নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই সমাজ- ৪

২৪ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:২৬



১। নিজের সম্পর্কে কারোই পরিস্কার ধারনা থাকে না।
আমি অনেকদিন ধরে নিজেকে লক্ষ করছি। কখনো বন্ধুর মতো, কখনো শত্রুর মতোন। কিন্তু নিজের মধ্যে আমি কিছু খুঁজে পাই না। মনে হয় ধ্বংসাবশেষে বৃথা গুপ্তধন খুঁজে লাভ নেই। কেন যে কঠিনভাবে কাউকে প্রত্যাখ্যান করতে পারি না !

২। যে যা বলে আমি মোটামুটি মেনে নিই। তর্ক করি না, তেমন আপত্তিকর কথা হলেও আপত্তি তুলি না। চুপ করে থাকি। ফলে সকলের সঙ্গেই সুসম্পর্ক বজায় থাকে।
ছোটবেলায় মা বলতো, শুধু বেঁচে থাক বাবা। তোর কাছে আমি আর কিচ্ছু চাই না। এখন, আমি শুধু কোনোভাবে বেঁচে থাকতে চাই।

৩। শেয়ার মার্কেটের চোরদের শাস্তি হয় না ... মন্ত্রীর চুরির শাস্তি হয় না ... পয়সাওয়ালাদের করা খুনের শাস্তি হয় না ... ধর্ষণের শাস্তি হয় না ... ধনীদের কোন অপরাধের শাস্তি হয় না !!
এই দেশে খুনের আসামী কে ধরা হয় ... ফাঁসির রায় দেয়া হয় ... রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দেন ... তার শাস্তি হয় না !!

৪। একজন মনুষ ও তার প্রিয় কালো বিড়ালটি । বিচিত্র কোনো কারণে লোকটি ধীরে ধীরে তার প্রিয় বিড়ালটিকে আর সহ্য করতে পারে না, এবং এক সময় বিড়ালটিকে নিজ হাতে মেরে ফেলে। কিন্তু তার পর থেকেই কালো বিড়ালের ছায়া তাকে আর শান্তিতে থাকতে দেয় না।

৫। রোহিঙ্গারা এ দেশের মাটিতে আশ্রয় নেয়ার ২ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল ২৫ আগস্ট। এরই মধ্যে তারা ফনা তুলেছে। বলছে, বাংলাদেশ ছেড়ে যাবে না। এদের মধ্য থেকে সৃষ্ট একটি সন্ত্রাসী বাহিনী কক্সবাজারের স্থানীয় লোকজনের ওপর হামলা চালানো শুরু করেছে। যুবলীগের এক নেতাকে হত্যাও করেছে।

৬। বর্তমান সমাজ বিষাক্ত। এই বিষাক্ত সমাজেই জীবনটা পার করে দিচ্ছি। আমার মতো হাজার কোটি লোক পার করে দিচ্ছেন। এই সমাজে কেউ ভালো নেই। কেউ ভালো থাকতে পারে না। ঘরে বাইরে অফিস আদালতে সব জাগায় বিষাক্ত লোকজন দিয়ে ভরা। প্রতিনিয়ত এদের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। বিশ্বাস করুন এই সমাজে ভালো মানুষ নেই।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫০

ভুয়া মফিজ বলেছেন: আপনার লেখাতে শুধুই হতাশা। আশা ছাড়বেন না, আশাবাদী হোন! B-)

২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: আমার জায়গায় থাকলে বুঝতেন।

২| ২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৪

সোনালী ডানার চিল বলেছেন: ‘সব কিছু নষ্টদের অধিকারে যাবে’

২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: যাবে না। অলরেডি চলে গেছে।

৩| ২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই সমাজ কিছু 'বাখওয়াজ' মানুষের জন্য 'বাখওয়াজ' হয়ে গিয়েছে। আমি বাংলাদেশের খুব কম মানুষকে বিশ্বাস করি...

২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: নিজের পরিবারের বাইরে কাউকে বিশ্বাস করবেন না।

৪| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এলোমেলো চিন্তা। তবে ঠিক আছে। মনে হয় কর্মস্থলে পেরেশানিতে আছেন।

৫| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫৩

ইসিয়াক বলেছেন: সকালে দেখা হবে বন্ধু ।

৬| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫৪

ইসিয়াক বলেছেন: আপনার জন্য আপনার কথাতে একটা গল্প লিখেছি অনেক ব্যস্ততার মধ্যে ।

৭| ২৫ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৪৩

সুপারডুপার বলেছেন: আমি যখন দেশে ছিলাম , আপনার মতনই সমাজকে মনে হত। তখন ভালো ভালো মানুষের সাথে মেশার চেষ্টা করতাম। কোয়ান্টাম মেথড কোর্স করেছিলাম। যদিও আমি কোয়ান্টাম মেথডকে এখন আর পছন্দ করি না। কারণ তাদের কোর্স পরবর্তী কার্যক্রম মাটির ব্যাংক , লামার মাটি দিয়ে গোসল , ম্যাগনেট পানি ইত্যাদি অনেক কুসংস্কার ও প্রশ্নবিদ্ধ কার্যক্রম ভালো লাগে নি। কুসংস্কারগুলোকে দূরে রেখে , শুধু কোয়ান্টাম মেথড কোর্স , আত্ননির্মাণ ভালোই বলবো।

আপনি ভালো ভালো মানুষের সাথে সময় কাটান ও ভালো ভালো কথা বলেন। হয়তো অনেক ভালো লাগতে পারে। কোয়ান্টাম মেথড কোর্সও করে দেখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.