নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ১৫

০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৮:১২



ইদানিং প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবি ''মৃত মানুষের সাথে যোগাযোগের পদ্ধতি আর অল্প কিছু দিনের মধ্যেই আবিস্কার করে ফেলব।'' এটা ভাবলে নিজেকে মহৎ মনে হয়। তাই বেশ তৃপ্তি পাই। রাতে ঘুম ভালো হয়। সকালে বেশ ফুরফুরা লাগে। আসলে নিজেকে আমার মিথ্যামিথ্যি নায়ক ভাবতেও ভালো লাগে। মনে মনে সারাদিন কত দুষ্টলোককে যে শায়েস্তা করি তার ইয়ত্তা নেই। এই খেলাটা সেই ছোটবেলা থেকে আজও খেলে চলেছি। হয়তো আমৃত্যু খেলে যাবো। বড়ই মজার খেলা।

আমি জানতাম আজ বৃষ্টি হবে। গতকাল ঘোষনাও দিয়েছিলাম। ঠিকই তুমুল বৃষ্টি নেমেছে। সাথে ঝড়ো হাওয়া। সন্ধ্যায় মগবাজার মোড় থেকে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম-হুট করে পড়ে গেলাম ঝড়ের মধ্যে। আশ্রয় নিলাম একটা হাসপাতালে। টানা আধা ঘন্টা ঝড় তুফান হলো। বিদ্যুৎ চলে গেল। রাস্তায় পানি জমে গেল। গর্তে লুকিয়ে থাকা ইঁদুর গুলো বের হয়েছে এসেছে। ঠিক এরকম সময়তে আমাকে দু'জন ফোন দেয়। মা আর সুরভি। আজ ইচ্ছা করেই তাদের ফোন ধরিনি। করুক, একটু চিন্তা করুক। মানুষ হয়ে পৃথিবীতে জন্মেছে আর চিন্তা করবে না, তা তো হয় না। আমি রাত আট টায় ভিজে কাক হয়ে বাসায় ফিরলাম।

সকালে এক কাজে গেলাম কুড়িল, বিশ্বরোড। পাঠাওতে করে গেলাম। খুব অল্প সময় লেগেছে। তবে বাসে গেলে ভাড়া অনেক কম লাগতো। আজ যেখানেই গেলাম সবাই দেখি আগুন নিয়ে কথাবার্তা বলছে। আমি সবার কথা চুপ করে মন দিয়ে শুনি। তাদেরকে বুঝতে চেষ্টা করি। কারো কথাই আমি অবহেলা করি। ক্ষুদ্র একটা চারাগাছ'ই তো এক সময় বিশাল হয়। কাউকেই অবহেলা করা ঠিক নয়। আজ দুপুরে ইচ্ছা মতোন হাজীর বিরানী খেলাম। আবুল হোটের উলটা পাশে হাজীর বিরানীর নতুন শাখা খুলেছে।

আমি মানুষ চিনতে খুব ভুল করি। বারবার ভুল করি। তাই আবার আগের মতোন বই পড়া শুরু করেছি। প্রতিদিন কমপক্ষে তিন ঘন্টা পড়ি। বই পড়ার বিকল্প তো কিছু নেই। বই পড়লে মানুষ চেনা যায় অতি সহজেই। আমি মানুষ চিনতে খুব বেশী ভুল করি। শত্রুকে মনে করি বন্ধু। আর বন্ধুকে মনে করি শত্রু। কেউ আমার সাথে শত্রুতা করলে আমি ভুলে যাই। ইচ্ছা করে ভুলি না। অটোমেটিক ভুলে যাই। একদিন দেখা যায় আমি আমার শত্রুর সাথে হাসি মুখে চা খাচ্ছি। গল্প করছি। অথচ কোনো এক সময় সে আমার পিঠে ছুরি চালিয়েছিল। আমাকে ঝাজরা করে দিয়ে ছিল।

কিছু কিছু মুভি আর কিছু কিছু বই আমি দুইবার করে দেখি, পড়ি। তবে শরতচন্দ্রের 'দত্তা' আর রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' প্রতি বছর একবার করে পড়ি। গত দশ বছর ধরে তো তাই'ই করছি। আর চার্লি চ্যাপলিনের মুভি গুলো হাজার বার, লক্ষবার দেখেছি। আরও দেখব। দূর্দান্ত অভিনয় যা আমাকে বারবার মুগ্ধ করে। যতক্ষন বই আর মুভির সাথে থাকি বেশ আনন্দে থাকি। মানুষ আমাকে আনন্দ দেয় না। আনন্দ দেয় বই আর মুভি। রক্ত মাংসের মানূষের চেয়ে বই আর মুভি অনেক ভালো। প্রতিটা মানুষের মধ্যে জটিলতা আর কুটিলতায় ভরা। স্বচ্ছ সহজ সরল পবিত্র মানুষ দুনিয়াতে নেই।

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৮:১৮

নতুন নকিব বলেছেন:



বই পড়ার অভ্যাস ভাল। এর মত নির্মল আনন্দ আর কিছুতে নেই।

০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: ১০০% সত্য কথা।

২| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৮:১৯

আখ্যাত বলেছেন:
ছবিটা সুন্দর

০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: ছবিতে আমাকে পাগল পাগল লাগছে না?

৩| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: পৃথিবীর আদিম এবং অকৃত্রিম ভালোলাগা বই পড়া। যে একবার বইয়ের মধ্যে ঢুকতে পারে যে সে আর কখনোই ওখান থেকে বার হতে পারে না। কিন্তু সবাই যে পারে না ।
গতকাল ঢাকাতে বোধহয় ঝড়টা বেশি হয়েছে, কলকাতা অতটা হয়নি। হাওয়া অফিস থেকে জানলাম আজ ঝড় বৃষ্টি হতে পারে। তবে ঝড় যে ভাইয়ের মাথাতে বেশি ধরেছে সেটা কিন্তু ছবিতে পরিষ্কার। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হেলমেট নিয়ে ভাইকে রাস্তায় নামতে বলবো। কারণ বেশি জোরে ঝড় এলে ছাতা উল্টে যাবে; কাজেই হেলমেট বেস্ট। হা হা হা...

০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: আমি বাইক চালাই না। তাই আমার হেলমেট নেই।
তবে ঝড় বৃষ্টির দিনে হেলমেট ভালো সার্ভিস দিবে আশা করি।

৪| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৮

হাবিব বলেছেন: মোবাইলের ক্যামেরা বেশ ভালো মনে হচ্ছে। ছবিটার সাথে আপনার কথা মিলাতে পারি। আপনাকে দেখলেই মনে হয়, আপনি কেমন ধরনের মানুষ। মানুষের থেকে কষ্ট পাওয়ার মাঝেও আনন্দ আছে। মানুষ চেনার আনন্দ। ভুলে যাওয়া মোটেই খারাপ গুণ নয়। অনেক বিখ্যাত লোকের মধ্যেই এই গুণ ছিলো। আপনিও একদিন বিখ্যাত হোন দোয়া করি। আপনজনদের কষ্ট দিয়ে কি লাভ!

০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

৫| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৫

জাহিদ অনিক বলেছেন: আপনাকে দেখে মনে হচ্ছে ঝড় আপনার উপর দিয়েই বয়ে গেছে।

০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: অনেকটা তাই-ই।

৬| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৫

সাহিনুর বলেছেন: কাল বিকালে হটৎ করে হলদে-ফিকে রঙে ঢেকেছিল আমাদের চারিপাশ । এক ভীষণ ভালো লাগা কাজ করছিল , এক অন্য হলদে পৃথিবী। আমিও অনেক মুভি দেখতে ভালোবাসি, বেশির ভাগ মুভি থেকেই শিখা ।

০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: মুভি দেখা হলো বিনোদনের একটা অংশ। তবে অবশ্যই ভালো মুভি হতে হবে।

৭| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৬

মা.হাসান বলেছেন:

রাজীব ভাই, আপনি হাবিব সারের একটি পোস্টে উপরের মন্তব্যটি সম্প্রতি করেছেন।
আমাদের মাননীর প্রধান মন্ত্রী একজন পরহেজগার মানুষ। পাঁর ওয়াক্ত নামাজের বাইরেও কিছু নামাজ আছে যা উনি নিয়মিত আদায় করে থাকেন । উনি যত বার হজ্ব করেছেন আমার বাবাএবং মায়ের কুলের দিকে তিন পুরুষ মিলেও এত হাজী নেই।



আমি আশা করবো আপনি বলবেন যে আপনার মন্তব্যটি সাধারণ নামাজিদের ব্যাপারে হলেও আমাদের মাননীয় প্রধান মন্ত্রী আপনার মন্তব্যের পরিধির বাইরে ছিল। আজকের পোস্টের শেষ লাইনের ব্যাপারেও আমার মন্তব্য একই।

০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: আমার এক গ্রামের চাচা। বিরাট বদ। সে সারা জীবন শুধু মানুষের ক্ষতি'ই করেছে।
অথচ উনি পাঁচ অয়াক্ত নামাজ পড়েন। নামাজ পড়তে-পড়তে কপালে স্থায়ী কালো দাগ বসে গেছে।

৮| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লেখা
মানুষ চিনতে আমিও ভুল করি

০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: হে হে হে--

৯| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫০

তারেক_মাহমুদ বলেছেন: বাহ বেশ সুন্দরভাবে নিজের দিনলিপি গুলো লিখেছেন। আপনার মত কাল আমিও ঝড়ে আটকা পড়ে একটা হাসপাতালে বসে ছিলাম।

০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: কোন হাসপাতাল?
আমি আশ্রয় নিয়েছিলাম রাশমোনো'তে।

১০| ০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০১

গরল বলেছেন: রাজীব ভাই কি ডায়েট আছেন নাকি, শুকনা শুকনা লাগছে।

০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: গরীবের আবার ডায়েট??
সত্য কথা বললে হয়তো বিশ্বাস করবেন না, তিনবেলা ঠিক ভাভে খেতে পাই না।

১১| ০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৪

ভুয়া মফিজ বলেছেন: সত্যি করে বলেন দেখি, কোরআন শরীফ কতোবার পড়েছেন? আরবী না, বাংলা তরজমা।

০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: বাংলা অনুবাদ পড়েছি। খুব মন দিয়ে পড়েছি।

১২| ০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৯

আখেনাটেন বলেছেন: শরৎচন্দ্রের 'দত্তা' আমারও ফেবারিট। বহুবার পড়েছি। নরেন ও বিজয়ার কেমিস্ট্রিটা বেশ উপভোগ করি। কিংবা নরেনের সারল্য ও বিজয়ার উচ্ছ্বল ভালোবাসার উঁচু-নিচু ঢেউ।

০১ লা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: দারুন উপন্যাস।

১৩| ০১ লা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৩

ওমেরা বলেছেন: আপনি তো তাহলে জ্যোতিষ্যি হয়ে গিয়েছেন ।

০১ লা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: আপনাদের দোয়ায় আর কি, হে হেহে!!!!!

১৪| ০১ লা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ছবি ও লেখা, দুটোই সহজ সরল সুন্দর।

০১ লা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৫| ০১ লা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ঘুমের খুব অভাব। আপনি ভাল করে ঘুম দেবার পদ্ধতি আবিষ্কার করেছেন জেনে ভাল লাগছে।

০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: আমি অনেক বেশি হাঁটি। তাই আমার ঘুমের সমস্যা হয় না।

১৬| ০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৯:১৫

নজসু বলেছেন:




শুভ সন্ধ্যা প্রিয় রাজীব ভাই।

০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১২:২৪

বলেছেন: দারুন

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৮| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১:৩৮

নিউটনিয়ান বলেছেন: এমনি হ্যান্ডসাম ও বটে

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: !

১৯| ০২ রা এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলেছেন ভাই, একেবারে ফ্রি স্টাইলার হয়ে সব বলে গেছেন, ভালো লাগলো আপনার ইচ্ছা অনিচ্ছা গুলো।

শুভকামনা আপনার জন্য

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.