নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কেন প্রতি বছর খরা বা বন্যা হয়?
আর এই বন্যায় মানুষের সীমাহীন কষ্ট। নদী ভাঙনে ঘর বাড়ি পানিতে ঢুবে যায়। প্রতি বছর একই ঘটনা। এর কি কোনো স্থায়ী সমাধান নেই? নদী কি শুধু আমাদের দেশেই আছে? বাংলাদেশের মানুষ জানেই না কিভাবে নদীকে ব্যবহার করতে হয়। নদী তো আমাদের সম্পদ। কিন্তু আমরা এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে পারি নাই। বিজ্ঞানীদের ধারনা, আগামী শতাব্দীর মাঝামাঝি মানুষের অস্তিত্বে বড় ধরনের ধাক্কা লাগবে। মানুষের হাতে খুব বেশি সময় নেই। তবু মানুষ গাছ লাগাচ্ছে না। বরং বন জঙ্গল উজার করছে।
পৃথিবীর সঙ্গে মানুষের এক নিবিড় সম্পর্ক।
কিন্তু লোভী মানুষ পৃথিবীর কাছ থেকে শুধু লুটপাট আর তছনছ করেছে। তৈরি করেছে শুধু জটিলতা। পৃথিবীর সব দেশের মানুষ সবাই এক হয়ে যদি পৃথিবীর কথা ভাবতো- পৃথিবী ছোট্র একটা গ্রহ, তার অফুরন্ত সম্পদ নেই। যা আছে, যতটুকু আছে তার যত্ন নেওয়া দরকার। যদি মানুষ সাবধান না হয় তাহলে প্রকৃতি নিজেই তার ব্যবস্থা গ্রহন করবে। তখন লক্ষ কোটি মানুষ মারা পড়বে। প্রকৃতি তার ভারসাম্য কিছুতেই নষ্ট হতে দিবে না। কাজেই তার আগেই আমাদের সর্তক হওয়া উচিত।
মানুষ সৃষ্টির সেরা জীব।
তাই এক দেশের প্রতি আরেক দেশের যেন উদাসীনতা না থাকে। আমেরিকায় ভূমিকম্প হলে চীন যেন চুপ করে না থাকে। ইথিওপিয়ায় দুর্ভিক্ষ হলে তার ক্ষুধা যেন স্পর্শ করে অস্টেলিয়াকে। মধ্যপ্রাচ্যে মহামারী হলে তা যেন উদ্বিগ্ন করে সুইজারল্যান্ডকে। পৃথিবীর ক্ষমতায় থাকা মানুষ গুলো যদি এক টেবিলে বসে সিদ্বান্ত নিতো আমরা আর যুদ্ধ করবও না। পারমানবিক বোমা বানাবো না। নতুন নতুন অস্ত্র বানাবো না। যেসব অস্ত্র আছে, সেগুলো আটলান্টিক মহাসাগরে ফেলে দিব। একদেশ না খেয়ে থাকবে, আরেক দেশে জাহাজে করে গম নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিবে? এটা কেমন কথা!
এই পৃথিবীর প্রতি প্রতিটা মানুষের দায়িত্ব আছে।
প্রতিটা মানূষের উচিত তাদের দায়িত্ব যথযযথভাবে পালন করা। তাহলেই পৃথিবী আনন্দময় হয়ে উঠবে। শুধু নিজের ঘর সংসারের দায়িত্ব পালন করলে হবে না। সমাজের প্রতিও আপনার দায়িত্ব আছে। সেদিকেও নজর দেওয়া উচিত। গ্রামে গেলে গাছপালা গুলোকে আমার বন্ধু বলে মনে হয়। আমি পৃথিবীর প্রতিটা গাছপালার বন্ধু হতে চাই। নদী, কীটপতঙ্গ আর পশু পাখির বন্ধু হতে চাই। শহরের পাট চুকিয়ে খুব শ্রীঘ'ই গ্রামে চলে যাব। প্রকৃতির সাথে তখন আমার খুব ভাব হবে।
০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: কি খাবেন বলুন?
২| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:৩০
ইসিয়াক বলেছেন: আমাদের সবার উচিত প্রতিটি দ্বায়িত্ব,স্ব স্ব ক্ষেত্রে সঠিক ভাবে পালন করা।তাহলে আসন্ন বিপদ মোকাবেলা করা সম্ভব ।
আর প্রচুর পরিমানে গাছ লাগাতে হবে। হবেই........।রাস্তার পাশে পড়ে থাকা পতিত জমিতে .......।।সবুজে সবুজে ভরিয়ে দিতে হবে পৃথিবীকে তবে হয়তো আমরা বাঁচতে পারবো।নতুবা নয়।
০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: য়াপনি আপনার জীবনে কত গুলো গাছ লাগিয়েছেন?
৩| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:৪২
ইসিয়াক বলেছেন: অনেক। আমি গাছ লাগাতে খুব ভালোবাসি ।আমাদের ঢাকার মোহাম্মদপুরের ছোট্ট বাসাতে অনেক ফুল আর সবজি গাছ লাগাতাম। আর আমাদের গ্রামের বাড়িতে অনেক অনেক গাছ লাগিয়েছি ।কিন্তু সব গাছ টেকেনি অর্থাৎ গাছ লাগালে কারা যেন তুলে দেয় বা বেড়া দিলে ও গরু ছাগল দিয়ে খাইয়ে দেয় ।এটুকু বোঝে না ।কেউ না থাকলে অন্তত ফল তো অন্যরা খেতে পারে । এখন তো সেখানে কেউ থাকে না ।তারাই তো ফল খাচ্ছে ।আসলে মানুষ বুঝেও বোঝেনা।
০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: আমি ঠিক করেছি। ৭ একর জমি কিনবো।
তারপর গাছ পালা লাগিয়ে ভরে ফেলব।
৪| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৩
ইসিয়াক বলেছেন: ভাই এখনো ব্লগে নামাজ পড়বেন না
০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: না, আজ নামাজ পড়া হলো না।
৫| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৫
জাহিদ হাসান বলেছেন: অনেক সুন্দর কথা লিখেছেন
০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:১১
ভুয়া মফিজ বলেছেন: বন্যা নিয়ন্ত্রণ অবশ্যই সম্ভব, তবে তার আগে লোভ নিয়ন্ত্রণ করা খুবই জরুরী!
০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: এই লোভের কারনেই একদিন সব মারা পড়বে।
৭| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:১৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: মহৎ ভাবনা, বেশ সহজ ও সাবলীল ভাষায় ফুটিয়ে তুলেছেন।
০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৮| ০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৯
সুপারডুপার বলেছেন: চীনের দু:খ হুয়াংহো নদীতে বাঁধ দিয়ে যদি বন্যা নিয়ন্ত্রন সম্ভব হয়, বাংলাদেশেও বন্যা নিয়ন্ত্রন সম্ভব।
০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: তাহলে বাংলাদেশে বাঁধ দিচ্ছে না কেন??
৯| ০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৪:০৮
সুপারডুপার বলেছেন: লেখক বলেছেন: তাহলে বাংলাদেশে বাঁধ দিচ্ছে না কেন?
বাংলাদেশের মানুষরা দু:খের সমাধান চায় না , তারা দু:খের সাথে থাকতে পছন্দ করে।
০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষ খুব বেশী সহনশীল।
আর যারা ক্ষমতায় আছেন তাদের দক্ষতা, যোগ্যতা এবং সততার অভাব।
১০| ০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষ সৃষ্টির সেরা জীব কথাটি সত্য নয়।
০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: তাহলে সত্য টা কি??
১১| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষ খুব খারাপ প্রাণী। মানুষ পৃথিবীকে ধ্বংস করে ফেলেছে। অন্যান্য সকল প্রাণীর জীবন বিপন্ন করে তুলেছে। পরিবেশ নষ্ট করে ফেলেছে । পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে ফেলেছে।
০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২১
রাজীব নুর বলেছেন: সব মানুষ তো আর খারাপ।
এই যে নেট, এরোপ্লেন, মোবাইল কম্পিউটার তো মানুষই আবিস্কার করেছে।
১২| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের সরকারের পক্ষে বন্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়।
০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
রাজীব নুর বলেছেন: সরকার কি ইচ্ছা করেই বাঁধ দিচ্ছে না??
বন্যা হবে সরকার নৌকায় করে খাবার নিয়ে যাবে। আর বলবে, নৌকা ছাড়া গতি নেই।
১৩| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মশা মারার জন্য ইলেকট্রিক ব্যাট এই মুহূর্তে সব চেয়ে কার্যকরী পদ্ধতি। এতে পরিবেশের কোন ক্ষতি হয় না ব্যবহার ও সহজ। সবাই ব্যাট ব্যবহার করা শুরু করুন।
০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: এখন আমি ঘুমিয়ে থাকবো। সুরভি না ঘুমিয়ে ব্যাট দিয়ে মশা মারবে। সুরভিকে ব্যাট হাতে নিয়ে সারারাত জেগে থাকতে হবে। মশা তো আর বলে কয়ে আসবে না।
১৪| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১০:২৫
তারেক ফাহিম বলেছেন: স্থায়ী কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।
আমাদের কাদা-পানিতে থাকতে, বর্ষা শেষে হসপিটালে শয্যা থাকতে ভালোবাসি!!!
আমরা গাছ লাগানোর চেয়ে গাছ কাটতে ভালোবাসি।
০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: না রে ভাই।
হাসপাতালে থাকতে কারোই ভালো লাগে না।
১৫| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১০:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি কোরবানির গরুটিকে জিজ্ঞেস করে দেখুন। সে বলবে, মানুষ সেরা প্রাণী নয়। আপনি চিড়িয়াখানার পশু গুলি কে জিজ্ঞেস করে দেখুন। সে বলবে, মানুষ সেরা প্রাণী নয়। আপনি বনের গাছপালা কে জিজ্ঞেস করে দেখুন । সে বলবে , মানুষ সেরা প্রাণী নয়। আপনি পদ্মা মেঘনা যমুনার বুড়িগঙ্গা নদী কে জিজ্ঞেস করে দেখুন। তারা বলবে , মানুষ সেরা প্রাণী নয়।
০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: ঠিক আছে। তাহলে এখন থেকে গাছ, আর পশুদের সালাম দিয়েন। তাদের প্রতি আপনার সমস্ত ভালোবাসা নিবেদন করেন।
১৬| ০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: ঠিক আছে। তাহলে এখন থেকে গাছ, আর পশুদের সালাম দিয়েন। তাদের প্রতি আপনার সমস্ত ভালোবাসা নিবেদন করেন।
অবশ্যই সালাম দিব। আমরা তো বেঁচেই আছি ওদের জন্যে। দিনে কমপক্ষে 100 বার সালাম করা উচিত।
০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:৫২
রাজীব নুর বলেছেন: সালাম দিলেই হবে??
আর কোনো দায়িত্ব পালন করতে হবে না??
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:২৩
ইসিয়াক বলেছেন: আমি প্রথম ।