নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৮৯

৩০ শে মার্চ, ২০১৯ রাত ৯:১০



১। সরকারের কাছে অনুরোধ দয়া করে নিরাপদে এবং আনন্দ নিয়ে ব্লগিং করার সুযোগ দেন। সারা বিশ্বের মানুষই ব্লগিং করে।

২। শুধু মানুষের চেহারা নিয়ে জন্ম নিলেই মানুষ হ‌ওয়া যায় না, মনে রাখবেন, অমানুষরাও দেখতে ঠিক মানুষের মতোই। মানুষের সমস্ত অতীত তার চেহারায় লেখা থাকে।

৩। বিভূতিভূষণষ বন্দ্যোপাধ্যায় লিখেছেন-
বাংলাদেশের সাহিত্যের উপাদান বাংলার নর-নারী; তাদের সুঃখ-দারিদ্র্যময় জীবন, তাদের আশা-নিরাশা, হাসি-কান্না-পুলক-বহির্জগতের সঙ্গে তাদের রচিত ক্ষুদ্রজগৎগুলির ঘাত-প্রতিঘাত,বাংলার ঋতুচক্র, বাংলার সকাল সন্ধ্যা-সকাল, আকাশ বাতাস, ফলফুল। বাঁশবনের,আমবাগানের নিভৃত ছায়ায় ঝরা সজনে ফুল বিছানো পথের ধারে যে সব জীবন অখ্যাতির আড়ালে আত্নগোপন করে আছে-তাদের কথাই বলতে হবে, তাদের সে গোপন সুখ-দুঃখকে রূপ দিতে হবে।

৪। হাঁটুন মন খুলে। মানসিক চাপ কমাতে হাঁটার থেকে ভালো পদ্ধতি খুব কমই আছে। যারা নিয়মিত মন থেকে হাঁটতে পারে তাদের ব্লাডপ্রেশারও নিয়ন্ত্রিত থাকে । আমার যখন খুব মন খারাপ থাকে- তখন রাস্তায় এলোমেলো ভাবে বেশ কিছুক্ষন হাঁটলেই মন খারাপ ভাবটা কমে যায়।

৫। আগামীকাল বৃষ্টি হবে। ছাতা নিয়ে বের হবেন।

৬। আপনার ছেলে-মেয়ে কোথায় যায়? কি করে? কার সাথে মিশে? ক্লাসের কথা বলে কি ক্লাসে যায় নাকি বন্ধুদের সাথে আড্ডায়? স্কুল-কলেজের সময় গুলোতে পার্কে, লেকে এবং বড় বড় শপিং মলের ফাস্টফুডের দোকান গুলোতে গেলেই দেখতে পাবেন- ছেলে-মেয়েরা কিভাবে বসে আছে। প্রশ্ন হচ্ছে এই ছেলে-মেয়ে গুলো কাদের? তাদের বাবা-মা কারা? সারারাত জেগে তারা ফোনে কথা বলে, ভিডিও চ্যাট করে। আর তাদের শেষ পরিণতি হলো- বন্ধুর ফ্ল্যাট বা কোনো হোটেলে। তারপর সম্পর্কের ছেদ।
পরিবার থেকে যদি সন্তানদের খবর রাখা না হয় তাহলে সন্তান তো খারাপ পথেই যাবে। মনে রাখবেন, আপনার ছেলে বা মেয়েও হতে পারে ভয়ংকর অপরাধীদের একজন।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৩

হাবিব বলেছেন: সন্তানদের কতক্ষণ চোখে চোখে রাখবেন? তার চেয়ে তাদেরকে ভালো মন্দের পার্থক্যটা শিখিয়ে দিন।

৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

২| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৫

ঢাবিয়ান বলেছেন: ছবি পোস্ট করছেন কিভাবে?

৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: ম্যাজিক।

৩| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রুচি সম্মত শিক্ষা আর পরিবেশ সবার আগে।

৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৪| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৭

ওমেরা বলেছেন: সৎ শিক্ষা ও সৎ পরিবেশ দিতে দিবে ।

৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: অবশ্যই। অবশ্যই।

৫| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১০:২২

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন।

৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৬| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১০:৩১

নতুন নকিব বলেছেন:



আগামীকাল বৃষ্টি হবে, আবহাওয়ার পূর্বাভাস?

আপনার মামনিটা কেমন আছে?

৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: বৃষ্টি অবশ্যই হবে। খেয়াল রাখুন।

মামনি ভালো আছে। দোয়া করবেন।

৭| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১১:৩১

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,



২,৩ আর ৪ নম্বরের কথাগুলো টুকরো টুকরো সাদা মিথ্যা নয়, একেবারে ফকফকে সাদা সত্য।

৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ৩১ শে মার্চ, ২০১৯ রাত ১২:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলেছেন কথাগুলো।
আগামীকাল কি সত্যি বৃষ্টি হবে ভাই....? ছাতাটা সিলাই করতে ভুলে গেছি যে !

৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: জ্বী, বৃষ্টি হবে।

৯| ৩১ শে মার্চ, ২০১৯ রাত ২:৫৩

বলেছেন: শেষটুকু মনে রাখলেই হবে ++

৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১০| ৩১ শে মার্চ, ২০১৯ রাত ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:


১ নং হওয়ার দরকার ছিলো:

প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট সাহেব সামুতে ব্লগিং করতে আসুন; আপনাদের পোষ্ট পড়ে আমরা সব সময় উৎসাহমুলক কমেন্ট ( প্রথম হয়েছি, চা দেন; পোষ্টে + + + ) করবো; আপনারা জীবনে ১ম বার জনপ্রিয়তা অর্জনের সুযোগ পাবেন।

৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: হা হা হা----
আপনি একজন প্রচন্ড রসিক মানুষ।

১১| ৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৪১

মলাসইলমুইনা বলেছেন: আপনি আমাদের ওয়েদার জানলেন কেমন করে ? ঝম ঝম বৃষ্টি হচ্ছে রাত থেকেই ।
বিভূতি ভূষণের কথাগুলো খুব ভালো লেগেছে । ব্লগে কবিতা গল্প যারা লিখছেন তাদের এলেখায় এই জিনিসটারই অভাব দেখি ।সেই এক প্রেম নিয়ে যে পড়েছে সবাই সেটা থেকে আর অন্য কোনো দিকে দেখবার মনে হয় কোনো কবি গল্পকারের সময় নেই । দেশে যে আরো ঘটনা ঘটে সে সব জীবনের অংশ হিসেবেই আসা উচিত ব্লগের গল্পে, কবিতায় ।সেটা প্রপোরশনেটলি হয় না বলে ইদানিং ব্লগের গল্প কবিতা খুব এক ঘেয়ে লাগছে। নিজস্ব পর্যবেক্ষণগুলো সুন্দর করে বলেছেন এই লেখায় ।

৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

১২| ৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নিজের পোস্ট থেকে নিজের লেখাও অনেক সময় কপি করতে পারি না।
এটা একটা খারাপ ব্যাপার।

৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: সহমত।

১৩| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪৮

ভুয়া মফিজ বলেছেন: আপনার লেখা পড়লে অনেক জ্ঞান অর্জন করা যায়। :)

৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: দূর কি যে বলেন !!!

১৪| ৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫০

জাহিদ অনিক বলেছেন:
বৃষ্টি তো হচ্ছে না-- ওয়েদার রিপর্ট অবশ্য বলে যাচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে---

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: সারাদিন'ই তো আকাশ মেগলা। তাছাড়া অনেক জাগায় বৃষ্টি হয়েছে।

১৫| ৩১ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৮

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) বলেছেন: আমি পোসট কড়তে পারছিনা কিছু। নতুন কোন সমস্যা ?

০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৮:১৩

রাজীব নুর বলেছেন: না। সাময়িক সমস্যা।

১৬| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০৯

মাহমুদুর রহমান বলেছেন: হুম।

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.