নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নুসরাত এর মৃত্যু নিয়ে সাধারন মানুষ যা ভাবছেন

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:০৫



১। মাদ্রাসা শিক্ষা পৃথিবীর কি কাজে আসে...???

২। আরো বেশি বেশি মডেল মসজিদ তৈরী হবে সরকারের উদ্যোগে, কিন্তু হওয়ার কথা ছিল সৌদি সরকারের অর্থায়নে, তারা এই প্রকল্প বাতিল করলেও সরকার প্রকল্প বাতিল করেনি, শিক্ষাবিদ যারা আছেন তাঁরা অপ্রকাশ্যে হলেও সরকারকে বিরত রাখতে পারতো, সবই ঐ সস্তা রাজনীতি। আবার অপর দিকে দেশের শত শত শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ল্যাবের অবস্থা শোচনীয় কিন্তু এখানে বাজেট বাড়ানো তথা নজরদারীর কোনো ব্যবস্থা নেয়া হয় না।

৩। রাজনীতিতে কার্ড হিসেবে ব্যবহার হয় ধর্ম ও দারিদ্র। শুধুমাত্র খাওয়া পরার সুব্যবস্থা করা হলে মাদ্রাসায় ভর্তি ৮০% কমে যাবে। মাদ্রাসায় নিতান্তই বেঁচে থাকার তাগিদে আশ্রয় নেয় অনেকে। অনুসন্ধান বলছে মাদরাসা একটা অর্থনীতি। এই অর্থনীতি শক্তিশালী করা হচ্ছে বড় টার্গেটকে সামনে রেখে। বিদেশি এজেন্সিগুলোও জড়িত। মাদ্রাসায় যাওয়ার হার কমাতে বেশী টাকা লাগে না, দরকার সদিচ্ছা। অার মাদ্রাসাগুলোকে রাজনৈতিক রা পৃষ্ঠপোষকতা না দিলে ১৫ বছরে সমস্যার সমাধান হবে। মাদ্রাসা শিক্ষা নিয়ে অালোচনা করতে হবে। এটা বুঝতে হবে মাদ্রাসা মানে ধর্ম নয়, এটা ব্রিটিশরা পরিকল্পিত ভাবে করেছে।

৪। যৌনাঙ্গ কেটে নেয়ার আইন প্রণয়ন করে তা কার্যকর করলেই তাদের এইসব বদমায়েশি নিমিষেই বন্ধ হয়ে যেতো। যৌন হেনস্তা, ধর্ষণ, তারপর হত্যা এসবের এবং যারা ইনিয়েবিনিয়ে তাদের সাপোর্ট করে তাদের সবারই একটাই শাস্তি। কেটে দেয়া। ব্যাস। অনেক হয়েছে একের পর এক প্রতিবাদ, চিৎকার- চেচামেচি, মিছিল-মিটিং। তারপর আবার ঘুম। নতুন ইস্যু। ইস্যুর পর ইস্যু। এখন শুধু কার্যকরের পালা।

৫। হত্যাকারী দুইদিন পর জামিন নিয়ে বের হবে যাবে। কারণ ইহা বাংলাদেশ।

৬। চাকরি-বাকরি করতে বা উচ্চশিক্ষার জন্যও নারীদের যদি বাইরে বের হওয়া অনুচিত হয়ে থাকে, তাহলে মাদ্রাসার নারীরা খোলা রাস্তায় অসংখ্য পরপুরুষের সামনে মিছিল করে কী করে?

৭। পৃথিবীর সবচেয়ে হাস্যকর বাক্য কোনটি জানেন?
-আমি গর্বিত আমি বাংলাদেশী

৮। ৯০ ভাগ হুজুর সাধারণ মানুষকে সালাম দেয় না, অপেক্ষায় থাকে তাকে কখন সালাম দিবে, অথচ রাসূল (সা:) ছোট বাচ্চাদেরও সালাম দিতেন।

৯। আর তিন দিন পরেই আমরা সবাই ভুলে যাবো নুসরাতের নাম। আবার নতুন কোনো পৈশাচিকতার খবর নিয়ে ব্যস্ত হবে দেশ।

১০। বাঙালি একদা খুব আবেগী ছিল।ফুল পাখি বর্ণমালার জন্যেও জীবন দিতে পারতো।এখন এতটাই চালাক চতুর হয়েছে যে হিসাবের বাইরে সে হাসেও না!

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সম্পূর্ণ একমত।

১২ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪০

মনিরা সুলতানা বলেছেন: একদম ঠিক বলেছেন।

১২ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৩| ১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৩

অনেক কথা বলতে চাই বলেছেন: ১০ নম্বরটা বেশি সত্য।

১২ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৪| ১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: এ বিষয়ে খুব কড়া আইন দরকার। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা থাকলে মানুষ এগুলো করতে দশবার ভাববে ।

১২ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: আইন আছে। কিন্তু আইনের প্রয়োগ নেই।

১২ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: আর কিছুটা আইনে রপ্রয়োগ থাকলেও সেখানে টাকা দিয়ে সমঝতা করা হয়।

৫| ১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৭

গায়েন রইসউদ্দিন বলেছেন: মন্তব্য প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না, ভাই। মুসলমান নামধারী কিছু চরিত্রহীন লম্পট অমানুষদের জন্য ইসলামধর্ম'র বদনাম হয়ে গেছে। আর এসব কান্ড বাংলাদেশে হওয়ার জন্য আমাদের নিজেদের লজ্জায় মুখ ঢাকতে হচ্ছে। ধর্ম'র নামে এইসব নোংরা মানুষ পরিচালিত প্রতিষ্ঠানগুলি অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। আর মুসলিম নামধারী এইসব কুচক্রীদের জাহান্নামের মত অগ্নিকুন্ডে জীবন্ত পুড়িয়ে মারা উচিত,(নুসরাত হত্যার প্রতিশোধ হিসেবে) সরকারি আইন প্রয়োগ ক'রে ধর্ষকদের বিরুদ্ধে।

১২ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: আইন তো আছে। কিন্তু আইনের কেউ তোয়াক্কা করে না। প্রচুর টাকা থাকলে আইন না মানলেও চলে।

৬| ১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৫১

ভুয়া মফিজ বলেছেন: একেবারে আমার মনের কথাগুলো বলেছেন। আমার ক্ষমতা থাকলে সব সরকারী দপ্তরে এটা বাধাই করে ঝুলিয়ে রাখতাম।

১২ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

৭| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৩৭

বলেছেন: ৭ নম্বরটা ৯৯% সত্য

১২ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৮| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১:০০

ডার্ক ম্যান বলেছেন: আমি একজন গর্বিত বাঙালি।

১২ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: গায়ে মানে না আপনে মোড়ল।

৯| ১২ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:০৮

চাঁদগাজী বলেছেন:



মাদ্রাসা হলো সরকারের ইতরামীর উদাহরণ

১২ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১০| ১২ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:

১০ নংটা খুবই মিলে গেছে

১২ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: ইয়েস ইয়েস।

১১| ১২ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাই রে, পৃ‌থিবীর কোন দে‌শেরই ই‌মি‌গ্রশনই বাংলা‌দেশের পাস‌পো‌র্টের দাম দেয় না। গ‌র্বিত বাংলা‌দেশী কয় জন আ‌ছে বাংলা‌দে‌শে?

১২ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: সব শালা চোর হ্যায়।

১২| ১২ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আ‌মি একটা পো‌স্টে ব‌লে‌ছিলাম, ইমাম‌তি, মুয়া‌জ্জিন কোন পেশা কিনা? কাজ ক‌রে খে‌লে, খে‌টে খে‌লে বুঝ‌তে আহার জোগা‌নো কত ক‌ঠিন। হুজুররা দাওয়াত আর ফাউ খায় ব‌লে জা‌নে না জীবন কত ক‌ঠিন।

১২ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: পোশট টা পড়েছিলাম।

১৩| ১২ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

মাহমুদুর রহমান বলেছেন: এই দেশটা শেষ।

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: দুনিয়াটাই একদিন শেষ হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.