নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প- ১৩

০৪ ঠা জুলাই, ২০১৯ দুপুর ১:৪৩



অসহ্য আষাঢ়ের দুপুর।
তবু রাস্তায় লোকজনের কমতি নেই। রাতের কয়েক ঘন্টা বাদ দিলে এ শহরের রাস্তায় সব সময় মানুষ থাকে। আমি দাঁড়িয়ে আছি, আসাদ গেটের সামনে। বাসে উঠবো, মতিঝিল যাবো।

গেরুয়া আলখাল্লা পরা এক সাধু আমার সামনে এসে দাঁড়ালো। মুখ ভর্তি দাড়ি গোঁফ। গলায় লোহার শিকল। দুই হাত উপরে তুলে বলল, জয়গুরু!
লোকটির মাথা ভরতি জট। এই জটের জন্য তাকে অবশ্যই দীর্ঘদিন সাধনা করতে হয়েছে।

সাধু গম্ভীর ভাবে বলল, 'তুমি যা নিয়ে চিন্তা করছো, তার সমাধান হয়ে যাবে। একটু সময় লাগবে, একমাস কি দেড় মাস। শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ করো না। খারাপ সময় কারো দীর্ঘদিন থাকে না।

আমি হাসলাম। লোকটি আমাকে তুমি করে বলছে। আমি বেশ ভদ্রভাবেই বললাম, আপনি আমাকে শুধু শুধু উপদেশ দিচ্ছেন। আমি আপনাকে একটা টাকাও দিব না।

সাধুটি বলল, আমি তো বাবা টাকার জন্য তোমার কাছে আসি নি। তোমার কপালে একটা অমঙ্গল চিহ্ন দেখলাম....
আমি বললাম, এখন তাবিজ কবচ নিতে হবে?
না না, সেসব কিছু না। আমি মানুষের মঙ্গলের জন্য কিছু করতে চাই। এখন তুমি যদি কিছুটা সাহায্য করো। তাতে তোমার পুণ্য হবে। খারাপ সময় কেটে যাবে।
আমি রেগে গিয়ে বললাম, তুমি দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। যত সব ভন্ড! সরে যাও আমার চোখের সামনে থেকে.....
সাধুটি বিড় বিড় করে কি যেন মন্ত্র পড়ছিল
আমার বাস এসে গেছে, এখন আমি বাসে উঠবো। সাধুটি চিৎকার করে বলল, আমি মানুষের ভালো ছাড়া মন্দ করি না। তোর কপালে অমঙ্গলের চিহ্ন।

বাসায় ফিরে দেখি, মেয়ের জ্বর। খুব জ্বর। ডাক্তার দেখালাম। রক্তের টেস্ট দিল। ডেঙ্গু। ডেঙ্গু! মেয়ে হাসপাতালে ভর্তি।

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৯ দুপুর ২:৩৩

ভুয়া মফিজ বলেছেন: বিপদে পরলে মানুষের মন এমনিতেই দূর্বল থাকে। তাই আপনার এখন সাধুর কথা মনে পড়ছে। পরের বার এমন কারো সামনে পরলে হয়তো টাকা দিয়ে দিবেন। বিপদে মানুষ পরেই, এ'সব সাধুরা এগুলোকেই পূজি করে।

চিকিৎসা তো চলছেই, আর আল্লাহর কাছে প্রার্থনা করেন, আপনার পরী এমনিতেই ভালো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।

০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: আজ ৫ দিন পর মেয়েকে নিয়ে বাসায় আসলাম। আল্লাহর রহমতে মেয়ে এখন অনেক ভালো।

২| ০৪ ঠা জুলাই, ২০১৯ বিকাল ৩:২০

ডঃ এম এ আলী বলেছেন: এ সমস্ত সাধু গন দীর্ঘদিন ধরে বিবিধ ধরনের মানুষের সাথে বিভিন্ন পদের কথা বলে ও তাদের সত্যিকার দুরাবস্থার কথা শুনে শুনে মানুষের মুখে কখন কি বিষয়ে চিন্তার উদ্রেক হয় ও সে সময় তাদের মুখের বলিরেখা কিরুপ ধারন করে তা পর্যবেক্ষন করে অনেক কথাই বিশেষ করে তাদের বিপদের বিষয়ে সর্বজান্তার মত ভবিষ্যৎবানী করে দিতে পরে । এটি তাদের দীর্ঘ দিনের অনুশীলনের মাধ্যমে প্রাপ্ত একটি ক্ষমতা , এর সাথে আধ্যাধিকতা কিংবা কোন প্রকার অলৌকিক কামালিয়তের সন্পর্ক নাই । এদের থেকে দুরে থাকাই ভাল । পৃথিবীতে যা ঘটে তা স্বাভাবিক নিয়েমই ঘটে এবং তা থেকে স্বাভাবিক প্রচলিত নিয়মেই মুক্তির উপায় করে নিতে হবে । ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়াতেই আপনার মেয়ে সুরভির এ জ্বর হয়েছে , যথাযথ চিকিৎসায় সে ইনসাল্লাহ সুস্থ হয়ে যাবে । তবে চিকিৎসার পাশাপাশি পরম করুনাময়ের কাছে তার জন্য আরোগ্য প্রার্থনাও করতে হবে , কেননা জগতের সকল মঙ্গল সাধনের চরম ক্ষমতা তাঁর হাতেই নিহিত । আমরাও তার আশু রোগমুক্তির জন্য পরম করুনাময়ের কাছে প্রার্থনা করছি ।

০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: আমি একজন আধুনিক মানুষ। কোনো প্রকার কুসংস্কারে বিশ্বাস নেই।
আমার মেয়ের নাম পরী। স্ত্রীর নাম সুরভি।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৯ বিকাল ৫:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ক্ষুদ্র একটা পোকা মশার সাথে বাংলাদেশের কেউই পারল না । মশা নিয়ন্ত্রণ কেউ করতে চায় না। করলে যেন পাপ হবে । আহারে মানুষ।

০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: সিটি করপোরেশন শুধু ধনী এলাকায় মশার ওষুধ দেয়। দরিদ্র এলাকা গুলোতে তাদের নজর কম।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৯ বিকাল ৫:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মশা কিন্তু পুণ্যবান প্রাণী। নমরূদকে হত্যার মাধ্যমে তারা বিশাল পুণ্য অর্জন করে নিয়েছে।

০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: মশা ছোট প্রানী হলেও এদের ক্ষমতা অনেক।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ৯:৪১

কাওসার চৌধুরী বলেছেন:



মামণির জন্য শুভ কামনা রইলো। মন খারাপ করবেন না দ্রুত আরোগ্য লাভ করবে।

০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: মেয়ে এখন অনেক ভালো।

৬| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: রাজীব নুর ভাই, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন, ডেঙ্গু কোনো সমস্যা না, আমার মা দ্রুত সুস্থ্য হয়ে উঠবে ইনশাল্লাহ।

০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।

৭| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:৫৯

চাঁদগাজী বলেছেন:


সম্ভব হলে, সব সময় মেয়ের সাথে থাকুন; পরীর দ্রুত সুস্হতা কামনা করছি।

০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: হাসপাতালে মেয়ে ৫ দিন ছিল।
আমি মাত্র ৩ দুই হাসপাতালে ছিলাম। মেয়ের কষ্ট দেখে সহ্য করা আমার পক্ষে সম্ভব ছিল না। মাথা ব্যথায় মেয়ে ছটফট করেছে।

৮| ০৫ ই জুলাই, ২০১৯ ভোর ৫:৪৪

ডার্ক ম্যান বলেছেন: পরীর সুস্থতা কামনা করছি। সাধু বাবা পীর বাবা কেউ আসল নয়।

০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: সাধু পীর টির আমি মোটেও বিশ্বাস করি না।

৯| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৭:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: পরীর অসুস্থতার খবর পেয়ে অত্যন্ত উৎকন্ঠায় আছি। উপরওয়ালার কাছে প্রার্থনা করছি যেন দ্রুত ও আরোগ্য লাভ করে।

০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: মেয়েটা কে হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছি। ডাক্তার'ই বলেছেন সমস্যা নেই। বাসায় চলে যান।

১০| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৪

পথ হতে পথে বলেছেন: কত বছর হয়ে গেলো , এখনো ডেঙ্গু নির্মূলে কার্যকরী পদক্ষেপ নাই , খুবই দুঃখজনক।

০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশ। যারা পদক্ষেপ নিবেন তাদের অভিজ্ঞতা কম। দক্ষতা নেই।

১১| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪১

খায়রুল আহসান বলেছেন: আপনার মেয়ে পরীর দ্রুত সুস্হতা কামনা করছি।
রক্তের প্লেইটলেট কমে গেলে, আমার অনেক আত্মীয় স্বজন, এমনকি আমার ছেলেও কাঁচা পেঁপে পাতার রস পান করে খুব দ্রুত সুফল লাভ করেছেন।

০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: সমস্যা হলো মেয়েটা কিছুই খেতে চায় না। স্যালাইন দিতে হয়েছে ৪ টা।

এখন মেয়ে ভালো আছে।

১২| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫৯

হাবিব বলেছেন: আল্লাহ ভরসা। আপনার পরীর সুস্থতা কামনা করছি

০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।

১৩| ০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৩

করুণাধারা বলেছেন: দোয়া করি, পরী তাড়াতাড়ি সেরে উঠুক।

০৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৪| ০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:২০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে পরীর বর্তমান অবস্থা জেনে চিন্তা মুক্ত হলাম। আশাকরি শীঘ্রই ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।

শুভকামনা ভাইয়ের গোটা পরিবারবর্গকে।

০৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
মেয়েটার অবস্থা দেখে ঘাবড়ে গিয়েছিলাম।

১৫| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:০১

অপু দ্যা গ্রেট বলেছেন:

পরী তুমি দ্রুত সুস্থ হয়ে যাও

রাজীব ভাই চিন্তা করবেন না ।

০৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ, দোয়া করবেন।

১৬| ০৬ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩২

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ফী-আমানিল্লাহ :)

০৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: আমিন।

১৭| ০৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১০

মেঘ প্রিয় বালক বলেছেন: কি অবস্হা এখন? নয়নের মণি কেমন আছে?

০৬ ই জুলাই, ২০১৯ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: এখন বেশ ভালো আছে। আল্লাহর কাছে শুকরিয়া।

১৮| ০৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পরীর কি খবর? এখন মামনিটা সম্পূর্ণ সুস্থতো?

০৮ ই জুলাই, ২০১৯ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: ভালো আছে।
হাসপাতাল থেকে বাসায় এনেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.