নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

Ignorence is bliss

২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪২



১। নারী স্বাধীনতা হাস্যকর একটা ব্যাপার।
আজ থেকে ৫০ বছর আগে বা এখন নারী স্বাধীনতা কতটা তফাত হয়েছে! এখন অনেক বেশী স্বাধীন, মিলিটারিতে যাচ্ছে, হিমালয়ে উঠছে, ছেলেদের সাথে পাল্লা দিয়ে লেখাপড়া শিখছে, চাকরি করছে! তবু বুকে হাত দিয়ে কোনো মেয়ে বলতে পারবে না, সত্যি কতটা স্বাধীনতা পেয়েছে তারা। সত্য কথা হলো, ছেলেরা যতটা ছাড়বে ঠিক ততটাই জমি পাবে তারা।

২। এক বিল্ডিংএ আগুন লাগার পর সবাইকে হেলিকপ্টারে করে উদ্ধার কাজ চলছে....
হেলিকপ্টারের রশিতে দশ জন লোক ঝুলে আছেন। নয়জন সাধারণ মানুষ ও একজন নেতা। ওজন বেশি হয়ে যাওয়ায় হেলিকপ্টারের ড্রাইভার বলল...
"ওজন বেশি হয়ে গেছে একজনকে রশি ছেড় দিতে হবে" কিন্তু কেউ রশি ছাড়লো না।
তখন নেতা বলল, "ঠিক আছে আমি দেশের জন্য আমার জীবন উত্সর্গ করলাম"
এই কথা শুনে বাকি নয়জন হাত তালি দিতে গিয়ে নিচে পড়ে গেলো।

আমাদের দেশের সাধারণ মানুষ গুলোও ঐ নয়জন লোকের মত....

৩। রাত জেগে পাবলো পিকাসো, সুনীল,, রবীন্দ্রনাথ ঠাকুর, এমিলি ডিকেনসন ব্রনটি, চার্লস ডিকেন্স, পাওলো কোয়ালহো, মারিও পুজো, ভিক্টর হুগো, হেনরী রাইডার হ্যাগার্ড, মার্ক টোয়েন অথবা দস্তভয়স্কি পড়ে লাভ কি হলো?
দিনের শেষে, এই বলে নিজেকে শান্ত্বনা দিলাম- বাংলাদেশের বেশির ভাগ লোকই খুব দুঃখি। তাদের ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। ছোট্র একটা দেশ। মানুষ বেশি। অভাব আর বেকারত্ব মানুষকে হিংস্র করে তুলেছে। কিছু খারাপ মানুষ তো থাকবেই। তাদের যদি আমরা ভালো না করতে পারি- সেটা তো আমাদের'ই ব্যর্থতা।

৪। এক চোর গভীর রাতে এক বাড়িতে চুরি করতে গেলো...
আলমারি খুলতে গিয়ে দেখলো দরজার একপাশে নিচে লেখা...
"এই বাটন টিপলে আলমারি খুলে যাবে।" চোর যখনি বাটনটা টিপল...
তখনি সাইরেন বাজল... আর পুলিশ এসে চোরকে ধরে নিয়ে গেল।

চোরটা বলতে লাগলো, "দুনিয়া থেকে মনুষ্যত্ব উঠে গেছে... কাউকে বিশ্বাস করা যায় না!

৫। এদেশের মানুষ গুলো নিয়ে আমি অনেক আশাবাদী ছিলাম। দিনদিন মানুষ গুলোকে নিয়ে আমি অত্যন্ত হতাশ বোধ করছি। রবীন্দ্রনাথ বলেছিলেন, কোনো প্রতিষ্ঠানের ওপরে তার কোনো আস্থা নেই। কিন্তু সেই মানুষ গুলোর ওপর তার আস্থা আছে, যাদের মধ্যে অন্তত তিনটি গুণ আছে।
যারা সঠিকভাবে চিন্তা করতে পারে,
মহান অনুভব যাদের চিত্তে সব সময় থাকে এবং
জগৎ ও জীবনের স্বার্থে যারা সঠিক কর্ম সম্পাদন করতে পারে।

এ তিনটি গুণ সম্বলিত মানুষ সমাজের জন্যে সম্পদ, দেশের জন্যে সম্পদ। অন্যথায় সে মানুষ নিজের জন্যে বোঝা, সমাজের জন্যে হুমকি, দেশের জন্যে ভয়ংকর চ্যালেঞ্জ। অর্থাৎ শেষ কথাটি হচ্ছে মানুষ চাই। নিজে মানুষ হলে সমাজটা মানুষ হয়, দেশও মানুষ হয়। দিনবদল হয়।

মন্তব্য ৪১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভ সকাল। এই সকালে সুন্দর একটা পোস্ট।

২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: ভেরি গুড মনিং ভাই।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন?

আপনার সর্বশেষ জাহাজীর ছেঁড়া ডায়েরীর পাতা পোষ্টটি খুব ভালো হয়েছে। দারুন আবেগময় পোষ্ট। ভাষা সুন্দর।

২| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: ভেরি গুড মনিং ভাই।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন?

আপনার সর্বশেষ জাহাজীর ছেঁড়া ডায়েরীর পাতা পোষ্টটি খুব ভালো হয়েছে। দারুন আবেগময় পোষ্ট। ভাষা সুন্দর।


ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই , অসংখ্য ধন্যবাদ জানবেন।

২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৭

ইসিয়াক বলেছেন: ২ নম্বরটা চমৎকার
৩ নম্বরের উত্তরে বলছি .......বাংলাদেশের মানুষের ভালো কিছু হবার ইচ্ছাই নষ্ট হয়ে গেছে । তাদের কাছে অসততা। লোভ ,হিংসা, অমানবিকতা,ঘুষ, সুদ ,জুয়া পতিতাবাজি এগুলো এখন সৎ কর্ম । রোগী যদি নিজেই সুস্থ হতে না চায় । তাতে কার কি দায়।
আমাদের নিজেদের আমাদের ভালো মন্দের তফাৎ বুঝতে হবে সবার আগে।

২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: 'অনেক সময় ভালোকে ভালো বলার জন্য সৎসাহসের প্রয়োজন হয়'

৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৬

ইসিয়াক বলেছেন: রাজীব ভাই ইদানিং আপনার লেখার শিরোনাম ইংরেজিতে হচ্ছে ।
ভালো লাগছে না । বিশ্বের সর্ববৃহৎ বাংলা ব্লগে ইংরেজী শিরোনাম । বেমানান বইকি।

২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: ওকে ব্রো--
আর শিরোনাম ইংরেজীতে দিবো না। স্যরি।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩১

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: ওকে ব্রো--
আর শিরোনাম ইংরেজীতে দিবো না। স্যরি
এখানেও ইংরেজী । হা হা হা ....ইংরেজি ভূতে ধরছে ।

২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: পোড়া কপাল!!!

৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫১

সাইন বোর্ড বলেছেন: ভাল লেগেছে পড়তে ।

২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: অনেক শুকরিয়া জনাব।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০২

ভুয়া মফিজ বলেছেন: অত্যন্ত জ্ঞানী পোষ্ট।
এর মধ্যে ২ আর ৪ নাম্বারটা একেবারে জ্ঞানের আধার!!=p~

২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: হে হে

৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৬

কিরমানী লিটন বলেছেন: সুন্দর পোষ্ট - অনেক ভালো লাগলো প্রিশ রাজীব নুর ভাই। শুভকামনা জানবেন।

২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৯| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৫

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: পোড়া কপাল!!!
কার ? আমর ? হা হা হা..।

২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: আমার।

১০| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৭

ইসিয়াক বলেছেন: আসুন মাথায় মাথায় ঠোকাঠুকি করি ........।

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: হে হে
হে হে হে
হে হে হে হে

১১| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫১

রক বেনন বলেছেন: পরী কেমন আছে রাজীব ভাই?

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: পরী ভালো আছে।
সে আগামীকাল আসবে ইনশাল্লাহ।

১২| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




চোরটা বলতে লাগলো, "দুনিয়া থেকে মনুষ্যত্ব উঠে গেছে... কাউকে বিশ্বাস করা যায় না!

"ঠিক আছে আমি দেশের জন্য আমার জীবন উত্সর্গ করলাম"
এই কথা শুনে বাকি নয়জন হাত তালি দিতে গিয়ে নিচে পড়ে গেলো।

নিজে মানুষ হলে সমাজটা মানুষ হয়, দেশও মানুষ হয়। দিনবদল হয়।

লেখা পড়ে মনে হচ্ছে ঝড় তুফান! এমন একটি সাম্যবাদ লেখার শক্তি কয়জনের আছে? উত্তর: - ব্লগার রাজীব নুরের মতো
শক্তিমান ব্লগার একজন হলেই যথেষ্ট।


২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: আহ হা লজ্জা দিচ্ছেন আমাকে!!!

১৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাবছি ২য় গল্পের আলোকে একটা পোস্ট দিবো আগামীকাল। সেখানে আপনার গল্পটি নিবো কিনা ভাবছি।

আজকের পোস্টটা ভাল লাগলো খুব। ধন্যবাদ।

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: অবশ্যই পোষ্ট দিবেন।

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: আমি অপেক্ষায় থাকলাম।

১৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৩

বিড়ি বলেছেন:
"যারা সঠিকভাবে চিন্তা করতে পারে,
মহান অনুভব যাদের চিত্তে সব সময় থাকে এবং
জগৎ ও জীবনের স্বার্থে যারা সঠিক কর্ম সম্পাদন করতে পারে"

এই তিনটা গুনই ভীষন আপেক্ষিক ব্যাপার

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৩

আরোগ্য বলেছেন: ৭ বং মন্তব্য পোস্টের সারমর্ম।

৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: জানি না।

১৬| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩১

ইসমাঈল আযহার বলেছেন: সুন্দর কথা বলেছেন, পড়ে ভাল লাগল

৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ আযহার ভাই।

১৭| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৫৭

সোহানী বলেছেন: প্রতিটি পয়েন্টে সহমত।

৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১৮| ৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: 4 নম্বরটা বেশি ভালো লেগেছে। আহারে! বেচারা ধরা খেয়ে গেল?
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১৯| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৮

তারেক ফাহিম বলেছেন: সবগুলোই ভালো লাগছে।

আপনার কাছ থেকে প্রতিদিন নিময় করে পোষ্ট দেয়া শিখতে হবে, শিখাবেন?

৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: হা হা হা--------
কি যে বলেন।

২০| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল লিখেছেন।

৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: অনেক শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.