নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শবেবরাতের মোনাজাত

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৬



হে আল্লাহ! দুনিয়ার সমস্ত মরহুমদে কে জান্নাতবাসি করুন।
হে প্রভু এই পবিত্র "শবে বরাত" এর রাতে আমাদের সবাইকে ক্ষমা করে দিন।
হে আমার মালিক পৃথিবীর সমস্ত মানুষ ও সকল জীব শান্তিতে থাকুক, সুখে থাকুক।

আজ পবিত্র শবে বরাত। ভাগ্যনির্ধারনি রাত।
প্রতিবছর এই রাতে বিশ্বের কোটি কোটি মুসলমান স্রষ্টার সকল সৃষ্টির পক্ষে ক্ষমা প্রার্থনা ও মঙ্গল কামনা করেন।
ইসলামের মূল কনসেপ্ট শান্তি। মহৎ ও মাধুর্যময় এই রাতে জগতের সকল সৃষ্টির প্রতি শান্তি বর্ষিত হোক।

১৬৬৫ খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। যে শক্তি বলে গ্রহ নক্ষত্র পৃথিবী একে অপরের সাথে নির্দিষ্ট দুরত্ব বজায় রাখে।
অথচ তারও হাজার বছর আগে মহানবী (সাঃ) এর মারফত আল্লাহতায়ালা স্পষ্ট লিখিত দলিল দিলেন মাধ্যাকর্ষণ শক্তির।
বিজ্ঞানময় কুরআনের আমরা তাফসীর করি না। একে দস্তারবন্দী করে ঘরের উঁচু স্থানে সংরক্ষণ করি চুমু দিয়ে ধুলো পরিষ্কার করার জন্য।
এ দায় কুরআনের নয়, বোহেমিয়ান মুসলমানের।

আমি দরিদ্র দেশের মধ্যবিত্ত নাগরিক। ধর্ম আমাদের কাছে নিরাপদ আশ্রয়। এক মুসলমান যখন অন্য মুসলমানকে কাফের আখ্যা দেয় তখন যেমন আমরা কষ্ট পাই, তেমনি এক ধর্মাবলম্বী যখন অন্য ধর্মাবলম্বীর উপাসনালয়ে হামলা করে তখনো আমাদের হৃদয়ে রক্ষক্ষরণ ঘটে। ধর্ম যদি রক্তপাতের কারণ হয়, ধর্মীয় উপাসনালয় গুলো যদি হয়ে উঠে অনিরাপদ- তাহলে বুঝতে হবে ধর্ম আর ধার্মিকদের হাতে নেই। ধর্ম তখন পুঁজিপতিদের হাতে, বিশ্ব মোড়লদের হাতে, দুষ্টচক্রের হাতে পণ্যের মত ব্যবহার হচ্ছে। আমরা সাধারণ মানুষ সেক্ষেত্রে বলির পাঠা। নিজেরা নিজেরা ঝগড়া করে এ সমস্যার সমাধান হবে না।


সন্ত্রাসবাদের প্রকৃত কোন ধর্ম নেই, রাস্ট্র নেই, সমাজ নেই, মনুসত্ব নেই। শ্রীলঙ্কার জন্য সমবেদনা জানাচ্ছি।

শান্তির পায়রা নেমে আসুক সরল পথ ধরে শুভ বার্তা নিয়ে।
আপনার প্রার্থনায় আমাকে রাখুন। মঙ্গল হোক সবার।



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১:২১

ব্লগ সার্চম্যান বলেছেন: সর্ব শক্তিমান আল্লাহু সকলের মঙ্গল করুক। আমীন।

২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৮

রাজীব নুর বলেছেন: আমিন।

২| ২২ শে এপ্রিল, ২০১৯ ভোর ৫:২০

বলেছেন: ধর্ম নিরাপদ আশ্রয় তবে ধার্মিক হই।

আল্লাহ ভরসা।।


দোয়া রইলো ভালোয় কাটুক আপনার দিনগুলো।

২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ২২ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩১

মাহমুদুর রহমান বলেছেন: সন্ত্রাসবাদের প্রকৃত কোন ধর্ম নেই, রাস্ট্র নেই, সমাজ নেই, মনুসত্ব নেই। শ্রীলঙ্কার জন্য সমবেদনা জানাচ্ছি।

২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: শুধু সমবেদনা জানালে হবে না।
এরকম যেন আর না ঘটে সেই পথ খুজে বের করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.