নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশ ভরা মেঘ।
মেঘ থাকার'ই কথা। এটা বর্ষাকাল। সারাদিন বৃষ্টি তো হবেই। এক আধদিন এরকম বৃষ্টির দিন একেবারে মন্দ লাগে না। কোনো কাজ নেই, তবু খুব ভোরে ঘুম ভেঙ্গেছে। ইচ্ছা ছিল অনেক বেলা পর্যন্ত ঘুমাবো। কিন্তু ঘুম হলো না। অথচ গতকাল অনেক রাতে ঘুমিয়েছি। পর-পর দু'টা মুভি দেখেছি। সকালে জম্পেশ নাস্তা করলাম। সুরভি আজ আফগানি পরোটা বানিয়েছে। সাথে গরুর মাংস, ডিম পোজ, আলু ভাজি এবং হালুয়া। সব শেষে চা। মগ ভর্তি চা। সবশেষ করে বসলাম আজকের দৈনিক পত্রিকা গুলো নিয়ে। বাসায় সব পত্রিকা রাখা হয় না। একটা পত্রিকা রাখা হয়। আমি হকারকে ফোণ করে বললাম, আজকের সব গুলো দৈনিক পত্রিকা দিয়ে যেতে। কোনো কাজ নেই। তাই সারাদিন আজ পত্রিকা পড়ে কাটাবো। সুরভিকে বলেছি, আজ দুপুরে খিচুরি আর গরুর মাংস রান্না করতে। আর ফ্রিজে ইলিশ মাছ থাকলে যেন ইলিশ মাছ ভাজা হয়।
পত্রিকাতে প্রথম নিউজ পলাম ''ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১১, নগরবাসী অসহায়''। আসলে ঢাকা শহরের মানুষ গুলো খুব বেশি অসহায়। সিটি করপোরেশন যদি তাদের যথাযথ দায়িত্ব পালন করতো তাহলে ডেংগু রোগীর সংখ্যা অনেক কম হতো। হাসপাতাল গুলোতে ভর্তি ডেংগু রোগী। ক'দিন আগে আমার মেয়েটার ডেংগু হলো। কি কষ্ট যে হলো মেয়েটার! হাসপাতালে ভর্তি করাতে হলো। সামান্য বৃষ্টিতে রাজধানীর বেশির ভাগ এলাকা ডুবে যায়।'' ঢাকা শহরের অবস্থা ভয়াবহ খারাপ। সামান্য বৃষ্টিতে রাস্তা ডুবে যায়। যাতায়াত করতে খুব কষ্ট। দশ বছর আগেও সামান্য বৃষ্টিতে রাস্তা ডুবে যেত, আজও ডুবে যায়। তাহলে সরকার এই দশ বছরে করলো কি? অথচ দেশ উন্নয়নের মহাসড়কে।
''দক্ষিন কোরিয়ার প্রধানমন্ত্রী আজ ঢাকায় আসবেন।'' দক্ষিন কোরিয়ার প্রধানমন্ত্রীর নাম লি নাক-ইয়োন। এই নামের অর্থ কি কে জানে! ''পদ্মা সেতু মাথা নেওয়ার গুজবে গ্রেফতার চার।'' গুজব যারা ছড়ায় তাদের শাস্তি হওয়া উচিত। আর গুজব যারা বিশ্বাস করে তারা নির্বোধ। তাদেরও শাস্তি হওয়া উচিত। ''এরশাদের লিভার কাজ করছে না।'' দুই একদিনের মধ্যে এরশাদ পরপারে চলে যাবে। আহারে! মাশরাফি শ্রীলংকা যাচ্ছেন। যাক ঘুরে আসুক। আমার কি! পত্রিকা না পড়লে জানতাম না, পাকা লটকন এখন বাজারে। লটকন আমি খাই না। সুরভি নিশ্চয় খায়। প্ললী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ২৯ রকমের দূর্নীতি। এই নিউজটা খুব মন দিয়ে পড়লাম। আসলে সরকারী প্রতিটা প্রতিষ্ঠানেই দূর্নীতি হয়। লাগবেন বাজি?
প্রধানমন্ত্রীর চীন সফরে, খুলেছে দুয়ার। ভাবছি চীনে চলে যাবো। আর কতদিন বেকার থাকবো। বাইরে বৃষ্টি হচ্ছে। আমি একের পর নিউজ পড়ে যাচ্ছি। চমৎকার আবহাওয়া। সুরভি আরেক মগ চা দিয়ে গেল। চা-টা চমৎকার হয়েছে। এই রকম চা এক বসায় দশ মগ খেলেও বিরক্ত লাগবে না। মাদারীপুরে চাঁদা না পেয়ে ওসির মেজাজ গরম। হোটেল মালিককে মারধর। রিপোর্টার খুব রসকস দিয়ে নিউজটা করেছে। আমি হাসতে হাসতে শেষ। খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি রাখা হয়েছে।- আমীর খসরু। আমীর খসরুর কাছে আমার আরো অনেক কিছু জানতে ইচ্ছা করে। আবদুল গাফফার চৌধুরী বলেছেন, মানুষের মতো নদীরও প্রান আছে। পুরো লেখাটা খুব মন দিয়ে পড়লাম। ভালো লিখেছেন।
মুন্সীগঞ্জে ১০০ টাকায় চাকরি পেলেন ২২৬ জন। পুলিশ কনস্টেবল। চমৎকার নিউজ। গ্রেট নিউজ। আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। হিজড়ার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। প্রচন্ড দুঃখজনক নিউজ। পুরো নিউজটা পড়ে খুব মন খারাপ হয়েছে। ঝালকাঠিতে নিম্ম মানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ। আসলে শুধু ঝালকাঠি না সমস্ত বাংলাদেশেই সস্তা সামগ্রী দিয়েই সড়ক নির্মান হয়। এই জন্যই সমস্ত ঠিকাদাররা খুব অল্প সময়ে অনেক টাকার মালিক হয়ে যায়। এবার রমজানে দেশের পশু দিয়েই পুরো দেশের কোরবানী হয়ে যাবে। আমার মনে হয়- এই নিউজটা সত্য নয়। ইন্ডিয়ান গরু অবশ্যই আসবে। চীনে বন্যায় ৬১ জনের প্রানহানি। আমাদের দেশ তাহলে অনেক উন্নত। চারিদিকে এত বন্যা কিন্তু আল্লাহর রহমতে এখনও ৬১ জন মরে নি। যদিও অসংখ্য ঘর বাড়ি তলিয়ে গেছে। কেউ কেউ আছে খোলা আকাশের নিচে।
সর্বশক্তি দিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হবেঃ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী একখান ভালো কথা বলেছেন। উনি এই কথা না বললে পুরো দেশ ডুবে যেত। পাইকগাছায় কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। প্রাকিতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এখন চলছে বর্ষাকাল। গাছ লাগাবার উপযুক্ত সময়। প্রধানমন্ত্রী সবাইকে গাছ লাগাতে বলেছেন। কমপক্ষে তিনটা গাছ। অবশ্য আমি গাছ লাগাতে পারবো না। আমার কোনো জায়গা জমি নেই। তবে ছাদে টব আর ড্রামে গাছ লাগিয়েছি। দেড়শ' ইয়াবা ব্যবসায়ীর সম্পদের খোঁজে দুদক। আচ্ছা, গত ১১ বছরে আওয়ামীলীগ ক্ষমতায়। এতদিন ধরে যারা ক্ষমতায় আছেন তাদের মধ্যে থেকে কেউ কি দূর্নীতি করে নি? তাদের বিরুদ্ধে দুদক কি ব্যবস্থা নিবে? ট্রাম্প খুব মজার কথা বলেছেন, হার্টের মধ্যে কিডনি থাকে।
১৪ ই জুলাই, ২০১৯ রাত ১২:৩০
রাজীব নুর বলেছেন: কাজী হায়াত বা মারুফ বাদ।
ব্লগার 'সোনাবীজ অথবা ধুলোবালি ছাই' একটা মুভি করতে চাইছেন অনেক দিন ধরে। অবশ্য উনি নায়ক করতে চান আমাকে। আমি মানা করি নাই।
চিঠি চালাচালির দিন শেষ। মেইল। জাস্ট ই মেইল।
২| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ৩:০৯
আনমোনা বলেছেন: আজকের ডায়রী! না আজকের খবর। অথবা প্রতিদিনের খবর।
১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০০
রাজীব নুর বলেছেন: হুম।
৩| ১৪ ই জুলাই, ২০১৯ ভোর ৪:৪৪
পথ হতে পথে বলেছেন: খিচুড়ি জমবে ভালো।
১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০১
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৪| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৪২
অর্থনীতিবিদ বলেছেন: যাক, দৈনিক পত্রিকাটা পড়া হয়ে গেলো।
১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: হআ হআ হআ----
৫| ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক সময় দৈনিক পত্রিকা পড়া আমার খুব পছন্দের বিষয় ছিল । টাকা ছিল না । তারপরও পত্রিকা কেনার চেষ্টা করতাম।
১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: আমারও টাকা ছিল না। এমনকি ঘরে গল্প উপন্যাসের বইও ছিলনা।
এদিকে সারাদিন কিছু না কিছু না পড়লে আমার ভালো লাগে না।
তাই পুরান খবরের কাগজ কেজি দরে কিনে এনে পড়লাম।
৬| ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪০
ভুয়া মফিজ বলেছেন: আপনার যা লাইফ স্টাইল আর খানাদানার বহর দেখি তাতে চাকুরী করে কি করবেন? এমনিতেই তো ভালো আছেন। আমি এভাবে থাকতে পারলে কিছুই করতাম না।
'পোজ' দেয়া ডিমকে খাওয়া ঠিক না, শোকেসে সাজিয়ে রাখেন।
আপনার জানার কথা না, ট্রাম্পের কিডনি হার্টের মধ্যেই আছে। বিশ্বাস না হলে গাজীভাইকে জিজ্ঞেস করেন।
১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: আরে বাজার করে দিয়েছে আব্বা। আমার খেতে সমস্যা কি??
৭| ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৮
অর্থনীতিবিদ বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: আপনার জানার কথা না, ট্রাম্পের কিডনি হার্টের মধ্যেই আছে। বিশ্বাস না হলে গাজীভাইকে জিজ্ঞেস করেন।
চাঁদগাজীতো জানতাম মুক্তিযোদ্ধা ছিলেন। উনি কি ইদানিং ওপেন হার্ট সার্জারি শুরু করেছেন নাকি?
১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: না না কাউকে খোঁচা দিয়ে মন্তব্য করা মোটেও ঠিক না।
৮| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ৯:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্কুল জীবনে আমি জয়পাড়া হাট থেকে পুরাতন বিচিত্রা কেজি দরে কিনে এনে মজা করে পড়তাম। নতুন কেনার সামর্থ্য ছিল না।
১৪ ই জুলাই, ২০১৯ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ১২:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: ট্রাম্প আংকল কি “কিডনি এ্যাটাক” নামে কোনো বাংলা সিনেমায় ডলার ইনভেষ্ট করবেন ? - আমি কাজী হায়াত ভাইয়ের সুযোগ্য ছেলে মারুফ আংকলকে দিয়ে ছবিটি তৈরি করতে চাই।
রাজীব নুর ভাই একটু চিঠি চালাচালি করুন না। কিছু ঘুষ দিতে হলে আমি আমার গুরু ব্লগার ল ভাইকে চেপে ধরবো তিনি বিলাত থেকে আমেরিকায় চাঁদগাজী ভাইয়ের মাধ্যমে কিছু টাকা ট্রাম্প আংকল পর্যন্ত পৌছাবেন। ছবির প্লট রেডি শুধু ট্রাম্প আংকলের মতো ইনভেস্টর প্রয়ো্জন। চাঁদগাজী ভাই নিশ্চিত থাকুন আপনার কাছে সম্পূর্ণ হোয়াইট মানি পৌছাবে। পরবর্তিতে আপনি একটা সুন্দর পোষ্ট দিয়ে দেবেন ব্লগে।