নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর অপেক্ষায়

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২৬





মৃত্যু খুব দূরে নয়, এ অনুভূতি জাগে
মৃত্যু মানেই যেন পরম শান্তি হয়তোবা
মৃত্যুর অভিজ্ঞতা কারো'ই থাকে না, অথচ
জানালার পাশে মৃত্যু কি অপেক্ষা করে নেই?
মৃত্যু কি জানে, আমি তার অপেক্ষায় দীর্ঘদিন
মাটির গভীরে কিংবা নক্ষত্রের আলোর রহস্য
মৃত্যুর রহস্য তার চেয়ে বেশি নয়, অনুভব করি
একটি লাল গোলাপের চেয়ে মৃত্যু বড্ড হালকা
ভয় কি, মৃত্যু আসলে আনন্দময় এক লম্বা ভ্রমণ
কবর দেওয়ার পরই হবে আমার আসল মুক্তি
গাঢ় অন্ধকার থেকে আলোতে যাওয়ার আনন্দ
বন্ধু আহাজারি করো না, ফেলো না চোখের জল
দেখো, আকাশ কালো করে নামবে ঝুম বৃষ্টি
জোছনায় ভরে যাবে তোমাদের সমস্ত শহর
কিচ্ছু ভেবো না, আমি বেশ ভালো থাকবো।


মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন: গাছ থেকে লাফ দেবেন নাকি? গাছ বেশী উঁচু না হলে মৃত্যু হবে না, বরং শুধু শুধু হাত পা ভেঙ্গে হাসপাতালে ভর্তি হয়ে পরিবারের ১,০০,০০০ টাকা জরিমানা করবেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: তাহলে বাবু বাজার ব্রীজ আছে। মৃত্যু নিশ্চিত। কোনো খরচ হবে না।

২| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৮

মৌন পাঠক বলেছেন: মৃত্যু... মাঝে মাঝে তাকে খুবি ...

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: আপন মনে হয়?

৩| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: গাছ থেকে নেমে আসুন, চলুন মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে ঠান্ডা ফালুদা খেয়ে আসি।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: ভালো একটা কথা বলেছেন।
আমি লাচ্ছি খাবো।

৪| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১০:০০

রাকিব আর পি এম সি বলেছেন: রাজীব ভাই, হঠাৎ এধরনের কবিতা কেন? আপনি ভাল আছেন?

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই ভালো আছি।

৫| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর ব্লগটা বেশ জমজমাট লাগছে।
বিজন দার কবিতা বা প্রত্যাবর্তন , নরক থেকে আখেনাটেন ভাইয়ের প্রতিবেদন বা ওনার দিল্লির পরিবর্তে নরকের কচড়া এবং শেষে ছোট ভাইয়ের সেজেগুজে অফিসে না গিয়ে তাল গাছের মাথায় ওঠার ছবিটিকে নিয়ে আজকের ব্লগ বেশ উপভোগ্য লাগলো। এমন দিনে মৃত্যুর অপেক্ষায় থাকি কি করে, তেহারি খাওয়ার লোভ যে রয়ে গেছে। হাহাহা

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: আপনি ঢাকা এলে আমার বাসায় আপনার দাওয়াত।

৬| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:

রাজীব নুর ভাই, মৃত্যু সবকিছুর সমাধান নয়, মৃত্যু সবার আছে জীব জড় সবার, এমনকি পৃথিবীরও একদিন মৃত্যু হবে। তবে বেঁচে থাকার আনন্দ থেকে বঞ্চিত হওয়া এটিও একটি পাপ অবস্যই মহাপাপ। আপনার বাবা কেমন আছেন, উনাকে সময় দিন। আপনার ছবিটি পাল্টে দিলাম।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: ভালো এডিট করেছেন।
শেষমেষ আব্বার পা কাটতে হয়নি। তবে পায়ের বুড়ো আঙ্গুল টা কেটে ফেলতে হয়েছে। এখনও হাসপাতালে আছেন।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৫

রাকু হাসান বলেছেন:

মৃত্যু কারও জন্য মহান । কারও জন্য বেদনার ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: মৃত্যু মানে শান্তি। তবে পরিবারের জন্য ভীষন কষ্টের।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:১৯

জাহিদ অনিক বলেছেন:

মৃত্যু তো হবেই--------- যত দ্রুত হয়ে যায় হোক

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: সাহসী কথা বলেছেন।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৩৫

ইসিয়াক বলেছেন: রাজীব ভাই কী হয়েছে বলুন তো ? হতাশা সব ঝেড়ে ফেলুন।
বাঁচার আনন্দে বাঁচুন। এই পোষ্ট ভাবী দেখেছে । দাড়ান বলে দেব।
আর হ্যাঁ ধুম্রপান স্বাস্থ্যের পক্ষে অতি মাত্রায় ক্ষতিকর । একদম সিগারেট খাবেন না ।
আল্লাহ আপনাকে আরো ১০০ বছর হায়াত দিক ।
শুভসকাল ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: না এই কবিতা সুরভি দেখেনি।
সিগারেট আমি খুব কম খাই।

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৪৫

আনমোনা বলেছেন: রাজীব ভাই এ ধরনের কবিতা ভালোনা। জীবনের কবিতা লিখুন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: মৃত্যুকে যে এড়িয়ে চলে মৃত্যু তারেই টানে,
মৃত্যুকে যারা বুক পেতে লয় বাঁচতে তারাই জানে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: ইয়েস।
দামী কথা।

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মরিতে চাহি না এই সুন্দর ভুবনে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: ভীতুরা মরতে ভয় পা।

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
তুমি দেখোনি তাকে
অনুভব করোনি সত্য
কেবলই কল্পনার পালক লাগিয়ে
বাসর স্বপ্নে মগ্ন!

মৃত্যু এক দরোজা! তা সত্যি
এপার থেকে ওপারে যাবার!
পথটা মোটেও সহজ নয় যতটা ভাবো!
শেকড়ের মতো ছড়িয়ে জীবন পলে পলে - -

উৎপাটিত বৃক্ষ দেখেছো
দেখেছো কি তার যাতনা?
মৃত জীব দেখেছো- বুঝেছো কি ?
মনে পড়ে? সামান্য কাটা-ছেড়া, জ্বলনে কি জ্বালা!!!!!

মৃত্যু নয় হেলা খেলার
যদিনা হয় কর্ম সেরার
পঞ্চ ভূতে রাখবে টেনে প্রাণ
যমে-মরমে হবে টানাটানি খান খান হবে প্রাণ!

সময় থাকতে করো সাধনা
সাধনা কভু বৃথা যাবেনা
কলস থেকে গ্লাসে জল ভরার মতোন
চলে যাবে তুমি মোহ মুক্ত হলে তোমার জীবন!

সার্থক হয় তেমন মৃত্যু সাধুতায় হলে পার
জীবনে যার কেবলই ভোগ যাতনার নাই পারাবার!

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৯

আদিল ইবনে সোলায়মান বলেছেন: এটাই একমাত্র বিষয় যেটা থেকে কারো নিস্তার পাওয়ার ০.০০০০০০০০০০১% সম্ভবনাও নাই।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: হুম। ঠিক।
তবে মানুষ এটা মনে রাখে না।

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫০

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে ।
মৃত্যু খুবই ভাল জিনিষ তবে সেটা জীবনের মৃত্যু নয় ।
হিংসা প্রতিহিংসা , জোর, জবরদস্তি জুলুম , লোভ , লালসা, কামনা কুবাসনার মৃত্যু অতি মহান বিষয় ।
এ সকলের মৃত্যু যত বেশি ও তারাতরি হয় ততই মঙ্গল , নীজের সহ পুরা বিশ্বের লাগি ।
যাহোক, মনকে শান্ত করে এই গরমে প্রিয় লাচ্ছি পান করুন মন ভরে ।

আপনার আব্বার জন্য দোয়া রইল ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে খুব সুন্দর মন্তব্য করেছেন।

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪১

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় রাজীব নুর ভাই, মৃত্যু সম্পর্কিত আপনার লেখাটি পড়লাম। ভাল লাগল! যাঁরা কবিতায় নিরাশাবাদের কথা বলছেন, তা 'কিন্তু নয়। 'গাঢ় অন্ধকার থেকে আলোতে যাওয়ার আনন্দ'!.ঠিক এই কথাগুলি আমার মনে ধরেছে। রবি ঠাকুরের কথায় বলি--'মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান'।

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.