নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
দৌড় দে, দৌড় দে
সময় থাকতে দৌড় দে,
মাথায় একখান গামছা বাইন্ধা
যেমনে পারস দৌড় দে।
১। অনেক বছর আগে-
খুব দূরে কোথাও বেড়াতে গিয়েছিলাম বাপ মার সাথে। বাপ মায় সারাদিন ভিসিআরে মুভি দেখায় ব্যস্ত।
যে বাগান বাড়িতে উঠেছিলাম, তার সামনেই বিশাল এক কবরস্থান। অসংখ্য কবর সেখানে। সেই কবরস্থানে ঘন্টার পর ঘন্টা বসে ছিলাম। একটুও ভয় করেনি। বরং আম পেড়ে খেয়েছি।
২। H.W Fowler বলেছেন, কেউ একজন ভালো লেখক হতে চাইলে আত্মপ্রচারের বাসনা তাকে ত্যাগ করতে হবে। তাকে চেষ্টা করতে হবে খোলাখুলি, সরল বলিষ্ঠ, সহজবোধ্য এবং অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ নয় এমন লেখা তৈরির।
৩। জ্ঞানের মধ্য দিয়েই মানুষ একমাত্র সত্যকে চিনতে পারে।
যখন তার কাছে সত্যের স্বরূপ উদ্ভাসিত হয়ে ওঠে সে আর কোনো পাপ করে না। অজ্ঞানতা থেকেই সব পাপের জন্ম। সক্রেটিসের বিখ্যাত উক্তি ছিল, Know theyself অর্থাৎ নিজেকে জানো। দর্শন শাস্ত্রের মহান পুরুষ সক্রেটিস খ্রিস্টপূর্ব ৪৬৯ অব্দে গ্রিসে জন্মগ্রহণ করেন। সংসারে অভাব-অনটন। তাই ছেলেবেলায় পড়াশোনার পরিবর্তে পাথরকাটার কাজ করতেন। প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সামান্য প্রাতঃরাশ সেরে বেরিয়ে পড়তেন। খালি পা, গায়ে একটা মোটা কাপড় জড়ানো থাকত। কোনোদিন গিয়ে বসতেন নগরের কোনো দোকানে, মন্দিরের চাতালে কিংবা বন্ধুর বাড়িতে। নগরের যেখানেই লোকজনের ভিড় সেখানেই খুঁজে পাওয়া যেত সক্রেটিসকে।
৪। ধৈর্য্য বলতে কারো জন্য অপেক্ষা করার ক্ষমতাকে বোঝায় না,
ধৈর্য্য বলতে বোঝায় কারো জন্য অপেক্ষা করার সময় সুস্থ মানসিকতা ধরে রাখাকে।
৫। পার্টিতে এক লোক বসে আছে। একটু পর এক সুন্দরী মেয়ে তাকে এসে বলল, “আপনি কি নাচতে ইচ্ছুক?” লোকটি উৎফুল্ল হয়ে বলল, “অবশ্যই !!!”
।
।
।
মেয়েটির জবাব, “তাহলে চেয়ার টা একটু ছাড়েন, আমি বসব” !!!!
মেয়েরা এমনই ছলনাময়ী! আজীবন!
৬। একটা কাগজ নিন, যত বড় খুশি! এবার ওটাকে ভাজ করতে থাকুন, যত যাই করুন, সাত বারের বেশি ভাজ করতে পারবেন না!
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
২| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৪
আপেক্ষিক মানুষ বলেছেন: কেমন আছেন রাজিব ভাই?
মেয়েরা এমনই ছলনাময়ী! আজীবন!-কথাটা ভাবির সাওমনে বলতে পারবেন?
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: এত সাহস নাই।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৬
মা.হাসান বলেছেন: তাবিজের কাগজ অনেক বার ভাজ করা যায়। এমনি বাড়ি ভাড়ার রশিদ সাত বার ভাজ করে দেখলাম, করা যায়।
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: ৭ বার পর্যন্তই করা যায়। ৭ বারের বেশি ভাজ করা যায় না।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩১
ইসিয়াক বলেছেন: ৫ নম্বরটায় আমি বিভ্রা্ন্ত .......।ভাবী এই পোষ্ট পড়বে আশা করি । আজ আপনার রাতের ঘুম হারাম।
আমি বাবা ঘুমাতে গেলাম।
শুভরাত্রি। হা হা হা .....।
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: না এটা সুরভি পড়বে না।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৩
সাইন বোর্ড বলেছেন: ভাল কথা ।
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:২৩
চাঁদগাজী বলেছেন:
ঢাকার রাস্তায় ভালো ভালো ডাইরী পাওয়া যায়?
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: রাস্তায় ডায়েরী পাওয়া যায় না। ডায়েরী কিনতে হয় দোকান থেকে। তবে একদিন আমি হাঁটতে গিয়ে রাস্তায় একটা ডায়েরী পেয়েছি। সেই ডায়েরীর লেখা গুলো আপনাদের সাথে শেয়ার করি।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৭
কিরমানী লিটন বলেছেন: খুব ভালোলাগা...
তিন নম্বরটা চিরন্তন বাস্তবতা- পাঁচ নম্বরটা চরম বাস্তবতা!!!
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্য করার জন্য।
৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: হা হা। সুন্দর।
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৪
রাজীব নুর বলেছেন: শুভ সকাল কবি।
৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ২:২৮
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: বাহ্ব, মজার কথাগুলো। প্রতিদিন প্রায় দেড়শো কি দুইশো বছরের পুরানো কবরস্থানের মাঝ দিয়ে হাঁটতে হয়। বেশ লাগে। হয় তো সচল না বলেই।
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৪
রাজীব নুর বলেছেন: দিনের বেলা হাঁটেন সমস্যা নাই।
রাতের বেলা হাঁটবেন না।
১০| ২৬ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:২৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: কবরস্থান, শ্মশান ছোটবেলা, বড়বেলা... সববেলাতেই আমার জন্য ভয়জাগানিয়া স্থান!
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৫
রাজীব নুর বলেছেন: ভুলেও রাতের বেলা যাবেন না।
১১| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৩
আখ্যাত বলেছেন:
H.W Fowler যাদের কথা বলেছেন,
আপনি তাদেরই একজন
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৯
রাজীব নুর বলেছেন: না আমি না।
আমি তুচ্ছ। অতি তুচ্ছ একজন।
১২| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: খুব ভালো লাগলো।
২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: 5 নম্বর টা হেব্বি লেগেছে। হা হা হা...
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।