নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ১৮

০৯ ই মে, ২০১৯ রাত ১০:৩৪



বহুদিন পর আজ ব্লগে এলাম।
দুই সপ্তাহ আগে একদিন দেখি সামুতে ঢুকতে পারছি না। আমার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লো। আমি পাগলের মতোন হয়ে গেলাম। অযথাই ফোনে একজনের সাথে খারাপ ব্যবহার করলাম। আসলে ব্লগ আমার কাছে একটুকরো আনন্দ। বিনোদন। আমার এমনই পোড়া কপাল প্রক্সি বা ভিপিএন দিয়েও ব্লগিং করতে পারছি না। কি সমস্যা কে জানে! এখন, এক বন্ধুর বাসায় গিয়ে ব্লগিং করছি। ব্লগে এসে লিখি, পড়ি এবং মন্তব্য করি। কারো তো কোনো ক্ষতি করি না। সহজ সরল হিসাব। তারপরও এই নষ্ট দেশে থাকি বলে- ব্লগিং করতে পারছি না। ব্লগিং না করতে পারাটা আমার জন্য অনেক যন্ত্রনার। যার কারনে ব্লগিং করতে পারছি না- ইচ্ছা করে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালি করি। কি প্রচন্ড নোংরা মানসিকতার হলে, ছোট মনের হলে ব্লগ বন্ধ করে দিল। ছিঃ। ওর মুখে থু।

এই শহরে কতদিন ধরে বৃষ্টি নেই।
আছে সীমাহীন গরম। প্রচন্ড গরম। এর মধ্যে রাস্তায় ভয়াবহ জ্যাম। গা বেয়ে টপটপ করে ঘাম পড়তেই থাকে। শার্ট ঘামে ভিজে একাকার। প্রচুর ঘামার কারনে গায়ে বাজে গন্ধ হয়। কারো সামনে যেতে লজ্জা হয়। সকাল ১১ টা থেকে ঢাকা শহরের এক অফিস থেকে আরেক অফিসে দৌড়ে বেড়াই। কেউ আমার সাথে দেখা করে না। কথা বলে না। ওয়েটিং রুমে বসে থাকি। বেশিক্ষন বসেও থাকতে পারি না। কেউ একজন এসি দেয় বন্ধ করে। এসি বন্ধ করে বুঝিয়ে দেয় আপনি চলে যান। মানূষের কাছ থেকে অপমানিত হতে হতে আমার গায়ের চামড়া মোটা হয়ে যাচ্ছে। সারা জীবন স্বপ্ন দেখেছি- সুন্দর একটা অফিসে চাকরী করবো। বেল টিপ দিলেই পিয়ন দৌড়ে আসবে। আমি বলল, কফি দাও। কফি দেওয়ার আগে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াও। আবার বেল টিপ দিব। পিয়ন আসবে। আমি বলল, অমুক ফাইলটা নিয়ে আসো। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এখন আমাকে বেলের শব্দ শুনে দৌড়ে যেতে হবে চা-কফি নিয়ে।

সারাদিনের ক্লান্তির পর বাসায় এসেও শান্তি নেই।
কারেন্ট চলে যায়। বাসায় এসেও ঘামতে থাকি। একফোটা বাতাস নেই। থাকি ছয় তলায়। রাত দুইটা বাজে ঘরের দেয়াল গরম হয়ে থাকে। কলের পানিও গরম। ফ্যানের বাতাসও গরম। সারারাত ছটফট করি। কেউ জিজ্ঞেস করলে মুখে হাসির ভাব এনে বলি- বেশ ভালো আছি। নিজের সমস্যার কথা কাউকে বলতে ইচ্ছা করে না। এই শহরে মনে হয় আমার মতো কেউ এত হাঁটে না। এই প্রচন্ড রোদের মধ্যেই হেঁটে মতিঝিল চলে যাই। ধানমন্ডি চলে যাই। মহাখালী হয়ে গুলশান চলে যাই। বাসের ভাড়া বাচানোর জন্য হাঁটি না। জ্যামে বাসের মধ্যে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। এদিকে নিজের গায়ের ঘামের গন্ধেই বাঁচি না। বাসে অসংখ্য লোকের সাথে গা ঘেষাঘেষি করে দাড়াতে হয়, বিকট তাদের গায়ের গন্ধ। গন্ধে বমি এসে পড়ে।

রোজা শুরু হয়ে আজ তিন রোজা চলে গেল।
সামনে ঈদ, অনেক খরচ। বাজারে জিনিসপত্রের অনেক দাম। এদিকে ফ্রিজ খালি। গত দুই সপ্তাহ বাজারে যাই নি। কিভাবে কি করবো, মাথা কাজ করে না। মনে হচ্ছে স্ট্রোক করে মরে যাবো। প্রচন্ড রোদের মধ্যে পাগলের মতো হাঁটতে হাঁটতে, আর মানূষের কাছ থেকে তুচ্ছতাচ্ছিল আর অপমানিত হতে হতে- হুট করে একদিন দম বন্ধ হয়ে মরেই যাবো। দুঃখে দুঃখেই জীবন গেলো। মাঝে মাঝে ইচ্ছা করে জীবনের অর্ধেক সময় তো পার করেই ফেললাম। বাকি জীবনটা আনন্দে বাঁচি। চিৎকার করে বলতে ইচ্ছা করে- কিছু কিছু মানুষ আসলেই শুয়োরের বাচ্চা। এদেরকে জুতা দিয়ে পিটাতে পারলে শান্তি পেতাম। দুষ্টলোকদের আল্লাহ বেশি পছন্দ করে। আমি না হতে পারলাম ভালো, না হতে পারলাম মন্দ।

দিনকাল বেশ খারাপ যাচ্ছে।
মানুষের জীবনে ভালো সময় আসে, আবার মন্দ সময়ও আসে। এখন আমার মন্দ সময় যাচ্ছে। তবুও প্রতিদিন নিয়ম করে বই পড়ছি। মুভি দেখছি। শুধু ব্লগিংটা করতে পারছি না। ব্লগিংটা করতে পারলে শান্তি পেতাম। গত পনের দিন কিছুই লিখতে পারিনি। মাথার ভেতর অনেক লেখা জমে আছে। লেখা গুলো ব্লগে ডেলিভারী না দিতে পারলে শান্তি পাবো না। মাঝে মাঝে নিজের সাথে নিজে বেশ মজা করি। পকেট শূন্য তাতে কি! আজ একটা এসির দোকানে গিয়ে খুব ভাব নিয়ে এসি দরদাম করলাম। বিক্রেতা স্যার স্যার বলে অস্থির। আমি কুড়ি মিনিট এসিতে থেকে গায়ের জামা শুকিয়ে বের হয়ে এলাম। বের হবার আগে বললাম, আমার স্ত্রীকে নিয়ে আসবো। ওকে ছাড়া কিনলে ও বেশ রাগ করবে। বিক্রেতা বলল, অবশ্যই স্যার। ম্যাডামকে নিয়ে আসুন।

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৯ রাত ১০:৪৯

মেঘ প্রিয় বালক বলেছেন: ভাই খুব Depression এ আছেন মনে হয়??

১০ ই মে, ২০১৯ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: ভাগ্যে হয়তো এমটাই লেখা আছে।

২| ০৯ ই মে, ২০১৯ রাত ১০:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: এক আকাশ কষ্ট ধারন করে বেঁচে আছি ভাই।সামু আমার জীবনের বিরাট একটা অংশ দখল করে আছে।অথচ আজ এই সামুকে নিয়ে যারা রাজনীতি করে তাঁদের মুখাবয়ব জুড়ে এক সমুদ্র থুঃ দেয়া ছাড়া আমার কোন ভাষা নেই।

আপনি সামুতে ফিরে আসতে সক্ষম হয়েছে দেখে ভালো লাগলো খুব।শুভকামনা রইলো।

১০ ই মে, ২০১৯ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: এই দুনিয়াতে সবাই দুঃখ কষ্ট নিয়েই বেঁচে আছে।

৩| ০৯ ই মে, ২০১৯ রাত ১০:৫৯

মোঃ ইকবাল ২৭ বলেছেন: আমি গত আনুমানিক একমাস যাবৎ ব্লগে প্রবেশ করতে পারছি না। বিগত তিন চার দিন আগে ভিপিএন দিয়ে কোন মতে প্রবশ করতে পারলেও গতি খুবই মন্থর।

১০ ই মে, ২০১৯ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: আমার অবস্থাও একই রকম।

৪| ০৯ ই মে, ২০১৯ রাত ১১:০৪

আপেক্ষিক মানুষ বলেছেন: শেষের লাইনটা একেবারে খাসা বলেছেন ভাই।

১০ ই মে, ২০১৯ সকাল ১১:৩৭

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ০৯ ই মে, ২০১৯ রাত ১১:০৫

সাহিনুর বলেছেন: আপনার খারাপ সময় যেন খুব তাড়াতাড়ি অবসান ঘটে এই কামনা করি ,,
ও হ্যা আর একটা কথা ভাবী কে নিয়ে একবার এসির দোকানে যাবেন , কাউকে আশায় রেখে না যাওয়া টা কি ঠিক ,দোকানদার গুলো অনেক আশায় আছে ।

১০ ই মে, ২০১৯ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: কঠিন গরম থাকে মুলত দুই মাস।
বাকি দশ মাস গরমটা সহ্যের ভিতরেই থাকে।

৬| ০৯ ই মে, ২০১৯ রাত ১১:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকে অনেকদিন পরে দেখলাম রাজীব ভাই। ব্লগে আসতে পারেননি জেনে দুঃখ পেলাম।

কবে যে এর সুরাহা হবে !

১০ ই মে, ২০১৯ সকাল ১১:৪৩

রাজীব নুর বলেছেন: আমার মনে হয় জোর গতিতে চেষ্টা চালাতে হবে। কারন সরকারের কাজ কারবার চলে ধীর গতিতে।
ব্লগ বন্ধ করার সময় অনেক অনলাইন নিউজ পোর্টালও বন্ধ করেছিল। অনলাইন এর মালিকেরা কিন্তু চেষ্টা করে তাদের সাইট দুই দিনের মধ্যে খুলেছেন।

৭| ১০ ই মে, ২০১৯ রাত ২:০৯

বলেছেন: আপনি ছাড়া ব্লগ তো শূন্য বিরানভূমি।।।


ম্যাডামকে নিয়ে ব্লগ পাড়ায় আসবেন কিন্তু।।।

১০ ই মে, ২০১৯ সকাল ১১:৪৩

রাজীব নুর বলেছেন: জ্বী। ধন্যবাদ।

৮| ১০ ই মে, ২০১৯ রাত ২:১৪

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আপনার দুঃখ কষ্ট কেটে যাক। আল্লাহ নিশ্চয়ই কঠিন সময়ে আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। হাল ছাড়বেন না। সূর্য উঠবেই। মন থেকে দোয়া থাকলো।

১০ ই মে, ২০১৯ সকাল ১১:৪৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া বোন।

৯| ১০ ই মে, ২০১৯ ভোর ৫:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মালয়শিয়াতে এসির দাম খুব কম। ম্যাডামকে নিয়ে আসুন। অনেক কম দামে কিনতে পারবেন।

১০ ই মে, ২০১৯ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: আপনি একটা এসি পাঠিয়ে দেন।

১০| ১০ ই মে, ২০১৯ ভোর ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


মনে রাখা দরকার যে, ঢাকা শহরে তাকেন আপনি

১০ ই মে, ২০১৯ সকাল ১১:৪৭

রাজীব নুর বলেছেন: আমি একা থাকি? দুই কোটি মানুষ থাকে।

১১| ১০ ই মে, ২০১৯ সকাল ৯:০৭

জুন বলেছেন: কষ্টের ফল নাকি মিষ্টি। একথা বলে স্বান্তনা দেয় আমাকে প্রতিদিন নিয়ত একজন। আপনার জীবনের সকল প্রতিকূলতা দূর হোক এই কামনা করি।

১০ ই মে, ২০১৯ সকাল ১১:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জুন।

১২| ১০ ই মে, ২০১৯ সকাল ৯:৫৫

কালো যাদুকর বলেছেন: আপনার কস্টে খুবই মন খারাপ হলে। তবে আশার কথা হল- আপনি এই শহরের অন্য দশটা মানুষের মত হয়ে যাননি, এখনো বই পড়ছেন, ব্লগিং করছেন, অনেক কস্টে মুখে হাসি এনে বলছেন -"ভাল আছি"।

The Road Not Taken- Robert Frost,
------
I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,
And that has made all the difference.

আশা করি একদিন এই কস্ট আর থাকবেন। হয়ত এই কস্টই "that has made all the difference"।

১০ ই মে, ২০১৯ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ যাদুকর।

১৩| ১০ ই মে, ২০১৯ সকাল ১০:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: জুনাপুর সঙ্গে সহমত দিয়ে বলবো মেহনত কা ফল মিঠা হ্যায়। শীঘ্রই ভাইয়ের সমস্যার অবসান ঘটুক। শরীর ও মনে শক্তি আসুক। ব্লগে ঢোকার সমস্ত বাঁধার অবসান কামনা করি।

১০ ই মে, ২০১৯ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১৪| ১০ ই মে, ২০১৯ দুপুর ১২:৩৫

ভুয়া মফিজ বলেছেন: আমাদের চাদগাজীভাই বলেছেন.......যে ব্লগ বন্ধের জন্য দায়ী, তার চাকুরী থাকবে না। উনিতো আবার আপনার ওস্তাদ, উনাকে জিজ্ঞেস করেন......এটা কবে নাগাদ ঘটতে পারে!! শুনে তো মনে একটু শান্তি পেতে পারেন, তাই না! ;)

১০ ই মে, ২০১৯ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৫| ১০ ই মে, ২০১৯ দুপুর ১:৪৫

জাহিদ অনিক বলেছেন:
কী কী মুভি দেখছেন-- দুই একটা সাজেস্ট করুন

১০ ই মে, ২০১৯ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: সাউথ ইন্ডিয়ান মুভি সব।
নাম তো মনে নাই।

১৬| ১০ ই মে, ২০১৯ বিকাল ৪:৩৩

আকতার আর হোসাইন বলেছেন: শুভ পুনরাগমন...

১০ ই মে, ২০১৯ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৭| ১০ ই মে, ২০১৯ রাত ৮:২১

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,




আসলেই দিনকাল বড় খারাপ। একদিকে বাতাসে আগুনের হলকা, আরেকদিকে বাজারের আগুন। সবখানেই আগুন কিন্তু সে আগুন নেভানোর কোনও দমকল নেই!

১০ ই মে, ২০১৯ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: আগুন নিভানোর দমকল আছে।
সেই দমকল হলো আমাদের প্রভু।

১৮| ১০ ই মে, ২০১৯ রাত ১০:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি বিশ্বাস করবেন কিনা জানিনা । বাংলাদেশ আমার থাকার মত একটু জায়গা নেই। একটা ঘর নেই। আমার যদি আপনার মত একটু থাকার জায়গা থাকতো তাহলে আমি দুইটা এসি নিয়ে আসতাম‌ একটা আপনার জন্য একটা আমার জন্য।

১০ ই মে, ২০১৯ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: হা হা হা----
আপনি আমার বাসায় থাকবেন। কোনো অসুবিধা নেই। দুই ভাই মিলে কষ্ট করে থাকা যাবে।

১৯| ১০ ই মে, ২০১৯ রাত ১০:৫৫

নীলপরি বলেছেন: ব্লগে আপনার পোষ্ট পড়ে ভালো লাগলো ।

শুভকামনা

১২ ই মে, ২০১৯ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী।

২০| ১১ ই মে, ২০১৯ সকাল ৯:০৮

পবিত্র হোসাইন বলেছেন: গ্রামে চলে যান।

১২ ই মে, ২০১৯ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: জায়গা জমি নাই তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.