নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৯৫

২৮ শে মে, ২০১৯ রাত ৯:২২



১। মানুষের প্রতি মানুষের ভালোবাসা'ই পারে সকল সমস্যার সমাধান করে দিতে। সম্পূর্ণ অপরিচিত একজন মানুষের প্রতি অন্য একজন অপরিচিত মানুষের ভালোবাসা দেখলে আনন্দে চোখ ভিজে উঠে। নিররোধ মানুষ বুঝে না- মানুষের সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে- ভালোবাসা। ভালোবাসার কাছে দুনিয়ার সবচেয়ে দুষ্টলোকও একদিন হার মানে। আর দুনিয়ার সবচেয়ে সস্তা ভালোবাসা হচ্ছে- এযুগের ছেলে-মেয়েদের ভালোবাসা।

২। রাস্তায় বের হলেন গাড়ি নিয়ে।
সুন্দর একটি মেয়ে লিফট চাইল, দিলেন লিফট। হটাৎ মেয়েটি গেল অসুস্থ হয়ে। নিয়ে গেলেন হাসপাতালে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বললেন, "মোবারক হোক, আপনি বাবা হতে চলেছেন" শুরু হল টেনশন। টাশকি খেয়ে বললেন, আমি উনার স্বামী নই। কিন্তু মেয়েটি জোর দিয়ে বলতে লাগলো, আপনি তার স্বামী। টেনশন বাড়তে লাগল। পুলিশ আসল এবং আপনার মেডিকেল চেক-আপ হল। রিপোর্ট আসল, আপনি কোনদিন বাবা হতে পারবেন না। নেও বাবা, টেনশন গেল বেড়ে। হাফ ছেড়ে বেচে হাসপাতালের বাইরে এসে চিন্তা করতে লাগলেন.… ঘরে দুই বাচ্চা, তাহলে এই গুলো কার?

৩। ঢাকা শহরে ফুটপাতে সর্বরোগের ঔষুধ পাওয়া যায়! দশ টাকার বিনিময়ে ক্যান্সার থেকে বাত সব নিমিষেই সমাধান। আর যৌন রোগ নিয়ে তো কথাই নেই। চারপাশে ঘিরে থাকা আগ্রহী জনতা ওষুধ বিক্রেতার কথা খুব মন দিয়ে শুনছে। এক আকাশ আগ্রহ নিয়ে আমি ওষুধ বিক্রেতার কথা শুনি। মুগ্ধ হই ! আশ্চর্য হই! এই আধুনিক যুগে এসেও মানুষ ফুটপাত থেকে ওষুধ কিনে। সিটি করপোরেশন ফুটপাতের দোকান গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন? প্রতিদিন কত মানুষ ঠকছে। প্রতারনার স্বীকার হচ্ছে।

৪। সবুজ রঙটি অনেক বেশি সহনশক্তি এবং আশার অর্থ বহন করে থাকে। যারা সবুজ রঙটি পছন্দ করেন তারা অনেক বেশি সাধারণ জীবন যাপনে আগ্রহী থাকেন। তারা সবার কথা চিন্তা করতে পছন্দ করেন। তারা অনেক ধৈর্যশীল এবং দায়িত্বপরায়ণ হয়ে থাকেন। সমস্যা হলো তারা অনেক বেশি আদর্শ থাকেন ফলে মাঝে মাঝে নিজের নীতিতে এতো বেশি অটল থাকেন যা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

৫। আমি মুগ্ধ হই, অবাক হই। মানুষের হাজারো সীমাবদ্ধতার মাঝেও তার সৃষ্টিশীলতার বিশালত্ব আমাকে অবাক করে, বিস্মিত করে, আশাবাদী করে। তাই চারপাশের হাজারো খারাপ লাগা অনুভূতির মধ্যেও অসাধারণ ভালো লাগার কিছু অনুভূতি আমাকে প্রবলভাবে আবার জীবনে ফিরিয়ে আনে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৯ রাত ১০:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও
সভ্যতার সেই প্রতিশ্রুতি
সেই অমোঘ অনন্য অস্ত্র
আমাকে ফিরিয়ে দাও।
সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও।
যে অস্ত্র উত্তোলিত হলে
পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত
যে অস্ত্র উত্তোলিত হলে
অরণ্য হবে আরও সবুজ
নদী আরও কল্লোলিত
পাখিরা নীড়ে ঘুমাবে।
যে অস্ত্র উত্তোলিত হলে
ফসলের মাঠে আগুন জ্বলবে না
খাঁ খাঁ করবে না গৃহস্থালি।
সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও।
যে অস্ত্র ব্যাপ্ত হলে
নক্ষত্রখচিত আকাশে থেকে আগুন ঝরবে না
মানব বসতির বুকে
মুহুর্তের অগ্ন্যুৎপাত
লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু- বিকৃত
আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ
সেই অস্ত্র যে অস্ত্র উত্তোলিত হলে
বার বার বিধ্বস্ত হবে না ট্রয়নগরী।
আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী
যে ঘৃণা বিদ্বেষ অহংকার
এবং জাত্যভিমানকে করে বার বার পরাজিত।
যে অস্ত্র আধিপাত্যের লোভকে করে নিশ্চিহ্ন
যে অস্ত্র মানুষকে বিছিন্ন করে না করে সমাবিষ্ট
সেই অমোঘ অস্ত্র- ভালোবাসা
পৃথিবীতে ব্যাপ্ত করো।

২৯ শে মে, ২০১৯ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: হুম।

২| ২৮ শে মে, ২০১৯ রাত ১১:০১

ভুয়া মফিজ বলেছেন: ২ নং চমৎকার হয়েছে। ৩ নং সহ এ'জাতীয় সকল প্রশ্নের একটাই উত্তর......দূর্ণীতি।

২৯ শে মে, ২০১৯ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ২৯ শে মে, ২০১৯ ভোর ৬:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
২ নং প্রশ্নে থেকে বাংলাদেশের ডাক্তারদের জ্ঞানের পরিধি বুঝা যাচ্ছে।

পোস্ট সুন্দর হয়েছে।

সুন্দর। শুভ কামনা।

২৯ শে মে, ২০১৯ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ২৯ শে মে, ২০১৯ ভোর ৬:৫১

মেঘ প্রিয় বালক বলেছেন: ২ নং পড়ে অনেক হাসলাম,প্রত্যেকটি গল্পই সংক্ষেপে অনেক কিছু বুঝিয়েছেন।

২৯ শে মে, ২০১৯ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: মেঘ প্রিয় বালক আকাশে মেঘ নেই কেন?

৫| ২৯ শে মে, ২০১৯ সকাল ৮:৫৬

চাঙ্কু বলেছেন: ২ নাম্বারতো =p~ =p~

২৯ শে মে, ২০১৯ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: হুম।

৬| ২৯ শে মে, ২০১৯ দুপুর ২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ২ নম্বর টা অনেক শুনেছি

সুন্দর হয়েছে পোস্ট

২৯ শে মে, ২০১৯ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া বোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.