নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৯৮

২০ শে জুন, ২০১৯ রাত ১২:২১


বাংলাদেশের জয় উদযাপন।

১। ভালো লেখক হতে হলে সর্বাগ্রে ভালো পাঠক হতে হবে। পাঠক হবার আগেই যদি সমালোচক হতে চাও, তবে তা হবে বোকামী। বিচারক হতে যেও না, আগে পাঠক হও। যদি শিখতে চাও, যদি জানতে চাও তবে পড়ো, ভক্তি নিয়ে পড়ো ।

২। তোমরা যারা কবি হতে চাও-
একটি সার্থক কবিতার জন্য আছে কিছু বিবেচ্য বিষয়, আছে কিছু কাব্যকৌশল। কবিত্ব অর্জন করা যায় না আসলে, কবিত্ব মানুষ আপনা আপনি পায়। লাইনের পর লাইন লিখে গেলেই, ঘুমপাড়ানি মাসীপিসীর মতো ছন্দ মিলিয়ে পঙ্ক্তি সাজালেই তা কবিতা হয় না!

৩। 'দুচাকায় দুনিয়া' লেখক- বিমল মুখার্জী। ভূ-পর্যটক বিমল মুখার্জীর সাইকেলে চড়ে বিশ্ব-ভ্রমণের অমর আখ্যান। ২৩ বছরের ভারতীয় এক তরুন ১৯২৬ সালে একটা সাইকেল আর সামান্য কিছু টাকা নিয়ে পৃথিবী ভ্রমণে বেড়িয়ে পরেন। পুরো বিশ্ব ভ্রমণ করে ভারত ফিরে আসেন ১৯৩৭ সালে। পথে কত রহস্য কত রোমাঞ্চ, এমনকি তরুন হিটলারের সাথে দেখা পর্যন্ত। সে সব শুনুন তারই বয়ানে।

৪। কোরআনে যখন জান্নাতের বর্ননা পড়ি খুব ভাল লাগে মনে প্রশান্তি আসে, সাথে জাহান্নামের আজাবের বর্ণনা পড়ি ভয়ে গা শিউরে উঠে মনে মনে শপথ করি আল্লাহ যা করতে আদেশ করেছেন তাই করব, যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকব। কিন্ত একটু পরই সব ভুলে যাই।

৫। সময় দুপুর দেড়টা।
বাস ভর্তি যাত্রী। স্থান ফার্মগেট। লোকাল বাসের মধ্যে বসে আছি। ভয়াবহ জ্যাম, ভয়াবহ গরম। আমার সারা শরীর ঘামে ভেজা, কপাল থেকে টপটপ করে ঘাম পড়ছে। কিন্তু আমার বিরক্ত লাগছে না। বাসের ভেতরে চরম বিনোদন চলছে। বাসের ভেতরে ভিক্ষুক গান গেয়ে ভিক্ষা করছে। আচার ওয়ালা আচার বিক্রি করছে- একটা ২ টাকা আর তিনটা ৫ টাকা। আরেক লোক বাসে চটি বই বিক্রি করছে। তিনটা নিলে ১০ টাকা, ১০ টাকা, ১০ টাকা। আরেক যাত্রী ভাড়া কম দেওয়ায় কন্ট্রাকটরের সাথে ঝগড়া। স্টুডেন্ট বলছে, আমি ছাত্র আমার ভাড়া অর্ধেক। বাসে এক হুজুর উঠেছে, সে বলছে মসজিদ ও মাদ্রাসার জন্য দান করুন। বেহেশতে যাবেন। শসা ওয়ালা শসা বিক্রি নিয়ে ব্যস্ত- তার বক্তব্য, গরমে শসা খান। দুইজন যাত্রী বাসের মধ্যে রাজনৈতিক আলোচনা শুরু করেছেন। তাদের সাথে যোগ দিয়েছেন আরো সাতজন। বাসের পেছনে অল্প বয়সী ছেলেরা ক্রিকেট নিয়ে আলোচনায় মেতে উঠেছে।

সুখবর হচ্ছে, আকাশে মেঘ দেখতে পাচ্ছি, মনে হয় ঝুম বৃষ্টি নামবে। আকাশে মেঘ দেখে মনটা খুশিতে ভরে গেল।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৯ রাত ১২:২৬

বলেছেন: স হ ম ত।।।

ভালোবাসা অবিরাম।।।

২০ শে জুন, ২০১৯ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২| ২০ শে জুন, ২০১৯ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:


আকাশে মেঘ দেখছেন, রাস্তায় মাছ ধরা যাবে?

২০ শে জুন, ২০১৯ সকাল ৭:৩৯

রাজীব নুর বলেছেন: হে হে

৩| ২০ শে জুন, ২০১৯ রাত ৩:০২

ডঃ এম এ আলী বলেছেন: রাস্তা লিখতে পারেনা নীজের জীবন কথা কুরিয়ে পাওয়া ডাইরী দিয়েই বলে যায় কত শত কথা । রাত্রিদিন পদশব্দ; কেবলই পদশব্দ। রাস্তা তার গভীর জড়নিদ্রার মধ্যে লক্ষ লক্ষ চরণের শব্দ অহর্নিশ দুঃস্বপ্নের ন্যায় বহন করে চলে । মানুষের চরণের স্পর্শে তাদের হৃদয় সে পাঠ করতে পারে । বুঝতে পারে , কে গৃহে যাইতেছে, কে বিদেশে যাইতেছে, কে কাজে যাইতেছে, কে বিশ্রামে যাইতেছে, কে উৎসবে যাইতেছে, কে শ্মশানে যাইতেছে। যাহার সুখের সংসার আছে, স্নেহের ছায়া আছে, সে প্রতি পদক্ষেপে সুখের ছবি আঁকিয়া আঁকিয়া চলে; সে প্রতি পদক্ষেপে মাটিতে আশার বীজ রোপিয়া রোপিয়া যায়; মনে হয়, যেখানে যেখানে তাহার পা পড়িয়াছে, সেখানে যেন মুহূর্তের মধ্যে এক-একটি করিয়া লতা অঙ্কুরিত পুষ্পিত হইয়া উঠিবে। যাহার গৃহ নাই, আশ্রয় নাই, তাহার পদক্ষেপের মধ্যে আশা নাই, অর্থ নাই; তাহার পদক্ষেপের দক্ষিণ নাই, বাম নাই; তাহার চরণ যেন বলিতে থাকে, ‘আমি চলিই বা কেন, থামিই বা কেন মানুষের পদক্ষেপে রাস্তার শুষ্ক ধূলি যেন আরো শুকাইয়া যায়, তবে বর্ষায় আবার ডুবিয়াও যায় , সে সময় রাস্তায় কি কোন ডাইরী খুঁজে পাওয়া যায় , নাকি রাস্তায় মাছ ধরা যাবে? মর্মে চাঁদ গাজীর প্রশ্নটাই রয়ে যায় !

২০ শে জুন, ২০১৯ সকাল ৭:৪১

রাজীব নুর বলেছেন: শেষ মেষ ঘুরে ফিরে আপনিও চাঁদ গাজীর মতোন একই কথা বললেন!!!

৪| ২০ শে জুন, ২০১৯ ভোর ৫:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বৃষ্টি হলে শান্তিনগর সি বিচে চলে যান।
শান্তির সথে স্নান করতে পারবেন।

২০ শে জুন, ২০১৯ সকাল ৭:৪১

রাজীব নুর বলেছেন: শুধু শান্তি নগর না। আরও বহু এলাকা।

৫| ২০ শে জুন, ২০১৯ সকাল ৮:৩৫

কালো যাদুকর বলেছেন: ১ নং আর ২নং এর পুরোপরি একমত।

৫ নং অনেক সুন্দর হয়েছে। ঐ বাসে যেতে পারলে ক্রিকেট নিয়ে মেতে থাকটাম। অফিসের মাঝে ফাকি দিয়ে ক্রিকেট দেখছি আজকাল।

২০ শে জুন, ২০১৯ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: অফিস ফাঁকি দিচ্ছেন সমস্যা নাই। সবাই দেয়।
কিন্তু সময়টা কাজে লাগাবেন।

৬| ২০ শে জুন, ২০১৯ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ৪ নম্বরের জন্য আল্লাহ আমাদের হেদায়েত দিন আরও্

২০ শে জুন, ২০১৯ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: জ্বী। অবশ্যই।

৭| ২০ শে জুন, ২০১৯ দুপুর ১:১৬

মোগল সম্রাট বলেছেন: ৫ নম্বর টা পড়ার সময় মনে হইছে আমি ৬ নম্বর বাসে বইসা রইছি :) :`>

২০ শে জুন, ২০১৯ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: হে হে

৮| ২০ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগলো।

২০ শে জুন, ২০১৯ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৯| ২০ শে জুন, ২০১৯ রাত ৮:১৫

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




১ ও ২ নম্বরে সত্যের ছোঁয়া। ৫ নম্বরে দৈনন্দিনের বাস কাহন।

২০ শে জুন, ২০১৯ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

১০| ২০ শে জুন, ২০১৯ রাত ১০:০৭

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ যা করতে আদেশ করেছেন তাই করব, যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকব। কিন্ত একটু পরই সব ভুলে যাই।

কুসংস্কারকে যারা স্থান দেয় তারা আবার আল্লাহ্‌র আদেশ মানবে।
হাস্যকর!

২০ শে জুন, ২০১৯ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: প্রভুর প্রতি বিশ্বাস থাকবে বুকের গভীরে। তা বলে বেড়ানোর বিষয় নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.