নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমাদের এই নষ্ট শহর

২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২৬



সবাই জানে, সবাই বুঝে এই শহর নষ্ট হয়ে গেছে।
পচে-গলে গেছে। শীত, গীষ্ম আর বর্ষা কোনো ঋতুতেই এই শহর ভালো লাগে না। সব ঋতুতেই শহরের মানূষের কষ্টের শেষ নেই। সীমাহীন কষ্ট। মানুষের দম বন্ধ হয়ে আসে। তবু বেঁচে থাকার তাগিদে মানুষকে ঘর থেকে বের হতে হয়। ওয়াসার পানিতে সমস্যা, বাসের কষ্ট, ফুটপাত দিয়ে শান্তিতে হাঁটতে না পারার কষ্ট, বাজারে প্রতিটা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী। চোর, পকেটমার, ছিনতাইকারী, অনিয়ম আর দুষ্টলোকের শহর। আমাদের এই ঢাকা শহর।

শিক্ষিত অশিক্ষিত কেউ ভালো না।
ঢাকা শহরের মানুষ গুলো বাসা থেকে বাইরে বের হলেই- অস্থির হয়ে পড়ে, হিংস্র হয়ে পড়ে। নিষ্ঠুর হয়ে পড়ে। কারো মধ্যে কোনো মায়া মমতা দেখা যায় না। অথচ এই লোক গুলোই মায়া মমতার কথা বলের। তখন রাগে আমার শরীরটা জ্বলে। কবি জীবনানন্দ দাশ মনে হয় বুঝতে পেরেছিলেন একদিন এই শহর এরকম হবে। তাই তিনি- অদ্ভুত আঁধার এক নামে একটা দারুন সত্য কবিতা লিখেছিলেন। একজন সাংসারিক মানুষও, যার বউ বাচ্চা আছে, বাবা মা আছেন, সেই লোকও বাইরে বের হলে অমানুষ হয়ে উঠে।

এই শহরের মানুষ আইন মানে না।
তারা জানে পুলিশকে ১/২ দুই শ' টাকা দিলেই ঝামেলা শেষ। ১/২ দুই শ' টাকার বিনিময়ে অন্যায় করে পার পাওয়া যায়। ঢাকা শহরের সবচেয়ে বড় সন্ত্রাস ছাত্রলীগ। তারা দিনে দুপুরে মানুষ কুপিয়ে মেরে ফেলা যায়। হাতিড়ি দিয়ে পিটায়। ফুটপাতে বাইক উঠিয়ে দিবে কেউ, অযথাই বাসের মধ্যে সামান্য বিষয় নিয়ে তুমুল ঝগড়া লাগিয়ে দিবে, গাড়ির ড্রাইভার লেগে যায় রিকশাওয়ালার সাথে। কেউ উলটো রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাবে, কেউ চিপা গলির মধ্যে গাড়ি পার্কিং করে রাখবে। এরা কখনও মানুষ হবে না। আচ্ছা, এরা এরকম শিক্ষা কোথায় পেয়েছে? বাবা মার কাছ থেকে? স্কুল কলেজ থেকে না রাষ্ট্রের কাছ থেকে?

এদিকে দেশ উন্নয়নের মহাসড়কে চলে গেছে।
আজও মানুষ ফুটপাতে ঘুমায়। ওভার ব্রীজে ঘুমায়। না খেয়ে থাকে। চিকিৎসা পায় না। সরকারী হাসপাতালে দালাল দিয়ে ভরা। সিটি করপোরেশোনে ট্রেড লাইসেন্স করাতে গেলে ঘুষ দিতে হয়। পাসপোর্ট ভেরিফিকেশোনের নামে ঘুষ দিতে হয়। যুগ যুগ ধরে এই নিয়ম অব্যাহাত আছে এই শহরে। অবৈধ্য টাকা দিয়ে একদল লোক বিলাসিতা করে। ওমরা করে, মদ খায়, মেয়ে নিয়ে ফুর্তি করে। শেষে আগুনে পুড়িয়ে মারে। মেট্রোরেল হচ্ছে, পদ্মাসেতু হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, দেশের উন্নতি হচ্ছে কিন্তু দেশের মানুষের মানসিকতার উন্নতি হচ্ছে না। কারো মধ্যে মানবতা বা ভালোত্ব দেখা যায় না।

এই শহরের প্রতিটা লোক মুখোশ পরা।
কেউ কাউকে মানে না। কেউ কাউকে বুঝে না। কেউ কাউকে বিশ্বাস করে না। কিছু বলতে গেলেই তুমুল লেগে যায়। শান্তি নেই। এই শহরে শান্তি নেই। সবাই জেনে শুনে বুঝে মিথ্যা অভিনয় করে যাচ্ছে। কেউ ভালো নেই। আসলেই কেউ ভালো নেই। যার প্রচুর টাকা আছে সেও ভালো নেই। বিশ্বাস করুন কেউ ভালো নেই। এই শহরে কারো পক্ষে ভালো থাকা সম্ভব না। নো নেভার। এই শহরের গায়ে অনেক অভিশাপ আছে। সেই অভিশাপ প্রতিনিয়ত এই শহরে থাকা মানুষদের গায়ে লাগছে। পুড়ে যায়, জ্বলে যায়। পুড়তে পুড়তে, জ্বলতে জ্বলে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয়।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঢাকা শহরে যে পরিমাণ মানুষ বসবাস করে পুরো মালয়েশিয়া তো সে পরিমাণ মানুষ বসবাস করে না এমন একটি শহরের মানুষদের বেঁচে আছে সেটাই তো অনেক বেশি এখানেও তো

২৪ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: আমি বলব জনসংখ্যা অভিশাপ নয় আর্শীবাদ।

২| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঢাকা শহরে যে পরিমাণ মানুষ বসবাস করে পুরো মালয়েশিয়াতেও তো সে পরিমাণ মানুষ বসবাস করে না । এমন একটি শহরে মানুষ যে বেঁচে আছে সেটাই তো অনেক বেশি । এখানে এর চেয়ে ভালো কিছু আশা করা বোকামী। অবশ্য মানুষ হিসাবে আমার চেয়ে বোকা আর কেউ নেই।

২৪ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: আপনি মোটেও বোকা নন।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:২৭

শাহিন-৯৯ বলেছেন:



আপনি মেয়র হলে কিছু সমস্যা কমার সম্ভাবনা আছে।

২৪ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: তা ঠিক।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৪৭

সালাহ উদ্দিন শুভ বলেছেন: এই শহর নিয়ে আর ভাবতে ইচ্ছে করেনা। আশা ছেড়ে দিয়েছি।

২৪ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: না ভাবতে হবে হবে। সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১:০৬

মাহমুদুর রহমান বলেছেন: এই শহর জঞ্জালে পরিপূর্ণ হয়ে গিয়েছে।মাঝে মাঝে মনে হয় এই শহর আমার না।

২৪ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: এরকম স্বার্থ পরের মতো ভাবনা বাদ দিতে হবে।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১:১১

ভুয়া মফিজ বলেছেন: 'হাতিড়ি' জিনিসটা কি বুঝি নাই। এটা কি ছাত্রলীগের আবিস্কৃত কোন নতুন অস্ত্র? :(

২৪ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: হাতুড়ি হবে। টাইপে ভুল করেছি।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


যেই ছবি দিয়েছেন, যেভাবে যানবাহন চলছে, সব ড্রাইবার অবশ্যই আইনস্টাইন থেকে গতির সমীকরণ বেশী বুঝার কথা

২৪ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৮| ২৪ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:১৫

কালো যাদুকর বলেছেন: অথচ এই শহরে অবসর নিতে হবে।

২৪ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: আমৃত্যু এই শহরেই থাকতে হবে।

৯| ২৪ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:১৪

বলেছেন: কেউ ভালো নেই!!!!

২৪ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: হুম।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২১

পবিত্র হোসাইন বলেছেন: ঢাকা শহরের জনসংখ্যা ১.৪৪ কোটি এবং জনঘনত্ব প্রতি বর্গমা্গইলে ১৯,৪৪৭ জন।

২৪ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: ভীষন বাজে অবস্থা।

১১| ২৪ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৮

সাকলায়েন শামিম বলেছেন: চমৎকার লেগেছে লাইনগুলো ।

২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১২| ২৪ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৩

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: শহরের মানুষ আর মানুষ নেই।

২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: সব দুষ্ট হয়ে গেছে। বদ হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.