নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ক্যাসিনো নিয়ে দেশের সাধারন মানুষ যা ভাবছেন

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৭



১। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর দলকে মানুষের ভালোবাসা ও আস্থায় ফিরিয়ে নিচ্ছেন। জাতির পিতার সোনার বাংলা দেখার সৌভাগ্য বাঙালী জাতির হোক এই কামনাই করি।


২। এই সব কুলাঙ্গার টাকা দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে চান। আর টাকা দিয়ে দলে জায়গা করে নিয়ে অপরাধ করে। যারা দলে এদের জায়গা দিয়েছে তাদেরও বিচারের আওতায় আনা উচিত।

৩। ক্যা‌সি‌নো থাক‌লে কী সমস্যা? ঠিকঠাক কর আদা‌য়ের ব্যবস্থা কর‌লেই হয়। কর এই জা‌তি খুব একটা ‌দি‌তে চায় না। তব‌ে ক্যাসি‌নো‌তে দে‌বে।

৪। মাননীয় প্রধানমন্ত্রী যদি একটাবার বলেন, যারা ঘুষ খায়, দুর্নীতি করে, সরকারী ক্ষমতায় জনগণ ঠকায় সব শুয়োরের বাচ্চা। আর যারা সৎ তারা আমার ভাই, বোন, সন্তান।
এইটায় কোন ভুল হবে?

৫। ঢাকায় ৬০টি ক্যাসিনো আছে।
ঢাকায় জন্ম নিলাম, বড় হইলাম, বুড়ি হওয়ার পথে। আমি ঢাকাকে কি জানলাম, ঢাকাকে কি চিনলাম হুম।

৬। আচ্ছা, আপনি এক সাথে সর্বোচ্চ কত টাকা নগদ দেখেছেন? আমি খালি ভাবছি, নগদ ১০ কোটি টাকা কয় টাকায় হয়। এক হাজার টাকার নোট হলে এক হাজার বান্ডিল, পাঁচশত টাকা হলে দুই হাজার বান্ডিল! এত টাকা রাখে কোথায়?

৭। দেশে যা কিছু ঘটে তার দু একটা প্রকাশ পায়,, যদিও এভাবে অনেক অনেক প্রকাশিত হয়েছে কিন্তু তার শাস্তির ঘটনা খুব কম হয়েছে আর প্রকাশিতও কম হয়,,। আইন শুধু গরিবের জন্য!

৮। উত্তরাধিকার সূত্রে ক্ষমতায় গিয়ে যারা দেশ শাসন করে তারা অধিকাংশ ক্ষেত্রে দূর্নীতি পরায়ণ আর স্বেচ্ছাচারী হয়।
শাসক নিজে স্বেচ্ছাচারী না হলেও তার আত্মীয় স্বজন, নিকট জনেরা দূর্নীতি পরায়ন হয়। তাদের দাপটে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়।

৯। জিকে শামীম যখন যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী এমপি এবং যুবলীগের সভাপতি ওমর ফারুকের সাথে সখ্যতামুলক ছবি থাকে তখন ঐ সরকারী দলের পোষ্য প্রকৌশলীরা তার,বাইরে যাওয়ার সাহস রাখে,কি করে?

১০। ক‌্যাসিনোতে কী সমস্যা? একটা উন্নত দেশে ক্যাসিনো থাকতে পারবে না? হাউ রিডিকুলাস... হায় রিডিকুলাস/ক্যালকুলাস..

১১। ক্যাসিনো যারাই বানাক,যাওয়ার অধিকার আমাগো সবার।

১২। খালেদ মাহমুদ ভূঁইয়া আগে ফ্রীডম পার্ট করতো। পরে যুবলীগ ও ক্যাসিনো একসাথে করতে গিয়ে খেয়েছে ধরা।
জি কে শামীম আগে যুবদলের কেন্দ্রীয় নেতা ছিলো। পরে যুবলীগ ও কনস্ট্রাকশনের টেণ্ডারবাজি একসাথে করতে গিয়ে খেয়েছে ধরা।
এরা কেউ নেতার কাছ থেকে শিক্ষা নেয় নি।
এদের নেতা খাম্বা তারেক আগে কনস্ট্রাকশনের টেণ্ডারবাজি করতেন। পরে বিম্পি আর জুয়া একসাথে করছেন, আয়কর খতিয়ানে আয়ের উৎস হিসেবে ঘোষণা করেছেন স্পোর্টস বেটিং নামক ডিজিটাল জুয়াকে। বিম্পি আর জুয়া - দুটো একসাথে করেও ধরা খান নি তারেক জুয়া, থুক্কু, খাম্বা তারেক।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৩

ইসিয়াক বলেছেন: যদিও জানা তবুও অনেক তথ্য জানা ছিলোনা ।
ধন্যবাদ বন্ধু।খুব ঘুম পাচ্ছে। শুভরাত্রি

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: আনন্দময় ঘুম হোক।
আমার ঘুমাতে দেরী আছে।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


ঢাকায় এই ধরণের ক্যাসিনো যখন আছে; অবশ্যই গোপনে "টপলেস" বার আছে ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই আছে। সেগুলো শুরু হয় রাত বারোটার পর থেকে।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দুর্নীতি ও লুটপাট বন্ধ না করতে পারলে এই ক্যাসিনো ফ্যাসিনো বন্ধ করে কোনোই লাভ হবে না | সমস্যাতো ক্যাসিনো নয় সমস্যা হচ্ছে টপ টু বটম লেভেলে সীমাহীন দুর্নীতি | অবৈধ উপার্জনের উৎস বন্ধ না করতে পারলে এই ক্যাসিনো ফ্যাসিনো বন্ধ করে কোনোই লাভ হবে না | অবৈধ উপার্জনের অর্থ উড়ানোর জন্য পাবলিক ঠিকই অন্য কোনো ধরণের আমোদ ফুর্তি করার পথ বের করে ফেরবে |

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: ইয়েস।
আপনি ঠিক বলেছেন।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার ভাবনা জানতে চাই।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: আমার ভাবনার কোনো দাম নেই। কারন আমি দরিদ্র।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:২৬

আখ্যাত বলেছেন:

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.