নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কপি আর পেস্ট কে না করে?
পৃথিবীর আনন্দময় কাজ গুলোর মধ্যে এটা একটা। একসময় আমি নিজেও অসংখ্য কপিপেষ্ট লেখা লিখেছি ব্লগে। গুগল সার্চ দিয়ে বা বই থেকে কপি করতাম। অনেক বার ধরাও খেয়েছি। তারপর তারা আমাকে কঠিন-কঠিন কথা বলে প্রায় ছিলে ফেলেছে। যদিও একটা কপি পেষ্ট লেখা কমপ্লিট করতে অনেক সময় লাগে। অনেক পরিশ্রম করতে হয়। অনেক পড়তেও হয়।
একটা সফল কপি পেস্টের মধ্যে কি যে আনন্দ সেটা যিনি করেন তিনিই জানেন।
তবে আফসোস এই কাজটি এখনো মর্যাদার আসন পায়নি। কাজটাকে ছোট ও গর্হিত কাজ হিসেবেই দেখা হয়। তাই কপিপেস্ট মার্কা কোনো লেখার'ই কদর নাই। বহু বই কিন্তু কপিপেস্ট করে লেখা হয়েছে। বহু কবি সাহিত্যিক অন্যের লেখা, একটু ঘুরিয়ে পেচিয়ে লিখে নিজের নামে ছাপিয়ে দিয়েছেন। যাই হোক, আমি এখনও কিছু লেখার সময় হুমায়ূন আহমেদকে অনুসরন করি। এবং সব সময় করে যাব।
ওয়েব জগত কপি পেস্টের আঁখড়া।
কপি হয় ফেসবুক স্ট্যাটাস। ফেসবুকের একটা পেজ নতুন কিছু লিখলেই কপিপেস্ট হতে হতে আমাদের ওয়ালে এসে হাজির হয়। গুগলে আপনার কোনো লেখার শিরোনাম লিখে সার্চ দিন কত ব্লগ সাইটে যে আপনার লেখা কপিপেস্ট হয়ে গেছে আপনি নিজেও তা জানেন না। আমার মতো এক তুচ্ছ ব্লগারেরও অসংখ্যা লেখা বিভিন্ন পোর্টালে আছে। কেউ কেউ দয়া করে নাম দেয়, কেউ কেউ নামও দেবার প্রয়োজন মনে করে না।
স্কুল কলেজ অফিস আদালত প্রতিষ্ঠান সবখানেই কপিপেস্টের কারবার।
ফটোকপির মেশিনের আবিস্কারককে এজন্য একবার থাংকু দিয়ে দিন। সহজ সরল সত্য কথা হলো- কপি পেস্ট আমাদের আচরনে, চালচলনে, পোষাকে আশাকে, লেখনিতে সবকিছুতে। এ জীবনটাই কপিপেস্টময়। কপিপেস্ট কে না করে? কপিপেস্ট থেকে যদি ভালো কিছু পাওয়া যায়। তাতে ক্ষতি কি? কপিপেস্ট ছাড়া কি কোন লেখা শেষ হয়। এই লেখাটি লিখতেই আমাকে কয়েকবার কপি পেস্ট করতে হয়েছে। হা হা হা। তবে, নিশ্চিত থাকুন এখানে আপনার কোনো লেখা কপিপেস্ট করি নাই।
প্রতিটা সৃষ্টির একজন স্রষ্টা থাকে।
আর তার কাছে তার প্রতিটি সৃষ্টি সন্তানের মত। সে চায় সেই সৃষ্টির স্রষ্টা যে তিনি তা সবাই জানুক। কপি আর পেস্টের খেলায় আমরা যখন তাকে হারিয়ে ফেলি তখন তার মনের অনুভূতি কেমন হতে পারে তা বুঝবেন আপনি যদি নিজেও কোনো কিছুর স্রষ্টা হন। তাই কপি আর পেস্টের সময় এই বিষয়টা মাথায় রাখা দরকার। স্রষ্টার প্রাপ্য মর্যাদা যাতে নষ্ট না হয় তার চেষ্টা করুন।
যারা আপনার লেখা বা আঁকা ছবি চুরি হয়েছে বলে হা-হুতাশ করেন, তাদের বলছি- কপি আর পেস্ট হয় তেমনি কিছু যা সবার ভালো লাগে। তাই কপিপেস্ট মানেই সেই সৃষ্টিকে আরো ছড়িয়ে দেয়া। এতে মন খারাপ করার কিছু নেই। মানুষ আনন্দ পাচ্ছে অথবা ভালো কিছু জানছে শিখছে এটাইতো অনেক বড় পাওয়া। প্রতিটা সৃষ্টির স্রষ্টারাতো এটাই চায়। নাইবা জানলো বা চিনলো সেই সৃষ্টির স্রষ্টাকে। বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল গুলো কপিপেস্টের রাজা। তারা শুধু শিরোনামটা বদলে দেন।
অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ আদর্শ ছড়িয়ে পরুক।
যুক্তি, জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে মতের বিরুদ্ধে মত শক্তিশালী হোক। বল প্রয়োগ করে অনেক কিছু করাই সম্ভব হতে পারে, কিন্তু একটা আদর্শকে দমিয়ে রাখা কখনই সম্ভব নয়। মনটা আকাশের মতো বিশাল করুন। তাহলে এই রকম ছোট-খাটো ব্যাপার নিয়ে আপনার মন খারাপ হবে না। ধরুন, একটা ছেলে বা একটা মেয়ে অযথা আড্ডা দিয়ে সময় নষ্ট করছে, এখন তারা যদি ফালতু আড্ডা না দিয়ে অনেক সময় ব্যয় করে একটা কপিপেষ্ট লেখা লিখে- তাহলে কি সেটা ভালো নয়? সেই লেখাটা দু'জন পড়লেও তো ভালো।
ভালো কিছুর অনুকরণ করাটা- মন্দ কাজ নয়।
যেমন আমি হুমায়ূন আহমেদকে অনুকরন বা নকল করতে চেষ্টা করি। এটা কিছুতেই খারাপ কাজ হতে পারে না। খারাপ কাজ হলো সেটা- ধরুন, কিছু ছেলে মেয়ে মদ খাজা বা ইয়াবা খাচ্ছে- এখন আমি যদি তাদের অনুকরণ করে মদ খাজা বা ইয়াবা খান সেটা অবশ্যই খারাপ। সেটা আপনার-আমার জন্যও খারাপ, আপনার- আমার পরিবারের জন্যও খারাপ, দেশের জন্যও খারাপ। আর একটা লেখা বা ছবি কপি করা খুব বেশি খারাপ কাজ নয়। মানুষকে ভালো বাসুন। ক্ষমা করতে শিখুন। ত্যাগ কতে শিখুন। তাহলে আপনি সুখী মানুষ হতে পারবেন।
২৯ শে মে, ২০১৯ রাত ৯:০৮
রাজীব নুর বলেছেন: আপনি করেছেন কখনও?
২| ২৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ইন্টারনেটে প্রচুর প্লেজারিজম হয় !
২৯ শে মে, ২০১৯ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৩| ২৯ শে মে, ২০১৯ বিকাল ৫:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কথা হল অন্যের লেখা কপি করে নিজের নামে চালানোর সঠিক সিদ্ধান্ত নয়।
২৯ শে মে, ২০১৯ রাত ৯:১০
রাজীব নুর বলেছেন: করলে করুক। কি এসে যায় তাতে।
৪| ২৯ শে মে, ২০১৯ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
কপি করে, উহাকে ব্লগে পোষ্ট করার মতো কিছু আমি এখনো পাইনি
২৯ শে মে, ২০১৯ রাত ৯:১১
রাজীব নুর বলেছেন: কারন আপনি প্রাচীনপন্থী মানুষ।
৫| ২৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
মেঘ প্রিয় বালক বলেছেন: তবুও তো আরেকজনের লিখা নিজের নামে দিতে একটু অপরাধী অপরাধী মনে হয়না নিজেকে???
২৯ শে মে, ২০১৯ রাত ৯:১৪
রাজীব নুর বলেছেন: মানবতা বোধ এবং মনুষ্যত্ব থাকলে অবশ্যই অপরাধী লাগবে।
৬| ২৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
তারেক_মাহমুদ বলেছেন: হুবহু কপি পেস্ট করা উচিত নয়, তবে কারো লেখা থেকে কিছু আইডিয়া নিয়ে মত করে লেখাকে আমি দুষনীয় মনে করি না।
২৯ শে মে, ২০১৯ রাত ৯:১৪
রাজীব নুর বলেছেন: সহমত।
৭| ২৯ শে মে, ২০১৯ রাত ৮:৫১
ল বলেছেন: কপি পেস্ট নয় -- আইডিয়া নেয়াটা দোষের না ---------
২৯ শে মে, ২০১৯ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৮| ২৯ শে মে, ২০১৯ রাত ৯:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অন্যের লেখা কপি করে পোস্ট করা এক ধরনের চৌর্যবৃত্তি। চোর মানুষ আমি পছন্দ করি না । যারা চুরি চামারি করে তারা খারাপ মানুষ ।আমি খারাপ মানুষ পছন্দ করি না। আমি ভালো মানুষদের কে শ্রদ্ধা করি।
৩০ শে মে, ২০১৯ সকাল ৭:১৯
রাজীব নুর বলেছেন: খারাপ মানুষ কি আর ইচ্ছা করে খারাপ হয়েছে?
৯| ২৯ শে মে, ২০১৯ রাত ৯:৪৭
সাকলায়েন শামিম বলেছেন: কথা গুলো যুক্তিসঙ্গত। তবে হ্যা অন্য একজন থেকে কিছু জানা বা আইডিয়া নেওয়াটা খারাপ কিছু না । জানতে জানতেই নতুন কিছু তৈরি হবে ।
৩০ শে মে, ২০১৯ সকাল ৭:২০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ২৯ শে মে, ২০১৯ রাত ১০:৫৫
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি যে কপি পেষ্ট করে অনেক সময় সুন্দর সুন্দর মন্তব্য করেন সেটা আমি জানি, কিন্তু কখনো কিছু ভাবিনি, কারণ আপনি সঠিক লেখায় সঠিক মন্তব্য করে থাকেন।
৩০ শে মে, ২০১৯ সকাল ৭:২০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাইজান। সুন্দর মন্তব্য করেছেন। ভালো থাকুন।
১১| ২৯ শে মে, ২০১৯ রাত ১১:১০
খায়রুল আহসান বলেছেন: মৌলিকতার অভাবে মানুষ কৃত্রিমতাকে অনুসন্ধান করে।
হেমন্তের গানের কথা মনে পড়েঃ
"যা কিছু পেয়েছি কাছে, তাই সঞ্চয়,
যা কিছু পেলাম নাকো, সে আমার নয়"!
যেটা আমার নয়, সেটা কখনো কোন ছলে বলে কৌশলেই আমার হোক, তা চাই না।
৩০ শে মে, ২০১৯ সকাল ৭:২১
রাজীব নুর বলেছেন: আর আজকের দিনের মানুষের কথা হলো- যা আমার নয় তা ছিনিয়ে নেওয়াটাই আধুনিকতা।
১২| ৩০ শে মে, ২০১৯ ভোর ৪:২৭
জাহিদ অনিক বলেছেন: কপি পেস্ট দরকার পড়ে মাঝেমধ্যে। কোনো ডকুমেন্ট বা তথ্য নেয়া যায় প্রপার ক্রেডিটের সাথে অবশ্যই।
৩০ শে মে, ২০১৯ সকাল ৭:২২
রাজীব নুর বলেছেন: সহমত।
১৩| ৩০ শে মে, ২০১৯ ভোর ৬:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: আমি অধমের কিছু টুকরো, টুকরো কবিতা অকবিতাও কপি করে অন্যরা নিজের নামে চালিয়ে দেয়। চোখে পড়লে খারাপ লাগে না।তবে খারাপ তখন লাগে যখন দেখি, কেউ কেউ লেখার দুএক লাইন বা দু চারটে শব্দ অদলবদল করে পোস্ট করছে।
কপি করলে অবশ্যই লেখককে ক্রেডিট দেওয়া উচিত। যেভাবেই হোক...
৩০ শে মে, ২০১৯ সকাল ৭:২৩
রাজীব নুর বলেছেন: যারা ক্রেডিট দেয় না তারা নিচু মানসিকতার লোক।
১৪| ৩০ শে মে, ২০১৯ সকাল ৯:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: সৃজনশীলতা কখনো ঘষেমেজে হয়না। তেমনি লোকদেখানো সাহিত্যের আয়ুও সীমিত। একসময় তিনি খেই হারিয়ে ফেলবেন। এটা নিয়ে হইচই করারও তেমন কারণ আছে বলে আমার মনে হয়না।
শুভকামনা প্রিয় ছোটভাইকে।
৩০ শে মে, ২০১৯ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দোয়া।
১৫| ৩০ শে মে, ২০১৯ সকাল ১১:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: খারাপ মানুষ কি আর ইচ্ছা করে খারাপ হয়েছে?
তাহলে কি ভাবে খারাপ হয়েছে? ব্যাখ্যা দিন প্লিজ। আপনি তো আর উকিল নন যে টাকার বিনিময়ে তাদের পক্ষে সাফাই গাইবেন।
আমি কখনো খারাপ এর পক্ষে থাকবো না।
৩০ শে মে, ২০১৯ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: সমাজ মানুষকে খারাপ বানায়।
কিছু মানুষ খারাপ কাজ করে তাদের টাকা নেই বলে আর কিছু মানুষ খারাপ কাজ করায় তাদের প্রচুর টাকা আছে বলে।
১৬| ৩০ শে মে, ২০১৯ সকাল ১১:১৭
এ.এস বাশার বলেছেন:
জয় কপি পোস্ট!
৩০ শে মে, ২০১৯ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১৭| ৩০ শে মে, ২০১৯ সকাল ১১:৫৮
নাসির ইয়ামান বলেছেন: আরবিতে 'মুনহিলীন'নামে একটি শব্দ আছে,যাকে "কালামচোর"ও বলা হয়! অর্থাৎ যে অন্যের লেখাকে নিজের নামে চালিয়ে দেয়!
এটা খুবই খারাপ দিক,পরিহার করা দরকার!
৩০ শে মে, ২০১৯ রাত ১০:৫৩
রাজীব নুর বলেছেন: না এটা খুব খারাপ নয়।
খারাপ হলো যে অন্যের জমি ক্ষমতার জোরে দখল করে।
১৮| ৩০ শে মে, ২০১৯ দুপুর ২:৪৫
টারজান০০০০৭ বলেছেন: চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পর ধরা ! হে হে হে !
ইহা বৈধ না হইলে কম্পিউটার মাউসে, কিবোর্ডে কপি-পেস্ট রাখা হইয়াছে কেন ? সুতরাং হার্ডওয়্যার কোম্পানিগুলো , গেটস সকলেই দোষী !
ইহাদের হাসি চাই !!!!!
৩০ শে মে, ২০১৯ রাত ১০:৫৩
রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।
১৯| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:০৪
নীলপরি বলেছেন: দারুণ বিষয় । ভালো লাগলো ।
৩০ শে মে, ২০১৯ রাত ১০:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী।
২০| ০৮ ই জুন, ২০২১ রাত ৯:৫১
ইফতেখার ভূইয়া বলেছেন: ইন্টিলেকচুয়াল প্রপার্টি ল, কপিরাইট ল বলে কিছু ব্যাপার আছে। এগুলো বাঙালীরা বরাবরই কম বুঝেছে আর বুঝলেও এ ব্যাপারে যথেষ্ট উদাসীন। বাংলাদেশে স্কুল-কলেজ জীবনে আমাদের এ ব্যাপারে কোন ধারনাই দেয়া হয় নি। বিষয়গুলোর গভীরতা সম্পের্ক বোঝানো হয় নি। পরিণাম হলো আমি আমেরিকায় এসে একবার এক সেমিস্টারের একটি ক্লাসে ফেল মারলাম, কারণ আমি পেপারে কোন সূত্র উল্লেখ করিনি। বাংলাদেশে এখন বিষয়গুলো কতটুকু সিরিয়াস তা অবশ্য জানিনা।
মূল যে কথাটা বলতে চাচ্ছি তা হলো, অন্যের ক্রিয়েটিভ কোন বিষয় কোট করলে বা তা সম্পাদনা করতে চাইলে অবশ্যই লিখার সূত্র উল্লেখ করুন। সূত্র উল্লেখ না করে কপি-পেস্ট করা আইনগতভাবে অপরাধ। কিছু কিছু বিষয় অনুকরণ না করে সেখানে স্বকীয়তা তৈরী করা জরুরি, বিশেষ করে আপনি যদি ইন্টিলেকচুয়াল বিষয়গুলোতে দর্পন করেন। তবে এটাও সত্য সে সবাই ইন্টিলেকচুয়াল হতে পারে না। যে কারণে বাংলাদেশে পিএইচডি ডিগ্রী অর্জনেও চৌর্যবৃত্তির অভিযোগ আসে, এটা দুঃখজনক এবং অপ্রত্যাশিত।
২১| ০৯ ই জুন, ২০২১ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: আপনার সাথে আমি সম্পুর্ন একমত।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০১৯ দুপুর ২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ অসংখ্য কপি পেস্ট হয়