নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আচ্ছা, সামুর ব্লগার'রা কি দেশের সাথে বেইমানী করেছে? অথবা কোনো পুলিশের মাথা থেতলে দিয়েছে বা গাড়ি বাসে আগুন দিয়েছে? শুনুন মশাই, ব্লগ কোনো অপরাধীদের জগত নয়, আলোকিত মানুষের জগত। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এখন দুঃসময় চলছে। অস্ত্রের চেয়ে কলম অনেক শক্তিশালী। অনেক নেতা এবং মাওলানা'রা বুঝেই না ব্লগ কি জিনিস। হুদাই, চিলের পেছনে ছুটাছুটি।
আমাদের স্বাধীনদেশ। স্বাধীন দেশে নিজের ইচ্ছা মতো লিখতে পারবো না? মানুষ ভালোটা গ্রহন করবে- খারাপ টা বর্জন করবে। ব্লগারদের লেখার জন্য তো দেশের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়নি। জন জীবন বিধ্বস্ত হয়নি। ব্লগারদের দুঃখ দিও না তাহলে তারা আকাশে বাতাসে সব জাগায় দুঃখ এঁকে দিবে।
জয় হোক আওয়ামীলীগের। হাসিনার সরকার খুব ভালো। এখন দেশে শান্তি আর শান্তি। বিদ্যুৎ যায় না, দ্রব্যমূল্য আমাদের অনুকূলে, খুন-গুম- ছিনতাই সব বন্ধ, দুর্নীতি তো বলতে গেলে একেবারেই নাই, মানুষের মুখে হাসি আর হাসি, দেশে কোনো বেকার ছেলে-মেয়ে নেই, হাসপাতাল- অফিস আদালত কোথাও কোনো সমস্যা নেই। ঢাকা শহরে এখন কত ব্রীজ, কত শপিংমল, এটাই তো বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।
২। এখন নিজের কথা বলি-
সুকন্যা নামে অনেক বছর আগে একটা কিশোরী মেয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। খুব সাহসী মেয়ে। সে নিজে থেকেই একবার আমাকে খবর পাঠাল আমি যেন সন্ধ্যার পর তাদের বাড়ির ছাদে অপেক্ষা করি।
সারাদিন ভেবে ঠিক করে রাখলাম, ছাদের নির্জনতায় কি সব কথা বলব। কতটুকু আবেগ দেখাব। কোন পর্যায়ে হাতে হাত রাখব।
বাস্তবে কিছুই হলো না। প্রচন্ড ঝগড়া বেঁধে গেল।
সুকন্যা কাঁদো-কাঁদো গলায় বলল, ছোটলোক।
আমি কড়া গলায় বললাম, আমি ছোটলোক না, ছোটলোক হচ্ছো তুমি। শুধু তুমি একা না, তোমাদের বাড়ির সবাই ছোটলোক। এবং তোমার বড় চাচা একটা ইতর। রহমানকে দিয়ে তাকে মাইর খাওয়াবো।
৩। কোরান এসেছিল জীবিতদের সুন্দর জীবন পরিচালনার পথ দেখাতে, আমাদের দেশে কোরান পড়া হয় লাশের সামনে যার কোরানের দরকার শেষ হয়ে গেছে, পথ যার ফুরিয়ে গেছে! তাই এদেশে জীবিতদের চেয়ে মৃতের স্বপ্ন বাস্তবায়নে অধীক আগ্রহ দেখা যায়।
এই সকল মহামানবদের স্বপ্নের যন্ত্রনায় সাধারণ মানুষ স্বপ্ন দেখার বদলে দুঃস্বপ্ন দেখা শুরু করেছে !
০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: জ্বী। এর পর আর, না থাক। আর কিছু নাই।
২| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৭
ভুয়া মফিজ বলেছেন: যেই পরিমান বাটার মারলেন......সবাই তো আছাড় খাবে!!!
০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: হে হে হে---
৩| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২০
জাহিদ অনিক বলেছেন: সুকন্যার সাথে আপনার এমন বিচ্ছেদে কষ্ট পেলাম !
তিন নাম্বার ভালো বলেছেন।
০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৪| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৪
নতুন বলেছেন: নিজ`ন ছাদের চিপায় এমন কি হয়েছিলো যে সুকন্য আপনাকে ছোটলোক বলেছিলো সেটা জাতি জানতে চায় ....
০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: হায় হায়---
না না কিছু না।
৫| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৪
সাহিনুর বলেছেন: কিন্তু ঝগড়া টা কি নিয়ে শুরু হয়েছিল সেটা জানতে খুব ইচ্ছা করছে এখন।
০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৫
রাজীব নুর বলেছেন: হে হে হে---
বলা যাবে না।
৬| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৭
পবিত্র হোসাইন বলেছেন: দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম,
হে স্বদেশ, ফের সেই কথা জানলাম।
জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে
ধরেছে মিথ্যা সত্যের টুঁটি চেপে,
কখনো কেউ কি ভূমিকম্পের আগে
হাতে শাঁখ নেয়, হঠাৎ সবাই জাগে?
যারা আজ এত মিথ্যার দায়ভাগী,
আজকে তাদের ঘৃণার কামান দাগি।
ইতিহাস, জানি নীরব সাক্ষী তুমি,
আমরা চেয়েছি স্বাধীন স্বদেশ ভূমি,
অনেকে বিরূপ, কানে দেয় হাত চাপা,
তাতেই কি হয় আসল নকল মাপা?
বিদ্রোহী মন! আজকে ক’রো না মানা,
দেব প্রেম আর পাব কলসীর কাণা,
দেব, প্রাণ দেব মুক্তির কোলাহলে,
জীন্ ডার্ক, যীশু, সোক্রোটিসের দলে।
কুয়াশা কাটছে, কাটবে আজ কি কাল,
ধুয়ে ধুয়ে যাবে কুৎসার জঞ্জাল,
ততদিন প্রাণ দেব শত্রুর হাতে
মুক্তির ফুল ফুটবে সে সংঘাতে।
ইতিহাস! নেই অমরত্বের লোভ,
আজ রেখে যাই আজকের বিক্ষোভ।
-সুকান্ত ভট্টাচার্য
০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: সুকান্ত ভট্টাচার্য জাস্ট গ্রেট।
৭| ০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১/ সামুর জয় হোক
২/ সুকন্যার ব্যাপারটা সুরভী ভাবী জানে ?
৩/ এই সকল মহামানবদের স্বপ্নের যন্ত্রনায় সাধারণ মানুষ স্বপ্ন দেখার বদলে দুঃস্বপ্ন দেখা শুরু করেছে ! সহমত।
০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: ২/ জানলে আমার খবর আছে।
৮| ০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
ঢাবিয়ান বলেছেন: সুকন্যাই কি সুরভী ?
০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: হে হে হে---
৯| ০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
ল বলেছেন: সামুর জয় হোক
০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
১০| ০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
জুন বলেছেন: ১ নং পয়েন্টে প্লাস রাজীব নুর
০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জুন।
১১| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:১২
হাবিব বলেছেন: সবাই সুকন্যা নিয়েই পড়ে আছে, আমি ভাবছি অন্য কথা
০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১২| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুকন্যার সাথে ঝগড়া বাধার কারণটি বললে বুঝতে সুবিধা হতো। কে দোষী বোঝা যেত।
সে আপনাকে কেন ছোট লোক বলল? বড় লোকও তো বলতে পারত।
খোলাসা করে বলুন।
০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: আর খোলাসা করলে সমস্যা আছে।
১৩| ০৩ রা এপ্রিল, ২০১৯ সকাল ৮:০৫
নতুন নকিব বলেছেন:
ঘি খুবই উপাদেয় একটি দুগ্ধজাত খাদ্য দ্রব্য।
খাঁটি গাওয়া ঘিয়ের দাম কেমন এখন?
০৩ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: এক নম্বর ঘি ১৮ টাকা কেজি।
১৪| ০৩ রা এপ্রিল, ২০১৯ সকাল ৮:৪০
সোহানী বলেছেন: শেস লাইনে সুপার লাইক।
০৩ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
১৫| ০৩ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৪
মাহের ইসলাম বলেছেন: ঝগড়া মিটিয়ে নিতেন?
০৩ রা এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: এটাই তো পারি না।
১৬| ০৩ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০০
অন্তরা রহমান বলেছেন: ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এর পেছনে সরকারের সরাসরি কোন হাত নেই বরং একজন বিশেষ মন্ত্রীর পুরাতন আক্রোশের ভূমিকাই বরং বেশি। সামু আবারো ফিরে আসুক স্বমহিমায়।
০৩ রা এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৭| ০৩ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৯
তারেক_মাহমুদ বলেছেন: সত্যি এভাবে সামুর এভাবে গলা টিপে ধরাটা সত্যি দুঃখজনক।
০৩ রা এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: আশা করি সব সমস্যা মিটে যাবে।
১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৪
নতুন নকিব বলেছেন:
লেখক বলেছেন: এক নম্বর ঘি ১৮ টাকা কেজি।
বলেন কি! মাত্র ১৮ টাকা! আমার জন্য ১ মনের ব্যবস্থা করুন।
০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: স্যরি ১৮০০ টাকা হবে।
১৯| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০৮
মাহমুদুর রহমান বলেছেন: মানুষ দাঁত থাকতেও দাঁতের মর্ম বুঝে না।এটা নিশ্চয়ই আপনার অজানা নয়।
২০| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৫
রাজীব নুর বলেছেন: জানি। জানি।
কিন্তু মনে থাকে না।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৪
চাঁদগাজী বলেছেন:
সুকন্যার সাথে আপনার ১ম দেখাটা কি শেষ দেখা ছিলো? খুবই ফানি ব্যাপার!