নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে-১০০

১৩ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১৩



১। তালের তাড়ি খেয়ে মানুষ নেশাগ্রস্থ হয়ে পড়তো তাই সম্রাট আকবর তাল গাছ'ই কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন.... এখন কথা হচ্ছে দোষ কি তাল গাছের না তাড়ি খাওয়া মানুষের?

২। চারিদিকের পরিস্থিতি দেখেলেই, বোঝা যায় যে পৃথিবী ধ্বংসের কাছাকাছি।

৩। এক লোক পানিতে ডুবে যাচ্ছিল। সে অনেক্ষন চিৎকার করল কিন্তু আশেপাশে কেউ ছিল না তাকে বাঁচানোর মত।পানিতে খাবি খেতে খেতে তার হাতে একটা মাছ ধরা পড়ল। সে মাছটাকে জোরে ডাঙ্গার দিকে ছুঁড়ে মেরে বলল, "আমি তো সাঁতার জানি না, তাই নিজের জীবন বাঁচাতে পারলাম না। কিন্তু তোকে মরতে দিব না, তুই অন্তত নিজের জীবনটা বাঁচা!''

৪। আমি চাই, আমার ড্রইংরুমে এক সেট রবীন্দ্রনাথ থাকুক, কেউ হয়তো চায়, উনার ড্রইংরুমে একটা হরিণের কাটামুণ্ডু শিং উঁচিয়ে ভয় দেখাক।

৫। সমস্ত পৃথিবী আজ স্বার্থের বেড়াজালে বন্দি। সমাজ ভাববাদের অন্ধকারে নিমর্জ্জিত। আলোর একান্ত অভাব। শুধু নক্ষত্রের আলোয় পৃথিবী আলোকিত হয় না,জ্ঞানের আলোরও প্রয়োজন আছে।

৬। দুশ্চিন্তা, দুঃখবোধ, মানসিক ও শারীরিক কষ্টের তীব্র যাতনা আমাদের জীবনেরই অংশ। এগুলোকে মেনে নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে।

৭। মেয়েরা কি পরাধিন ? বাংলাদেশের বর্তমান পেক্ষাপটে মেয়েদের পরাধিন বলা যায় না । অন্যান্য দেশের তুলনায় তারা অনেক স্বাধিন । আপনারা হয়তো আমার সাথে এক মত হবেন না । কিন্তু একটু এদিক সে দিক তাকালেই আপনে অনেকটা অনুমান করতে পারবেন ।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৯ সকাল ১১:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
১০০ তম পোস্টের জন্য অভিনন্দন!
বাংলাদেেশের নারীরা এখনো জানেই না জীবন কি জিনিস।
তাদের মানুষ হতে দেয়া হয় না।
এটা একটা অসভ্য দেশ।

১৩ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো ত্থাকুন।

২| ১৩ ই জুলাই, ২০১৯ সকাল ১১:১৯

এম ডি মুসা বলেছেন: সবগুলো রম্য কথার এবং ভাবনার এটা কোনো দোষ না, যেমন তাল গাছ কেটে ফেলা তার একান্ত নিজস্ব ব্যাপার।

১৩ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: আপনার মতামত কে আমার সম্মান করাই উচিত।

৩| ১৩ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৩৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: এই স্বার্থপরতা কবে শেষ হবে?

১৩ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: ্কোনো শেষ হবে না।

৪| ১৩ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫০

ভুয়া মফিজ বলেছেন: তিন নাম্বারের লোকটা কি আপনি ছিলেন? আপনার কেমন যেন একটা ছায়া দেখতে পাচ্ছি লোকটার মধ্যে!! :P

পরাধিন---> পরাধীন
স্বাধিন----> স্বাধীন

১৩ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: হে হে

৫| ১৩ ই জুলাই, ২০১৯ দুপুর ২:২৭

রাকিব আর পি এম সি বলেছেন: ১০০ তম পর্বের জন্য অভিনন্দন।

১৩ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৬| ১৩ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চলে...

১৩ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: হুম।

৭| ১৩ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


৩ নং: মাছটা যদি কই মাছ হয়ে থাকে, হয়তো, বেঁচে গেছে! কিন্তু জোকটা সুন্দর হয়েছে!

১৩ ই জুলাই, ২০১৯ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ১৩ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


৭ নং: দরিদ্র পরিবারের সব কষ্ট পড়ে গিয়ে পরিবারের মেয়েদের উপর; ওরা কিছুটা শান্তিতে থাকুক, এই কামনা রলো।

১৩ ই জুলাই, ২০১৯ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: সবাই যদি আপনার মতো মানবিক হতো। ভালো হতো।

৯| ১৩ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: এটা বোধহয় ভাইয়ের 101 তম পোষ্ট হবে। 10 জুলাই দেখলাম শততম পোস্ট হয়ে গেছে। কাজেই হেডলাইনটা একটু চেঞ্জ করতে হবে।
সবগুলো তো দেখলাম যথেষ্ট ভাবনার বা গভীর অনুভবের।‌

শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

১৩ ই জুলাই, ২০১৯ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: না দাদা ঠিক আছে। ওটা ছিল টুকরো টূকরো সাদা মিথ্যার ১০০ পর্ব। আর এটা রাস্তায় পাওয়া ডায়েরী থেকে। এটারও ১০০ পর্ব হয়েছে।

১০| ১৩ ই জুলাই, ২০১৯ রাত ৯:৫৪

ঢাবিয়ান বলেছেন: দোষ তাল গাছের নয়, মানুষের। তবে মানুষকে সাইজে রাখা অত সহজ নয়, তাই তাল গাছকেই কাটার হয়ত হুকুম দেওয়া হয়েছিল ।

১৩ ই জুলাই, ২০১৯ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন। আপনার বুদ্ধি আছে।

১১| ১৩ ই জুলাই, ২০১৯ রাত ১১:২০

আনমোনা বলেছেন: সীমিত স্বাধীনতা। সোনার পাথরবাটি।

১৪ ই জুলাই, ২০১৯ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: !

১২| ১৪ ই জুলাই, ২০১৯ ভোর ৬:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: তাইতো! আমারই দেখতে ভুল হয়ে গেছে।
রাস্তায় পাওয়া ডায়েরির শততম পোস্টে ভাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গেলাম।

১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১৩| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩৪

কালো যাদুকর বলেছেন: ১০০ তম পর্বে অভিনন্দন।
২ নং এর সাথে দ্বিমত পোষন করি। তবে পৃথিবী না ধংস হলেও , মানুষ , জনপদ ধ্বংস হবে হয়ত। যেমন, গ্লোবাল ওয়ার্মিং, সুপারবাগ , এগোলো মানুষ , জনপদ ধ্বংস করবে।
৪ নং, আমার বসের রুমে হরিন, উল্ফ, বুনো শুকর, তিতির পাখি -আরো কি কি আসে। আবার অনেক বইও আসে (টেকনিকেল বই)। মানুষটা অনেক ভাল।

১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.