নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১০২

২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৭



১। ইলিয়াস কাঞ্চনের মতো বলতে ইচ্ছে করছে- আমি বেঁচে থাকতে বস্তি দখল করতে পারবি না!

২। পত্রিকায় সাহিত্য সাময়িকীতে আজ একটা সুন্দর গল্প পড়লাম। গল্পের নাম 'তিন ছাগল'।

চমৎকার গল্প। তিন ছাগলের বাড়ি তিন জেলায়। ঘটনা চক্রে তিন ছাগলের দেখা হয়ে যায়। তিনটাই নিজেকে মহা পন্ডিত মনে করে। কেউ কারো চেয়ে কম না। আসলে খালি কলস।

প্রথম ছাগলের আছে গলার জোর। তার সাথে মিথ্যায় কেউ পারে না। গলার জোরেই টিকে আছে।
দ্বিতীয় ছাগল আগে একটা মোবাইল ব্যবহার করতো নয় শ' টাকা দামের। সে মোবাইল রাবার দিয়ে প্যাচিয়ে রাখতে হতো। ইদানিং সে একটা স্মার্ট ফোন কিনেছে। স্মার্ট ফোন কেনার পর থেকে সে নিজেকে বুদ্ধিমান ভাবতে শুরু করেছে।
তৃতীয় ছাগল বেশ ক্ষমতাবান। তার ছোট চাচা সমাজকল্যাণ মন্ত্রনালয়ের উপ সচিব। এই ছাগল নিজেকে বেশ জ্ঞানী মনে করে। জ্ঞানী মনে করা ভালো। কিন্তু ভিতরে ভিতরে বিরাট বলদ।

৩। শিক্ষকঃ প্রতিদিন খেলাধুলা করা স্বাস্থ্যের জন্যে ভালো।
ছাত্রঃ আমি প্রতিদিন ফুটবল, ক্রিকেট, আর টেনিস খেলি..
শিক্ষকঃ গুড বয়… প্রতিদিন কত ঘন্টা করে খেলো?
ছাত্রঃ মোবাইলের ব্যাটারী শেষ না হওয়া পর্যন্ত…!

৪। গাছ লাগাতে হবে। প্রচুর গাছ লাগাতে হবে। সারা পৃথিবী গাছ দিয়ে ভরে ফেলতে হবে। অন্য কোনো উপায় নেই।

৫। বাংলাদেশের উত্তরের জেলারগুলোর মধ্যে বন্যায় সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে কুড়িগ্রামের চিলমারী উপজেলা। পদ্মাপারের জেলা শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর ও রাজবাড়ীতে বন্যার পানি বাড়তে শুরু করেছে। পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিও বাড়ছে। মানুষ খুব কষ্টে আছে। সীমাহীন কষ্টে আছে। প্রতি বছর এইরকম ঘটনা ঘটছেন। দেশ স্বাধীণ হলো ৪৮ বছর হয়ে গেল। কিন্তু নদী ভাঙ্গন বন্ধ হলো না।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


নুহ নবী ফিরে এসেছেন বাংলায়।
ব্লগে সব সময় পোষ্ট আসে: ভারত পানি দেয় না, ভারত পানি দেয় না

২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২০

রাজীব নুর বলেছেন: স্বাধীনতার পর থেকে প্রত্যেক বছর আমরা পানিতে ভাসি। বহু গ্রাম ঢুবে যায়। গরু ছাগল হাস মূরগী মরে যায়।

২| ২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


বন্যার মতো বড় সমস্যা সমাধানের জন্য বড় মাথার লোক দরকার হয়; বিসিএস পরীক্ষার বইতে সেসব নেই!

২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: তাহলে উন্নত দেশের লোকদের কাছ থেকে পরামর্শ নিলেই হয়।

৩| ২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গাছ লাগান। গাছের যত্ন নিন। গাছের পরিচর্যা করুন । গাছকে বড় হতে দিন। গাছ মানুষের পরম বন্ধু।

২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৪| ২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইলিয়াস কাঞ্চন সাহেব একজন জন প্রিয় অভিনেতা ছিলেন। উনার মত জনপ্রিয় আর কারো পক্ষে হওয়া সম্ভব হবে না। বেদের মেয়ে জোছনা।

২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

রাজীব নুর বলেছেন: জনপ্রিয়তা একটা সময় পর্যন্ত থাকে। এটা দীর্ঘ মেয়াদি নয়।

৫| ২১ শে জুলাই, ২০১৯ রাত ৮:১০

ঢাবিয়ান বলেছেন: স্পাইডারম্যান এর ছবি কেন? পোস্টের এর সাথে কি সম্পর্ক?

২২ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৪০

রাজীব নুর বলেছেন: কোনো সম্পর্ক নেই। হাতে কাছে এই ছবিটি পেয়েছি তাই ব্যবহার করেছি। ছবিটা আমার'ই তোলা।

৬| ২১ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩২

ইসিয়াক বলেছেন: ৩ নম্বর টা এক কথায় অপূর্ব।

২২ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৪০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৭| ২২ শে জুলাই, ২০১৯ ভোর ৫:০১

আনমোনা বলেছেন: সবই সত্যি। মিথ্যে কোথায়?

২২ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৪১

রাজীব নুর বলেছেন: না মিথ্যা নেই।

৮| ২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ++++

২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ২২ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

নীল আকাশ বলেছেন: ভাগ্য ভাল মিস্টার বীনের ছবি দেন নি!

২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: হা হা হা----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.