নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৯৯

২৯ শে জুন, ২০১৯ সকাল ৮:১৭




১। সবাই তার কাছেই যায়, যার কাছে আলাদিনের চেরাগ আছে। নিজের কাছে আলাদিনের চেরাগ আছে এমন অনুভূতি অর্জন করাও অনেক বড় শিল্প।

২। এই চারটি আয়াত নিয়ে প্রত্যেক মুসলমানের গভীর ভাবে চিন্তা করাটা খুব জরুরি-

আর তোমরা যা বোঝো না, তা অনুসরণ করবে না। নিশ্চয়ই শ্রবণ, দৃষ্টি এবং বুদ্ধিমত্তা – এই সবগুলোর ব্যাপারে জবাবদিহি করতে হবে।” [আল-ইসরা]
আল্লাহ তাদেরকে কলুষিত করে দেন যারা তাদের বিচার-বুদ্ধি ব্যবহার করে না।
তারা কি কু’রআন সম্পর্কে চিন্তা করে না, তাদের অন্তর কি তালাবন্ধ?
আর তারা (জাহান্নামিরা) বলবে, আমরা যদি শুনতাম বা বুদ্ধি খাটাতাম তাহলে আজকে আমরা জাহান্নামিদের মধ্যে থাকতাম না।

আসুন নামাজ পড়ি, অন্যকেও পড়তে বলি। শান্তিময় জীবন গড়ি। খারাপ থেকে দূরে থাকি। আল্লাহকে স্মরণ করি। আসুন নামাজ পড়ি।

৩। নিজের অভাব কখনো অন্যের কাছে তুলে ধরতে যাবেন না। আপনি সব সময় ভেতর থেকে নিজেকে বিত্তবান ভাবুন। নিজের দৈন্য আরেকজেনর কাছে তুলে ধরে কোন সুফল পাওয়া যায় না। সবাই তার কাছেই যায় যার কাছে আলাদিনের চেরাগ আছে। নিজের কাছে আলাদিনের চেরাগ আছে এমন অনুভূতি অর্জন করাও অনেক বড় শিল্প।

৪। একটি প্রদীপ তৈরি করে তা জ্বালিয়ে চারদিক আলোকিত করতে অনেক সময় লাগে কিন্তু ফু দিয়ে প্রদীপ নেভানোর জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না।

৫। কোন সামাজিক অনুষ্ঠানে গেলে অথবা কোন শপিং মলে বা কোন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এত এত সুন্দর মেয়ের দেখা মেলে কিন্তু মা-বাবা যখন ছেলেকে বিয়ে করাতে যান তখন পাত্রী খুঁজে পান না। আবার লাখো বায়ো-ডাটার ভীড়েও কর্পোরেট প্রতিষ্ঠানের চাকরিদাতারা যোগ্য ক্যান্ডিডেট খুঁজে পান না। আসলে সমস্যাটা কোথায়?

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৯ সকাল ৮:৩৭

বলেছেন: আসুন নামাজ পড়ি!!!

কল্যাণের দিকে এসো!! সাফল্যের দিকে এসো!!!
শুভ সকাল।।। সুন্দর আহবানের সুফল পান এই কামনা করছি।।।

২৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২৯ শে জুন, ২০১৯ সকাল ৮:৪০

বলেছেন: আচ্ছা!!
আপনার কাছে দুটি প্রশ্ন।।।
১)দ্বৈত -নীতি বলতে কি বুঝেন।।

২) টু ফেইস কি??

২৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: জীবনে বহু পরীক্ষা দিয়েছি। আর দেওয়ার ইচ্ছা নাই।

৩| ২৯ শে জুন, ২০১৯ সকাল ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


ছেলের ব্উ হিসেবে, মা-বাবা খুব একটা সুন্দরী মেয়ে খুঁজে না, সেখানেই সমস্যা

২৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: বাবা মা খুজেন সংসারী মেয়ে।

৪| ২৯ শে জুন, ২০১৯ সকাল ১১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর মেয়ে না খুঁজে সুন্দর মন খুজেন না।

২৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: জ্বী।

৫| ২৯ শে জুন, ২০১৯ বিকাল ৩:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনি কয়টা প্রেম করেছেন?

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: একটা।

৬| ২৯ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪১

মেঘ প্রিয় বালক বলেছেন: উল্লেখিত চারটি আয়াত নিয়ে আপনি গভীর ভাবে চিন্তা করেছেন তো আগে? যদি করে থাকেন তাহলে প্রশ্ন আছে,আপনার জন্য,আর যদি না করে থাকেন তাহলে লজ্জা না নিয়ে বলে ফেলবেন।

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৭| ২৯ শে জুন, ২০১৯ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


২ নং: এখানে যে ৪টি আয়াতের কথা বললেন, আল্লাহ চাইলে কি এসব আয়াত আপনার কাছে সরাসরি পাঠাতে পারতেন না?

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: বড় কঠিন প্রশ্ন।

৮| ২৯ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Good evening

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.