নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ঢাকা শহরে যদি জ্যাম না থাকতো।
পরিবহন সমস্যা না থাকতো। ছিনতাইকারী না থাকতো। ফুটপাত হকার মুক্ত থাকতো। বাজারে নকল পণ্য বিক্রি না হতো। যদি সরকারী হাসপাতালে দালাল না থাকতো, রাজনীতিবিদরা যদি নির্বোধ না হতো। কেউ দূর্নীতি না করতো। দেশে বেকার না থাকতো। ক্ষমতাবানদের ছত্রছায়ায় থাকা লোকজন যদি হঠাত ধনী না হতো, তাহলে এদেশটা সোনার দেশ হতো। অল্প কিছু সমস্যা দূর করতে পারলেই ঢাকা শহর সহ পুরো দেশটাই বদলে যেত। আমার বিশ্বাস করতে ভালো লাগে একদিন এই শহর অনেক সুন্দর হবে। শহর সুন্দর রাখা খুব কঠিন কিছু না। স্বচ্ছতা আর তীব্র ইচ্ছাশক্তি থাকলে সম্ভব। আমাদের শহর তাই আমাদের সবাইকে মিলে এই শহর সুন্দর করতে হবে। সিটি কর্পোরেশনের অল্প কিছু লোক দিয়ে সম্ভব না।
১।
খুব মন দিয়ে লোকটি দেয়ালে লাগানো পোস্টার ছিড়ছে। এই কাজ সে প্রায়ই করে। আমি অনেক বার দেখেছি। লোকটি মানসিক রোগী।
২।
ছবিটা বহু বছর আগের তোলা। এখন এ জায়গাটি বদলে গেছে। বলেন তো কোথায়? একসময় এখানে কত যে আড্ডা দিয়েছি।
৩।
এ জায়গাটি কোথায় বলুন? একটু সহজ করে দেই? না, থাক দিব না।
৪।
তিন শ' ফিট। বেশ কিছু মিষ্টির দোকান আছে এখানে। মিষ্টি গুলো খেতে মোটেও মজা না।
৫।
মাঝে মাঝে এমনিই ক্লিক করি। আমার জীবনে এমনি ক্লিক করা ছবির সংখ্যা অনেক বেশি।
৬।
ব্যাংক মেলা। বাংলা একাডেমি।
৭।
একটা বেসরকারী ইউনিভার্সিটিতে পিঠা উৎসব।
৮।
ভিক্ষাবৃত্তি ভালো নয়।
৯।
হাতির ঝিল।
১০।
কবে যে জঞ্জাল পরিস্কার হবে?
১১।
ফার্মগেট, খামার বাড়ি। প্রতিদিন ভোরে ফুলের হাঁট বসে।
১২।
ফুটপাতে একটি খাবারের দোকান। সিটি করপোরেশনের উচিত এ সমস্ত খাবার পরীক্ষা করা।
১৩।
সোহরাওয়ার্দী উদ্যান।
১৪।
কাজের খোঁজে।
১৫।
এই শহরের একটি কাক।
১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: ছোট্র একটা দেশ। মানুষ বেশি। জ্যাম তো হবেই।
২| ১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঢাকা শহরে অনেক বেশি মানুষ আর অনেক নোংরা এই শহরটি।
১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: আমাদের ঢাকা থেকেও পৃথিবীতে বহু খারাপ শহর আছে।
৩| ১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৩
নজসু বলেছেন:
ফুটপাতের খাবারগুলোই বেশি মুখরোচক হয়।
সবগুলো ছবি সুন্দর।
১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: তবে মানের দিক থেকে ফুটপাতের খাবার ভালো নয়।
৪| ১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
নজসু বলেছেন:
১০ আর ১৫ বাদে।
১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: হুম।
৫| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:১২
পদাতিক চৌধুরি বলেছেন: আজকে ছোট ভাই যদি শুধু ধন্যবাদ দেয় তাহলে আমি একেবারেই খুশি হবো না।
একটি পরিচ্ছন্ন নির্মল নাগরিক জীবন উপভোগ করতে গেলে জনসচেতনতা একান্ত জরুরী। পোষ্টের একেবারে শুরুতে কথাগুলো এজন্য ভীষণ ভালো লেগেছে।
১-এক নম্বর ছবিতে ভাইয়ের সঙ্গে সহমত হতে পারলাম না। যে লোক প্রায়ই শুধু নোংরা দেওয়ালের পোস্টার ছেড়ে তাকে খোঁজ খবর নিয়ে কারণ জিজ্ঞেস করাটা প্রধান উত্তম।
২-বহু বছর আগে তোলা ছবিটা একটা গাছ তলা, যেখানে পিকনিকের বাস দাঁড়িয়ে আছে। কি ঠিক বললাম তো?? হা হা হা।
৩-ঢাকার একটা রাস্তার ছবি। আশা করি এটাও একেবারেই সঠিক।
৪-মিষ্টি গুলো একটাও ভালো না। খোলা জায়গায় বিক্রি হচ্ছে ধুলোবালিছাই। খাব না।
না আর উত্তর দেবো না। এবার ভাই রে রে করে ছুটে এলো বলে.....
১৫ ই জুলাই, ২০১৯ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: দাদা আমি আপনাকে অনেক ভালোবাসি।
আমাদের ঢাকা শহরের বেশির ভাগ মানুষ নিয়ম মানতে চায় না।
১। লোকটি অসুস্থ। মানসিক ভারসাম্যহীণ।
২। দাদা এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
৩। শিরোনাম'ই তো ঢাকার পথে পথে।
৪। মিষি গুলো বাজে।
৬| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ১০:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট
১৫ ই জুলাই, ২০১৯ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
৭| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ১০:১১
ভুয়া মফিজ বলেছেন: অত্যন্ত গুরুত্বপূর্ণ পোষ্ট।
১৫ ই জুলাই, ২০১৯ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: না। অতি সাধারন পোষ্ট।
৮| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ১০:২০
তারেক_মাহমুদ বলেছেন: ২ নং ছবি ঢাকা ভার্সিটি এলাকার।
১৫ ই জুলাই, ২০১৯ রাত ১১:৪৪
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৯| ১৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:৪৯
শ্রেষ্ঠ অফিসার বলেছেন: ঢাকার পথে ঘাটে কতজন মানসিক রোগী আছে -----
১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: বহু ।
১০| ১৬ ই জুলাই, ২০১৯ সকাল ৯:২৩
ঢাবিয়ান বলেছেন: খুব ভাল লাগলো প্রিয় এই শহড়ের ছবিগুলো দেখে। যাদের হাতে ক্ষমতা তারা এই দেশটাকে যদি একটু ভালবাসতো , তাহলে দেশটার চেহারা আজ অন্য রকম হত।
১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: হেমিংওয়ে বলতেন, তুমি চোখ দিয়ে যা দেখো, ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করো, আঙুল দিয়ে যা স্পর্শ করো তার সবটুকুই পাঠক পাঠিকাকে দিবে, এমনভাবে দিবে যেন কিছুই বাদ না থাকে।
১১| ১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১০
সেলিম আনোয়ার বলেছেন: ২ নম্বর ছবি ঢাবির। শেষটা দারুন হয়েছে। কাক অবর্জনা খায় ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালনে নিয়োজিত। সুন্দর।+
১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
১২| ১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঢাকার চেয়ে পচা শহর গুলোর একটা তালিকা দিন।
১৩| ১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩০
অর্থনীতিবিদ বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে।
১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৪| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:২০
হাসান রাজু বলেছেন: সবচেয়ে অসাধারণ ছবিটা হ্লঃ পিঠা উৎসবের ছবি।
* নিশ্চিত ? এটা পিঠা উৎসব ?!?!
১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: জ্বী। নিশ্চিত।
১৫| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জনসংখ্যা যে দেশের সম্পদ ও এই সম্পদ কে কাজে লাগানোর জন্য একটি ফর্মুলা উদ্ভাবন করে তাকে পোস্ট আকারে দেওয়ার জন্য জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন । তার প্রায় এক বছর পূর্তি হলো। আমি আজও প্রতীক্ষায় আছি কোন একদিন হয়তো আপনি সেই ফর্মুলাটি আবিষ্কার করবেন এবং পোস্ট দিবেন। বাংলাদেশের সাধারণ মানুষ মালয়েশিয়াতে কামলা দিচ্ছে এটা আর ভালো লাগেনা। আপনি দেশের এই সম্পদকে দেশে কাজ দিন। তারা পরিবারের জীবন লাভ করুক।
১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: আরও কিছু দিন অপেক্ষা করুন।
১৬| ১৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
সাদা মনের মানুষ বলেছেন: এমন প্যথের প্যাচালি মার্কা ছবিগুলো আমার ভীষণ ভালো লাগে।
১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫৯
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৭| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১২:৫৬
ডঃ এম এ আলী বলেছেন: কথা ও ছবি সুন্দর হয়েছে ।
নীজের বসবাসের জায়গাকে সুন্দর রাখা সকলের নাগরিক দায়িত্ব ।
পোষ্টে যা বলেছেন তাই যদি হত তবে ঢাকা সত্যিই
খুব সুন্দর বসবাসের জায়গা হতো ।
শুভেচ্ছা রইল
১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫৯
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
১৮| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৭:২৯
ইসমত বলেছেন: আমার যদি বুঝতে ভুল না হয় আপনার লিংকে ঢাকাকেই সবচেয়ে বসবাস অযোগ্য শহর বলা হয়েছে।
১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০০
রাজীব নুর বলেছেন: হায় হায়----
১৯| ১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৮:২২
দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: ভাল লাগল।
১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২০| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন:
২৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৯
মুক্তা নীল বলেছেন:
আপনার ছবি ব্লগ চমৎকার । আর ঢাকা ট্রাফিক জ্যাম সবচেয়ে বিরক্তকর । শুভ সন্ধ্যা ।