নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঢাকার পথে পথে- ১২ (ছবি ব্লগ)

০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১২



অভদ্র এক শহর ঢাকা শহর।
এই শহরের মানুষ গুলো ঘর থেকে বাইরে বের হলেই হিংস্র হয়ে যায়। তখন তাদের মধ্যে কোনো মায়া দয়া দেখা যায় না। অতি সজ্জন ব্যাক্তি, যার বউ বাচ্চা, বাবা মা আছেন। এমন লোকও বাইরে বের হলেই পশু হয়ে যায়। এই শহরের কিছু সমস্যা আছে তা যুগ যুগ ধরে রয়ে গেছে। এর কোনো সমাধান হচ্ছে না। এই শহরে মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে। অথচ এই শহরে জীবনটা পার করে দিচ্ছি। এই শহরের মানুষ গুলো অভদ্র। তাই এ শহরের পজেটিভ পরিবর্তন হচ্ছে না। আমি চাই শহরটা সুন্দর হোক, পরিচ্ছন্ন হোক। মানুষ গুলো ভদ্র হোক। মানবিক হোক। শুধু সিটি করপোরেশন বা সরকারের পক্ষে কোনো দিনও সম্ভব না এই শহরের সমস্যা গুলো দূর করা। শহরের সমস্ত মানুষকে সজাগ হতে হবে। শহরকে ভালোবাসতে হবে। এই শহরে সারাদিন ঘুরে ঘুরে শহরের সমস্যা গুলো আমার চোখে খুব বেশী পড়ে।

১।
গত মাসে পরিবারের সবাই মিলে এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। রেস্টুরেন্টটা ২২ তলার উপরে।

২।
ওই যে দূরে ঐ পাশে বঙ্গবন্ধুর বাড়ি। উপর থেকে দেখলে ঢাকা শহরে কিছু গাছপালা চোখে পড়ে।

৩। সুরভির জন্য পাসপোর্ট করতে গিয়েছিলাম। হায় হায়-- পাসপোর্ট অফিস নিয়ে গেছে নদীর ঐ পাড়ে। কেরানীগঞ্জ। রাস্তা ঘাট ভাঙ্গা। সীমাহীন কষ্ট হয়েছে। আর আধা ঘন্টা সামনে এগিয়ে গেলে গ্রামের বাড়ি চলে যেতে পারতাম।

৪।
একটা কোর্স করেছিলাম। আচার-আচরনের উপর। শেষ ক্লাশের দিনে।

৫।
এই ছবিটা তুলেছি। গতকাল। কাওরানবাজারের কাছে। ডান পাশে ছিল বসুন্ধরা মার্কেট। লোকটা দাড়িয়ে আছে। কেউ কিনছে না। মাত্র দশ/বিশ টাকা দাম।

৬।
বনানী।

৭।
হাতির ঝিল। মধ্যদুপুরে।

৮।
ওই দূরে দেখেন, একটা পোটলার মতোন কিছু পড়ে আছে। ওইটা একটা ৪/৫ বছরের বাচ্চা মেয়ে। নাটকের শূটিং চলছে।

৯।
বাবু বাজার ব্রীজ। কোনো পরিবর্তন নেই। সেই আগের মতোন নোংরা।

১০।
বাংলা মটর। দুপুর দুইটা।

১১।
আজও মানূষের শান্তি নেই। দৌড়ে দৌড়ে বাসে উঠতে হয়। নামতে হয়। বসার জন্য সিট পাওয়া যায় না। দেশ উন্নয়নের মহাসড়কে চলে গেলেও, গনপরিবহনে শান্তি নেই।

১২।
ছবিটা এক রাস্তার পাশের চায়ের দোকান থেকে তুলি। মৌমাছি থাকবে ফুলের মধ্যে, চিনিত বাটিতে কি করে?!

১৩।
স্কয়ার হাসপাতালের ৯ তলা থেকে। পরী ভাবী এই হাসপাতালেই ভর্তি ছিল।

১৪।
ছবি আমার ঘরের বারান্দা থেকে তুলি। ঐ দূরে একটা বিয়ে বাড়িতে আজ ১০ দিন ধরে লাইট জ্বলছেই। সাধারনত বিয়ে বাড়ির আলোকসজ্জা থাকে ৩/৪ দিন। অথচ---

১৫।
একদিন দুপুরবেলা রান্না ঘর থেকে দেখি একটা পাখি, ছাদের গ্রীলে থেমে আছে অনেকক্ষন ধরে। মনে হয় পাখিটা অসুস্থ। এটা কি চিল?

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

জাহিদ হাসান বলেছেন: পাসপোর্ট করছেন যখন তখন তো নিশ্চয়ই কোন পরিকল্পনা আছে। আপনাদের পরিকল্পনা সফল হোক।

জয়বাংলা

জাহিদ হাসান শিশির

০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

রাজীব নুর বলেছেন: বহুদিন পর আপনাকে ব্লগে দেখলাম।

২| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

ইসিয়াক বলেছেন: আপনার তোলা ছবিগুলো খুব সুন্দর।

০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

জাহিদ হাসান বলেছেন: ব্লগ বন্ধ থাকার কারণে ব্লগে আসতে পারিনি। আমি সামুর লিংকে ঢুকলেই
This web-page is blocked লেখা দেখাতো।
এখন নিয়মিত হয়েছি। যতদিন ব্লগ খোলা থাকবে এখানে আসবো।

আমার অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা চলছে। দোয়া করবেন। আর দুইটা পরীক্ষা আছে। দিতে পারলেই আরও শান্তিতে ব্লগে বসতে পারবো।

জয়বাংলা

জাহিদ হাসান শিশির

০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

রাজীব নুর বলেছেন: অনেক শুভ কামনা।
মন দিয়ে পড়ুন। অবশ্যই ভালো কিছু করতে হবে।

৪| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


পুরো দেশের সেরা অসৎগুলো, সেরা জালিয়াতগুলো, সেরা চোর ডাকাতগুলো, সেরা প্রতারকগুলো ঢাকায় এসে জমা হয়েছে।

০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৪৮

রাজীব নুর বলেছেন: আমি তো সহজ সরল ভালো মানুষ। আমিমুহাদের সাথে পেরে উঠছি না।

৫| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: মৌমাছিগুলাও শর্টকাট প্রক্রিয়ায় মধু উৎপাদন করতে চাইছে!
=p~

ছবিগুলো সুন্দর।

০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৪৯

রাজীব নুর বলেছেন: ছবি গুলো খুব বেশি হেলাফেলা করে তুলেছি।

৬| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঢাকা শহরে যে পরিমাণ মানুষ রয়েছে পুরো মালয়েশিয়াই তো সেই পরিমাণ মানুষ নেই । ঢাকা একটা মানুষের বাজার বা ফ্যাক্টরি।

০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৫০

রাজীব নুর বলেছেন: বেশি মানুষ কোনো সমস্যা না। এই বিশাল জনগোষ্ঠী কাজে লাগাতে পারলে দারুন হত।

৭| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর ছবি ব্লগ, ছবির সাইজ এমন ছোট বড় ক্যান ভাই?

০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৫১

রাজীব নুর বলেছেন: সেটা আমি জানি না। সামু বলতে পারবে।

৮| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:৪৭

সোনালী ডানার চিল বলেছেন: চমৎকার পোষ্ট, অনেকদিন পর প্রিয় ঢাকা’কে
এভাবে দেখা হলো- যতই অগোছালো হোক তবুও এশহরেই আমার আমার স্মৃতির অনুরণন..।

০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৯| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:৪৫

ইসিয়াক বলেছেন:

০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১০| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৫৬

জাহিদ অনিক বলেছেন: ঢাকা শহরটাকে কখনোই আমার কবিতার মতন মনে হয়নি, মনে হয়েছে মধ্যবিত্ত বাবাদের গোপন কষ্টের মতন

০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৮

রাজীব নুর বলেছেন: যথার্থ বলেছেন।

১১| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ছবি ব্লগ। ক্যাপসানগুলোর জন্য আরো ভালো লাগলো।
শুভ কামনা প্রিয় ছোট ভাইকে।

০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১২| ০২ রা আগস্ট, ২০১৯ ভোর ৫:৪২

ডার্ক ম্যান বলেছেন: ঢাকা গেলে ট্যুর গাইড হিসেবে আপনাকে সঙ্গে নিতে চায়

০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

১৩| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৭

ভুয়া মফিজ বলেছেন: আশা হারাবেন না। সবসময় আশায় বুক বেধে রাখবেন। মাঝে-মধ্যে বাধন একটু হাল্কা মনে হলে আবার কষে বাধবেন। :)

০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া। পরামর্শের জন্য বিশেষ ধন্যবাদ।

১৪| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: বেশি মানুষ কোনো সমস্যা না। এই বিশাল জনগোষ্ঠী কাজে লাগাতে পারলে দারুন হত।

বাংলায় একটা কথা আছে excess of anything is bad. কোন কিছুই অতিরিক্ত ভালো নয়। বাংলাদেশের জনসংখ্যা প্রয়োজনের চেয়ে দ্বিগুণ কিংবা তিন গুণ হয়ে গেছে। তাই ইহাকে কোন কাজে লাগাতে পারবেন না। তবে মধ্যপ্রাচ্য আর মালয়েশিয়াতে পাঠাতে পারবেন। এতে দালাল গুলো লাভবান হবে । মানুষগুলি শুধু শুধু কষ্ট করবে। তাদের কোন পারিবারিক জীবন থাকবে না। আফসোস ‌

০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

রাজীব নুর বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.