নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৯৬

০৯ ই জুন, ২০১৯ রাত ১২:৩৯



১। একটি জাঁকজমকপূর্ণ বিয়ে সম্পাদনের পর মডারেট দম্পতি এই ভেবে তৃপ্তির ঢেঁকুর তুলে যাক সারাজীবন মানুষকে বলার মত কিছু একটা পেলাম। আর একটি সুন্নাহময় সাধাসিধে বিয়ে সম্পাদনের পর মুমিন দম্পতি এই ভেবে প্রশান্তি অনুভব করে যে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে দিয়ে তাদের দাম্পত্য জীবন শুরু হল এবং এই বলে আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ তুমি আমাদের এই প্রশান্তিকে জান্নাত পর্যন্ত বিস্তৃত কর।

২। এটা অস্বীকার করার কোন উপায় নেই যে, সাধারনত মেয়েরা সবচেয়ে বেশী যে বিষয়ে গীবত করে সেটা হল শাশুড়ি এবং শ্বশুর বাড়ি। এটা যে শুধু উপমহাদেশের মেয়েদের মধ্যে বেশী তা কিন্তু নয়; বরং এটি একটি গ্লোবাল ব্যপার। কিছু কিছু মেয়ে তো রীতিমত 'mother-in-law phobia' তে ভুগে এবং তার এই ফোবিয়াকে আরও বাড়িয়ে দেয় তার আশেপাশের লোকজন। এর ফলে কোন রকম কারন ছাড়াই তারা বিয়ের পরের দিন থেকেই তার স্বামীর বাড়ির সবাইকে এবং বিশেষ করে শাশুড়িকে তার প্রতিপক্ষ মনে করে।
যে কথাটা নিজের মা বললে সে মোটেই আমলে আনতো না, সেই একই কথা শাশুড়ি বললে সে আকাশ-পাতাল এক করে ফেলে।

৩। (কবিতা হলো সস্তা জিনিস- সিগারেটের ধোয়ার মতন ভুসভুসে আবেগ
তুমি চা-সিগারেট খেতে মানা করেছো- বলেই ঝুম বৃষ্টির মতন
চা-সিগারেট খেতে ইচ্ছা করে।)

কবিতা লিখে- কি আর হবে ? তাতে দ্রব্য মূল্যের দাম কি আর কমে?

৪। সাকিব ছাড়া সবার মধ্যে আন্তরিকতার অভাব ছিল আজকের খেলায়। মেহেদি, সাইফুদ্দিন আর মোসাদ্দেক বিশ্বকাপ খেলার জন্য উপযুক্ত নয়। মোস্তাফিজের কানটা ধরে দেশে পাঠিয়ে দেওয়া হোক। দলে কিছু পরিবর্তন করা খুব দরকার হয়ে পড়েছে। আত্মসান্তনা বা আত্মতুষ্টিতে না ভুগে নিজেদের সীমাবদ্ধতাগুলো অতিক্রমের ব্যাপারে নির্মোহ বাস্তববাদী দ্রুত সিদ্ধান্ত নিন। মোটেও নিজেকে ক্রিকেট বোদ্ধা দাবি করি না। দল শোচনীয়ভাবে হারলে নিজের কাছেই লজ্জা লাগে। সাপোর্টার হিসেবে এটুকুতো প্রকাশ করতে পারি !
ব্যালান্সড টিম হওয়াটা জরুরি। শুভ কামনা বাংলাদেশ ক্রিকেট টিম।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৯ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:


২ নং, তারা কিছু সময় ভুলে থাকে যে, তারা শ্বাশুড়ি হবে একদিন

০৯ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: ভুলে গিয়ে ভুলটা করে।

২| ০৯ ই জুন, ২০১৯ সকাল ৭:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উত্তম প্রস্তাব।

১০ ই জুন, ২০১৯ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৩| ০৯ ই জুন, ২০১৯ দুপুর ১:১৮

তারেক_মাহমুদ বলেছেন: ৪ নং খেলা নিয়ে এত বিশেষজ্ঞ হয়ে লাভ নেই, জিতলে খুশিতে লাফানোতে কোন দোষ নেই, আর হারলে আস্তে চেপে যান

১০ ই জুন, ২০১৯ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: হুম এখন থেকে তাই ই করতে হবে।

৪| ১০ ই জুন, ২০১৯ রাত ৩:০৭

কাছের-মানুষ বলেছেন: বাংলাদেশের খেলা নিয়ে যথেষ্ট হতাশ। আশা করি ঘুরে দাড়াবে দেশ পরে্র খেলায়।

চাদ্গাজি সাহেবের মন্তব্য যথার্থ হয়েছে।

১০ ই জুন, ২০১৯ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৫| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৩:১১

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: কবিতা লিখে- কি আর হবে ? তাতে দ্রব্য মূল্যের দাম কি আর কমে
সত্য কথা :)

১১ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: সত্যটাই কেউ বুঝতে চায় না।

৬| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা লিখলে মনে শান্তি লাগে

১১ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: মনের শান্তি দিয়ে কি আর পেট ভরে বোন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.