নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
লোকটা আখের রস বিক্রি করছে
দুপুর দু'টা, চৈত্র মাসের মধ্য দুপুর
কড়া রোদ, স্বচ্ছ কাঁচের মতোন রোদ
চলতি পথে দু'চার জন ক্লান্ত পথিক রস খাচ্ছে
রসে বরফের টুকরা ভাসছে, সাথে এক চিমটি লেবু
আমি অনেকক্ষন ধরে দাঁড়িয়ে রস খাওয়া দেখছি
প্রচন্ড গরমে এক গ্লাস ঠান্ডা রস বেশ আরামদায়ক
ঠিক এমন সময় ফুটপাত দিয়ে একটা মেয়ে আসছিল
সহজ সরল সুন্দর মেয়ে, মাথা ভরতি তার চুল, চোখে কাজল
মেয়েটি গভীর আগ্রহ নিয়ে আমার দিকে তাকালো
কসম খেয়ে বলতে পারি, এত আগ্রহ নিয়ে গত তিন বছরে
কেউ আমার দিকে তাকায়নি
মেয়েটি এক গ্লাস আখের রস নিয়ে আমাকে দিলো, আর বলল-
এত আগ্রহ নিয়ে কাউকে আখের রসের দিকে তাকিয়ে থাকতে দেখিনি
আমি এক আকাশ বিস্ময় চোখে মেয়েটির দিকে তাকিয়ে আছি
রস বিক্রেতা বললেন, খান ভাইজান। রসে আল্লাহপাকের খাস রহমত আছে
আমি গ্লাস হাতে নিলাম, এক চুমুকে পুরো গ্লাস শেষ করে ফেললাম। আহ!
০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: না।
একেক দিন একেক জায়গায় যাই।
২| ০৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তরুণীটিকে খুব সন্দর লাগছে।
এটা পরিবেশের গুণে।
০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: হতে পারে।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৬
ভুয়া মফিজ বলেছেন: রস বিক্রেতা বললেন, খান ভাইজান। রস বিক্রেতা আপনার পদবী জানলো কেমনে?
০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: আরে তাই তো!!
৪| ০৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫০
হাবিব বলেছেন: শুধু মেয়েটি আগ্রহ নিয়ে তাকিয়েছিলো?
০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: জ্বী।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:২২
ব্লগার_প্রান্ত বলেছেন: পানি এবং বরফ চেক করে নিবেন। রাস্তায় এসব জিনিস খেলে আমাশা, ডায়রিয়া হতে পারে। মৃত্যু ঝুঁকিও আছে।
আপনি মরে গেলে, ব্লগে ভালো পোষ্ট কমে যাবে। আমরা সেটা চাই না। বিরত থাকুন!
০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: কেউ ভালোবেসে কিছু দিলে আমি খাই। পছন্দ না হলেও তাকে খুশি করার জন্য খাই।
৬| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৫
আফসানা মারিয়া বলেছেন: Behush!!
০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: হুম।
৭| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৩
ল বলেছেন: মেয়েটার আগ্রহ তো শেষ হচ্ছে না!!!
০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: হে হে হে---
৮| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৪
মুক্তা নীল বলেছেন:
আপনার এই লেখাটা কি সুরভী আপা পড়েছেন? সত্যি করে বলবেন কিন্তু।
০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: খাইছে আমারে---
এই লেখা পড়তে দিয়ে অশান্তি ডেকে আনবো নাকি??!!
৯| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: আমি ভাবছি অন্য কথা,
মেয়েটির আগ্রহভরা চোখে এগিয়ে এসে যদি আখের রসের স্থলে তাজা একটি গোলাপ দেয়
০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: আহা!!
১০| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপোনার প্রেম এত গাঢ় যে মাঝে মাঝে সুরভিও অপরিচিত সহজ সরল সুন্দরী মেয়ে হয়ে যায়, যে আপোনাজে এক গ্লাস আখের রস খাওয়াইয়া পাগল বানাইয়া দেয়
০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: হা হা হা---
১১| ০৮ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:৪৮
নজসু বলেছেন:
সুন্দর।
০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১২| ০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫২
সুদীপ কুমার বলেছেন: লক্ষ্মণ ভালো না।ভাবীকে বলতে হবে।
০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: না না। প্লীজ। না।
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩৭
নীলপরি বলেছেন: বাহ। ভালো লিখেছেন ।
শুভকামনা
০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১৪| ০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: আখের রসে বরফ মিশানো হয় আবার শুধু ফ্রেসটাও পাওয়া যায় । গরমে চরম তৃপ্তিদায়ক।
০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।
১৫| ০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: গরমে আরাম পেলাম পড়ে।
০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৬| ০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৪
তারেক ফাহিম বলেছেন: স্বপ্নে দেখলেন?
০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৪
রাজীব নুর বলেছেন: না বাস্তব।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
আজকে আবার একই যায়গায় দাঁড়িয়ে থাকবেন না'তো?