নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৯০

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৮



১। মুসলিমরা কেন জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে?
ধর্ম কখনও বলেনি তুমি গবেষণা করো না, কিছু আবিস্কার করো না, সমস্যা আমাদের ভিতরে। আমরা মুসলিমরা দিনে দিনে হচ্ছি অলস, টাকা হলেই করছি ফূর্তি, আর শেষ বয়সে তো তাবলীগ আছে। জীবনের চাহিদার প্রয়োজনে মানুষকে ধর্মীয় শিক্ষার সাথে সাথে প্রযুক্তি শিখতে হবে। প্রযুক্তি দিবে অন্ধকার থেকে মুক্তি। আর ধর্ম দিবে কুসংস্কার।

২। ফুটপাত দিয়ে যারা বাইক চালায় এবং অপ্রয়োজনে হর্ন দেয়- তারা ছাগল।

৩। মালিবাগ থেকে গুলশান যাওয়ার পথে বাসে ঘুমিয়ে পড়লাম।
ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম একটা বিচ্ছিরি চেহারার লোক!
আমি বললাম- আপনি কে?
লোকোটি বলল- আমি ঈশ্বর!
আমি বললাম যা- ভাগ! ফাজিল!
বিচ্ছিরি চেহারার লোকটি চলে যেতে যেতে বলল- তোর খবর আছে! উপরে এসে নাও!

৪। দারিদ্র্য কাউরে মহান বানায় না বরং ছোটলোক বানায়...

৫। যারা কবিতা লিখতে পারে, তারা কবিতা লেখে। যারা গল্প লেখতে পারে, তারা গল্প লেখে। যারা প্রবন্ধ লেখতে পারে, তারা প্রবন্ধ লেখে। আর যারা কিছুই লেখতে পারে না, তারা অন্যকে লেখা শেখায়।

৬। বাজারে গেলাম। এক ঘন্টা পুরো বাজার ঘুরলাম। তারপর বাসায় চলে এলাম। প্রচন্ড দাম। সীমাহীন দাম। একটা ইলিশ মাছের দাম দিয়ে ছয় কেজি গরুর মাংস পাওয়া যায়। আমি বুঝি না দেশের মানুষ কিভাবে খেয়ে পড়ে বেঁচে আছে?

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


১ নং, খলীফা ওমর (রা: ) ফিরে এলে সব ঠিক হয়ে যাবে।

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: ফিরে আসবে কি করে?

২| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:০৭

অনুভব সাহা বলেছেন:


আইছে!

বুদ্ধিজীবী!

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: আমাকে বুঝুন। বুঝতে চেষ্টা করুন।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


নবম শ্রেণীতে উঠলেই বুঝা যায় যে, বিজ্ঞান কঠিন জ্ঞান: ওখানে লোহিত সাগরের পানি ২ ভাগে ভাগ হয় না।

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: জ্বী।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩১

হাবিব বলেছেন: অপ্রয়োজনে যারা হর্ণ দেয় তাদেরকে আমার ইচ্ছা করে গলা চেপে ধরি।

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৫| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০৩

বলেছেন: দারিদ্র্যের দুর্দশা কোনোভাবেই মানুষকে মহান বানায় না।

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:৩৬

ইসমত বলেছেন: যাহা বলিলেন সত্যই বলিলেন।

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৪১

নীলপরি বলেছেন: ৫ নং টা দারুণ । :)

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী। নীল পরী।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৮

বাংলার মেলা বলেছেন: ঈশ্বর নিয়ে কি চমৎকার একটা ফাজলামো করলেন - আপনারাই পারেন।

০৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: স্যরি।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ১লা বৈশাখ আসছে তাই বেশি দাম ইলিশের।

০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: সব সময়ই দাম বেশী।

১০| ১২ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: ৪।
আর এই জন্যই ধনীদের উপর যাকাত ফরয করা হয়েছে।

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: একটা দুইটা শাড়ি লুঙ্গি দিলে সব সমস্যার সমাধান হয়ে যায়??

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: একটা দুইটা শাড়ি লুঙ্গি দিলে সব সমস্যার সমাধান হয়ে যায়??

১১| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৪

মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: একটা দুইটা শাড়ি লুঙ্গি দিলে সব সমস্যার সমাধান হয়ে যায়??

এগুলো যাকাত নয়।এগুলো আল্লাহর ওয়াস্তে দান করা।যাকাত ভিন্ন ব্যাপার।

১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: জ্বী হুজুর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.