নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হে প্রভু, আমাদের এই কষ্টকর তাপদাহ থেকে রক্ষা কর

২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২২



"মুরদই লাখ বুড়া চাহে তো কেয়া হোতা হ্যায়
ওই হোতা হ্যায় যো মঞ্জুরে খোদা হোতা হ্যায়।"
(শত্রুরা আমার যতই অনিষ্ট কামনা করুক তাতে কিছুই হবে না।
ঈশ্বর যা মঞ্জুর করবেন তা-ই হবে আমার ভাগ্যলিপি।)


অনেক ভেবেচিন্তে দেখলাম, বাংলাদেশের বেশির ভাগ লোকই ভালো। তারা দেশকে ভালোবাসে, ভালোবাসে দেশের মানুষকে। পৃথিবীর অনেক দেশেই মেয়েরা বাসে ট্রেনে দাঁড়িয়ে তাদের গন্তব্যে যায় কিন্তু আমাদের দেশে কোনো মেয়ে দাঁড়িয়ে তাদের গন্তব্য যায় না, আমরা সিট ছেড়ে দেই। আমি নিজে দেখেছি- আমাদের দেশের ট্রাফিক পুলিশ- রাস্তার সব গাড়ি থামিয়ে ছোট ছোট বাচ্চা আর বৃদ্ধ ও বৃদ্ধাকে হাত ধরে রাস্তা পার করে দিচ্ছেন। কাজেই সব মানুষ নিষ্ঠুর নয়। মানুষের মনে এখনও অনেক মায়া-দয়া আছে।

বহু লোককে দেখেছি, কারো রক্তের প্রয়োজন হলে ছুটে যায় রক্ত দিতে। অচেনা কোথাও গিয়ে কাউকে ঠিকানা জিজ্ঞেস করলে দেখবেন, সে আপনাকে খুব সুন্দরভাবে চিনিয়ে দেবে। বাসে উঠলে টাকা নেই বললে, কন্ট্যাকটরও হাসি মুখে মেনে নেয়। দেখেছি, সরকারী হাসপাতাল গুলোতে ডাক্তার দরিদ্র লোকদের এক আকাশ ভালোবাসা নিয়ে চিকিৎসা করছেন।

জানি, ছোট একটা দেশ, মানুষ অনেক। তাই কিছু সমস্যা তো থাকবেই। সমস্যা গুলো আমাদের সবাইকে মিলে সমাধান করতে হবে। যখন ক্রিকেট খেলা হয়- আমরা চিৎকার করে গলা ভেঙ্গে ফেলি। যদি জিতে যাই- আনন্দে একটু পর-পর চোখ মুছি। পতাকা নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়ি। ক্রিকেট খেলার সময় সমস্ত দেশের মানুষ এক হয়ে যায়।
আমার ভাবতে ভালো লাগে- আমাদের দেশটা একদিন হবে খুব আনন্দময়। কোথাও অশান্তি থাকবে না। আমার বিশ্বাস করতে ভালো লাগে- অল্প কিছু দিনের মধ্যে দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে।

এদিকে গত পনের দিন ধরে, অনাবৃষ্টি, তীব্র দাবদাহ এসব আল্লাহর এক প্রকার শাস্তি যা তিনি তাঁর বান্দাদেরকে গোনাহের কারণে দিয়ে থাকেন। আসুন আমরা স্বীয় পাপ কর্ম থেকে তওবা করি তাহলে তিনি আমাদেরকে বৃষ্টি দিবেন।
হে প্রভূ আমাদের ক্ষমা করো। আমাদের এই কষ্টকর তাপদাহ থেকে রক্ষা কর। আমাদের প্রকৃতি প্রেম বৃদ্ধি করে দাও। আমাদের অপচয়কারী, দুর্নীতিবাজ, অপরাধীদের হেদায়েত নসীব কর।
প্রতিদিন শত শত গাছ কাটা হচ্ছে, পাহাড় ধ্বংশ হচ্ছে, নদী দখল হচ্ছে বন জঙ্গল উজার হচ্ছে- প্রকৃতি তার প্রতিশোধ তো নিবেই। কাজেই আমাদের সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য প্রচুর গাছ লাগাতে হবে।

আজ রাতে বৃষ্টি হবে ইনশাল্লাহ।


মন্তব্য ৪৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


গরমের সময়, কুয়া ইত্যাদির পানিতে 'এ্যমিবা' হয়; নাক দিয়ে পানি ঢুকলে, এ্যামি মগজে চলে যেতে পারে।

২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সর্তক করার জন্য।

২| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বৃষ্টি খুব দরকার।

২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: হবে। আজ হবে।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কিভাবে বুঝলেন বৃষ্টি হবে রাজীব ভাই। আমিতো কোনো আভাস পাচ্ছি না।

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: আগামী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টি হবে।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫০

ডার্ক ম্যান বলেছেন:
আমার বাসার পাশের এই পুকুরের কথা মনে পড়ে গেল আপনার ছবি দেখে । ছোটবেলায় কত গোসল করেছি কত মার খেয়েছি পুকুর থেকে না ওঠার জন্য ।

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: পুকুরে লাফালাফি করে গোছল করার আনন্দের তুলনা হয় না।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫১

বাংলার মেলা বলেছেন: আপনার জ্ঞানের সীমাবদ্ধতা দেখে আমি বিস্মিত। খরা, অনাবৃষ্টি বা তাপদাহ - এগুলি কি আল্লাহ্‌র গজব? কোন মতেই নয়। আল্লাহ ভালো করেই জানেন কখন কার জন্য কি মঙ্গলজনক। দয়াময় আল্লাহ তখন তার ব্যবস্থা করে দেন। হয়ত আমাদের দেশের আবহাওয়ার জন্য এখনি খরা, তাপদাহ বা অনাবৃষ্টির প্রয়োজন ছিল। এতে মানুষের কষ্ট হলেও মেনে নিতে হবে এবং আল্লাহ্‌র শুকরিয়া আদায় করতে হবে।

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: শ্রীলঙ্কার ঘটনার ব্যাপারে আপনার ভাবনা কি?

৬| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

ভুয়া মফিজ বলেছেন: আপনার এই চমৎকার ছবিটা আমাকে একটা বিশেষ প্রাণীর কথা মনে করিয়ে দিল। :P
দেশটা নিয়ে সেদিনই আশাবাদী হওয়া যাবে, যেদিন আপনার মতো কেউ একজন দেশের প্রধানমন্ত্রী হবে। B-)

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: সর্বস্তরের মানুষ কাধে আজ মিলিয়েছে কাধ, আমরা এমন এক জাতি, আমরাই শ্রেষ্ঠ জাতি।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০০

হাবিব বলেছেন: ছবি কে তুলেছে?

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: ছবি তুলেছে। মুজাহিদ।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালভাবে স্টাডি করুন। ঠক বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। বিষয়টা এত সোজা নয়।

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: সর্বস্তরের মানুষ কাধে আজ মিলিয়েছে কাধ, আমরা এমন এক জাতি, আমরাই শ্রেষ্ঠ জাতি।

৯| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: উপরের ফটোটা দেখে মনে হলো এখনই জলে নেমে পড়ি। যদিও আজি সকালে বাচ্চাকে নিয়ে হাফ কিলোমিটার দূরে পুকুরে সাঁতার কেটে এলাম। পোস্টটি খুব ভালো লাগলো। প্রিয় মাতৃভূমি সম্পর্কে প্রতিটি দেশবাসীর এমন মনোভাব থাকাটাই বাঞ্ছনীয়।
একবার গাওয়া ও যাক," আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি।"

শুভকামনা প্রিয় ছোটভাইকে।

০৯ ই মে, ২০১৯ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য।

১০| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: দাদা আপনি ভালো মন্তব্য করেন।
অনেকে মন্তব্যে খোঁচা দিয়ে কথা বলে।

১১| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৬

নতুন নকিব বলেছেন:



মুজাহিদ কে?

আপনার বেশির ভাগ পোস্টই পড়া হয়। পোস্টে আকর্ষন থাকে।

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: যে গ্রামে বেড়াতে গিয়েছিলাম সে গ্রামে থাকে।
পুকুরে গোছল করছিলাম তখন মুজাহিদ ছবিটি তুলে দেয়।

১২| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:১৬

ফেক রুধির বলেছেন: বাংলাদেশের মানুষ সত্যিই ভালো।

০৯ ই মে, ২০১৯ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের বেশির ভাগ মানুষ চালাক কিন্তু বুদ্ধিমান নয়।

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি কি উভচর মানুষ হয়ে গেলেন নাকি ? আলেকজান্ডার বেলায়েভের "ইকথিয়ানডার" ?

০৯ ই মে, ২০১৯ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: হা হা হা

১৪| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: সর্বস্তরের মানুষ কাধে আজ মিলিয়েছে কাধ, আমরা এমন এক জাতি, আমরাই শ্রেষ্ঠ জাতি।

আজকাল আমরা নিজেদের ঢোলটা নিজেই বাজাই। আপনি হয়তো একখানা কবিতা না ছড়া পড়েছেন- আপনাকে বড় বলে বড় সে নয়/ লোকে যারে বড় বলে বড় সেই হয়!

আমরা নিজেরাই নিজেদেরকে বড় বলি। বড় হওয়া অত সোজা বিষয় নয়।

০৯ ই মে, ২০১৯ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: বড় হওয়া খুব কঠিন কিছুও নয়।

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০১

সুদীপ কুমার বলেছেন: উভচর?

০৯ ই মে, ২০১৯ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: !

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:৫৩

বলেছেন: সবাই কেন আপনার মতো হয় না

- দে-শর জন্য রাজীব নূরদের বড্ড প্রয়োজন।।

০৯ ই মে, ২০১৯ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৫

শামছুল ইসলাম বলেছেন: "গ্লাসটার অর্ধেক পানি দিয়ে পূর্ণ" - আপনার মাঝে এই ব্যাপারটা দেখতে পাই রাজীব ভাই।

আজ রাতে বৃষ্টি হবে, এই আশায় দিনটা পার করি।

তারপর রাতে বৃষ্টি না হলেও পরের রাতের অপেক্ষায় থাকি।
ইনশাআল্লাহ, বৃষ্টি একদিন হবেই। আমিন।

আল্লাহ তাঁর বান্দাদের প্রতি ক্ষমাশীল ও দয়ালু।

০৯ ই মে, ২০১৯ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৮| ২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৮

কালো যাদুকর বলেছেন: আপনার সের কোথা থেকে নিয়েছেন অনুমান করতে পারি।
এই ছবিটার সাথে সম্ভবত অনেক আনন্দ জড়িয়ে আছে।

শুনেছি, বৃষ্টির অনেক বরকত আছে,
শুনেছি প্রচন্ড গরমে অনেক ক্ষতিকারক জীবাণুও নাকি মরে।

বাইরে ৪০ ডিগ্রী আমাদের, এই গরমে , ৪ গেম ভলিবল খেললাম। ভালই লাগল। তবে এরকম একটা পুকুরে ঝাপ দিতে পারলে আরো ভাল হত।

০৯ ই মে, ২০১৯ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৯| ২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২১

কালো যাদুকর বলেছেন: Sher -- "bura chahe to kya hota "

০৯ ই মে, ২০১৯ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: মুভিটা দেখেছি।

২০| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের অবশ্যই শান্তি দিবেন বৃষ্টি ঝরিয়ে
আল্লাহ দয়াশীল

০৯ ই মে, ২০১৯ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: আমিন।

২১| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৮

কাওসার চৌধুরী বলেছেন:



ঠিকই বলেছেন আপনি। এদেশের বেশিরভাগ মানুষ ভাল। অতি দরিদ্র মানুষের মধ্যে ভাল মানুষের সংখ্যা বেশি। সমাজের উঁচু তলার লোকজনের মধ্যে ভেজালের আধিক্য। দীর্ঘ তাপদাহের পর আজকে বৃষ্টি কিছুটা হলেও শান্তির পরশ দিয়ে গেল।

০৯ ই মে, ২০১৯ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: প্রচন্ড গরম।

২২| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫১

মাহমুদুর রহমান বলেছেন: আমারও ঠিক অনুরুপ একটি ছবি আছে।
গত তিন ফির আগে পুকুরে গোসল করার সময় ছবিটা তুলেছিলাম। সত্যিই পুকুরে গোসল করার আনন্দ অন্যরকম।

০৯ ই মে, ২০১৯ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: আমি আমার বাসার ছোট্র গোছল খানায় গোছল করে আরাম পাই না।

২৩| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩১

গরল বলেছেন: কত বছর হয়ে গেছে পুকুরে নেমে সাঁতার কাটি না, আপনার ছবি দেখে আফসোস বেড়ে গেল।

০৯ ই মে, ২০১৯ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে অনেক পুকুর আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.