নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মসজিদ, মন্দির কি গির্জা যেখানেই হোক এমন ঘৃণ্য সন্ত্রাসী হামলা সমর্থনে করি না। কোনো বিবেকবান মানুষ সমর্থন করতে পারে না। হামলাকারী যে ধর্মেরই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ সন্ত্রাসীর পরিচয় সে সন্ত্রাসী। শ্রীলঙ্কার মত এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই প্রত্যাশা করি।
২। তীব্র নিন্দা জানাই ! মানুষ এত নিষ্ঠুর হয় কি করে !
৩। শ্রীলঙ্কা, আমি দুঃখিত ও লজ্জিত!
৪। আমরা এক ভয়ংকর শতাব্দীর দিক এগিয়ে যাচ্ছি,,,যেখানে মানবতাবোধ শুন্য ।
৫। এটা কি ক্রাইস্টচার্চের প্রতিশোধ !!!
৬। আমরা বার বার চিনিয়ে দেই আমাদের জাত.. আমরা বারবার ধার্মিকের নগ্ননৃত্য দেখে পুলকিত হয়ে বলি "ইহা সহীহ ইসলাম না".. আমাদের সব অনুভূতি শুধুমাত্র সুন্নী মুসলমানদের জন্য। ইয়েমেন বা মালির আদিবাসী মুসলিমদের জন্য না...
দয়া করে চুপ থাকবেন না। নিজের জায়গা থেকে অন্তত প্রতিবাদ করেন। ঘৃণা প্রকাশ করেন... পরবর্তী টার্গেট আপনিও হতে পারেন... বোমার আঘাত শিয়া সুন্নী, খ্রিস্টান-বৌদ্ধ দেখে না...
৭। ২০১৮ সালের প্রথম ছয় মাসে পর্যটনখাতে ভারতের আয় সাড়ে ১৪ বিলিয়ন ডলার। এর অধিকাংশ পর্যটকই বাংলাদেশী।
৮। পুরো একটা দেশ মৃত্যুপুরি হয়ে যায়, কিছু উন্মাদের নিষ্ঠুরতায় । সমবেদনা জানাই শ্রীলংকার জনগনের প্রতি ।
৯। নিষ্ঠুরতায় ভোরে উঠেছে গোটা পৃথিবী। পেছনে কলকাঠি যেই নাড়ুক, এই নিষ্ঠুরতার শিকার হয় সাধারণ মানুষ গুলি। ধিক্কার জানাই সেই কাপুরুষদের যারা ঘটিয়েছে এই জঘণ্য অপকর্ম।
১০। লঙ্কায় এই লঙ্কাকাণ্ডের কারণ কি? খুব খারাপ লাগছে। নিউজিল্যান্ড থেকে শ্রীলঙ্কা ; মূলত অমানুষেরাই এমন বর্বর কায়দায় মানুষ খুনে মেতে উঠতে পারে!
১১। আরেকটা বিগ ব্যাং দরকার। একটায় উৎপত্তি ছিলো, আরেকটায় সব একবারেই ধ্বংস হয়ে যাক।
১২। ব্যাক্তিকে পাহাড়া দেয়া সম্ভব, কিন্তু দেশকে না। দেশ রক্ষা হবে সবার সুস্থ এবং উন্নত মানসিকতায়।।
গাহি সাম্যের গান...
২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: এই ধরনের অপরাধীরা সাধারনত ধরা পড়ে না।
২| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:০২
সাহিনুর বলেছেন: এই ঘটনার পিছনে যার ই হাত থাকুক না কেন,তাদের কে খুঁজে বার করে নির্মম থেকে নির্মম্তর ভাবে কষ্ট দিয়ে সবার সামনে মারা উচিৎ,যাতে এমন করে আর কেউ সাহস দেখাতে না পারে ।
২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের খুঁজে পাওয়া যাবে না।
৩| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রায় সাড়ে ৫ বছর ছিলাম দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায়।
অনেক সুন্দর দেশ।
তখন তো এমন দেখিনি।
ধিক্কার জানাই অমানুষদেরকে।
২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: এসবের নিন্দা জানানোর ভাষা নেই।
২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: প্রচন্ড মর্মান্তিক।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:১২
নীলপরি বলেছেন: মতামতগুলোর সাথে একমত ।
শুভকামনা
২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাহিরের কারো ষড়যন্ত্র না খুঁজে নিজের মধ্যের ষড়যন্ত্রের দিকে ফিরে তাকান | তিন খলিফার মৃত্যু কাদের ষড়যন্ত্রে এবং কাদের হাতে হয়েছে ? ক্ষমতা ও অর্থের লোভে কতজন নেতা প্রাণ হারিয়েছেন ? ইমাম হাসান এবং হোসেন (রা: ) এর মৃত্যু কাদের ষড়যন্ত্রে হয়েছে ? নিজভাইদের ক্ষমতার দ্বন্ধে মুঘল রাজপরিবারের সদস্যরা কার হাতে নিহত হয়েছেন ? সৌদি রাজপরিবারে ক্ষমতার দ্বন্ধে বাদশাহের মৃত্যু কার হাতে হয়েছে ? ইয়েমেনে লক্ষ লক্ষ মুসলিমদের মৃত্যু কোন মুসলিম দেশের বাদশাহের আঙ্গুলির ইশারায় হচ্ছে ? পঁচিশে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত লক্ষ লক্ষ বাঙালিকে নিস্রংশভাবে হত্যা এবং চরম অমানুষিক নির্যাতন কোন ধর্মের সৈনিকদের হাতে হয়েছে ? পাকিস্তানে মসজিদ সহ শত শত নিরীহ জনগণকে বোমায় কারা উড়িয়ে দিচ্ছে ?
মুসলিমদের মধ্য থেকেই মুসলিম নামধারি ক্ষমতা ও অর্থলিপ্সু কিছু পিশাচ যুগে যুগে নিস্রংশ হত্যা ও পৈশাচিকতার মাধ্যমে গোটা মুসলিম সমাজেরই ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে | এই সকল নরপিশাচগুলোর সমালোচনা না করে অন্যের দোষ ধরতে থাকলে ভবিষ্যতে এই ধরণের আরো অনেক পিশাচের জন্ম হবেই |
২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
৭| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৯
ঢাবিয়ান বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দ, আপনার একমত হতে পারছি না। ইসলামের খলিফার যুগের অবসান হয়েছ কয়েক শত বছর আগেই। ক্ষমতার দ্বন্দে মুসলিমদের লড়াই করার সুযোগ এইযুগে আর নাই। দেশে দেশে এখন ক্ষমতায় ভিন্ন ধর্মাম্বলীরা। মুসলিম দেশগুলোর ক্ষমতায় যারা বসে আছে তারাও বসে আছে অন্যদের ইশারায়। সৌদি রাজতন্ত্র বলেন কিংবা আমাদের সরকার সবাই ক্ষমতা জবরদখল করে আছে এই বিশ্বের পরাশক্তিদের প্রশ্রয়ে। মুসলিম রাস্ট্রের এই সব পুতুল সরকারদের সাথে ইসলামের অবস্থান কয়েক শত আলোক বর্ষ দূরে।সীমাহীন ভোগ বিলাশের বিনিময়ে অন্যদের স্বার্থ রক্ষা করাই এদের একমাত্র দ্বায়িত্ব।
এইবার আসি শ্রীলংকার বিষয়ে। আমেরিকার মদদপুষ্ট আইসিস এখন আর নাই। শ্রীলংকায় যে ধরনের বোমা বিস্ফোরন হয়েছে তা , কিছু মুস্লিম জঙ্গী করেছে। কিন্ত তাদের পেছনের শক্তি কে? আইসিসের পেছনে যেমন ছিল আমেরিকা, এই মুস্লিম জঙ্গীদের পেছনে অবস্যই আছে শক্তিশালী কোন পক্ষ। এটা কোন বিচ্ছিন জঙ্গীবাদের ঘটনা নয়।
২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: হুম।
৮| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৫
বাংলার মেলা বলেছেন: আমরা মুসলিমেরা সৌদি বাদশাহের অন্যায় কাজের বৈধতা কখনোই দেইনি। অন্যায় যেই করুক - কাউকেই ছাড় নয় - এটাই ইসলামের শিক্ষা। কে যেন ক্রাইস্টচার্চের 'প্রতিশোধ' তত্ত্ব দাঁড় করানোর চেষ্টা করেছে। তার জ্ঞাতার্থে বলছি, ইসলামে 'প্রতিশোধের' কোন স্থান নেই। প্রতিশোধ নেবার ক্ষমতা একমাত্র আল্লাহ্র। কেউ যদি এই ক্ষমতার অপব্যবহার করে, সে শিরকের মত ভয়ানক অপরাধে অভিযুক্ত হবে। তাই মুসলিমদের সাথে যত অন্যায়ই করা হোক না কেন - কোন মুসলিমেরই প্রতিশোধ নেবার কোন অধিকার নেই - তবে আইন অনুযায়ী বিচার করার অধিকার আছে।
২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ২৩ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৯
শামছুল ইসলাম বলেছেন: একজন হৃদয়বান মানুষের কাছ থেকে এমন একটা পোস্টই আশা করি।
আল্লাহ সকলকে হেফাজত করুন। আমিন।
২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: আমিন।
১০| ২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
নতুন নকিব বলেছেন:
পত্রিকার ভাষ্যানুসারে- শ্রীলঙ্কার ঘটনায় ২৩ এপ্রিল বিকেল পর্যন্ত নিহতের সংখ্যা তিনশো একুশে পৌঁছেছে। যারা এই কাপুরোষচিত,
বর্বর এবং জঘন্যতম হামলা চালিয়ে নিরীহ মানুষদের হত্যা করেছে তাদের নিন্দা জানানোর ভাষা নেই। উদোর পিন্ডি বুধোর ঘাড়ে না চাপিয়ে সঠিকভাবে উপযুক্ত তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের চিহ্নিত করে যথাযথ বিচারের আওতায় আনা হোক।
২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: আল্লাহর হাত থেকে কোনো দুষলোক রেহাই পাবে না।
১১| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৩
মঞ্জুর চৌধুরী বলেছেন: ভাল বলেছেন। মন বিক্ষিপ্ত।
২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৩
রাজীব নুর বলেছেন: আসলে এই পৃথিবী দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছে।
১২| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাহিরের কারো ষড়যন্ত্র না খুঁজে নিজের মধ্যের ষড়যন্ত্রের দিকে ফিরে তাকান | তিন খলিফার মৃত্যু কাদের ষড়যন্ত্রে এবং কাদের হাতে হয়েছে ? ক্ষমতা ও অর্থের লোভে কতজন নেতা প্রাণ হারিয়েছেন ? ইমাম হাসান এবং হোসেন (রা: ) এর মৃত্যু কাদের ষড়যন্ত্রে হয়েছে ? নিজভাইদের ক্ষমতার দ্বন্ধে মুঘল রাজপরিবারের সদস্যরা কার হাতে নিহত হয়েছেন ? সৌদি রাজপরিবারে ক্ষমতার দ্বন্ধে বাদশাহের মৃত্যু কার হাতে হয়েছে ? ইয়েমেনে লক্ষ লক্ষ মুসলিমদের মৃত্যু কোন মুসলিম দেশের বাদশাহের আঙ্গুলির ইশারায় হচ্ছে ? পঁচিশে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত লক্ষ লক্ষ বাঙালিকে নিস্রংশভাবে হত্যা এবং চরম অমানুষিক নির্যাতন কোন ধর্মের সৈনিকদের হাতে হয়েছে ? পাকিস্তানে মসজিদ সহ শত শত নিরীহ জনগণকে বোমায় কারা উড়িয়ে দিচ্ছে ?
মুসলিমদের মধ্য থেকেই মুসলিম নামধারি ক্ষমতা ও অর্থলিপ্সু কিছু পিশাচ যুগে যুগে নিস্রংশ হত্যা ও পৈশাচিকতার মাধ্যমে গোটা মুসলিম সমাজেরই ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে | এই সকল নরপিশাচগুলোর সমালোচনা না করে অন্যের দোষ ধরতে থাকলে ভবিষ্যতে এই ধরণের আরো অনেক পিশাচের জন্ম হবেই |
স্বামীজি, আপনার বক্তব্যের সাথে ১০০% এক মত। আগে আমাদের মাঝে শুদ্ধতা দরকার।
১৩| ২৪ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৪| ২৪ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৮
ইসিয়াক বলেছেন: আমরা কি আবার জংলী হয়ে যাচ্ছি ?
২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: আমরা জঙ্গী হতে যাবো কেন?
জঙ্গী হয় নির্বোধ লোকেরা।
১৫| ২৪ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৫
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন:
২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: !
১৬| ২৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
অজ্ঞ বালক বলেছেন: কোন দেশই নিরাপদ না। একটা সময় ভাবতাম এই দেশ থেকে বের হইলেই মুক্তি, শান্তির জীবন। কিসের কি! মৃত্যুর আগে মুক্তি নাই।
০৯ ই মে, ২০১৯ রাত ৯:২৬
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৬
শাহিন-৯৯ বলেছেন:
শ্রীলংকায় খ্রিস্টান সম্প্রদায় খুবই কম। এখানে বেীদ্ধ সংখ্যাগরিষ্ট। বোমা কেন খ্রিষ্টানদের ধর্মীয় অনুষ্টানে হল? এটা কি আন্তজার্তিক কোন চক্রান্ত?
সুষ্টু তদন্ত হোক আর দোষীদের প্রকাশ্যে মৃত্যদন্ড কার্যকর করা হোক।