নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৯১

০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৯


একদিন ক্লাশে আমাদের ধর্ম শিক্ষক 'আবুল কালাম আজাদ' স্যার রেগে গেলেন। তিনি চিৎকার করে বলে উঠলেন- আমাদের ইসলাম ধর্ম নারীদের সম্মান দিয়েছে। এত সম্মান আর কোনো ধর্ম দেয়নি। কিন্তু আজ নারীদের কি বাজে অবস্থা। সব কিছুতেই নারীকে ব্যবহার করা হচ্ছে। ছিঃ ছিঃ। একটা জুতার বিজ্ঞাপনেও নারী, চায়ের বিজ্ঞাপনে নারী, বিস্কুটের বিজ্ঞাপনেও নারী। নারী কি এতই সস্তা?

আমাদের ক্লাশে একটা ছেলের নাম ছিল হযরত। নতুন ভর্তি হয়েছে। গ্রাম থেকে এসেছে। এই 'আবুল কালাম আজাদ' স্যার একদিন রেগে গেলেন হযরতের উপরে। হযরতকে বললেন, এই তোর নাম কে রেখেছে হযরত? তুই তো হযরতের গু'য়ের সমানও না। তোর বাপ মাকে বলবি নামটা যেন বদলে দেয়।

১। যখন দুইজন মানুষ একজন আরেকজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মধ্যকার দূরত্ব বেড়ে যায়। এই দূরত্বের জন্য তারা চিৎকার করে কথা বলে, যাতে একে অপরের কথা বুঝতে পারে। তারা যত বেশি রেগে যায়, এই দূরত্ব তত বেশি বেড়ে যায়। আর তখন তারাও তত বেশি চেঁচামেচি করে ঝগড়া করে।
কি ঘটে যখন দুইজন মানুষ একে অপরকে ভালবাসে? তারা কিন্তু নিজেদের সাথে চিৎকার করে কথা বলে না বরং মোলায়েম স্বরে কথা বলে। কারন তাদের ভালবাসা দুইজনের হৃদয়কে খুব কাছে নিয়ে আসে।
যখন দুইজন মানষের ভালবাসা আরও গভীর হয় তখন কি হয়? তখন তারা একে অপরের সাথে চাপাস্বরে কথা বলেও সব কিছু বুঝতে পারে। এবং এক পর্যায়ে নিজেদের দিকে তাকিয়েই তারা সবকিছু বুঝতে পারে।

২। মশা আসলে কামড়ায় না, ফুটো করে রক্ত চুষে খায়। মানুষের শরীরের সব রক্ত খেয়ে ফেলতে মোট ১২ লক্ষ মশা প্রয়োজন।


৩। জাপানীরা মোটামুটি অনেক দেশের মানুষ থেকে সচ্ছল, তারপরেও তারা তাদের বাসায় কোন 'কাজের লোক কিংবা গৃহপরিচারিকা' রাখে না, নিজেদের বাসার কাজ নিজেরা করে।

৪। আল্লাহ তা’আলা বলেছেন, রমণীদের ভাল গুণের প্রতি তাকাও। এতে তোমাদের অন্তরে প্রশান্তি আসবে এবং অসদাচরণের পথ বন্ধ হবে। একটি বিষয় অপছন্দ হলে অন্যটি পছন্দ হতে পারে।’ সেই গুণটির প্রতি তাকাও। পছন্দের গুণটির প্রতি লক্ষ করে তার সাথে সদাচরণ কর।
আমাদের সমাজের সব নষ্টের মূল এটাই। আমরা শুধু মন্দটাই বলি ভাল গুণের প্রতি তাকানর প্রয়োজনবোধ করি না। তাই রাসূলে আকরাম সা. বলেন, এর পরেও কি তোমরা নারীর এ ত্যাগের মূল্যায়ন করবে না? তাদের সাথে ভালো ব্যবহার করবে না? তাদের ত্যাগের সঠিক মর্যাদা দান তোমাদের জন্য আবশ্যক।
আল্লাহ তা’আলা তার নেক বান্দাদেরকে অভিনব পদ্ধতিতে পরীক্ষা করেন। যেন তারা পরীক্ষায় সফলতা লাভ করে পৌঁছে যেতে পারেন মর্যাদার শীর্ষ চূড়ায়।

৫। একটি ট্রেন একটি টানেলে ঠিক ৭ ঘটিকায় প্রবেশ করল। টানেলটির অপর প্রান্ত দিয়ে একি দিনে ঠিক ৭ ঘটিকায় আরেকটি ট্রেন প্রবেশ করল। টানেলটিতে ট্রেন যাওয়ার একটাই লাইন বা পথ আছে। আশেপাশে অথবা উপর-নিচে আর কোন পথ নেই। ট্রেন দুইটি কোন রকম সংঘর্ষ বা দুর্ঘটনা ছাড়াই ঐ টানেল দিয়ে নিজ নিজ গন্তব্যে চলে গেল।
কিভাবে সম্ভব ?

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৮

করুণাধারা বলেছেন: ভালো লাগলো সব কটাই। পাঁচ সকাল সাতটা আর রাত সাতটা?

০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভা্ই যত্ই নারী বন্দনা করেন ক্ষতি নাই

তবে সাবধান!! নারীদের গাঁ ঘেষে দাঁড়াবেন না

০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: আমার রুচি এত খারাপ না।
ছোট বেলা থেকেই আমি এ ব্যাপারে অনেক ভদ্র।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৪

কানিজ রিনা বলেছেন: আপনার উপর তলার লেখা, ধর্ম শিক্ষক
কেন চিৎকার করে বলেছেন ইসলাম
ধর্মে নারীদের সবচেয়ে বেশী সম্মান করেছে।
আপনার চারতলার লেখায় আপনি তা বুঝিয়ে
বলেছেন। ধন্যবাদ সব প্যারাই ভাল হয়েছে।

০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: 5 নম্বর টানেলে আয়না জাতীয় কিছু একটা থাকবে, যাতে তার ছবি পড়বে।

০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: হা হা হা---

৫| ০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:২৪

বলেছেন: ভালো লাগলো

০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিন নম্বর পয়েন্টে ,ইউর অনার।
দেশেই ফুটানি। কাজের বুয়া ছাড়া সংসার চলে না। দেশের বাইরে বুয়া, ফুয়া লাগে না। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখুন, সোহানী আপুকে, রাবেয়া রহিম আপুকে।

বিদেশে নিজের গাড়ী প্রায় সবাই নিজেরাই ড্রাইভ করে। আলাদা ড্রাইভার লাগে না। বাংলাদেশে এটা কল্পনা করতে পারবেন?

শুভ সকাল । ভালো থাকুন প্রতি দিন।

০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: আমাদের দেশ তো উন্নয়নের মহাসড়কে চলে গেছে। তাহলে এটা কিভাবে সম্ভব?

৭| ০৯ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
৫ নং পয়েন্টে!

একটি ট্রেন ঢুকেছে সকাল ৭ ঘটিকায় । আরেকটি ট্রেন সন্ধ্যা ৭ ঘটিকায়।
১২ ঘন্টার ব্যবধান। সবার ইচ্ছে থাকলেও তারা সংঘর্ষ করতে পারেনি।

০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: হতে পারে।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


নারী জাতিকে পুরোপুরিভাবে কম লোকেই বুঝতে পারেন; কারণ, বেশীর ভাগ লোকজন তেমন ভালো করে ভাবতে পারেন না।

০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৯

বাংলার মেলা বলেছেন: নারীদের জন্য আলাদা কোন গাঁ আছে নাকি? জানতাম না তো! সেই গাঁ ঘেঁষে কোন নদী বয়ে যায়নি তো? অথবা মেঠো পথ? পাগলা হাওয়ারা কি কখনও সেই গাঁয়ের অন্তর ছুঁয়ে দেবার প্রয়াস চালায়?

আপনাদের আবুল কালাম আজাদ স্যার কি বেকুব নাকি? ইসলাম নারীদের কোন স্বাধীনতা দিয়েছে? নারীদের জন্য সবচেয়ে বড় স্বাধীনতা হল নিজের শরীর দেখানোর স্বাধীনতা, যার তার সাথে ডেটিঙয়ে যাওয়ার স্বাধীনতা। ইসলাম কি তা দিতে পেরেছে? যদি না পারে, তাহলে ঐ ালের স্বাধীনতা নারীর কোন কাজে লাগে?

০৯ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: চিন্তায় ফেলে দিলেন।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

সুদীপ কুমার বলেছেন: ট্রেনের ব্যপারটা বুঝতে পারছিনা।বুঝিয়ে দেন ভাই।টেনশন সহ্য হয়না।

০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: খুব সহজ।
ঠান্ডা মাথায় ভাবুন। পারবেন।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২১

আফসানা মারিয়া বলেছেন: কাজের লোক না রাখার ট্রেন্ড বাংলাদেশে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ক্রিয়েটিভ রাইটিং।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৪

ডার্ক ম্যান বলেছেন: আপনার প্রকাশনা ব্যবসার খবর কি

১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৯

রাজীব নুর বলেছেন: এখনও শুরু করি নাই।
ইনশাল্লাহ করবো।

১৪| ১২ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম কর।নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে।

আর তোমরা পুরুষরা নিজেদের চোখকে নত রাখবে এবং নারীরা নিজেদের শরীরকে আবৃত করবে।
এটা আল্লাহর আইন।

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর আইন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.