নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

When elephants walk, dogs bark

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৬



অনেকদিন আগে এক হিন্দু ঋষি তার দুজন শিষ্য সহ নদীর ধার দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় তারা দেখলেন দুজন ব্যাক্তি প্রচন্ড জোরে জোরে একে অপরের সাথে বাকবিতন্ডায় লিপ্ত।
ঋষি তার শিষ্যদেরকে প্রশ্ন করলেন, এরা কি করছে?
শিষ্যরা বলল, মান্যবর এরা ঝগড়া করছে।
ঋষি কিছু বললেন না।

ডেরায় ফিরে তিনি তার শিষ্যদেরকে ডেকে বললেন, আচ্ছ বলত পথে যে দুজন ব্যাক্তিকে তোমরা ঝগড়া করতে দেখলে তারা একে অপরের কাছে থাকার পরেও কেন এত জোরে চিৎকার করে কথা বলছিল?
শিষ্যরা বিভিন্ন রকম উত্তর দিল কিন্তু কোনটাই ঋষির মন মত হলো না।

সবশেষে ঋষি বললেন, যখন দুজন ব্যাক্তি কলহে লিপ্ত হয় তখন তাদের দুটি হৃদয়ের দুরত্ব অনেক বেড়ে যায় আর সেই দুরত্বের কারণেই একে অপরের সাথে চিৎকার করে কথা বলতে হয়।

পক্ষান্তরে কি ঘটে যখন একজন ব্যাক্তি অপরজনের ভালোবাসায় আবদ্ধ হয়?
তখন আর চিৎকার করতে হয়না মৃদু ভাষায় বললেই হয়। তাদের দুটি হৃদয়ের দুরত্ব একেবারে কমে যায় অথবা থাকেই না।
ঋষি বলতে থাকলেন আর এই ভালোবাসা যখন উত্তরোত্তর বাড়তে থাকে তখন কি ঘটে, তখন ফিসফিস করে বললেও চলে অথবা চোখের চাহনিতেও একজন অন্যজনের কথা বুঝতে পারে।

তাই শিষ্যরা যখন তোমরা একে অন্যের উপর রেগে যাবে তখন দুটি হৃদয়ের দুরত্ব বাড়তে দিও না। এমন কিছু বলো না, যা সেই রাগের আগুনে ঘি ঢেলে দেয়। নইলে এমন এক দিন আসবে যেদিন দুজনের দুটি হৃদয়ের দুরত্ব এত বেড়ে যাবে যে কাছাকাছি আসার আর কোন রাস্তা থাকবে না।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: নিজের চেয়ে আকারে বড় কোন কিছু যখন পাশ দিয়ে হেঁটে যায়, কুকুর তখন খামাখাই চিল্লায়?

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: চিল্লানো ভালো না।
সমসয়া হলো ঠান্ডা মাথায় আলাপ করতে হবে।

২| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: When elephants walk, dogs bark
.........................................................................
নামকরন কি বাংলায় অর্থবোধক ভাবে লেখা যেতনা ???
ঋষির বক্তব্য অত্যন্ত তাৎপর্য পূর্ণ
.........................................

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: যেত। অবশ্যই যেত।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:২৯

এমজেডএফ বলেছেন:
শিরোনাম ইংরেজিতে দেখে দৌড়াতে শুরু করেছিলাম! আবার লেখক দেখলাম আমাদের সুপরিচিত রা.নু.। তাই ফিরে আসা।

এখনকার মানুষের কোনো হৃদয় নেই। এটা এদের কথাবার্তা, কাজ, আচার-আচরণ দেখলেই বুঝা যায়। সুতরাং যাদের হৃদয়ই নেই তাদের আবার হৃদয়ের দূরত্ব!

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: মানুষ খুব বেশি নিষ্ঠুর হয়ে গেছে। অমানবিক হয়ে গেছে।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:




কাছের মানুষ কিছু না বললেও সব জানা হয়ে যায়।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: একদম ঠিক।
আসলে মানূষের কোনো কিছুই গোপন থাকে না।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ মুল্যবান কথা, উপমা
ও হিতোপদেশ সম্বলিত পোষ্ট।
চাঁগগাজীর মন্তব্যটিও মুল্যবান
সংযোজন । সরাসরি প্রিয়তে ।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।

ভালো থাকুন।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৫৫

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে ।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.