নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এক সময় সারাদিন ক্যামেরা কাঁধে নিয়ে ঘুরতাম। আর গত দুই বছর তেমন কোনো ছবি'ই তোলা হলো না। মাঝে মাঝে যখন রাতে ঘুম আসতো না, তখনও মধ্যরাতে ছবি তুলতাম। ছবি তোলার বিষয় নিজে বানিয়ে নিতাম। খবরের কাগজ ছিড়ে গোল গোল বলের মতো বানিয়ে ফ্লোরে ছড়িয়ে দিতাম। তারপর ছবি তুলতাম। একসময় প্রচুর বিয়ের অনুষ্ঠানের ছবি তুলতাম। এখন গত পাঁচ বছরেও একটা বিয়ের অনুষ্ঠানের ছবি তুলি নাই। ভাবছি আবার ক্যামেরা নিয়ে বেড়িয়ে পড়বো। সারাদিন ছবি তুলবো। অনেক ছবি তুলবো। ভালো ভালো ছবি তুলবো। এই পোষ্টে বিভিন্ন সময়ে তোলা নানান রকম ছবি গুলো পোষ্ট দিলাম। ফ্লিকারে আমার একতা একাউন্ট আছে। সেখানে আমার কিছু ছবি আছে চাইলে দেখতে পারেন। এই যে ছবি দেখুন আর আমাকে উৎসাহ দিন।
১।
বিয়ে বাড়ির খাবারের পর এগুলো খেতে দেয়। আমি কখনও এসব খাই না।
২।
সবুজ গাছপালা আমার সব সময়'ই ভালো লাগে। সবুজ রঙ চোখের আরাম দেয়।
৩।
ছবিটা আমার বেশ ভালো লাগে।
৪।
এবার বৃক্ষ মেলায় যাই নি।
৫।
এমন কোনো মানুষ আছে যার সমুদ্র ভালো লাগে না?
৬।
এটা কি ফুল? আমি নিজেও জানি না। শাপনা নাকি?
৭।
সমুদ্র একদিন সব কিছু গ্রাস করে নিবে।
৮।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জন্মদিন।
৯।
গ্রাম আমার খুব ভালো লাগে।
১০।
খাল। খালে মাছ পাওয়া যায়। খাল থেকে পানি নিয়ে জমিতে দেওয়া হয়।
১১।
শান্ত। নিস্তব্ধ।
১২।
একজন জেলে মাছ ধরার ব্যস্ত।
১৩।
নিষ্পাপ ফুল।
১৪।
একটি ছবি।
১৫।
শুয়োর।
১৬।
কাঁচা মাটির রাস্তা। খালি পায়ে হাঁটতেও আরাম।
১৭।
ছবিটার মধ্যে কেমন একটা শান্তি শান্তি ভাব আছে না?
১৮।
পরী।
০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
রাজীব নুর বলেছেন: হা হা হা---
দাদা, আমার ছোট ভাইয়ের বিয়েতে অগ্রীম দাওয়াত।
অবশ্য এখনও মেয়ে দেখা হয়নি।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর।
০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
ইসিয়াক বলেছেন:
০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
রাজীব নুর বলেছেন: হা হা হা----------
ছবি গুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২১
চাঙ্কু বলেছেন: ননাফসুসিত হইছে!!
০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
রাজীব নুর বলেছেন: বুঝলাম না।
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
ইসিয়াক বলেছেন: আপনার এই ছবিটা আমার খুব মনে ধরেছে।
ছবিটি রাজীব নুর ভাই এর তোলা ।
০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। এটা পদ্মা নদী। দুই জেলে মাছ ধরছে।
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর পোস্ট
ভালো লাগলো ছবিগুলো
০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
পরীকে সাবধানে রাখুন, ২য় বার যেন ডেংগু না হয়
০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
রাজীব নুর বলেছেন: মেয়ে স্কুলে যায়। সন্ধ্যায় আরবী ক্লাশে যায়। শিশু একাডেমীতে যায়। এলোহা ক্লাশে যায়।
কি যে করি!!
৮| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
জুন বলেছেন: সুন্দর ছবি সাথে ক্যাপশন রাজীব নুর । আবার ক্যামেরা কাধে বেরিয়ে পড়ুন খুব তাড়াতাড়ি
০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫
রাজীব নুর বলেছেন: ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের।
খুব শ্রীঘই বের হবো।
৯| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
ভুয়া মফিজ বলেছেন: ফ্লিকারে আপনার একতা একাউন্ট আছে জেনে ভালো লাগলো। আপনি এমনিতেই উৎসাহী মানুষ, নতুন করে উৎসাহ দেয়ার কিছু নাই।
ছবিগুলো ভালো হয়েছে।
০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১০| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
শাহিন-৯৯ বলেছেন:
১নং ছবি ক্যাপশনে বলেছেন- আপনি খান না, আর আমি কোন বিয়ে বাড়ি খাওয়ার শেষে এটা না পেলে বদনাম দিয়ে আছি।
ছবিগুলো মনমুগ্ধকর।
০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: জর্দা জিনিসটা মেনে নিতে পারি না।
১১| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১১
শায়মা বলেছেন: সবচেয়ে সুন্দর পরীর ছবি!
০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া বোন।
১২| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ছবি মাঝে মাঝে য অনেক শক্তিশালী হয়ে ওঠে।
০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: ছবি সব সময়ই শক্তিশালী।
১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ১০:১৫
অন্তরা রহমান বলেছেন: ১ নাম্বার ছবি দেখে কান্না চলে আসলো অতজচ ডায়েটে আছি। আচ্ছা, বিয়ের খাবারান্তে যারা জর্দা খায় না তারা Homo হলেও Sapiens নাকি আমার সন্দেহ হয়!!!
০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: খাবার টা আমার ভালো লাগে না। আমি বোরহানিও খাই না।
১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ১০:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: ছবি ভালো লেগেছে। ধন্যবাদ। বিয়ে বাড়ীর লাশ্ট আইটেমগুলো সাধারণত ভালো হয়। যেমন দই/জর্দা/আইসক্রিম একমাত্র পান সুপারী বাদে।
০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: জদ্দা না দিয়ে অন্য কোনো খাবার দেওয়া উচিত।
১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ১০:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার সব ছবি। পরীর জন্য শুভ কামনা ।
০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।
১৬| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৫৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: খুব সুন্দর ছবি। গ্রামের দৃশ্যাচিত্র আমার খুব ভালো লাগে।
০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: আমার কাছে আরো গ্রামের ছবি আছে।
১৭| ০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৮
মুক্তা নীল বলেছেন:
রাজীব ভাই ,
প্রতিটি ছবিই অসাধারণ কিন্তু ১৫ নং ছবি বাদে ।
০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: সহমত।
১৮| ০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২০
ফাহাদ হামযা বলেছেন: ভাই আপনার ১৮ নং ছবির ‘পরি’র বর্তমান বয়স কত..! ঐ পরির দেশ কি পরিরদেশ নাকি বাংলাদেশ?
০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: তখন পরীর ছয় বছর। এখন পরীর সাত বছর।
১৯| ০৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫২
জাহিদ হাসান বলেছেন: পরী দেখেছি !
এখন যাই হুজুরের কাছ থেকে পানিপড়া আনি গিয়ে
জাহিদ হাসান শিশির
০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: জা হা শিঃ
হা হা হা
২০| ০৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৩
তারেক ফাহিম বলেছেন: অসাধারন ছবি ব্লগ।
অসাধারন ছবি ব্লগ।
......... মজা পাইলাম ভাই।
০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: গ্রেট।
অনেক ধন্যবাদ। ভালো থাকুন। ডেংগু মশা থেকে সাবধানে থাকুন।
২১| ০৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের উপজেলায় দাওয়াতের সর্বশেষ খাবার থাকে দই।
শহরে থাকে জর্দা নামের খাবার।
০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: গ্রাম দেশে আজও খাওয়া শেষে এক হাতা দই দেয়। পোলাউ মাংস খাওয়া প্লেটেই এক হাতা দই।
২২| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৪০
মাকার মাহিতা বলেছেন: চমৎকার ছবি ব্লগ!
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২৩| ০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
মাহের ইসলাম বলেছেন: আপনার ছবি ব্লগ গুলো আমার বেশি ভালো লাগে।
৭ নং ছবিটা মনে শাপলা ফুলের। আমি নিজেও শিউর না।
০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
আমারও মনে হয় শাপলা ফুল। তবে শিউর না।
২৪| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৩
দৃষ্টিসীমানা বলেছেন: সব ছবি গুলোই সুন্দর তবে ১৮নম্বরটি সব চেয়ে ভাল হয়েছে ।
০৯ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: ক্যাপশন ও ছবিতে অত্যন্ত মুগ্ধকর লাগলো পোস্টটি।
পোস্টে প্রথম লাইক।
এক নম্বর ছবি দেখে মনে হল, দুই বাংলার বিয়ের খাওয়ার ব্যাপারে বোধহয় একটু তফাৎ আছে। এখানে বিয়ের শেষে ঐরকম কিছু পরিবেশন করতে দেখি না।
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।