নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একজন মায়াবতী

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২০




আষাঢ় মাসের অতি মনোমুগ্ধকর এক সন্ধ্যা।
রাত প্রায় নয়টা। আমি বলাকা সিনেমা হল থেকে বের হয়ে একটা হোটেলে ভাত খেতে ঢুকেছি। হোটেলের নাম- তাজমহল রেস্টুরেন্ট। তাজমহল হোটেলের পাশে আরেকটা হোটেল আছে- 'হোটেল রাজ্জাক'। সেখানে খুব বেশি ভিড়। তাজমহল রেস্টুরেন্ট একেবারেই ফাঁকা। পাশাপাশি দু'টা হোটেল একটায় প্রচন্ড ভীড়, আরেকটা খালি। আজিব ব্যাপার!

আমি কোনার দিকে একটা টেবিলে বসলাম।
রুই মাছ, লাল শাক আর ডালের অর্ডার দিয়ে চুপচাপ বসে আছি। যদিও মাছ আমি খুব একটা পছন্দ করি না। কিন্তু আজ কেন জানি খুব মাছ খেতে ইচ্ছা করল। হঠাত দেখি হোটেলে একজন মেয়ে কাস্টমার ঢুকল। ঠিক তখন বাইতে তুমুল বর্ষন শুরু হলো। মেয়েটা খুব সুন্দর। মুখটা ভীষন মায়া-মায়া। এত ফাঁকা জায়গা থাকতে মেয়েটি আমার কাছে এসে বলল, আপনার টেবিলে বসতে পারি? আমি না বলতে গিয়েও বলতে পারলাম না। হোটেলটা আমার না। কাস্টামার এসেছে, নগদ পয়সা দিয়ে খাবে। তার যেখানে ইচ্ছা সেখানে বসবে। আমার কি? তবে আমার মনটা বেশ খারাপ হয়ে গেল, অপরিচিত কারো সামনে খাওয়া-দাওয়া করতে আমার ভালো লাগে না।

মেয়েটি বলল, আশা করি আমি আপনাকে বিরক্ত করছি না।
জ্বি না।
আপনার মোবাইলটা একটু দিতে পারবেন?
আমি মোবাইল বের করে মেয়েটির হাতে দিলাম। আমার মনটা খারাপ হয়ে গেল। বোঝাই যাচ্ছে এই মেয়ে প্রচুর কথা বলবে। বকবক করে মাথা ব্যাথা বানিয়ে দিবে। আমি ইচ্ছা করলে মোবাইলটা না দিলেও পারতাম কিন্তু তাতে মেয়েটা আমাকে অভদ্র ভাবতে পারে। তাছাড়া এত সুন্দর একটা মেয়েকে মুখের উপর মানা করে দিবো, আমি এতটা নিষ্ঠুর নই।

মেয়েটার অন্য কোনো মতলব নেই তো?
ধান্দাবাজ না তো? বাংলাদেশে ধান্দাবাজ লোকের অভাব নেই। আজকাল মেয়েরা অনেক রকমের ধান্ধাবাজি করে। কয়েকদিন আগেই এই রকম একটা মেয়ে, চোখে আবার কালো ফ্রেমের চশমা, মুখ ভরতি হাসি। হাসিটা খুব সুন্দর ছিল। আমি একটা হোটেলে খেতে বসেছি, মেয়েটা আমার সামনে বসে খুব বিনীত ভাবে বলল, কিছু মনে করবেন না। পান্থপথ মোড়ে আমার ব্যাগটা চুরি হয়ে গেছে। ক্ষুধায় মরে যাচ্ছি। আমায় চারটি ভাত খাওয়ান। প্লীজ। মেয়েটা এত সুন্দর করে প্লীজ বলল যে, 'প্লীজ শব্দটা যেন আমার বুকে এসে লাগলো।

এই রকম সম্ভ্রান্ত চেহারারর একজন মেয়েকে মুখের উপর 'না' বলা মুশকিল। যাই হোক, মেয়েটা ভাত খেল। ভাত খাওয়ার পর দই মিষ্টি খেল। সবশেষে মিষ্টি পান এবং একটা বেনসন সিগারেট। এর আগে এত সুন্দর করে আমি কোনো মেয়েকে সিগারেট খেতে দেখিনি।
আমি চুপ করে আছি। মেয়েটার মধ্যে কোনো দ্বিধা নেই, সংকোচ নেই। সে নিজেই হাসি মুখে খাবারের অর্ডার দিলো। খাওয়া শেষে কি সুন্দর করে বলছে- এমন চমৎকার খাওয়ার পর একটা সিগারেট না খেলে ভালো লাগে না।

(দ্বিতীয় পর্ব আগামীকাল)

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: ছবিটা যে বড্ড মায়াবী।

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: হুম।

২| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩২

মুক্তা নীল বলেছেন:
রাজীব ভাই, সত্যি ঘটনা? আমিতো অবাক হচ্ছি!!!

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: শুধু মিথ্যা কেন বলব? আমার লাভটা কি? মিথ্যা বলে পাপের ভাগী হতে চাই না।

৩| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: বন্দে মায়া.....

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: হুম।

৪| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার মনে হয়,ঢাকা শহরে এমন মেয়ে নেই।
ছবিটিও ওই মেয়ের নয়।
এটা পুরোটাই আপনার কল্পনা।
আপনি প্রচন্ড ঘোরের মধ্যে আছে।
আপনার প্রচুর পরিমাণ ঘুম দরকার।

২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৭

রাজীব নুর বলেছেন: ঘুম হয় না আমার।
কমপক্ষে ৮ ঘন্টা ঘুমাতে পারলে ভালো লাগে। কিন্তু আমার ঘুম হয় ৪/৫ ঘন্টা। তাও একটানা ঘুম নয়। ছাড়া ছাড়া।

৫| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার মনে হয়,ঢাকা শহরে এমন মেয়ে নেই।
ছবিটিও ওই মেয়ের নয়।
এটা পুরোটাই আপনার কল্পনা।
আপনি প্রচন্ড ঘোরের মধ্যে আছেন।
আপনার প্রচুর পরিমাণ ঘুম দরকার।
আপনি অনেক ভালো মানুষ।
আপনার সাবধানে থাকার খুব দরকার।
দুটি মেয়ে আপনার উপর নির্ভর করে আছে।
তাদেরকে আপনি টেনশনে ফেলতে পারেন।

২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৭

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

৬| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার জানা শোনা ( ব্লগেই জানা) মানুষের মধ্যে আপনি এক জন ভালো মানুষ।
আপনার মাঝে হিমুর কিছু গুণ দেখি।
কেবল হলুদ পাঞ্জাবীটা নেই।
কেবল রূপা নেই।
আর সবই প্রায় হিমুর মতো।
আপনি ঊনহিমু!

২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৮

রাজীব নুর বলেছেন: হা হা হা---
আমি আপনার মতোই একজন মানুষ।

৭| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৩

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




সুন্দরীদের সামনে সব পুরুষই " না " শব্দটা ভুলে যায়!
মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঠিক বলেছেন - আপনি প্রচন্ড ঘোরের মধ্যে আছেন। আপনার প্রচুর পরিমাণ ঘুম দরকার।

তবে এটাও ঠিক, গল্প গল্প-ই।

২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৯

রাজীব নুর বলেছেন: না এটা গল্প নয়। বাস্তব।

৮| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৯

পথ হতে পথে বলেছেন: Young Tamil Actress Kirat Bhattal. The Story is really nice.

২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৯

রাজীব নুর বলেছেন: ঠিক আছে ছবিটা তামিল নায়িকার। কিন্তু ঘটনা তো বাংলাদেশের।

৯| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৩১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: গল্পটি ( ! ) ভালো লাগছে, যথেষ্ট সাবলীল ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে ! তার উপর বোনাস কিরাত ভাত্তালের ছবি। অসাধারণ ! চালিয়ে যান ।

২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:০০

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।

১০| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৪৮

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: তারপর কি হলো???

২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:০১

রাজীব নুর বলেছেন: যথা সময়ে জানবেন।

১১| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ২:০০

মাহমুদুর রহমান বলেছেন: প্রিয়তে রেখেছি কিন্তু।

২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:০১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১২| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৪

নীল আকাশ বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার মনে হয়,ঢাকা শহরে এমন মেয়ে নেই। ছবিটিও ওই মেয়ের নয়। এটা পুরোটাই আপনার কল্পনা। আপনি প্রচন্ড ঘোরের মধ্যে আছে। আপনার প্রচুর পরিমাণ ঘুম দরকার।
রাজীব ভাই, সমস্যা কিংবা ঘটনা কি?
জোর করে হিমু হতে চাচ্ছেন??

২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: হিমু হুয়ার সামান্য গুন আমার মধ্যে নেই।

১৩| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর লিখেছেন রাজীব ভাই। আপনি লেখাটিকে সরল ও সাবলীলভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। এটা আপনার একটা গুন, ঠিক আপনার মত।

২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাইজান।

১৪| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৫

জুন বলেছেন: আমি কনফিউজড রাজীব নুর, যেই মেয়েটা সিগারেট খেলো আর যে তাজমহল হোটেলে আপনার টেবিলে বসলো তারা দুজন কি আলাদা দুটো মেয়ে না!! আপনার এই বাস্তব ঘেষা কাহিনিগুলো বেশ। আমি বাইরে গেলে একা একা অনেক ঘুরে বেড়াই, অনেক কিছু চোখে পড়ে। ভাবছি আপনার মত এমন করে লিখব পথে পথে :).
+

২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই লিখবেন।
অপেক্ষায় থাকলাম।

১৫| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৮

সুদীপ কুমার বলেছেন: পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম।

২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৬| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২০

পবিত্র হোসাইন বলেছেন: হ্যালুসিনেশন

২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: আরে না ভাই।
বাস্তব।

১৭| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সিগারেট খাওয়া মেয়ে হাহাহাহা

বেটির ঠো্ঁট কালো হয়ে যাবে তো। আর দিবেন না খেতে

২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: হা হা হা----

১৮| ২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

হাবিব বলেছেন: ছবি দেখলে কি পেট ভরে?

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: খাবার খেলে পেট ভরে।

১৯| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৮

তীর্থক বলেছেন: এই মেয়ে হয়ত সেই মেয়ে না তবে মেয়েটাকে কিন্তু বেশ দুষ্টু মনে হচ্ছে, ছবিতেও!

অনেকগুলি প্রশ্ন আছেঃ

১) সুন্দর মায়া মায়া চেহারার একটা মেয়ে আপনার পাশে বসতে চাইল আর আপনার "না" বলতে ইচ্ছা হল, ভাবা যায়???
২) মেয়ে ভাতের সাথে কি অর্ডার দিল লিখেন নি, নাকি মনে নেই, মানে মেয়ের রুপ দেখে অর্ডারের দিকে তাকানোর ফুরসৎ পাননি?
৩) এত সহজে মোবাইলটা দিয়ে দিলেন? সুন্দরী মেয়ে দেখলে না করাটা সত্যিই কঠিন! সুন্দর একটা ছেলে মোবাইল চাইলে ত কোন দিনও দিতেন না! নাকি দিতেন?
৪) কয়েক দিন আগেই আরেক সুন্দরীর কাছে ধরা খেয়েও শিক্ষা হয়নি? আচ্ছা সুন্দরীরা ঘুরে ঘুরে আপনার কাছে আসে কেন, আপনি কি দেখতে খুব সুন্দর, নাকি খুব বোকা বোকা?

কয়েকদিন আগের কাহিনীর চাইতে বর্তমান কাহিনীতে আগ্রহ বেশি পাচ্ছি! পরের পর্বের অপেক্ষায় থাকব! লেখা ভাল হয়েছে এবং সাবলীল গতিতে চলছে। ধন্যবাদ :)

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য অনেক শুকরিয়া জনাব।

২০| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০১

ইসিয়াক বলেছেন: কি বলবো ভাবছি । নাহ আর মেয়েদের কথা ভাববো না , তাকাবো না ।
কাজে মন দেবো। তবুও একটা গান গাইতে ইচ্ছা করছে .......।

ও কেন এত সুন্দরী হলো
এমনি করে ফিরে তাকালো
দেখে তো আমি মুগ্ধ হবোই
আমি তো মানুষ
ও কেন এত সুন্দরী হলো

সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে
ঝড় উঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে
ও কেন তখন উড়িয়ে আচল
ও কেন তখন উড়িয়ে আচল
খোলা চুলে বাইরে এলো
দেখে তো আমি মুগ্ধ হবোই
আমি তো মানুষ
ও কেন এত সুন্দরী হলো

১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বন্ধু।

২১| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৭

ইসিয়াক বলেছেন: কিন্তু মধুরিমাকে নিয়ে তো আমায় লিখতে হবে ।
ওতো আমার অল্প বয়সের ফ্যান্টাসি ........।আমার কবিতা লেখার প্রথম প্রেরণা।

১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: গ্রেট। লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.