নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কোনো কোনোদিন এমন হয়

০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০০



ঘটনা ৪৫ মিনিটের।
মগবাজার থেকে বাসে উঠেছি উত্তরা যাবো। আমার সাথে আছে বন্ধু শাহেদ জামাল। দুজনে টুকটাক কথা বলছি। বাস ভরতি নানান রকম লোকজনে। আমি আর শাহেদ দাঁড়িয়ে আছি। ছিট পাইনি। তবে বিরক্ত লাগছে না। রাস্তা পরিস্কার। জ্যাম নেই। বাস চলছে তুফানের মতোন। অন্যদিনের তুলনায় আজ জ্যাম এত কম কেন, তাই মনে মনে ভাবছি।

অন্য বাসের ড্রাইভার পাশ দিয়ে যাওয়ার সময় হেসে হেসে চিৎকার করে আমাদের বাসের ড্রাইভারকে বলল, চাকা নষ্ট, চাকা নষ্ট। আমাদের ড্রাইভার সে কথায় কান দিল না। কিন্তু নাবিস্কো এসে আমাদের বাসের চাকা নষ্ট হয়ে গেল। শাহেদ জামাল খুবই বিরক্ত, একটু পরপর বিড়বিড় করে বলছে- 'ফইন্নী...ফইন্নী'। কি বলছেন, কাকে বলছেন কে জানে! বাস থামলো।

সবাই বাস থেকে নামলাম।
হ্যাস্যমূখী কন্টাকটর বলল, পাঁচ মিনিটের মামলা। আপনারা অপেক্ষা করুন। বাসের হেল্পার, কন্টাকটর আর ড্রাইভার মিলে চাকা ঠিক করতে লেগে গেল। কোথা থেকে দুইজন ঝালমুড়িওয়ালা এসে পড়ল। সবাই তার কাছ থেকে আগ্রহ নিয়ে ঝালমুড়ি খেতে শুরু করল। একটা ছোট্র বাচ্চা কান্না করছিল- আমি দিলাম ধমক, আমার ধমকে বাচ্চা হেসে ফেলল। একটা খুব সুন্দরী মেয়ে সান গ্লাস পড়ে বিষন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে।

ঝালমুড়িওয়ালা নষ্ট হয়ে যাওয়া বাসের যাত্রীদের মৃদু ধমক দিয়ে বলছেন, আমি তো মেশিন না, হাতের কাজ, কত কিছু মেশাতে হয়। আফনেরা লাইনে দাঁড়ান, সুবাইকে'ই দিব। এক লোককে দেখলাম তার স্ত্রীর কাঁধে হাত রেখে খুব কায়দা করে সিগারেট টানছেন। এক মুরুব্বি লোক দেখলাম, বাসের সব যাত্রীদের উপর তদারকি করছেন। তার তদারকি আবার সবাই হাসিমুখে মেনেও নিচ্ছেন। আমি সবাইকে মন দিয়ে দেখছি। শাহেদ জামাল দূরে দাঁড়িয়ে সিগারেট টানছে।

চাকা লাগানো নিয়ে ড্রাইভার, কন্টাকটর আর হেল্পারের মধ্যে ঝড়গা লেগে গেছে। চাকা কিভাবে লাগাতে হবে- এই নিয়ে তাদের তিন জনের তিন রকম মতামত। এই সময় একজন যাত্রী এসে বলল- তোমরা সবাই সরে যাও এই চাকা আমি একাই ঠিক করে দিচ্ছি। সৌদিতে সাত বছর বড়-বড় গাড়ি চালিয়েছি। এই চাকা লাগানো কোনো ঘটনাই না। মুহুর্তের মধ্যে সে যাত্রী চাকা ঠিক করে ফেলল! বাস ড্রাইভার, হেলপার এবং কন্টাকটর তাকে ওস্তাদ বলে সালাম দিল।

অবশেষে বাসের চাকা লাগানো হলো।
কিন্তু ঘটনা এখানেই শেষ না। বাস বনানী যাওয়ার পর ড্রাইভার আবিস্কার করল- হেল্পার নিখোঁজ। হেল্পারকে সাথে সাথে ফোন দেয়া হলো- বজলু তুই কই? জানা গেল, বজলু চা খেতে গিয়েছিল। চা খেয়ে এসে দেখে- বাস চলে গেছে। আমাদের হাস্যমুখী ড্রাইভার বলল- কোনো সমস্যা নেই, তুমি অন্য বাস ধরে চইলা আসো, বনানীতে লম্বা জ্যাম পড়েছে।
কোনো কিছুতেই আজ আমার বিরক্ত লাগছে। মাঝে মাঝে এমন দিন আসে, বিরক্ত লাগে না। বরং তুচ্ছ একটা ঘটনাতেও অনেক আনন্দ পাওয়া যায়।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গান উপভোগ্য একটি পোস্ট । পড়ে খুব মজা পেলাম।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

২| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০৯

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: : গান উপভোগ্য একটি পোস্ট । পড়ে খুব মজা পেলাম।

: দারুণন উপভোগ্য একটি পোস্ট । পড়ে খুব মজা পেলাম।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: !

৪| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৮

ডার্ক ম্যান বলেছেন: আপনার কপাল খুব ভাল। আশেপাশে সবসময় সুন্দরী আর রুপসীদের আনাগোনা থাকে

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: হে হে---

৫| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


আপনার প্রতিটি দিন ভালো কাটুক।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: বেকারের দিন ভালো কাটে না।

৬| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১১:২৮

আনমোনা বলেছেন: হা হা হা, ঝালমুড়ি খেতে লাইন। আপনি খেয়েছিলেন?

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: না।

৭| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪০

জুন বলেছেন: মজার অভিজ্ঞতা ।
+

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: এই অভিজ্ঞতার কোনো দাম নেই।

৮| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১:২১

জুনায়েদ বি রাহমান বলেছেন: লেখকের চোখ, মনযোগী দিয়ে না দেখলে লিখবেন কিভাবে?!

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: দামী কথা বলেছেন।
আমি আসলেই সব সময় খুব মন দিয়ে দেখি, শুনি।
তুচ্ছ একটা বিষয়ও খুব মন দিয়ে দেখি।

৯| ০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহাহা ভাগ্যিস বাসের চাকাটা ফেটে গিয়েছিল, নইলে এমন মধুর অভিজ্ঞতার পরিচয় পেতাম না। তবে বাচ্চাটা কিন্তু বহুৎ বিচ্ছু। একেতো কান্না করছে আর ভাইয়ের ধমক খেয়ে কি না সে হেসে পড়লো!!! তাহলে ধমকে মধু ছিল বলতেই হয়।

শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: আরে আমি এমনভাবে চোখ মুখ খিচিয়েছি- হে হে!

১০| ০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো পোস্ট

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১১| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৫

অন্তরা রহমান বলেছেন: আপনার এই লেখাগুলোর একটা আলাদা চার্ম আছে। আরেকটা কথা বলে যাই। আজ থেকে বছর খানেক পরে আপনার সামাজিক উপন্যাস লেখার মতন একটা দুর্ধর্ষ ক্ষমতা সৃষ্টি হবে।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: হা হা হা---
আমি হলাম ভাঙ্গা কুলার ছাই।
আমার কখনই কিছু হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.