নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প- ১৫

৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০২



আজ দিনের বেলা তিনটা মশা আমাকে কামড় দিয়েছে।
সত্যি সত্যি'ই কামড় দিয়েছে। এমনতেই সারাক্ষন খুব ভয়ে ভয়ে থাকি। অলরেডি আমার বাসার চারজনের ডেংগু হয়ে গেছে। আল্লাহর রহমতে তারা এখন সুস্থ হওয়ার পথে। চারিদিকে ডেংগু। হাসপাতাল গুলোর অবস্থা ভয়াবহ। আজ বাসা থেকে বের হলাম আর তিনটা মশা কামড় দিয়ে দিল। আল্লাহ'ই জানেন আবার ডেংগু হয় কিনা!

প্রথম মশা কামড় দিলো এক লোকাল বাসে।
বাসে করে খিলখেত যাচ্ছি। চিল্লাচিল্লি করে বাস থেকে নেমে গেলাম। যাবো না তোমাদের বাসে। বাস থেকে নেমে দেখি মহাখালী ওভারব্রীজের মাঝখানে আমি। হেঁটে হেঁটে আমাকে ব্রীজ থেকে নামতে হলো। পড়েছি নতুন এক সু। সু টা আজ'ই প্রথম পড়েছি। বেশ বেগ পেতে হচ্ছে। ইচ্ছা করছে সু টা ছুড়ে ফেলে দিয়ে খালি পায়ে হাঁটি।


দ্বিতীয় মশা কামড় দিলো এক সরকারী অফিসে।
তেজগাঁ মিল্কভিটা অফিসে গিয়েছি। একজনের সাথে দেখা করবো। যার সাথে দেখা করবো উনি মিটিং এ আছেন। আমি রিসিপশনে বসে আছি। কেউ এসে চা নাস্তা দিয়ে যাচ্ছে না কেন বুঝতে পারছি না। রীতিমতো রাগ লাগছে। ঠি এই সময় ঠিক গলার কাছে একটা মশা কামড় দিলো। জ্বলছে বেশ। আজ ভাগ্যটাই খারাপ।

মন মেজাজ খারাপ। ভাবলাম এক কাপ চা খাই।
রাস্তার পাশে চায়ের দোকানে তৃতীয় মশা কামড় দিলো! খুব চুলকাচ্ছে। লাল হয়ে আছে। মেজাজ এমন খারাপ হলো যে কাপ সহ চা ফেলে দিলাম। চায়ের দোকানদার বলব, আমি সারা দিন এখানে দোকানদারি করি আমাকে তো কোনো মশা কামড়ায় না। ভালোয় ভালোয় চায়ের কাপের দাম দেন। চা সহ চায়ের কাপের দাম দিলাম।

একটা সিগারেট ধরিয়ে, মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছি।
ঠিক এমন সময় মোবাইল বেজে উঠলো। মা ফোন দিয়েছে। বলল, পন্ডিত বাসায় চলে আয়। তোর প্রিয় খাবার রান্না করেছি। আমি একটা রিকশা নিয়ে বাসায় চলে এলাম। বাসায় আসার আগে তিন কেজি পেয়ারা কিনে নিলাম। একলোক ভ্যানগাড়িতে করে পেয়ারা বিক্রি করছে। আশি টাকা কেজি। সুরভি পেয়ারা খুব পছন্দ করে।

মন্তব্য ৪৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



আপনার বাসার আশেপাশে কলাবাগান আছে নাকি, এত মশা কেন?

৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

রাজীব নুর বলেছেন: আমাদের বাসা পরিস্কার পরিচ্ছন্ন। এমন কি ছাদে যে আমি বাগান করেছি। সেটাও পরিস্কার। প্রতিদিন যত্ন নিই।
কিন্তু আমাদের পাশের বাসায় সাত তলা বাড়ি। তিন তলা পর্যন্ত কমপ্লিট। বাকি গুলো খালি। শুধু ছাদ আছে। সেখানে প্রতিটা ফ্লোরে পানি জমে থাকে। অথচ তাদের কিছু বলতেও পারি না। বললেই ঝগড়া করতে আসে। এমন কি তাদের বাড়িতে ৬/৭ জন ছেলে আছে। প্রতিটা সন্তান। প্রচুর হিংস্র। এলাকায় কিছু দিন পর পর মারামারি করে।

২| ৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১০

অব্যর্থ বলেছেন: আমি আপনার আশেপাশের এলাকাতে থাকি। ইদানীং আমাকেও দিনের বেলায় মশা কামড়াচ্ছে, এখনো মরি নাই, ডেঙ্গুও হয় নাই। আশা করি আপনারও কিছু হয় নাই।

৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

রাজীব নুর বলেছেন: মন্তব্যটা পছন্দ হয়েছে।
ভালো থাকুন।

৩| ৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

ভুয়া মফিজ বলেছেন: চায়ের দোকানদার আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। এটা ঠিক না। একটা কাপই না হয় ভেঙ্গেছেন.....দোকান তো আর ভাঙ্গেন নাই!

৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২০

রাজীব নুর বলেছেন: গাধা তো।
আমাকে চিনে নাই।

৪| ৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: একটা রোগ কতটা ভয়াবহ পর্যায়ে পৌছালে মানুষ মশার কামড়েরও হিসাব রাখতে পারে! আর বর্তমান সময়ে তো একটা ডেংগু ভাইরাসবাহি মশার কামড়েই ডেংগু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ৩ টা মশার কামড়ে আসলেই বিপদজনক! আল্লাহ্‌ সবাইকে নিরাপদে রাখুন।

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: আল্লাহ সবাইকে রক্ষা করুক।

৫| ৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সত্য পথিক শাইয়ানকে খবর দিন। তিনি সব সমস্যার সমাধান দিয়ে দিবেন ক্যালকুলেটর দিয়ে হিসাব কষে। এইসব সমস্যা তার কাছে কিছুই না।

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: বাস্তব বড় কঠিন। তা কি তিনি জানেন??

৬| ৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগের হুজুরেরা বলেন, "আল্লাহ আমাদের নিরাপদে রাখুন, হেফাজত করুন"; এদিকে বন্যা, ঐ দিকে ডেংগু, শীতে হবে চিনগুণিয়া, সারা বছর ধর্ষন; আল্লাহ উনার হুজুরদের কথায় কান দেন না? ব্যাপারটা কি?

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: আসলে বেশির ভাগই পাপী লোক। মন্দ লোক। তাই আল্লাহ তাদের দোয়া কবুল করেন না।

৭| ৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

ইসিয়াক বলেছেন: আমাদের শহরেও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে । ভয়াবহ অবস্থা।

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: আপনার শহর কোনটা??

৮| ৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চাঁদগাজী বলেছেন:


ব্লগের হুজুরেরা বলেন, "আল্লাহ আমাদের নিরাপদে রাখুন, হেফাজত করুন"; এদিকে বন্যা, ঐ দিকে ডেংগু, শীতে হবে চিনগুণিয়া, সারা বছর ধর্ষন; আল্লাহ উনার হুজুরদের কথায় কান দেন না? ব্যাপারটা কি?

আল্লাহ হুজুর দের কাছ থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন না। তিন সিদ্ধান্ত নেন প্রাকৃতিক উপায়ে। মানুষ প্রকৃতিকে যে অবস্থায় নিয়ে যায় আল্লাহর সিদ্ধান্ত আসবে সেই অনুসারে । এখানে হুজুরদের ভূমিকা কিছু নেই। ছিল ও না।

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: কামিলদা হুজুর আমাদের নেই। আমাদের হুজুর সব ডিজিটাল হয়ে গেছে। ওয়াজ গুলো শুনলেই তা পরিস্কার বুঝা যায়।

৯| ৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

মা.হাসান বলেছেন: এই সময়ে ৮০ টাকা কেজি পেয়ারা? আপনাকে সহজ লোক পেয়ে ঠকায়ে দিল। মশা কি আসলেই কামড়ালো? নাকি গুজব ছড়াচ্ছেন? উত্তরের মশা ? নাকি দক্ষিণের?

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: ৮০ টাকা দিয়েই কিনেছি। ১০০ টাকা দাম চেয়েছিল। দামাদামি করার পর ২০ টাকা কমিয়েছে।

১০| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:০১

তারেক ফাহিম বলেছেন: ডাক্তার দেখিয়ে মাত্র আসলাম।

পরীক্ষা দিলো, করাবো না, এন্টিবায়েটিকগুলো খেয়ে দেখি।

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: রিস্ক নিয়ে লাভ নেই।
সাবধান থাকুন।

১১| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:



তারেক ফাহিম বলেছেন, " ডাক্তার দেখিয়ে মাত্র আসলাম। পরীক্ষা দিলো, করাবো না, এন্টিবায়েটিকগুলো খেয়ে দেখি। "

-আন্দাজী এন্টিবায়েটিক?

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: আরে তাই তো !!!

১২| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: যাইহোক, এই উছিয়ালায় মানুষ মশা নামক ছোট্ট প্রাণীটাকে গুরুত্ব দিচ্ছে।
একটি সামান্য মশা; গড়ে ৫-৭ দিন বাচে। যদি ৫-৭ মাস বাচতো তাহলে কি যে হইতো উপরওয়ালাই ভালো জানেন!! =p~

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: মশা আমাদের বুঝিয়ে দিলো দুনিয়ার কোনো কিছুকেই অবহেলা করতে হয় না।

১৩| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রতিটা বছর আমরা মশার কাছে হ্যানস্তা হই তার একমাত্র কারণ আমরা নিজে। ইডিয়ট বাঙ্গালী যত্রতত্র ময়রা আবর্জনার স্তুপ করে আর পলি ব্যাগের কারণে ড্রেন হয় বন্ধ, পানি যাবে কোথায়? হাতির ঝিলে একটি অবৈধ মসজীদ তৈরি হয়েছে ছনের বেড়ার অনেকটা ছাপড়া বস্তির মতো - দেখেছেন কি? হাতির ঝিল ময়লার পানি এখন দুর্গন্ধ আর মশার ফেক্টোরী।

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: জ্বী মসজিদ টা দেখেছি।
আসলে আজকাল নতুন নতুন মসজিদ গুলো করে জায়গা দখল আর ব্যবসার চিন্তা থেকে।

১৪| ০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৭:৪১

অলিউর রহমান খান বলেছেন: ভাই খুব সাবধানে থাকবেন!

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।

১৫| ০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩০

ইসিয়াক বলেছেন: যশোহর

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: শযোহর আমি গিয়েছি। নওয়া পাড়া, মনিহার সিনেমা হল।

১৬| ০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:৫২

ইসিয়াক বলেছেন: সিনেমা দেখেছেন নিশ্চয় । কি সিনেমা ?
মনিহারের কাছাকাছি ই থাকি ।অবশ্য এটা ঠিক আমার শহর না ।থাকি ।আমার শহর ঢাকা।
২১/২ শের শাহ শুরী রোড ,মোহাম্মদ পুর ঢাকা ১২০৭ ।আমাদের বাসা ।

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: না, সিনেমা দেখা হয়নি। এমন নি বেড়াতে গিয়েছিলাম।

১৭| ০১ লা আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৪

ইসমাঈল আযহার বলেছেন: পড়ে খুব ভাল লেগেছে। আমার সাথে মিলও আছে। সবসময় ভয়ে থাকি। মাঝে মাঝে ঘুমের ভেতরও চিন্তা করি মশাটাশায় কামড়াচ্ছে না তো। আর ঘুম ভেঙ্হে যায়।

০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: খুব কঠিন রোগ।

১৮| ০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৪

তারেক ফাহিম বলেছেন:
গাজী ভাই, ....
-আন্দাজী এন্টিবায়েটিক না, পরীক্ষাগুলো না করিয়ে ডাক্তারের পরামর্শনুযায়ী এন্টিবায়েটিক খাচ্ছি। এখন কিছুটা সুস্থ্য।

০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: গুড।

১৯| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৫

নীলপরি বলেছেন: ভালো থাকুন ।

০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২০| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। পেয়ারা আমিও পছন্দ করি।

ভাল থাকুন সুস্থ থাকুন এ কামনা থাকলো ।

০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২১| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ সবাইকে হেফাজত করুন

সুন্দর লিখেছেন

০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

২২| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০১

অন্তরা রহমান বলেছেন: আপনার এই সিম্পল লাইফ সেটিং-এর লেখাগুলো আমার বেশ লাগে

০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২৩| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মশা আল্লাহ কর্তৃক প্রেরিত। নমরুদ কে শায়েস্তা করার জন্য উনি মশা পাঠিয়েছিলেন । মশাকে অবহেলা করা ঠিক নয় ।

০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৪

রাজীব নুর বলেছেন: দুনিয়ার কোনো কিছুকেই অবহেলা করা ঠিক না।

২৪| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:০৪

জাহিদ অনিক বলেছেন: আপনি বোধয় সিগারেট খেতেন না !

০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৭

রাজীব নুর বলেছেন: দুই হাজার সয়াল থেকে সিগারেট খাওয়া শুরু করছি। আজও খেয়ে যাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.