নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সামু

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:১৯



(যেদিন ভিপিএন দিয়েও সামুতে প্রবেশ করতে পারছিলাম না, মাথায় যেন আকাশটা ভেঙ্গে পড়লো আমার। পরের দিন দেখি ফেসবুকে একটা পেজ খোলা হয়েছে। সেই পেজে এই লেখাটা লিখেছিলাম)

দুনিয়াতে আমার কোনো সম্পদ নেই। সামু ব্লগে আমার লেখা গুলোই আমার সম্পদ। অন্য কারো কাছে হয়তো আমার লেখার কোনো মূল্য নেই কিন্তু আমার কাছে আমার লেখা গুলোই আমার সম্পদ। আমার মতো অসংখ্য ব্লগারের লেখা জমা হয়ে আছে সামুতে। সমস্ত লেখা গুলো হারিয়ে যেতে পারে না।

সামুর এরকম কোনো সমস্যা হবে কখনও ভাবিনি। তাই আমার সমস্ত লেখা গুলো অন্য কোথাও কপি করে রাখিনি। আমি চাই সামু আপন মহিমায় ফিরে আসুক। সাধারন মানুষ তাদের মনের কথা গুলো ব্লগে লিখেন। এটা মোটেও কোনো অন্যায় কর্ম নয়। বরং লিখতে না দেওয়াটাই অন্যায়। আমি বুঝি না এই যুগে এটা কি করে সম্ভব?

সরকার রসিকে সাপ কেন মনে করছে আমি বুঝতে পারছি না। চোখ ও কান বন্ধ রাখলে হবে কি করে? অন্যের মুখের স্বাদ খাওয়া কি ঠিক? সরকারের কাছে অনুরোধ সামু খুলে দেওয়া হোক। আজই, এক্ষুনি। এক্ষুনি। কত বড় নির্বোধ হলে সামুকে পর্ণগ্রাফির অভিযোগ দেওয়া হয়! ছিঃ সৃষ্টির সেরা জীব এমন কেন হবে!

আমরা ব্লগাররা এদেশের'ই সন্তান। নিজের দেশকে আমরা ভালোবাসি। দেশের ভালো খবরে আনন্দিত হই, খারাপ খবরে ব্যথিত হই। আমরা ব্লগে দেশের সম্ভবনার কথা বলি, মানুষের কথা বলি। নিজের অভিজ্ঞতার কথা লিখি। এইভাবে আমাদের লেখার পথ বন্ধ করে দিলে দেশ কিভাবে ডিজিটাল হবে? দেশে অনেক মানহীন অনলাইন নিউজ পোর্টাল। তারা যা ইচ্ছা তাই করছে। বরং সেদিকে নজর দিন।

আমি মনে করি, কে বা কারা সামু বন্ধ করে নোংরা মানসিকতার পরিচয় দিয়েছেন। হিংসা, জিদ এবং নিজের ক্ষমতা এই ভাবে প্রকাশ করাটা হীনমন্যতার বহিঃপ্রকাশ। এটা অত্যন্ত দুঃখজনক। এটা অনেক বড় ভুল। বুঝতে চেষ্টা করুন। সমস্ত বিশ্বে কমপক্ষে পাঁচ লক্ষ বাঙ্গালী ব্লগার আছেন। তারা লিখছেন, পড়ছেন।

এত বড় অন্যায় এই আধুনিক পৃথিবীতে চলতে পারে না। একজন আধুনিক মানুষের মন হবে আকাশের মতোন বিশাল। স্বচ্ছ ও পবিত্র। আমার বিশ্বাস এই অন্যায় দীর্ঘদিন চলতে পারে না। নো নেভার। সামু অবশ্যই অবমুক্ত হবে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী অবশ্যই একটা ব্যবস্থা গ্রহন করবেন। আমরা তার দিকেই তাকিয়ে আছি।

ইনশাল্লাহ।
জয় বাংলা।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


লেখকেরা মানুষকে স্বপ্ন দেখান, পথ দেখান, ভাবিয়ে তোলেন, ভালোবাসার কথা শোনান, জীবনকে তুলে ধরেন, চোখের জল মুছে দেন; এঁদেরকে থামানোর চেষ্টা যারা করে, তারা পাহাড়ী স্রোতের বিপক্ষে চলে।

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: চল্লিশ মাইল হেঁটে স্কুলে পড়তে যাওয়া লোকটাকে গালি দিতে ইচ্ছা করে।

২| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সমাজে সব সময় কিছু বেকুব লোক থাকে, যারা হাতে ক্ষমতা পেলে ধরাকে সরা জ্ঞান করে।

১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: যোগ্য লোক যোগ্য পদে নেই। আর এজন্যই এত ভোগান্তি।

৩| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আলহামদুলিল্লাহ । আমি ভালো আছি। সম্ভবত আপনি খুব ভালো আছেন । আপনাকে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে । সবার জন্য শুভ কামনা। সামহোয়্যারইনব্লগ দীর্ঘজীবী হোক।

১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৪| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: এই তো আমরা সবাই আমাদের প্রিয় ব্লগকে ফিরে পেয়েছি। আর কোন গ্লানি নয় ।
সত্যমেব জয়তে।

শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: সামু বেঁচে থাক।

৫| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:২৫

বলেছেন: গুড লাক

১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৬| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সারা বাংলার আনাচে কানাচে যেখানে যত নয়ন ভন্ড আছে আমি তাদের সবার ক্রসফায়ার দেখতে চাই।

১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: এটা আসল সমাধান নয়। আসল সমাধান খুঁজে বের করতে হবে সমাজ বিজ্ঞানীদের।

৭| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:১০

খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন। + +
শেষ পর্যন্ত ভয়েই হোক বা কারো চাপেই হোক, তাদের মাথায় শুভবুদ্ধির উদয় হয়েছে, এটাই স্বস্তির কথা।

১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: তবে সামু স্বাভাবিক নিয়মে আজও প্রবেশ করতে পারছি না। এটা খুব দুঃখজনক।

৮| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:১৫

জাহিদ অনিক বলেছেন:
দেখা যাক এখন লোকাল আই এস পি থেকে কী কবে মুক্ত হয়!

১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ। হবে।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১২:০১

নীল আকাশ বলেছেন: আজকে থেকেই আপনার সব লেখার ব্যাকআপ নেয়া শুরু করুন।
দ্বিতীয়বার একই ভুল করবেন না।

১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: আমার লেখা অনেক বেশি। সম্ভব না। সামু টিকে থাকলে আর তো সমস্যা নেই।

১০| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১:০৪

রাকু হাসান বলেছেন:

হয়তো আমরা চলতে দিছি তাই চলছে এবং চলবে । একদিন আবারও অবসানও হবে । তবে সময় লাগবে । আশা করছি ভালো আছেন ভাইয়া। শুভরাত্রি ।

১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: জ্বী ভালো আছি।

১১| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১:১৯

জ্যোতির্ময় ধর বলেছেন: ভাই , আপনার অনুভূতিটা আমি বুঝতে পারছি। এরপর সব লেখা কপি করে রাখবেন। যেদিন সামুতে বিকল্প উপায়েও ঢুকতে পারছিলাম না , আমি রাগে আমার ফেবু পেজটিতে একটা ছড়া , প্রতিবাদ হিসেবে ছড়িয়ে দিয়েছিলাম। ছড়াটির কিছু অংশ , ছড়াকার আবু সালেহর "পল্টনের ছরা" বইটা থেকে নেওয়া।
“বাগিয়ে নিয়ে চেয়ারখানা
জাত শুয়োরের ছা
বলছে আবার তাতেও নাকি
প্রাণটা ভরে না .........
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা "

১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: আমার লেখা দুই শ' বা তিন শ' না অনেক বেশি এত এত লেখা কপি করে রাখা সম্ভব না।

১২| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:৩৯

বিডি আইডল বলেছেন: আমার ১০ বছরের বহু স্মৃতি এ সাইটে। ভেবেছিলাম পুরোপুরিই বন্ধ হয়ে গেছ!

১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: আমার বিশ্বাস সামু বন্ধ হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.