নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দূর্নীতিবাজদের তালিকা প্রকাশ করা হোক

২৩ শে জুন, ২০১৯ বিকাল ৩:৫৪



৩০০ শ’ ঋণ খেলাপির তালিকা করা হয়েছে।
ঋণ খেলাপির তালিকা না করে যদি ৩০০ শ’ দূর্নীতিবাজের তালিকা করা হতো তাহলে একখান ভালো কাজ হইতো। ঋণ খেলাপির তালিকা করা সহজ কিন্তু দূর্নীতিবাজদের তালিকা করা সহজ নয়। তাহলে থলের বিড়াল বের হয়ে যাবে। যে পরিমান সৎ সাহস আর মানসিকতা দরকার দূরনীতিবাজদের তালিকা করার জন্য তা কারো আছে? দূর্নীতিবাজদের ধরুন। তাদের টাকা গুলো নিয়ে দেশের জন্য কিছু করুন।
ওবায়দুল কাদের বিএনপিকে বললেন, আন্দোলন করে দেখান। আমি বলব, পারলে দূর্নীতিবাজদের তালিকা করে আপনারা দেখান। বিএনপির কোমর আপনারা ভেঙ্গে দিয়েছেন। তারা কি আর পারবে কোমর সোজা করে দাঁড়াতে?
একটা কৌতুক মনে পড়লো,
পল্টু - স্যার,আগামী ১৫ দিন আমি অফিস আসতে পারব না।
বস - কেন?
পল্টু - বউ পা ভেঙ্গে বসে আছে ।
বস - বউ পা ভেঙ্গে বসে আছে , তো আপনার কী?
পল্টু - স্যার, পা টা আমার !!!

সংসদে ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছে অর্থমন্ত্রী।
দূর্নীতিবাজদের তালিকা যদি করা হয় তাহলে সেটা করবে কে? আজ সকাল থেকেই আমি ভাবছি অন্য কথা। প্রতি বছর বর্ষা মৌসুমে আমাদের দেশে নদীর পানি বেড়ে গিয়ে বাঁধ ভাঙ্গে। অসংখ্য বাড়ি ঘর পানির নিচে তলিয়ে যায়। লোকজন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকে। প্রতি বছর একই চিত্র। নদী ভাঙ্গন রোধের স্থায়ী কোনো সমাধান নেই? টিভিতে নিউজ দেখি মানূষের সীমাহীন কষ্ট।

রাজনীতি একটি মায়াজাদুর নাম। এ জাদুতে আমজনতা এতটাই আচ্ছন্ন হয় যে, রাজনীতিবিদ যখন বলে জয়ী হলে আমি বৈদ্যুতিক বাতির পরিবর্তে আকাশ থেকে চাঁদ পেরে এনে সবার ঘরে ঘরে ফিট করে দিবো, আমজনতা তখন গভীর আবেগ আর আনন্দে চিৎকার করে ওঠে। আজ খবরের কাগজে দেখলাম, তথ্য মন্ত্রী বলেছেন গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। উনাকে আমি বলতে চাই সামু ব্লগ বন্ধ কন? গনমাধ্যম তো দূরের কথা সামান্য ব্লগও তো স্বাধীন না।

৭১ বছরে পা রাখলো বাংলাদেশ আওয়ামীলীগ।
তারা বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা যেন সফল হয়- এই দোয়া করি।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৯ বিকাল ৪:২৬

সোনারবাংলা২০১৯ বলেছেন: সরকারে অনেক ভালো কাজ দু-চারজন খারাপ লোকের দুর্নিতির কারনে ঢাকা পড়ে যাচ্ছে। সরকার অত্যন্ত শক্তিশালি অবস্থায় আছে। নিজের দলের দুচারজন চোরকে ধরে বড় সাজা দিলে বাকি গুলো ভয়ে সোজা হবে। সরকারের কাছে অনুরোধ থাকবে, এই দলটিকে ভালোবাসি, আমাদের ভালোবাসাকে অসম্মান করবেন না।
তথ্যমন্ত্রী একটা ভাড়।
সুন্দর লিখেছেন। ছবিটি তাৎপর্যপুর্ন।

২৩ শে জুন, ২০১৯ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

২| ২৩ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩১

ভুয়া মফিজ বলেছেন: দূর্নীতিবাজদের তালিকা প্রকাশ করা হোক আপনার আশা আলোর মুখ দেখুক এটা সবারই প্রত্যাশা। তবে প্রদীপের নীচে যে অন্ধকার, তা দুর করা কি সম্ভব?

২৩ শে জুন, ২০১৯ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: দূর্নীতিবাজদের ধরা হলে, দেশ চোখ বন্ধ করে অনেকখানি এগিয়ে যাবে।

৩| ২৩ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আশা আর হতাশা, কোনটারই তো দেখি কমতি নেই!

২৩ শে জুন, ২০১৯ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: সব কিছুই বেশি বেশি-- হা হা হা---

৪| ২৩ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এই ধরনের পোস্ট দিয়েছেন এক জন। ব্লগ মুক্ত হবে কি করে?

২৩ শে জুন, ২০১৯ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: গল্পটা পড়েছি। ভালো গল্প।
গল্পের খাতিরে অনেক সময় এরকম ভাষা ব্যবহার করতে হয়।
কলকাতার লেখকদের এরকম বহু গল্প আছে।

সহজ ভাবে দেখুন।

৫| ২৩ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠগ বাছতে গা উজার হইয়া যাইবো।

২৩ শে জুন, ২০১৯ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: আমাদের আশাবাদী হতে হবে।

৬| ২৩ শে জুন, ২০১৯ রাত ৯:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: গল্পটা পড়েছি। ভালো গল্প।
গল্পের খাতিরে অনেক সময় এরকম ভাষা ব্যবহার করতে হয়।
কলকাতার লেখকদের এরকম বহু গল্প আছে।

সহজ ভাবে দেখুন।


আমি সহজ ভাবে দেখলে কি হবে। বিটিআরসি তো সহজ ভাবে দেখবে না। এমনিতেই ব্লগটা বাংলাদেশের লকড হয়ে আছে। এটা কে ছাড়ানোর ব্যবস্থা করছে না কেউ।

২৪ শে জুন, ২০১৯ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে কোনো কাজে সাফল্য পাওয়ার জন্য- টাকা খাওয়াতে হয়, উচ্চ শ্রেনীর লোকদের ধরতে হয়, মন্ত্রী দিয়ে আরেক মন্ত্রীকে ফোণ দেওয়াতে হয়। সাকসেস হওয়ার আগ পর্যন্ত লেগে থাকতে হবে। প্রতিদিন যেতে হবে, তেলাতে হবে।

৭| ২৪ শে জুন, ২০১৯ রাত ১২:২২

বলেছেন: তালিকাটা করবে কে!!

২৪ শে জুন, ২০১৯ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: সরকার এই তালিকা করার জন্য দেশের জনগনকে দায়িত্ব দিক।

৮| ২৫ শে জুন, ২০১৯ দুপুর ১:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যারা দুর্নীতি করে তারা নিজেরা লজ্জা অনুভব করে না।

২৫ শে জুন, ২০১৯ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: মনে মনে অবশ্যই লজ্জা পায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.