নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ১৭

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:০৫



সকালে ঘুম থেকে উঠে দেখি সুরভি বাসায় নেই।
আরে-- কই গেল! এমন তো কখনও হয় না। শেষে মনে পড়লো, গতকাল রাতেই সুরভি বলে রেখেছিল- তার বান্ধবীদের সাথে চারুকলায় যাবে। অগত্যা টিভি ছাড়লাম। রমনা পার্কের অনুষ্ঠান দেখাচ্ছে। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম তখন সকাল দশটা। সুরভিকে ফোন দিয়ে জানতে পারলাম সে আরও দেড় ঘন্টা পর ফিরবে। এবং আমার জন্য নাস্তা রেডি আছে। একা একা নাস্তা খাওয়ার কোনো মানে হয় না। আমি নিচে নেমে গেলাম। হোটেলে নাস্তা খেলাম। অকারনেই অনেকক্ষন হাঁটলাম। কড়া রোদ উঠেছে। কাঁচের মতোন স্বচ্ছ রোদ! বাসায় ফেরার পথে দেখি এক লোক পেয়ারা বিক্রি করছে। ১০০ টাকা কেজি। দুই কেজি পেয়ারা কিনলাম। বাসায় ফিরে দেখি সুরভি এসে পড়েছে।



সুরভি বলল, শুভ নববর্ষ আমার জামাই।
সুরভি আমার জন্য বৈশাখ উপলক্ষ্যে নতুন একটা শার্ট টেইলার্স থেকে বানিয়ে এনেছে। প্রতি বছর বিশেষ বিশেষ দিনে সুরভি এরকম করে। অথচ আমি তার জন্য কিছুই কিনি নি। সামান্য ফুলের মালাও না। এইসব আমার মনে থাকে না। তাছাড়া আমি পারিও না। দোতলার ভাবী ডেকে নিয়ে বৈশাখের নানান রকম খাবার খেতে দিলেন। বাতাসা, কদমা, মুরলি, নাড়ু, চিড়া-মুড়ি, কটকরি, গুজিপেয়ারা, সন্দেশ, খই, মোয়া, মনসুর আরও হাবিজাবি অনেক কিছু। ভাবীকে বললাম, স্যরি ভাবী আমাকে শুধু এক কাপ চা দেন। এসব আমি কিছুই খাবো না। মাত্র নাস্তা করে এসেছি। সুরভি আছে ডায়েটের মধ্যে সেও কিছু খেল না। চা খেয়ে কিছুক্ষন গল্প গুজব করে আমি আমার ঘরে চলে এলাম।



সুরভি'দে বাসা থেকে বার বার ফোন দিচ্ছে।
আমি স্পষ্ট বলে দিয়েছি আজ যাবো না। তুমি গেলে যাও। আজ আমাদের দুই জাগায় দাওয়াত আছে। সুরভি মন খারাপ করো না- রোজার আগে পারলে একবার যাবো। সুরভি হয়তো কিছুটা মন খারাপ করেছে। যাই হোক, দুপুরে গেলাম এক আত্মীয়'র বাসায়। আমার বাসার কাছেই আত্মীয়'র বাসা। তারা খাবারের বিরাট আয়োজন করেছে। পুরো বাড়ি পোলাউ মাংসের গন্ধে ভয়াবহ অবস্থা।
আমি বললাম, কিছু মনে করবেন না। আমি পোলাউ খাবো না। আমাকে সাদা ভাত দেন। তারা সাদা ভাত রান্না করেনি। সুরভি বলল, সামান্য পোলাউ খেয়ে নাও। ঝামেলা করো না। আমি বললাম, না ভারত'ই খাবো, সাদা ভাত। ভাত রান্না করা হলো। গরুর মাংস দিয়ে সামান্য ভাত খেলাম। বিকেলে বাসায় ফিরলাম। রাতে আরেক জাগায় দাওয়াত আছে। তারা অনেক আগে থেকেই বলে রেখেছে।
সন্ধ্যায় মা বলল, যা বউ বাচ্চা নিয়ে বাইরে থেকে ঘুরে আয়। আমি বললাম, স্যরি মা। শরীরটা ভালো লাগছে না। আজ আর কোথাও যাবো না। রাতের দাওয়াতে যাবো না। ক্যান্সেল। সুরভি বলল, চলো ধারে কাছে কোথাও থেকে চটপটি খেয়ে আসি। আমি বললাম- স্যরি বেবি।

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বৈশাখী পোশাক কই?
বৈশাখী শাড়ী কই?
শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: এ গুলোই গরীবের বৈশাখের পোশাক ভাইজান।

২| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জানি না কেন যেন আজ আপনার মনের ভেতর বৈরাগ্য সৃষ্ট হয়েছে। এটা অনিদ্রার কারণেও হতে পারে। আপনার দরকার ফ্রেস ঘুম।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
সুন্দর ঘুম হলো আল্লাহর নিয়ামত।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১০

হাবিব বলেছেন: চটপটি খেলে কি এমন ক্ষতি হতো?

১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: যেতাম। কিন্তু শরীর টা ভালো লাগছে না।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১১

ভুয়া মফিজ বলেছেন: আপনি মনে হচ্ছে ভূড়ি চেপে দাড়ানোর চেষ্টা করেছেন? বেশী টান টান লাগছে।
পারিবারিক ছবি ভালো হয়েছে। আপনার পান্জাবী কই???

শুভ নববর্ষ।

১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: পাঞ্জাবী ইচ্ছা করেই পড়িনি।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪০

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, ভালো লাগলো। কে যেন বলেছিলেন আপনি এসে আজ ছবি পোস্ট করবেন। মিলে গেলো।

১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: হে হে হে---
ব্লগাররা সবাই আমাকে বুঝে ফেলছে।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪২

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ভাইর হাতের ঘড়িটা তো চমৎকার। B-)

১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: জাপানী ঘড়ি।

৭| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: আহারে.............ভাবীর মনটা খারাপ হয়ে গেল।

১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: সে আমাকে বুঝে।
তাই বেশীক্ষন তার মন খারাপ থাকার কথা না।

৮| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৫০

কেএসরথি বলেছেন: বউ-জামাই দেখি ম্যাচিং আউটফিট! =p~

১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: সুরভির বুদ্ধি।

৯| ১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! চমৎকার । পরির পোজটিও সুন্দর হয়েছে।

১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১০| ১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৪

কলাবাগান১ বলেছেন: আপনি তো ফজর নামাজ পড়ে কয়েক মাইল দৌড়ান!!!!! লিখা পড়ে তো তা মনে হল না ?????

১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: এক লেখার সাথে আরেক লেখা মিলালে সমস্যা হয়ে যায়।

১১| ১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৪

সুদীপ কুমার বলেছেন: সত্যিইতো বৈশাখী পোষাক কোথায়?

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: আমি দরিদ্র মানুষ।
পোশাক পাবো কোথায়?

১২| ১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৬

শামছুল ইসলাম বলেছেন: নববর্ষ উদযাপনটা বেশ ভালো ভাবেই পালন করলেন।
ছবিগুলো চমৎকার হয়েছে।
পোস্টটাও সুখপাঠ্য হয়েছে।

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাদা ভাত নিয়ে এত গোঁয়ার্তুমির কারণ কী?

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: পোলাও ভালো লাগে না।
ঝরঝরে সাদা ভাত আমার খুব প্রিয়।

১৪| ১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৭

বাংলার মেলা বলেছেন: পহেলা বৈশাখের প্রধান সুন্নত হল ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত। আপনার লেখায় সেই প্রসঙ্গ উঠলই না। কেন জানতে পারি?

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: আমি তিন তিনবার বাজারে গিয়ে ইলিশ মাছ না কিনে ফিরে এসেছি। এত দাম দিয়ে আমার পক্ষে কেনা সম্ভব না।
দাওয়াতে ইলীশ মাছ ছিল আমি খাইনি।

১৫| ১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:









++++++

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৬| ১৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০২

ডার্ক ম্যান বলেছেন: আপনাকে দেখে মাঝেমধ্যে আফসোস হয়, কেন যে বিয়েটা করলাম না।
যাইহোক নববর্ষ ভালোই কেটেছে আপনার

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: বিয়ে করার দরকার নাই।

১৭| ১৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪৩

অন্তরা রহমান বলেছেন: আপনাকে আমার জামাইয়ের সাথে এক রুমে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে আমি আর সুরভী ভাবি ঘুরতে বের হবো নেক্সট বৈশাখে। এমন ক্যান আপনারা?

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: আমরা আছি বলেই না আপনারা আনন্দ নিয়ে বেঁচে থাকতে পারছেন।

১৮| ১৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৮

গরল বলেছেন: রাজীব ভাই এর শাড়িটা কোথায় গেলো, নাকি পড়তে ভুলে গেছেন? =p~ :`> ;)

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: !

১৯| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা। পুরি মামনিটার জন্য রইল দোয়া। ভাবী আপনাকে অনেক ভালো বাসে তাইতো মেচিং জামা।

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২০| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাবা মা'র জন্য গাড়ি
আর এত্ত কিউট মেয়েটার জন্য রিক্সা !!
মানতে পারলামনা দুঃখ ভারক্রান্ত মন নিয়ে
ফিরে গেলাম, খাবোনা আপনাদের পোলাও কোর্মা !!

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: গাড়ি বাড়ি আর রিকশা।
এগুলোতে আণন্দ নেই।
মেয়ের মুখের হাসি দেখে
প্রান জুড়ায় দিবানিশি।

২১| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:০৬

বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।

সবাইকে সুন্দর লাগছে।


একজন মন্ত্রী আপনাকে নববর্ষে কোট করেছেন।

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: কোট না করে একটা কোট কিনে দিলে বেশী ভালো হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.