নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিরক্তকর বিনোদন

০১ লা জুন, ২০১৯ দুপুর ২:৩৫



নায়িকা সেজেগুজে রেললাইনে দাঁড়িয়ে আছে।
সে আত্মহত্যা করবে। (কেন আত্মহত্যা করবে আমি জানি না। আমি রিমোট টিপতে টিপতে বাংলাদেশের একটি চ্যানেলে এসে থেমেছি।) হুম, ট্রেন চলে আসছে। খুব দ্রুত আসছে। হুইশেল বাজিয়ে ট্রেন আসছে। ট্রেন যত কাছে আসছে, নায়িকা শাবনূর তত কাঁদছে। ট্রেন যখন নায়িকাকে চাপা দিবে ঠিক তখন নায়ক শাকিব খান এসে হাজির। শাকিব দারুন এক লাফ দিয়ে নায়িকাকে বাচিয়ে দিল। দু'জনেই বেশ অনেকখানি পথ মাটিতে গড়ালো। গড়াতে গড়াতে অনেকখানি দূরে চলে যায়। নায়িকা নায়কের বুকে মাথা রেখে খুব কাঁদে।

নায়িকাকে বাঁচাতে গিয়ে শাকিব মাথায় চট পায়।
বেশ ভালো চট পায়। নায়ক শাকিব খান জ্ঞান হারিয়ে ফেলেন। নায়িকা শাকিবকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তার খুব দ্রুত শাকিবকে অপারেশন টেবিলে নিয়ে যায়। (অনেক টাকা লাগবে এরকম কোনো কথা ডাক্তার বলেন নি)। খুব দ্রুত অপারেশন শেষ হয়ে যায়। অপারেশন রুম থেকে বের হয়ে ডাক্তার মুখের ডাকনা খুলতে খুলতে বলেন- রোগী কমায় চলে গেছে। জ্ঞান কবে ফিরবে ঠিক নেই। ডাক্তার চলে যাওয়ার আগে নায়িকার দিকে তাকিয়ে বললেন, এখন আমাদের হাতে কিছু নেই। সব আল্লাহর হাতে।

নায়িকা কাঁদতে কাঁদতে শাকিবের কাছে যায়।
শাকিব চোখ বন্ধ করে খালি গায় শুয়ে আছে। আমি চিন্তায় পড়ে গেলাম- নায়কের জামা কোথায় গেলো? গালি গায় কেন? নায়িকাকে বাঁচাতে যখন লাফ দিলো তখন শাকিবের গায়ে জামা ছিল। জামা কোথায় গেলো এই চিন্তা করে আমার কোনো লাভ নেই। হয়তো ডাক্তার জামা খুলে ধুতে দিয়েছেন। শাবনূরকে বাঁচাতে গিয়ে জড়িয়ে ধরে কম করে হলেও তেরটা পল্টি খেয়েছে। জামায় ময়লা লেগেছে। যাই হোক, চোখ বন্ধ শাকিব কমায়। ভয়াবহ অবস্থা। তবে তার চুল পরিপাটি করে আচড়ানো। (ডাক্তার সাহেব কি অপারেশন করলেন কে জানে! পুরো শরীরে কোথাও কোনো ব্যান্ডেজ নেই।)

নায়িকা কাঁদতে কাঁদতে শাকিবকে খুব ডাকে।
উঠো। উঠো। তোমাকে উঠতেই হবে। শাকিব কমায়। বেচারা মাথায় ভালো আঘাত পেয়েছে। (যদিও মাথায় কোনো ব্যান্ডেজ নেই।) সে নায়িকার ডাক শুনছে কিনা কে জানে! এক সময় নায়িকা শাকিবকে ডাকতে ডাকতে রাগের মাথায় শাকিবের বুকে জোরে জোরে ধাক্কা দেয়। খামচে ধরে। না, তবু শাকিব উঠে না। নায়িকা জিদ ধরেছে শাকিবের ঘুম ভাঙ্গাবেই। নায়িকা ক্রমাগত কেঁদে আর ডেকে'ই চলেছে। একসময় কাঁদতে কাঁদতে শাবনূর হয়রান হয়ে যায়। তখন শাকিবের বুকের উপর শুয়ে কাঁদতে কাঁদতে শাকিবের ঠোটে ঠোট রাখে। ঠোটে ঠোট রাখতেই শাকিব কেঁপে উঠে। নায়িকা এবার লম্বা সময় ধরে শাকিবের ঠোটে ঠোট রাখে, শাকিব কমা থেকে জেগে উঠে নায়িকাকে শক্ত করে জড়িয়ে ধরে।

ঠিক এই সময় ডাক্তার নার্স এবং আরো কারা কারা যেন রুমের সামনে দাঁড়ায়।
সবাই অবাক চোখে নায়ক নায়িকার দিকে তাকিয়ে থাকে!
চারপাশে পিনপতন নিরবতা তখন।
অনেকক্ষন পর ডাক্তার বললেন, 'ইটস মিরাকল!'

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৩:০৬

টারজান০০০০৭ বলেছেন: "নায়িকাকে বাঁচাতে গিয়ে শাকিব মাথায় চট পায় ! বেশ ভালো চট পায় !!"

ঘটনা যেভাবে আউগাইয়া যাইতেছে , তাহাতে চটের কারবার তো দেখতাছি না , পলিথিনের কারবার দেখতাছি !

ভালো ব্রান্ডের পলিথিনই পাইয়াছিল বোধহয় !! :P

০১ লা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

রাজীব নুর বলেছেন: হে হে

২| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৩:৫০

জাহিদ অনিক বলেছেন: অদ্ভুত ও আধ্যাত্মিক ছিনেমা। B-)

০১ লা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: খুবই নিম্মমানের অভিনয়।

৩| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


ছবিটি কি বাজার পেয়েছিলো?

০১ লা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

রাজীব নুর বলেছেন: জানি না।
তবে সম্ভবনা নাই।

৪| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৫:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সিনেমা নিয়ে ও আপনি ধারাবাহিকভাবে রিভিউ লিখতে পারেন। আজকের ভি
রিভিউ টি ও অনেক চমৎকার। যেন চোখের সামনে অসাধারণ একটি বাংলা সিনেমা দেখতে গেলাম।

০১ লা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ০১ লা জুন, ২০১৯ রাত ১০:৫৪

ভুয়া মফিজ বলেছেন: ছবিটা নিজেই একটা বিনোদন। সিনেমা দেখার দরকার কি?
আপনি তো নিজের অনেক ছবি তোলেন, আপনার এমন কোন ছবি নাই? :)

০২ রা জুন, ২০১৯ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: না আমার এমন কোনো ছবি নেই।

৬| ০১ লা জুন, ২০১৯ রাত ১১:০৯

মেঘ প্রিয় বালক বলেছেন: কি বলবো,,,পড়লাম আর হাসলাম

০২ রা জুন, ২০১৯ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৭| ০২ রা জুন, ২০১৯ রাত ১:৪৫

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ছবি দেখে মনে হচ্ছে গোল্ডেন ফাইভের যুগে ৪.৮৮ পেয়ে ডাক ছেড়ে কাঁদা পাবলিক। (আমি নিজেও তা-ই পেয়েছিলাম, তবে তাম্র যুগে)।

০২ রা জুন, ২০১৯ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: হা হা হা

৮| ০২ রা জুন, ২০১৯ সকাল ৭:২২

বলেছেন: আজব বিনুধন -- হা হা

০২ রা জুন, ২০১৯ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: হে হে

৯| ০২ রা জুন, ২০১৯ সকাল ৮:৪৮

হাবিব বলেছেন: এইটা ছি..নেমা?

০২ রা জুন, ২০১৯ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: হুম।

১০| ০২ রা জুন, ২০১৯ সকাল ৯:৫৩

নীলপরি বলেছেন: ছবিটা যেমনই হোক , আপনার লেখাটা খুব ভালো হয়েছে । :)

০২ রা জুন, ২০১৯ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.