারকে আরও কঠোর অবস্থান নেয়া জরুরী।

৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.