নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

গনপিটুনি নিয়ে সামুর ব্লগাররা যা ভাবছেন

২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৪৪



আমাদের দেশের মানুষ দিন দিন এমন হয়ে যাচ্ছে কেন?
সবাইতো মুখে নীতি কথা বলে....
ঘটনার সময় অসংখ্য মানুষ ছিলো। তারা কেউ ৯৯৯ এ কল করলো না কেন? তাদের মধ্যে কারো সামাজিক জ্ঞান ও নৈতিক জ্ঞান নেই? পদ্মা সেতুতে মাথা লাগবে গুজব যেই হারে প্রচার হয় আর মানুষ পিটিয়ে মেরে ফেলে সন্দেহ করে! হুজুগে বাঙ্গালী গুজবে বিশ্বাসী। প্রশ্ন ফাঁস জেনারেশনের কুফল জাতি পেতে শুরু করেছে! এই জেনারেশনের ছেলে মেয়েদের মাথায় কিচ্ছু নেই। সারা দিন রাত শুধু মোবাইল টেপাটিপি করে এদের সময় কাটে।

প্রশ্নপত্র ফাস জেনারেশন, ফেসবুকের স্ট্যাটাস দেওয়া জেনারেশন আর কপি পেস্ট বুদ্ধি নিয়ে চলা লোকদের কাছে ভালো কিছু আশা করা বোকামো। সব এলাকাতেই কিছু বখাটে থাকে, তারা এই সব কাজে নেত্রীত্ব দেয়। সাউথ ইন্ডিয়ান মুভি দেখে তারা নিজেদের নায়ক ভাবে। এরাই মারামারি করে, ছিনতাই করে, নেশা করে, ইভটিজিং করে। সমাজে এই রকমের হাজারো খুনি ঘুরে বেড়াচ্ছে সবার সাথে... এই খোঁড়া প্রজন্ম দিয়ে কতটা সমৃদ্ধির পথে যাবে দেশ?

একজন সভ্য মানুষ কখনোই কারো গায়ে হাত দিতে পারে না। যারাই এই সব গনপিটুনিতে অংশ নিচ্ছে তারা কোন অবস্থাতেই সুস্থ স্বাভাবিক মানুষ নয়। সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ছে এসব অমানুষেরা। একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলা আর পদ্মা সেতুতে মাথা লাগার ব্যাপারটা যেভাবেই আসুক না কেন, তাতে দেশের মানুষের বুদ্ধিমত্তার পরীক্ষা চলছে; দেশের মানুষ কি পরিমাণ পেছনে পড়ে আছে, তা বুঝা সম্ভব হচ্ছে। উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে এগুতে পারবো না। এই প্রশ্ন ফাঁস জেনারেশনের ছায়া আগামী ৩০ বছর আমাদের তাড়িয়ে বেড়াবে।

বিশ্বের সব দেশ'ই উন্নতি করছে কিন্তু আমাদের মানসিকতার অধপতন হচ্ছে দিন দিন। দেশে যেই হারে খুনীর সংখ্যা বাড়ছে সেটা খুবই ভয়ংকর। কথায় আছে বাঘ যখন মানুষের মাংসের স্বাদ পায় তখন তার অন্য কিছু ভালো লাগে না। লাখ লাখ জিপিএ ৫ দিয়ে জাতি কতদূর এগুবে বুজাই যাচ্ছে!

মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এ বিষয়টি আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। :(

২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: একজন সুস্থ সবল, রুচিশীল মানুষ কখনও এরকমটা মেনে নিতে পারে না।

২| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৪

ভুয়া মফিজ বলেছেন: একটা জাতি শিক্ষিত না হলে যতোরকমের নৈতিকতার অবক্ষয়, কু-সংস্কার, হুজুগেপনা সবই সেই জাতির উপর ভর করে। এসব চলতেই থাকবে।

২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: মা বলছে ছেলেকে : স্কুলে যা,
ছেলে : না যাবো না, আমি জব করবো।
মা : ফাজিল, ক্লাস টু তে পড়িস তুই কি জব করবি?
.
.
.
.
.
.
.
ছেলে: ক্লাস ওয়ান এর মেয়ে কে পড়াব ।

৩| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৬

ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: মা বলছে ছেলেকে : স্কুলে যা,
ছেলে : না যাবো না, আমি জব করবো।
মা : ফাজিল, ক্লাস টু তে পড়িস তুই কি জব করবি?
.

ছেলে: ক্লাস ওয়ান এর মেয়ে কে পড়াব ।


এটা জানি। আপনার ছোটবেলার একটা ঘটনা। B-)

২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: হে হে----

৪| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৩

ঢাবিয়ান বলেছেন: এখন রাস্তায় বিরোধী দলের দশজন নামুক একটা মিছিল করতে , কয়েক প্লাটুন পুলিশ সঙ্গে সঙ্গে দৌড়ে রাস্তায় নেমে আসবে। কিন্ত নিরাপরাধ মানুষ রাস্তায় মার খেয়ে মরে পড়ে থাকলেও দেখতে আসার সময় তাদের নাই।যে দেশের সকল বাহিনী যখন নাগরিকদের বাদ দিয়ে শুধুই ক্ষমতাসীন দলের নিরাপত্তার জন্য নিয়োজিত হয়, তখন সেই দেশের অবস্থাতো এমনটাই হবার কথা। প্রশ্ন ফাশ মাশ জেনারেশন গালাগাল দিয়ে কি আর আসল সত্যকে লুকিয়ে রাখা যায়?

২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: পুলিশ তো আসলে রাজনীতিবিদদের দাড়োয়ান।

৫| ২৩ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার দরকার; কিন্তু সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠলে, আওয়ামী লীগ সরকারে পতন ঘটতে পারে তাদের হাতে।

২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ তো বলেই সময় এখন আমাদের
আসলেই তো সময় এখন তাদের। শুধু তাদের না, তাদের ছত্রছায়ায় থাকা লোকজনদেরও।

৬| ২৩ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের অবস্হা ঘটলে, নতুন নবী আসেন!

২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: কেউ আসবে না। কেউ না।
এইভাবে একদিন দেশটা ধ্বংস হয়ে যাবে।

৭| ২৩ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: এটা কোন স্বাভাবিক ঘটনা নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হলে এসব আর থাকবে না। আইন শৃঙখলা রক্ষার দায়িত্ব সরকারের। তাই এটা সরকার দায় এড়াতে পারবে না।

২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: শুধু সরকার দিয়ে সম্ভব না।
দেশের মানুষকে সচেতন হতে হবে।

৮| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গণ শব্দটি শুনলে আমাদের অনেকেরই মনে হতে পারে যে, এখানে হাজার হাজার বা লাখ লাখ লোক জড়িত। বিশাল জনতার বাঁধভাঙ্গা জোয়ার বুঝি।

আসলে সব গণই গণ নয়। সব গণ এর ক্ষেত্রে হাজার হাজার লোক অংশ নেয় না। সামপ্রতিক কিছু ভিডিও এবং আলোড়ন সৃষ্টিকারী কিছু খবর দেখে আমার কাছে এটাই মনে হয়েছে।

সংবাদ মাধ্যমে সামপ্রতিক সময়ে বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে- ১। গণধর্ষণ ২। গণপিটুনী।
দেখে গেছে- এখানে অযথাই গণ অর্থাৎ জনগণের বদনাম করা হচ্ছে। এখানে জড়িত থাকে খুব বেশী হলে ৩ কি ৪ জন কালপ্রিট। তাই এই সব ক্ষেত্রে গণ শব্দটি কে ব্যবহার করে শব্দটির প্রকৃত অর্থ নষ্ট করা হচ্ছে। যে ৩/৪ জন অমানুষ ধর্ষণ অপকর্মে জড়িত থাকে তারা সমাজের আগাছ, ক্যান্সার। রাষ্ট্রের উচিত এদেরকে উপড়ে ফেলা। তাহলে সমাজ কলুষ মুক্ত থাকবে।

সম্প্রতি আরেকটি গুজব চালু হয়েছে। সেই সাথে চালু হয়েছে গণপিটুনী। এই যে গুজব একখানে চালু করে দিল যে, পদ্মা সেতুকে নাকি মানুষের ( শিশুদের) মাথা লাগবে। কেননা, পদ্মার পানির নিচে এক বিরাট দানব বাস করে। সে চায়না পদ্মা সেতু হোক। তাই সে পদ্মা সেতু তৈরী হতে দেবে না। তাকে মানুষের মাথা দিলে সে আরাম করে খেয়ে ঘুমাবে । এই সুযোগে তড়িঘড়ি করে পদ্মা সেতু তৈরী হয়ে যাবে ।
বাংলার মানুষ এই গুজুব লুফে নিল। আতংক ছেয়ে গেল সারা দেশে। প্রাণ হারাতে শুরু করলো অনেক অসহায় সাধারণ নিরীহ মানুষ। অহেতুক ছেলেধরা/গলা কাটা ইত্যাদি সন্দেহে মানুষ পিটিয়ে মেরে ফেলা শুরু হয়ে গেল বাংলাদেশে।
গণপিটুনীতে কিন্তু হাজার হাজার মানুষ অংশ নেয় না। এই সব ভিডিও খেয়াল করে দেখলে দেখা যায়- খুব বেশী হলে ৩ , ৪ জন হত্যাকান্ডে অংশ নেয়। বাকি সবাই দাড়িয়ে মজা দেখে। কেউ ছবি বা সেলফি তুলে, কেউবা ভিডিও করে।
যে ৩/৪ জন অমানুষ গণপিটুনী নামক অপকর্মে জড়িত থাকে তারা সমাজের আগাছ, ক্যান্সার। রাষ্ট্রের উচিত এদেরকে উপড়ে ফেলা। তাহলে সমাজ কলুষ মুক্ত থাকবে।
পাপ ও পাপী উভয়কে সমাজ থেকে বিদায় করতে হবে। পাপ ও পাপী উভয়কে ঘৃণা করতে হবে।

নিষ্পাপ মানুষ আর পাপ বর্জিত দেশ হোক সকলের ব্রত।

২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: আসলে আপনি দেশের মানূষের দুঃখ কষ্ট এবং সমস্যা গুলো বুঝতে পারছেন না।
দূর থেকে বুঝা সম্ভবও না।

৯| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৭

রাকিব আর পি এম সি বলেছেন: কি যে হচ্ছে দেশটায়!

২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: সামনে আরো খারাপ সময় অপেক্ষা করছে।

২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: সামনে আরো খারাপ সময় অপেক্ষা করছে।

১০| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৮

ইসিয়াক বলেছেন: আসলে এসব কি হচ্ছে ? সব কিছ্‌র ই একটা সীমা থাকা উচিত।
আমরা কি সবাই মানসিক রুগী হয়ে যাচ্ছি।এসব তো সুস্হ মানুষের কাজ নয়।
রাজনৈতিক নেতৃবৃন্দরা দয়া করে সঠিক পদক্ষেপ নিন। আর ঘুমাবেন না। ঘুম থেকে জেগে উঠুন।
এখন কিন্তু আর বিরোধী দল নেই ।দায় অবশ্যই কিন্তু আপনাদের।

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: কাউকে দায় যদি দিতেই হয় তাহলে সমস্ত দায় আমাদের কপালের। এই দরিদ্র দেশে জন্ম নেওয়ার টাই অপরাধ।

১১| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১০:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি এক বার বিসিএস পরীক্ষার ভাইবা দিতে গিয়েছিলাম। আমাকে প্রশ্ন করা হলো, আপনি কি বিচার বিভাগের স্বাধীনতা চান ? আমি জবাব দিলাম, জি স্যার , আমি চাই । তখন তিনি আমাকে প্রশ্ন করলেন, তাহলে আপনি ম্যাজিস্ট্রেট গুলিকে কি করবেন?

আমার তো আক্কেল গুড়ুম ‌। আমি তখন ছিলাম এক জন বেকার যুবক । দেশের প্রধানমন্ত্রী না। ম্যাজিস্ট্রেট নিয়ে চিন্তা ভাবনা আমার থাকার কথা না।

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: হা হা হা----

১২| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫২

মোগল সম্রাট বলেছেন: নগরে আগুন লাগলে মসজিদ মন্দিরও বাদ যায়না। আর একটু কামর দিয়া পইরা থাকেন রানু ভাই। কয়দিন পর দেখবেন সব কিছু সবাই বেমালুম ভুলে গিয়ে নতুন হুজুগ নিয়ে দারিয়াবান্ধা কাবাডি খেলবে আমরা পাছা চুলকামু আর কমু উন্নয়নের এয়ারপোর্টে আমরা। প্রবৃদ্ধির রকেটে আমরা।

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: হুম, ঠিক বলেছেন।
আবার নতুন কিছু ঘটবে, তখন এই ঘটনা সবাই ভুলে যাবে।

১৩| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১২:২৮

আনমোনা বলেছেন: ৯৯৯ কতখানি কার্যকর?

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: জানি না।
একবার ফোণ করে দেখুন।

১৪| ২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৫৮

নীল আকাশ বলেছেন: আজকাল দেশের সবাই মানুষ থেকে অমানুষ হবার জন্য প্রতিযোগিতায় লেগেছে! কে কত টুকু জানোয়ার হতে পারে সেটা প্রকাশ করাটাই এখন মূখ্য হয়ে পড়েছে!
ধন্যবাদ

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: আইয়ামে জাহেলিয়া

১৫| ২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: দেশে এখন ক্রান্তিকাল চলছে - জিপিএ ফাইভের প্রভাব তো অবস্যই, এতো এতো ছাতা পাতা দিয়ে দেশ কি করবে এটি দেশ জানে। আইয়ামে জাহেলিয় ‘র বংশধরের আগমন বাংলাদেশে !!!

২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: প্রকৃতি ব্যবস্থা নিবে।

১৬| ২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫২

তারেক ফাহিম বলেছেন: সমস্যা সমাধানে কারা এগিয়ে আসতে পারে?

সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য ঐক্য প্রয়োজন সেটাও আমাদের মাঝে নেই।

সরকার দলীয় লোকগণ তার প্রধানকে খুশি করতে নিরব থাকে।

২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

১৭| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ২:১৯

পল্লব কুমার বলেছেন: ভাই, চারিদিকে যেদিকে তাকাই শুধু অন্ধকার দেখি। সবকিছু নস্টদের দখলে চলে গেছে। এমন পরিস্থিতির দায় আমি আপনি, কেউই এড়াতে পারি না।

২৭ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: দায় আমাদের সকলেরই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.