নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে-১০২

২২ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০১



১। দোকানে এক টাকায় একটি চকলেট বিক্রিহয়, প্রতি তিনটি খালি প্যাকেট এর জন্য একটি চকলেট ফ্রী!
যদি আপনার কাছে পনের টাকা থাকে তবে সব মিলিয়ে আপনি মোট কয়টি চকলেট পাবেন..???

২। তখন সোনিয়া ছিল বড়লোকের বখে যাওয়া সুন্দরী মেয়ে। রাস্তায় দাড়িয়ে আমার সাথে চা খেত, স্লেযিং করতো, রাজনীতি করতো, খুব আড্ডা দিতে পছন্দ করতো এবং আমার জীবনে দেখা প্রথম সিগারেট খাওয়া মেয়ে ।
৪ বছর আগের সোনিয়ার সাথে এখন সোনিয়ার আকাশ পাতাল তফাত, ও এখন আইনের ছাত্রী, দিনরাত বই নিয়ে পড়ে থাকে, নামাজ পড়ে ।

৩। দারিদ্র্যের হার কমে আসছে সরকার পরিসংখ্যান দিয়েই এমন দাবি করছে।সাধারণ খেটে খাওয়া মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের সাথে চলতে গিয়ে রীতিমতো হাফিয়ে উঠেছে।বাংলাদেশে প্রতি এক হাজার শিশুর মধ্যে ৫৪ জন অপুষ্টিতে মারা যায়।

৪। আজকাল চাকরী এবং ব্যবসা করলে- দিন আনি দিন খাই টাইপ অবস্থা হয়।কিন্তু রাজনীতি করলে গাড়ি-বাড়ি, কোটি কোটি টাকা করা কোনো ব্যাপার না। ছাত্ররাজনীতি করলেও- চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। আর একবার এইভাবে প্রচুর টাকা করতে পারলে- মানুষ ভুলে যায় যে এই টাকা অসৎ ভাবে উপার্জন করা।তখন সবাই জ্বী জ্বী করতে থাকে।

৫। একজন ওয়েস্টার্ন লেখকের নাম লুই লামুর। তিনি একজন বিশ্ববিখ্যাত লেখক। জীবনে তিনি উপন্যাস লিখেছিলেন ৩৫০টি। পুরস্কার পেয়েছেন অসংখ্য। তার লেখা অনুকরণ করে বাংলাদেশে সৃষ্টি হয়েছে ওয়েস্টার্ন সিরিজ। নানা ভাষায় তার লেখা অনূদিত হয়েছে। শুনবেন তার প্রথম জীবনের কাহিনী? তার প্রথম উপন্যাস তিনশো প্রকাশক ফিরিয়ে দিয়েছিলেন। আমরা হলে লেখালেখি অনেক আগেই ছেড়ে দিতাম। কিন্তু তিনি তা করেননি। নিজ লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তাই তিনি সফল হয়েছিলেন।

৬। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাদের প্রতি অসন্তোষ পুষে রেখো না। কারন শুধু মাত্র তোমার মা এবং বাবা ছাড়া তোমার প্রতি সুবিচার আর কেউ করবে না। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে, সে সব সময়ই তোমার সাথে ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে বন্ধু ভেবো না।
সব সময় মাথায় রাখো- এই দুনিয়াতে বেশির ভাগ মানুষ'ই দুষ্ট।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫৭

ইসিয়াক বলেছেন: ২০ টাকা

২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: কিভাবে?

২| ২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:০১

ইসিয়াক বলেছেন: আউট সোর্সিং করুন graphic design course করুন বা অন্য কিছু।

২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: ্কম্পিউটারের কাজ তো কিছুই পারি না।

২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: ্কম্পিউটারের কাজ তো কিছুই পারি না।

৩| ২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৪৮

মুক্তা নীল বলেছেন:
রাজিব ভাই ,
আপনার কথামালাগুলো পড়ে খুব ভালো লাগলো ।

২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ২২ শে জুলাই, ২০১৯ দুপুর ২:০৮

গরল বলেছেন: ১. ২২টি চকোলেট পাওয়া যাবে সর্বমোট।

২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: কিভাবে?

৫| ২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৭

গরল বলেছেন: ১৫ টাকায় ১৫টা ও ৫টা অতিরিক্ত ১৫টা প্যাকেট ফেরৎ দিয়ে, তাহলে টোটাল হল ২০ টা। এখন ৫টার ৩টা প্যাকেট ফেরৎ দিয়ে আরও একটা, মানে ২১টা। অতিরিক্ত ১টা সহ বাকি ২টা মানে আবার ৩টা প্যাকেট ফেরৎ দিয়ে আরও ১ টা। অতএব টোটাল হল ২২টা।

২২ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.